শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

গলক্ষতের হোমিওপ্যাথিক চিকিৎসা


ডিপথেরিয়া সাংঘাতিক মারাত্বক পীড়া।শিশু,বালক-বালিকাদের এই পীড়া অধিক হয়।এই সংক্রামিত পীড়া,ভীষন ছোয়াচে।শরৎ ও শীত কালে এই রোগ অধিক হইতে দেখা যায়।গলার ভিতর আলজিহ্বা ও টনসিলের উপর সাদা দুধের মত পদার্থ জমিয়া থাকে।গলায় শ্লেষ্মা,গিলিতে কষ্ট।ঘাড় শক্ত ও শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণগুলি প্রকাশ পায়।এই রোগ মারাত্বক হয়।

ডিপথেরিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক আলোচনাঃ

ফাইটোলক্কাঃ-শীত শীত ভাব,অত্যন্ত দুর্বল গলার ভিতর লাল বর্ণ ও জ্বালা।সমস্ত শরীর ব্যথা,ঢোক গিলতে কষ্ট।গরম খাবার খাইতে পারে না এই লক্ষণ সমষ্টিসহ ফাইটলক্কার বিশিষ্টি লক্ষণ বিদ্যমান থাকলে উপযোগী।

এপিস মেলঃ-গলার ভিতর থলির মত ফুলিয়া উঠে।পানাহার করিতে পারে না।গলায় হুল বিদ্ধ বৎ যন্ত্রনা।চোখের নিচের পাতা ফোলা।নাড়ির গতি দ্রুত।ঢোক গিলতে কষ্ট।

মার্কুরিয়াস সিয়াঃ-ডিপথেরিয়া হঠাৎ আক্রমন,অল্প সময়ে ভীষণ ভাব ধারন করে।রোগী দুর্বল ও হিমাঙ্গ হইয়া পড়ে।নাড়ির গতি দ্রুত,শ্বাস-প্রশ্বাসে পচা দুর্গন্ধ,গলার মধ্যে পর্দা জন্মে,মাঝে মাঝে নাক দিয়া রক্তপাত হয়।গলায় ক্ষত।

কার্বোভেজঃ-ডিপথেরিয়ার চরম অবস্হায় সর্বাঙ্গ শীতল।মাঝে মাঝে নাক দিয়া রক্ত পড়ে।গলার স্বর বসিয়া যায়।রোগী অনবরত পাখার বাতাস চায়।

ডিপথেরিণামঃ-ডিপথেরিয়ার প্রথম হইতে সাংঘাতিক হইয়া উঠে।রোগী অতি অল্প সময়ে দুর্বল হইয়া যায়।জিহ্বা লাল হইয়া গলার ভিতর ফোলিয়া নাক দিয়া রক্ত পড়ে।কোন খাদ্য দ্রব্য গিলিতে গেলে নাক দিয়া বাহির হইয়া আসে।

ল্যাক ক্যানাইনামঃ-ক্ষত ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা অন্তর একবার ডানদিকেেএকবার বামদিকে প্রকাশ পাইতে থাকে।

কেলি বাইক্রমঃ-আলজিভ অত্যন্ত ফুলিয়া ওঠে কিন্তু রক্তবর্ণ নহে।

এলেন্হাসঃ-নিদারুণ দুর্বলতা,শুন্যতা,প্রলাপ,গলা ভীষণভাবে ফুলিয়া ওঠে,ঘারে ব্যথা,বিদ্যুৎ-প্রবাহের অনুভুতি।প্রস্রাব বন্ধ হইয়া যায় বা অসারে প্রস্রাব।মল আমরক্তমিশ্রিত।রোগের প্রথম হইতে নিদারুন দুর্বলতা ইহার বৈশিষ্ট।

ব্রোমিয়ামঃ-কাশির সহিত ঘড় ঘড় শব্দ,দক্ষিণ বক্ষে প্রদাহ,নিউমোনিয়া।নাকের পাতা দুইটি নাড়িতে থাকে,সর্দি উঠেনা,শ্বাষকষ্ট,স্বরভঙ্গ,অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা সহ্য হয় না।ব্রোমিয়াম শরীরের বাম পার্শই আক্রমণ করে,রোগী বামপার্শ চাপিয়া শুইতে পারে না।শরীরের নানাস্হানের গ্ল্যাগুগুলি ফুলিয়া শক্ত হইয়া থাকে।

বোরিক রেপার্টরির সাহায্যে গলক্ষতের সদৃশ ঔষধ নির্বাচনঃ
INFLAMMATION, LARYNGITIS



Acute, catarrhal -- Acon., Æsc., Ant. t., Apis, Arg. m., Ars. iod., ArumBell., Brom., Bry., Canth., Carbo v., Caust.Cepa, Cub., Dros., Dulc., Eup. perf., Ferr. p., Guaiac., Hep., Iod., Ipec., Kali bich., Kali iod., Merc., Menthol, Osm., Phos.Rhus t.RumexSamb., Sang., Spong., Sticta, Sul.
Atrophic -- Am. m., Kali bich., Kali iod., Lach., Mang. ac., Phos., Sang.
Chronic, catarrhal -- Am. br., Am. iod., Ant. s. a., Ant. t., Arg. m.Arg. n., Bar. c., Bar. m., Calc. c., Calc. iod., Carbo v.Caust., Coccus, Cotyled., Dros.Hep., Iod., Irid., Kali bich., Kali c., Kali iod.Lach.Mang. ac., Merc. c., Merc., Nat. m., Nat. selen., Nit. ac., Nux v.ParisPhos.Puls., Rhus t., Sang. n., Selen.SenegaStann., Still., Sul., Thuya.
Follicular -- Arg. n., Hep., Iod., Kali iod., Selen., Sul.Membranous exudate, MEMBRANOUS CROUP (See Diphtheria - Throat.) -- Acet. ac., Acon., Ammon., Am. caust., Ant. t., Ars., Ars. iod., Bell., Brom., Calc. iod., Con., Dros., Ferr. p., Hep., Iod.Kali bich., Kali chlor., Kali m., Kali n., Kaolin., Lach., Merc. cy., Merc., Phos., Samb., Sang.Spong.SPASMODIC CROUP -- Acon., Ant. t., Ars., Bell., Benzoin., Brom., Bry., Calc. fl.Calc. iod.Chlorum, Cupr., Euphorb., Ferr. p., Hep., Ign., Iod., Ipec., Kali bich., Kali br., Kali n., Kaolin, Lach., Meph., Merc. i. fl., Mosch., Naja, Petrol., Phos., Poth., Samb., Sang., Spong.Ver. v.

DIPHTHERIA -- Ail., ApisArs., Ars. iod., Arum, Bapt.Bell.Brom., Calc. chlor., Canth., Carb. ac., Crot.Diph., Echin., Guaiac., Kali bich., Kali chlor., Kali m.Kali per., Lac c., Lach., Lachnanth., Led., Lob. infl., Lyc.Merc. c.Merc. cy., Merc. i. fl., Merc. i. r., Mur. ac., Naja, Nit. ac.Phyt., Rhus t., Sang., Sul., Tar. c., Vinca., Zinc. m.


TYPE
Ataxic -- Ars., Bell., Lach., Mosch., Phos.
Laryngeal -- Apis., Brom., Canth., Chlorum., Diph., Hep., Iod., Kali bich., Lac c., Merc. cy., Petrol., Phos., Samb., Spong.
Malignant -- Ail., Apis, Ars., Carb. ac., Chin. ars., Crot., Diph., Echin., Kali p., Lac c., Lach.Merc. cy., Mur. ac., Pyr.
Nasal -- Am. c., Am. caust., Kali bich., Lyc., Merc. cy., Nit. ac.
CONDITIONS and Concomitants
Extension
Downwards -- Iod., Kali bich., Lac c., Merc. cy.
Left to right -- Lac c., Lach., Sabad.
Right to left -- Lyc.
Upward -- Brom.
Croup -- Acet. ac., Brom., Hep., Iod.Kali bich., Kali m., Lach., Merc. cy., Phos., Samb., Spong.
Drooling -- Lac c., Merc. cy.
Objective symptoms only: painless type; deficient reaction; sopor, stupor, epistaxis -- Diph.
Post-diphtheritic paralysis -- Arg. n.Caust., Cocc., Con., Curare, Diph., Gels., Kali p., Lach., Oleand., Phos.Plumb., Rhus t., Sec.
Prostration from beginning -- Ail., ApisArs., Bapt., Canth., Carb. ac., Crot., Diph., Kali per., Lach.Merc. cy., Mur. ac., Phyt.
Spasm of glottis -- Mosch., Samb.
Urine scanty -- Apis, Ars., Canth., Lac c., Merc. cy., Naja.
   
বাইওকেমিক চিকিৎসাঃ

ক্যালি মিউরঃ-ক্যালি মিউর ডিপথেরিয়ার প্রধান ঔষধ।গায়ে জ্বর থাকিলে ফেরাম ফস সহ পর্যায়ক্রমে ব্যবহার্য।গলার ভিতর শ্বেত বর্ণের ক্ষত,মুখের ভিতর,জিহ্বায় টনসিলের উপর সাদা বর্ণের লেপ,প্রভৃতি লক্ষণে ইহা উপযোগী।

ক্যালি ফসঃ-এই পীড়ার যে কোন অবস্হায় ইহা প্রযোজ্য।অতিরিক্ত দুর্বল,সর্বাঙ্গ শীতল,নাড়ী লুপ্ত।মুখে অতিশয় পচা দুর্গন্ধ।গুরুতর অবস্হায় দেখা দিলে বা অন্য কোন ঔষধের সঙ্গে পর্যায়ক্রমে ইহা ব্যবহারযোগ্য।

গলক্ষত রোগীর করনীয় ঃ
* আক্রান্ত রোগীকে যথাসম্ভব পৃথক রেখে চিকিৎসা দিতে হবে।
* আক্রান্ত রোগীর ব্যবহার্য জিনিসপত্র ও চিকিৎসায় ব্যবহৃত রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
* আক্রান্ত ব্যক্তির পয়োনিষ্কাশনের জন্য স্বাস্থ্যসম্মত পন্থা অনুসরণ করা যেতে পারে।
* আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের রোগীর সংস্পর্শে আসার সময় সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গাউন, মাস্ক,গুগলস প্রভৃতি ব্যবহার করতে হবে।
* প্রতিবার আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার আগে ও পরে হাত যথাযথভাবে পরিষ্কার করতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎসা নীতিতে চিকিৎসা করা কঠিন কাজ।কেহ নিজে ঔষধ কিনে একা একা চিকিৎসা করবেন না।একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নিন।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক মোবাইল এপসের লিঙ্ক দেয়া হল।ডাইনলোড করুন।


ডাঃ ইয়াকুব সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন