শুক্রবার, ১৭ মে, ২০১৯

হোমিওপ্যাথিক ঔষধ বাহ্য প্রয়োগের নিয়মনীতি

হোমিওপ্যাথিক চিকিৎসায় বাহ্যপ্রয়োগে ব্যবহৃত ঔষধসমুহঃ



হোমিওপ্যাথিক Law অনুযায়ী অভ্যন্তরীন ঔষধ সেবনেই রোগ আরোগ্য হয়।বাহ্য প্রয়োগের প্রয়োজন হয় না।অনেক ক্ষেত্রে বাহ্য প্রয়োগের কারনে রোগ চাপা পরে রোগীর অনেক ক্ষতির কারণ হয়। আমরা সব সময়ই রোগীদের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কখনও মলম জাতীয় কোন ঔষধ দ্বারা রোগ আরোগ্যের চেষ্টা করবেন না।বাহ্যিক স্হানীয় লক্ষণ বিলুপ্ত করিলে বা অপসারণ করিলে পীড়ার গতি অন্তর্মুখী হইয়া আভ্যন্তরীন বিশেষ বিশেষ অংগের মারাত্বক অপকার সাধন করে।তাই ইহা সুস্পষ্ট রুপে প্রতিয়মান হয় যে,ঔষধের বাহ্যিক প্রয়োগ অহিতকর ,নিরর্থক ও ভ্রান্তি উৎপাদক।
জীবনীশক্তি বাহ্যিক স্হানীয় ব্যাধি সৃষ্টির মাধ্যমে আভ্যন্তরীণ মুলব্যাধির স্বরুপ প্রকাশ করে এবং রোগশক্তিকে পরাভূত করিবার জন্য উপযুক্ত সদৃশ ঔষধের সাহায্য কামনা করে।এমতাবস্তায় বাহ্যদেশে স্হানীয় উপসর্গে ঔষধের বাহ্যিক প্রয়োগ দ্বারা পীড়া আরোগ্য সর্বদা সম্ভব নয়।দেহের বাহ্যিক লক্ষণ ও উপসর্গ পীড়া চিকিৎসার পথ প্রদর্শক মাত্র।এবং উপযুক্ত সদৃশ ঔষধ নির্বাচনের একমাত্র ভরসা , ঔষধের বাহ্যিক প্রয়োগ দ্বারা উহাদের অপসারনে আভ্যন্তরীণ ব্যাধির সম্যক জ্ঞান লাভের কোন পথই আর খোলা থাকে না।তবে রোগীর বিশ্বাসের জন্য বিভিন্ন মাদার টিংচার বাহ্য প্রয়োগ হয় ।যে সকল ঔষধ বাহ্য প্রয়োগ হয়; সে সকল ঔষধই আভ্যন্তরীক সেবন হয়।ধরুন আঁচিলের জন্য সি এম পাওয়ারের থুজা খাইতে দিয়ে যদি মাদার টিংচার বাহ্য প্রয়োগ করতে দেয়া হয়; তা হলে রোগ আরোগ্যের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবে না।কোথাও কেটে গেলে ক্যালেন্ডুলা মাদার বাহ্য প্রয়োগ করেন সেই ক্ষেত্রে পুজ জন্মাতে পারবে না।এমন অনেক বাহ্য প্রয়োগের ম্যাজিক দেখে অনেক ক্ষেত্রেই চমৎকৃত।বাহ্য প্রয়োগের বিরুদ্ধে সবাই একমত।
রোগ আরোগ্যের বাধা সৃষ্টি করতে না পারে, সে দিকটি খেয়াল করে হোমিওপ্যাথিতে যে সকল ঔষধ বাহ্য ব্যবহার করা হয় তার বিস্তারিত আলোচনা করা হলো:
এসিডকার্বল,একোনাইটনেপিলাস,ইচিনেসিয়া,এপিসমেল,আর্নিকামন্টেনা,বেলেডোনা,বেলিসপেরেনিস,ব্রাইয়োনিয়া,লিডমপাল,প্লানেটগো,ফাইটোলক্কা,রাসটক্স,রুটা,সিম্ফাইটম,থুজা,আর্টিকাইউরেন্স,ভেরেট্রামভেরিডি,ইস্কিউলাসহিপ,এমনকষ্টিক,ব্যালাসামম,ষ্ট্যাফিসেগ্রিয়া,কলচেরিয়া,কেলিক্লোর,বার্বারিস ইকিউফেলিনাম,এসিড ক্রাইসো ইত্যাদি।
উপরোক্ত ঔষধসমুহের বাহ্য ব্যাবহারের বর্ণনা দেয়া হলো:
এসিড ক্রাইসো:পাঁচড়া ও ক্ষতে ব্যবহার করা হয়।এসিড কার্বল:পচাঁ বিশ্রী দুর্গন্ধযুক্তক্ষত রসযুক্ত ক্ষতে বাহ্র ব্যবহার হয়।
এপিসমেল:মৌমাছি কামড়ালে ও মৌমাছির কামড়ের কারয়ে যেরুপ ফোলা যেমন হুলফোটানো বেনাযুক্ত স্ফিতিতে এপিসমেল বাহ্য ব্যবহার হয়।
আর্ণিকা মন্টেনা;কোনস্হানে আঘাতের ফলে চামড়ার নিচে ক্ষত হয় কিন্তু ফেঠে রক্ত ক্ষরণ না হয় সেই ক্ষেতেু আর্ণিকা বাহ্য ব্যবহার হয়।
এমন কষ্টিক: বিষাক্ত কিট পতঙ্গ কারড়ালে বাহ্য প্রয়োগ হয়।
ইস্কু্উলাস হিফ:যে অর্শরোগের কোন রক্তকষরণ হয় না সেই অর্শে বাহ্য প্রয়োগ হয়।
ব্যালসামাম পেরু:কোন এলার্জিতে চুলাকানী ও পাঁচড়ার ক্ষত নিরাময়ে বাহ্য ব্যবহৃত হয়।
বেলিস পেরেনিস:ফোড়া, জড়ুল,তিলকে বাহ্য প্রয়োগ হয়।
বেলেডোনা:কোন গ্লান্ড ও রক্তজমাট বাধা জনিত প্রদাহ নিরাময়ে বাহ্য ব্যবহার হয়।
ক্যান্থারিস:কোন স্হানে পুড়িয়াগেলে বাহ্য প্রয়োগ হয়।
ক্যালেন্ডুলা:কোন স্হানে কাঁটিয়া গেলে বাহ্য প্রয়োগে রক্ত বন্ধ হবে এবং ক্ষতে পুজ হয় না।
কন্ডিউর‌্যাঙ্গ:ঠোটের কোনে ফাটায় বাহ্য প্রয়োগ হয়।
ইউফ্রেসিয়া:চক্ষু প্রদাহ নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
হ্যামামেলিস:কোন শিরা কাটিয়া রক্ত ক্ষরণ হলে বাহ্য প্রয়োগ হয়।
হাইড্রাসটিস:বসন্ত ক্ষতে ও ক্যান্সার ক্ষতে বাহ্য প্রয়োগ হয়।
হাইপেরিকাম:আগাত জনিত কারনে স্নায়ু আহত হলে বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
প্লান্টেগো:কানের বেদনা,দাাঁতের বেদনা ও অর্শের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
রুটা:বেশী সময় চোখের ব্যবহার করায় বেদনা হলে ,অর্শের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
রাসটক্স:বাতের বেদনায় বাহ্য প্রয়োগ হয়।
সিম্ফাইটম:হা ভাঙ্গা ও হাড়ে আমাতের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
থুজা:শিশুর গায়ে পারদের ব্যবহার বা টিকার কুফলের জন্য র‌্যাশ হলে ও আচিঁলে বাহ্য প্রয়োগ হয়।
এছাড়াও নিম্ন লিখিত ঔষধ বাহ্য ব্যবহারের প্রয়োগক্ষেত্র  উল্লেখিত।
একোনাইটঃ-নিউরালজিয়া নিরাময়েে
এগারিকাস-ঃহাজা ঘায়ে
ব্যাডিয়াগা ঃ-গ্ল্যান্ড ফোলা ও বেদনায় বাহ্য প্রয়োগ হয়
কষ্টিকাম,থুজাঃ -আচিলে
কার্ডুয়াস মেরিঃ- লিভার বেদনায়
ক্যাপ্সিকাম ঃআলজিহ্বা বাড়লে
,ইচিনেসিয়া ঃ-কা্রবঙ্কলে
গ্রাফাইটিসঃ- স্তনবৃন্ত ক্ষতে
ফাইটোলক্কাঃ- স্তন প্রদাহে
এসেটিক এসিড,স্কুকুমচকঃ- শ্বেতীরোগে বাহ্য প্রয়োগ হয়।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইর,সাভার,ঢাকা।
গোঃরেজিঃনং-২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন