শিরা স্ফীতির সদৃশ চিকিৎসা। |
ভেরিকোস কি ?
সাধারণত রক্ত সঞ্চালনের ব্যাঘাত জনিত কারণে শিরাগুলো স্ফীত হয়ে উঠে।হাত,পা মলদ্বার,অণ্ডকোষ প্রভৃতি স্থানের শিরা রক্ত সঞ্চালনের ব্যাঘাত হেতু ফুলে উঠে এবং মোটা হয়।আঙ্গুল দিয়ে টিপলে শিরাগুলো ক্রিমি বা সাপের ন্যায় অনুভূত হয়।শিরা প্রদাহ ও শিরা স্ফীতি বেদনাদায়ক রোগ।
ভেরিকোস ভেইন রোগটি হবার নানা কারণ রয়েছেঃ
যেমন-
১।সাধারণত ভেইন বা শিরার ভাল্ব নষ্ট হয়ে যাবার কারণে এই রোগটি হয়।
আর্সেনিক ( Arsenic Album ) :-প্রদাহিত স্থান ফুলে উঠে, জ্বালাযন্ত্রণা করে,গরমে উপশম।অস্থিরতার ভাব,রক্ত দুষিত এবং গ্যাংরিন হবার উপক্রম।জীবনীশক্তির দ্রুত ক্ষয়, মৃত্যুভয়, সমস্ত দেহে জ্বালাপোড়া।(6/30 একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য)।
আর্ণিকা (Arnica Montana):আঘত লাগা হেতু,সর্বাঙ্গে ক্ষতবৎ থেঁৎলানো ব্যথা।যেন তাকে প্রহার করা হয়েছে এমন বেদনা।যার উপর শয়ন করে তা যেন শক্ত মনে হয়।দেহের উপরাংশে উত্তাপ এবং নিন্মাংশে শীতলতা।একটি একটি করে ছোট ব্যথা যুক্ত ফোঁড়া উঠে।(৬,৩০ একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য।
হ্যামামেলিস ( Hamamelis Virginica ) :-শিরায় অত্যন্ত বেদনা এবং স্ফীত ভাব।ব্যথায় অস্থির।যে কোন দ্বার হতে অপ্রবল শৈরিক রক্ত স্রাব। মাথার এক পার্শ্ব হতে অপর পার্শ্ব যেন গোঁজ বিদ্ধ যন্ত্রণাবোধ।(Q,3x Distilled water –এ মিস্রিত করে শক্তি পরিবর্তিত নিয়মে দিনে ৪/৫ বার সেব্য।
এসিড ফ্লোর ( Acid Flouricum ) :- পুরাতন পীড়া।সিফিলিস ও পারদ দোষের ইতিহাস।ঔষধটি নিন্মাংগের টিসুগুলোর উপর ভাল কাজ করে,রক্তবহানাড়ী স্ফীত এবং বেদনাযুক্ত,মাথার ভিতর হতে উভয় পার্শ্বে চাপবোধ। দাঁতগুলো ক্ষয়ে যায়,দন্তরোগ।(6 ,একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য)।
বেলেডোনা (Belladona) :ঔষধটি স্নায়ু বিধানের উপর ক্রিয়া করে।ইহার প্রধান ক্রিয়া রক্তবহা নাড়ী,চর্ম এবং গ্রন্থি সমূহের উপর।সর্ব ক্ষেত্রেই বেলেডোনার লক্ষণ উত্তপ্ত লালাত্বক, রক্তিম মুখমণ্ডল,চকচকে চোখ,দপদপকর কর্ণমূল গ্রন্থি।(30/2c একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য)।
ক্লিমেটিস ইরেকটা (Clematis Erecta): মুত্রযন্ত্র এবং অণ্ডকোষ প্রভৃতির উপর ক্রিয়া।দেহের বিভিন্ন অংশে স্নায়ুশূল, অত্যন্ত ঘুম ঘুম ভাব।শিরাস্ফীতি।অমাবস্যায় রোগ লক্ষণ বৃদ্ধি।( 6/30,একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য।
ভেরিকোস ভেইন চিকিৎসায় আরও প্রয়োজনীয় ঔষধ:-
ফর্মিকা,রুটা6/30,ল্যাকেসিস 2c,প্লাম্বাম মেট 30,পালসেটিলা 30 এসিড ফ্লোর ও অন্যান্য ঔষধ সমূহ।
ভেরিকোস ভেইন রোগটি হবার নানা কারণ রয়েছেঃ
যেমন-
১।সাধারণত ভেইন বা শিরার ভাল্ব নষ্ট হয়ে যাবার কারণে এই রোগটি হয়।
২।শিরায় ইনফেকশন হলে।
৩।গর্ভাবস্থায়, পেটে টিউমার হলে বা পানি জমলে
৪।পেশাগত কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলেও এ রোগটি হতে দেখা যায়।
পায়ের গোড়ালি থেকে হাঁটুর মাঝখানের অংশে (সেফানাস ভেইন) ভেরিকোস ভেইন বেশি হতে দেখা যায়,এ রোগ হলে শিরা বরাবর রোগী ব্যাথা অনুভব করেন।চামড়ার ঠিক নিচে মোটা মোটা ভেইনগুলো দেখতেও বেশ কদাকার মনে হয়।দীর্ঘদিন চিকিৎসা না করালে পায়ে আলসার বা ঘা হয়ে যেতে পারে,পায়ের স্নায়ু নষ্ট হয়ে গ্যাংরিন হতে পারে।
শিরা স্ফীতির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের পার্থক্য বিচার:আর্সেনিক ( Arsenic Album ) :-প্রদাহিত স্থান ফুলে উঠে, জ্বালাযন্ত্রণা করে,গরমে উপশম।অস্থিরতার ভাব,রক্ত দুষিত এবং গ্যাংরিন হবার উপক্রম।জীবনীশক্তির দ্রুত ক্ষয়, মৃত্যুভয়, সমস্ত দেহে জ্বালাপোড়া।(6/30 একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য)।
আর্ণিকা (Arnica Montana):আঘত লাগা হেতু,সর্বাঙ্গে ক্ষতবৎ থেঁৎলানো ব্যথা।যেন তাকে প্রহার করা হয়েছে এমন বেদনা।যার উপর শয়ন করে তা যেন শক্ত মনে হয়।দেহের উপরাংশে উত্তাপ এবং নিন্মাংশে শীতলতা।একটি একটি করে ছোট ব্যথা যুক্ত ফোঁড়া উঠে।(৬,৩০ একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য।
হ্যামামেলিস ( Hamamelis Virginica ) :-শিরায় অত্যন্ত বেদনা এবং স্ফীত ভাব।ব্যথায় অস্থির।যে কোন দ্বার হতে অপ্রবল শৈরিক রক্ত স্রাব। মাথার এক পার্শ্ব হতে অপর পার্শ্ব যেন গোঁজ বিদ্ধ যন্ত্রণাবোধ।(Q,3x Distilled water –এ মিস্রিত করে শক্তি পরিবর্তিত নিয়মে দিনে ৪/৫ বার সেব্য।
এসিড ফ্লোর ( Acid Flouricum ) :- পুরাতন পীড়া।সিফিলিস ও পারদ দোষের ইতিহাস।ঔষধটি নিন্মাংগের টিসুগুলোর উপর ভাল কাজ করে,রক্তবহানাড়ী স্ফীত এবং বেদনাযুক্ত,মাথার ভিতর হতে উভয় পার্শ্বে চাপবোধ। দাঁতগুলো ক্ষয়ে যায়,দন্তরোগ।(6 ,একমাত্রা করে দিনে ৩/৪ বার সেব্য)।
বেলেডোনা (Belladona) :ঔষধটি স্নায়ু বিধানের উপর ক্রিয়া করে।ইহার প্রধান ক্রিয়া রক্তবহা নাড়ী,চর্ম এবং গ্রন্থি সমূহের উপর।সর্ব ক্ষেত্রেই বেলেডোনার লক্ষণ উত্তপ্ত লালাত্বক, রক্তিম মুখমণ্ডল,চকচকে চোখ,দপদপকর কর্ণমূল গ্রন্থি।(30/2c একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য)।
ক্লিমেটিস ইরেকটা (Clematis Erecta): মুত্রযন্ত্র এবং অণ্ডকোষ প্রভৃতির উপর ক্রিয়া।দেহের বিভিন্ন অংশে স্নায়ুশূল, অত্যন্ত ঘুম ঘুম ভাব।শিরাস্ফীতি।অমাবস্যায় রোগ লক্ষণ বৃদ্ধি।( 6/30,একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য।
ভেরিকোস ভেইন চিকিৎসায় আরও প্রয়োজনীয় ঔষধ:-
ফর্মিকা,রুটা6/30,ল্যাকেসিস 2c,প্লাম্বাম মেট 30,পালসেটিলা 30 এসিড ফ্লোর ও অন্যান্য ঔষধ সমূহ।
ভেরিকোস চিকিৎসায় সদৃশ ঔষধ নির্বাচনঃ(কেন্ট রেপার্টরি)
VARICOSE veins : Alumn., ambr., ant-t., arg-n., Arn., ars., asaf., bell., calc-f., calc-p., Calc., carb-an.,Carb-v., caust., clem., coloc., crot-h., ferr-ar., ferr., Fl-ac., graph., Ham., hep., kreos., lach., lyc., Lycps., mag-c., mill., nat-m., nux-v., pćon., plb., Puls., sabin., sep., sil., spig., sul-ac., sulph., thu., vip., zinc.
++ blue : Carb-v., lycps.
++ burning : Apis., Ars., calc.
++ night : Ars.
++ inflamed : Arn., ars., calc., ham., kreos., lyc., lycps., puls., sil., spig., sulph., zinc.
++ itching : Graph.
++ network in skin : Berb., calc., carb-v., caust., clem., crot-h., lach., lyc., nat-m., ox-ac., plat., sabad., thu.
++ painful : Brom., caust., ham., lyc., mill., Puls., sang.
++ pimples, covered with : Graph.
++ pregnancy, during : Ferr., lyc., lycps., mill., Puls., zinc.
++ soreness : Graph., ham., puls.
VARICOSE veins, stinging++ stinging : Apis., graph., ham., Puls.
++ stitching : Kali-c., lyc.
++ ulceration : Ars., Lach., lyc., puls., sil.
++ swollen : Apis., berb., puls.
বায়োকেমিকঔষধ(Biochemical Medicines):
ক্যাল্কেরিয়া ফস:মধ্যে মধ্যে আবশ্যকীয় ঔষধের সঙ্গে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।রমণীদের অধিক মাত্রায় ধাতু স্রাব,বুক ধড়ফড়ানি,উদ্বেগ,হাত পায়ের কম্পন বিশেষ করে পায়ের ডিমে।অতিশয় দুর্বলতা।২/৩ গ্রেন মাত্রায় দিনে ৪/৫ বার সেব্য।ফেরাম ফস : রক্ত বহা নাড়ী, শিরা স্ফীতি ও শিরা প্রদাহের বিশেষ উপযোগী।নাড়ী পূর্ণ,গোল দড়ির মত।নাড়ী দ্রুত এবং পূর্ণহৃদযন্ত্রের বেদনা।একমাত্রা করে দিনে ৪ বার সেব্য।
ক্যাল্কেরিয়া ফ্লোর (Calcaria Flour):শিরা স্ফীতির প্রধান ঔষধ।শিরাস্ফীতি কিন্তু কোন বেদনা থাকে না।পাথরের মত শক্ত গ্রন্থি, প্রসারিত এবং স্ফীত শিরা। মাথার মধ্যে কড় কড় শব্দ,উত্তাপে উপশম।(3x চূর্ণ ২/৩ গ্রেন মাত্রায় দিনে ৩/৪ বার সেব্য)।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?
ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গভ:রেজি নং23876.
মোবাইল নং 01716651488.
good job
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন