শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

রিকেটসের হোমিওপ্যাথিক চিকিৎসা।

Homeopathic Treatments for Marasmus or Rickets.


শীর্ণতা বা রিকেট বা ম্যারামাস কি ?
শিশুদের আমিষ ও শর্করা জাতিয় খাদ্যের অভারজনিত অপুষ্টি রোগ।
ম্যারাসমাসের লক্ষণসমূহঃ
• অতিরিক্ত শুকিয়ে যাওয়া৷
• হাড্ডিচর্মসার চেহারা৷
• চামড়ার নিচে কোনও চর্বি থাকে না৷
 শিশুদের এই পীড়া অধিক হয়।কদাচিৎ পুর্ণ বয়স্ক রোগী ও দেখা যায়।ইহাতে শরীরে মাংস শুকাইয়া যায়।ক্ষুধা থাকে না।পেট খাল পড়ে,নিদ্রহীনতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।অপরিস্কার,অপরিচ্ছন্ন স্হানে বাস,দূষিত বায়ু সেবন,অযোগ্য আহার,উপযুক্ত খাদ্যের অভাব ইত্যাদি কারনেই এই পীড়া জন্মে।

ম্যারাসমাসের চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধসমুহ ঃ
অ্যাব্রোটেনাম,আর্জেন্টামনাইট,আর্সেনিক,ক্যালকেরিয়াফস,কার্বভেজ,হাইড্রাসটিস,আইওডিন,ক্রিয়োজোট,লাইকোপোডিয়াম,ম্যাগনেসিয়াকার্ব,নাক্সভুমিকা,ওপিয়াম,ফসফরাস,প্লাম্বাম,সোরিনাম,পালসেটিলা,স্যানিকুলা,সিপিয়া,সাইলিসিয়া,সালফার,টিইবারকুলিনাম ইত্যাদি।

উপরদিক হইতে শুকাইতে আরাম্ভঃলাইকোপোডিয়াম,সর্সাপ্যারিলা,স্যানিকুলা ইত্যাদি।
নিম্নদিক হইতে শুকাইতে আরম্ভঃঅ্যাব্রোটেনাম,আর্জেন্টামনাইট,আইওডিন, টিউবারকুলিনাম,স্যানিকুলা ইত্যাদি।
প্রবল রাক্ষুসে ক্ষুধাঃঅ্যাব্রোটেনাম,এমনকার্ব,আর্জেন্টামমেট,আর্সেনিক, ক্যালকেরিয়াবার্ব,
ক্যানাবিসই,চায়না,সিনা,ফেরামমেট,গ্রাফাইটিস,লাইকোপোডিয়াম,মেডোরিনাম,নাক্সভূমিকা,ওলিয়েন্ডার,পেট্রোলিয়াম,ফসফরাস,সোরিানাম,পালসেটিলা,স্যাবাডিলা,সাইলিসিয়া,সালফার,ভিরেট্রাম এলবাম ইত্যাদি।

আইওডিনঃরোগী একটুও গরম সহ্য করিতে পারে না,সর্বদাই ঠান্ডা পছন্দ করে।ক্ষুধা অত্যন্ত প্রবল;দিবারাত্র খাইতে চায় এবং খাইলে ভাল থাকে।গ্ল্যান্ডের বিবৃদ্ধি,প্রাতঃকালীন উদরাময় ইত্যাদি লক্ষণসমষ্টিতে প্রয়োজন।

অ্যাব্রোটেনামঃসদ্যোজাত শিশুর নাভি দিয়া রক্তপাত,হাই ড্রোসিল,প্লুরিসি বা অন্য কোন রোগের পর শুকাইয়া যাইয়া,পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্টকাঠিন্য,অজীর্ণ ভেদ,শিশু ক্ষুধার্ত ও শীতকাতর রোগীর জন্য উপযোগী।

টিউবারকুলিনামঃযে সব পুত্র-কন্যার পিতামাতা অত্যান্ত কফ ধাতুগ্রস্হ বা যাহারা যক্ষা রোগে ভুগিতেছেন বা ভুগিয়াছেন।এই সব শিশুদের গায়ে দাদ দেখা দেয় বা তাহারা কৃমিতে কষ্ট পাইতে থাকে।মুখখানি বেশ স্বাভাবিক কিন্তু গায়ের দিক হইতে শুকাইয়া যায় এই রোগীর জন্য টিউবারকুলিনাম উপযোগী।

ক্যালকেরিয়া ফসঃযক্ষা ধাতুগ্রস্হ পিতামাতার পুত্র-কন্যা,শিশুর দেহ অত্যন্ত শীর্ণ,মাথার হাড়গুড়ি অত্যন্ত নরম,মেরুদন্ড অত্যন্ত দুর্বল,ঘারের চারদিকে এবং পেটের মধ্যে গ্ল্যান্ডগুলি বৃদ্ধি পাইয়া শক্ত হইয়া ওঠে।ইহারা দুধ সহ্য করিতে পারে না,দুধ খাইবারমাত্র পেটের মধ্যে অত্যন্ত যন্ত্রণা হইতে থাকে।দুধ বমি করিয়া ফেলে বা দারুন দুর্গন্ধযুক্ত সবুজ বর্ণের উদরাময়।টেবিস মেসেন্টরিকা।স্তন্যে অনিচ্ছা বা দিবারাত্রি স্তন্যপান।নাভি দিয়া রসনিঃসরণ এই রোগীর জন্য ক্যালকেরিয়া ফস উপযোগী।

আর্জেন্টাম নাইটঃযে সব শিশু অত্যন্ত মিষ্টি খাইতে ভালবাসে বা যাহাদিগকে অতিরিক্ত মিষ্টি বা চিনি খাওয়ান হইয়াছে তাহাদের উদরাময়ের সহিত শুকাইয়া যাওয়।উদরাময়ের মল কিছুক্ষণ বাতাসে পড়িয়া থাকিলে সবুজ হইয়া যায়।

লাইকোপোডিয়ামঃপ্রথমে দেহের উপরিভাগ শুকাইয়া যায়।যে-সব ছেলেমেয়েদের গর্ভবাসকালে তাহাদের পিতামাতা অল্ম অজীর্ণ দোষে কষ্ট পাইয়াছেন এবং যাহাদের চরিত্র লাইকোপোডিয়ামের মত।শিশু ঘুম ভাঙ্গিয়া উঠিলেই ক্রুদ্ধভাব প্রকাশ করিতে থাকে বা সারাদিন ঘ্যান-ঘ্যান করিয়া কাদিতে থাকে।মিষ্টি এবং গরম খাদ্য ভালবাসে এই রোগীর জন্য লাইকোপোডিয়াম প্রযোজ্য।

সার্সাপ্যারিলাঃপারদ বা উপদাংশের দোষযুক্ত পিতামাতার পুত্র কন্যা,বিশেষত যাহারা মুত্রপাথরিতে কষ্ট পাইয়াছেন,এইসব শিশুও ওনেক সময় প্রস্রাব করিবার সময় কষ্ট পাইতে থাকে তাদের জন্য সার্সাপেরিলা উপযোগী।

ওপিয়ামঃযে সকল সন্তানের জননীরা গর্ভবস্হায় ক্রমাগত কোন এক ভয়ে অভিভুত ছিলেন এবং উপযুক্ত ঔষধ ব্যর্থ হইতে থাকিলে ওপিয়াম প্রযোজ্য।

স্যানিকুলাঃদারুন কোষ্ঠকাঠিন্য বা উদরাময়,উদরাময়ের মল কিছুক্ষণ পরে সবুজ হইয়া যায়,মাথার ঘামে বালিশ ভিজিয়া যায়,নিম্নগতিতে আতঙ্ক এই শিশুর জন্য স্যানিকুলা উপযোগী।

মেডোরিনামঃযাহাদের পিতামাতা সাইকোসিসজনিত বাত বা হাপানিতে কষ্ট পাইতেছেন,অত্যন্ত গরমকাতর,মাথায় একজিমা।মেডোরিনামের শিশু গ্রীশ্মকালে উদরাময়ে ভুগিয়া শুকাইয়া আসে তাদের জন্য মেডোরিনাম প্রযোজ্য।

সিফিলিনামঃশিশু দিনের বেলা বিশেষ কোন কষ্টের পরিচয় দেন না কিন্তু রাত্রি হইরেই বিপদ।প্লীহা ও যকৃতের বিবৃদ্ধি;মুখে ঘা,পিতামাতার উপদাংশ সেই শিশুর জন্য সিফিলিনাম উপযোগী।

ম্যাগ্নেসিয়া কার্বঃমারবেলের মত শাদা গুটলে মল,কিম্বা ফেনাযুক্ত সবুজ জলে শাদা শাদা অজীর্ণ দুগ্ধের কণিকা,টক বা অম্লগন্ধ,মাংস খাইবার প্রবল ইচ্ছা তাদের জন্য ম্যাগকার্ব উপযোগী।

থুজাঃগর্ভাবস্হায় জননীর টিকা-গ্রহনজনিত শিশুর  পুয়ে পাওয়া বা রিকেট।

নেট্রাম মিউরঃঘাড় ও গলা শুকাইয়া জীর্ণ হইয়া যায়।সর্বদাই জল পান করিতে চায়।লবণ পরিমানে বেশী খায়,মেজাজ রাগী গরমে কাতর ইত্যাদি লক্ষণে নেট্রাম মিউর অব্যর্থ।

সালফারঃঅপরিস্কার,নোংরা,নানা প্রকার চর্ম পীড়াগ্রস্হ,নাকে সর্দি,পায়খানা প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ,গরমে কাতর কিন্তু স্নান করিতে চায় না।কোষ্ঠবদ্ধ না হয় উদরাময়।দিন দিন শরীরের মাংস ক্ষয় হইয়া জীর্ণ বৃদ্ধ মানুষের মত দেখা যায় সেই রোগীর জন্য সালফার উপযোগী।

ক্যালকেরিয়া সিলিকাঃজলো ধাতু রোগী একটুতে ঠান্ডা লাগে,শীত কাতর আবার একটু বেশি গরম পড়িলেও অসুস্হ হইয়া পড়ে।স্মরণ শক্তিহীন এই প্রকৃতির শিশু কিশোরদের শরীর দিন দিন বৃদ্ধি না পাইয়া বরং ক্ষুদ্র হইয়া আসে এই শিশুদের জন্য ক্যালকেরিয়া সিলিকা উপযোগী।

কেন্ট রেপার্টরির সাহায্যে রিকেটসের সদৃশ ঔষধ নির্বাচনঃ

RACHITIS (rickets) (See Scofulosis.) -- Ars., Ars. iod., Calc. ac., Calc. c., Calc. hypoph., Calc. p., Calc. sil., Ferr. p., Fluor. ac., Hekla, Hep., Iod., Kali iod., Mag. m., Med., Merc. s., Nit. ac., Phos. ac.Phos., Pinus sylv., Sanic., Sil., Sul., Supraren. ext., Ther., Thuya, Thyr., Tub.
   
SCROFULOSIS -- Ćthiops, Alnus, Alum., Ars., Ars. iod.Aurums., Bac., Bad., Barytas, Brom., Calcareas, Caps., Carbo an., Caust., Cinnab., Cistus, Clem., Con., Diph., Dulc.Ferrums, Fluor. ac., Graph., Helleb., Hep., Hydr., Iodides, Iodof., Kali bich., Kali iod., Kreos., Lapis alb., Lyc., Mag. m., Mercuries, Mez., Nit. ac., Ol. j. as., Petrol., Phos. ac., Phos., Pinus sylv., Plumb. iod., Psor., Ruta, Samb., Sedum, Sil., Sil. mar., Still., Sul., Ther., Tub., Viola tr.
   
SCURVY (scorbutus) -- Acet. ac., Agave, Alnus, Ars., Bov., Carbo v., Chin. s., Cinch., Ferr. p., Galium ap., Ham., Kali chlor., Kali p., Kreos., Lach., Merc. s.Mur. ac., Nat. m., Nit. ac., Nitro. mur. ac., Phos. ac., Phos., Rhus t., Staph., Sul. ac., Sul., Urium.

রিকেটসের বাইওকেমিক চিকিৎসাঃ

ক্যালকেরিয়া ফসঃজীর্ণ শীর্ণ রোগা শিশু খাল পড়া পেট,দেহ অপেক্ষা মাথা বড়,হাত,পা,সরু।ক্যালকেরিয়া তাহাদের পরম বন্ধু্।

সাইলেসিয়াঃপদতলে দুর্গন্ধ ঘর্ম,পেট বড় শরীর শীর্ণ লক্ষণে ক্যালকেরিয়া ফসের সঙ্গে পর্যায়ক্রমে সেবনে উপকার হয়।

উপদেশ ঃ
• বাচ্চাকে ২বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো৷
• ৬মাসের পর অন্যান্য খাবার শুরু করা৷
• বাচ্চাকে নিয়মিত টিকা দেওয়ানো৷
• বাচ্চার নিয়মিত ওজন নিতে হবে৷
• পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

আমার ফ্রী মোবাইল হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক এপসের লিঙ্ক।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গঃ রেজিঃ নং২৩৮৭৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন