রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

কার্ণপীড়ার বায়োকেমিক চিকিৎসায় ঔষধ নির্বাচন গাইড।

কর্ণরোগের বাইয়োকেমিক ঔষধ নির্বাচন গাইড।



*মুখের ও গলায় গ্র‌্যান্ড ফোলার কারণে কানের বেদনা-ক্যালকেরিয়া ফস।
*কানের প্রদাহ এবং স্রাব পাতলা,উজ্জল-ক্যালিসালফ।
*কানের মধ্যে দপ দপ করে-সাইলেসিয়া।
*কানের সর্দি স্রাব এবং বধিরতার সৃষ্টি-ক্যালিসালফ।
*সর্দির কারণে-ক্যালিসালফ।
*সর্দির কারণে কানের মধ্য আক্রান্ত-ফেরাম ফস,ক্যালি মিউর।
*কানের মধ্য কটমট শব্দ,অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সময় নাকের পাতা উঠানামার সময় এইরুপ শব্দকরে-ক্যালি মিউর।
*কোন কিছু খাওয়ার সময় কানের মধ্য কট মট করে-ক্যালি মিউর।
*কানের নিম্ন ভাগে কেটে ফেলার ন্যায় বেদনা-ক্যালি সালফ।
*কানের পাশে সিষ্টিক টিউমার-সাইলেসিয়া।
*বধিরতা তৎসহ সন্ধার সময় বৃদ্বি-ক্যালি সালফ।
*কানের প্রদাহ-ফেরাম ফস।*কোন কিছু খাওয়ার সময় কানে শব্দ-ন্যাট্রাম মিউর।
*শ্বাস প্রশ্বাস কালে কানের মধ্য অত্যন্ত বেদনা-ক্যালিমিউর।
*কানের মধ্য কেটে ফেলার ন্যায় বেদনা- ক্যালি সালফ।
*কানের নিচে কেটে ফেলার ন্যায় যন্ত্রনা-ক্যালি সালফ।
*কানের ব্যাথা বর্ষা কালে বৃদ্ধি -নেট্রাম সালফ।
*কানের চারদিকে হাড়ের তিক্ষ্ণ বেদনা-ক্যালকেরিয়া ফস,ফেরাম ফস।
*কানের ছিদ্র স্ফীতি- সাইলেসিয়া।
*দুর্বল রক্তহীণ ব্যাক্তির কানের পীড়া-ফেরাম ফস,ক্যালকেরিয়া ফস।
*কানের মধ্য জ্বালা অনুভব-ন্যাট্রাম ফস।
*কানের মধ্য গুন গুন শব্দ-ক্যালি ফস,ম্যাগনেসিয়াম ফস।
*কানের পুরাতন সর্দিস্রাব-ক্যালি মিউর।
*কানের বহিঃভাগে ঠান্ডা অনুভব-ক্যালকেরিয়া ফস।
*বাতের জন্য কানের রোগ-ক্যালকেরিয়া ফস।
*কানের মধ্য পুজহেতু বধিরতা-ক্যালকেরিয়া সালফ,ফেরাম ফস,সাইলেসিয়া।
*কান থেকে জ্বলে ন্যায় পদার্থ-ক্যালি সালফ।
*কান থেকে গাঢ় পুজের ন্যায় স্রাব-ক্যালকেরিয়া সালফ।
*স্রাব সহ প্রচন্ড কানে ব্যাথা-ফেরাম ফস।
*অপরিস্কার স্রাব নির্গত-ক্যালি ফস।
*কানের মধ্য চুনের ন্যায় পদার্থ সৃষ্টি-ক্যালকেরিয়া ফ্লোর।
*কানের চার দিকে ছোট ছোট উদ্ভেদ-ক্যালকেরিয়া সালফ।
*কানের যন্ত্রনা তৎসহ জ্বালা পোরা ভাব-ফেরাম ফস।
*কানের যন্ত্রনা তৎসহ হলুদ বর্ণের স্রাব- ক্যালি সালফ।
*কানের যন্ত্রনা স্নায়োবিক দুর্বলতা-ক্যালি সালফ।
*কানের যন্ত্রনা তৎসহ কোন পদার্থ ভিতরে আছে-নেট্রাম ফস।
*কানের যন্ত্রনাসহ দপদপানি ব্যাথা-ফেরাম ফস।
*কানের যন্ত্রনা তৎসহ জিহ্বায় সাদা ময়লার প্রলেপ-ক্যালি মিউর।
*কানের যন্ত্রনা আদ্র ঋতুতে বৃদ্বি-নেট্রাম ফস।
*কানের মধ্যে দপদপ শব্দ গনণা করা যায়-ফেরাম ফস।
*কানের মধ্যে পাথরের ন্যায় বস্তু জমা আছে-ক্যারকেরিয়া ফ্লোর,ক্যালকেরিয়া ফস।
*কানের মধ্যে দানাময় পদার্থ-ক্যালি মিউর।
*স্নায়ুশুলের জন্য বধিরতা-ম্যাগনেসিয়া ফস।
*কর্ণগ্রন্থিফোলার জন্য বধিরতা-ক্যালি মিউর।
*টনসিল প্রদাহের জন্য বধিরতা-ক্যালকেরিয়া ফস।
*পুজ সঞ্চয় হবার জন্য বধিরতা-ক্যালকেরিয়া সালফ,কেলি সালফ,সাইলেসিয়া।
*কানের বাহিরে ঠান্ডা অনুভব-ক্যালকেরিয়া ফস।
*কানের মধ্যে সর্দি স্রাব-ক্যালি মিউর,ক্যালি সালফ,নেট্রাম মিউর।
*নাক ঝারিলে কানের মধ্যে কড়কড় শব্দ করে-ক্যালি মিউর।
*কোন কিছু খাওয়ার সময় কানের মধ্যে কড়কড় শব্দ করে-নেট্রাম মিউর।
*কোন প্রদাহ জনিত কারণে কানে কম শোনা-ফেরাম ফস।
*কানের চারিদিকে গর্তের ন্যায় স্ফীতি-ক্যালিমিউর।
*বধির শ্রবণ শক্তির হ্রাস-ক্যালি ফস।
*গরমে ঘরে বধিরতা বৃদ্ধি-ক্যালি সালফ।
*এক কান লাল ও উত্তপ্ত এবং চুলকায়-নেট্রাম ফস।
*কানের মধ্যে অত্যান্ত বিরক্ত বোধ-সাইলেসিয়া।
*কানের মধ্যে যেন ঘন্টা বাজে-নেট্রাম সালফ।
*কানের মধে গর্জন-নট্রোম মিউর,সাইলেসিয়।
*কান যেন বন্ধ হয়ে আসে-ক্যালি মিউর।*কান হতে রক্ত পাত-ফেরাম ফস।
*ভীষণ শব্দে কানের তালি লাঘা খুয়ে যায়-সাইলেসিয়া।
*গোলমাল সহ্য হয় না -সাইলেসিয়া,ক্যালি ফস।
*ঘুমালে কানে শব্দ হয়- ক্যালি ফস।
*কোন কিছু চিবানোর সময় কানে শব্দ হয়-নেট্রাম মিউর।
*কানে ফোলাভাব-সাইলেসিয়া,কেলিমিউর।
*ধাক্কা লেগে কানে ব্যাথা-ফেরাম ফস।
*কানে শো শো শব্দ-ফেরাম ফস,কেলিমিউর,ক্যালি ফস।
*কানের মধ্যে যেন সুচ ফুটানো ব্যাথা-নেট্রাম মিউর।*কানের পুজ ঘন হলুদ বর্ণযুক্ত-সাইলেসিয়া।
*কানের অভ্যান্তরে অতিদুর্গন্ধময় রক্তপুজ মিশ্রিত স্রাব-ক্যালি ফস।


হোমিওপ্যাথিক বিষয়ক আমার মোবাইল এপসের লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg


ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।

1 টি মন্তব্য:

  1. আমার কানের পরদা ছিদ্র। ছিদ্র বন্ধ হওয়ার জন্য কি ক্যালকেরিয়া সালভ খাব??? জানাবেন pl.

    উত্তরমুছুন