মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

অনিয়মিত ঋতুস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for irregular menses.

অনিয়মিত মাসিক ?

 ১৪ বৎসর বয়সে বালিকাদের প্রথম ঋতুদর্শন হয়। নাতিশীতোষ্ণ দেশে ১২/১৩ বছর বয়সে এবং শীত প্রধান দেশে ১৫/১৬ বছর বয়সে ঋতু দর্শন হয়। যে সব বালিকারা অলস, বিলাসী, আমোদ প্রিয় ও কাম সম্বন্ধীয় পরিবেশে থাকে ও শহরে বসবাস করে তাদের অল্প বয়সে প্রথম ঋতু দর্শন হয়। যৌবনের প্রথম ঋতুস্রাব আরম্ভ হইয়া ৪০/৫০ বছর বয়সে ঋতু বন্ধ হয়ে যায়। আবার তার হেরফেরও হতে পারে।

সাধারণত ২৮ দিন পর পর জরায়ু থেকে নিয়মিত রক্তস্রাব হয়। জরায়ু থেকে রক্তস্রাব কালে যোনির অম্লশ্লৈষ্মিক স্রাবের সাথে মিলে গুন ও বর্ণের পরিবর্তন হয়ে যায়। ৩ থেকে ৫ দিন পর্যন্ত এই স্রাব চলতে থাকে এবং ২০০-২৫০ মিলি পর্যন্ত হতে পারে। এই নিয়মের ব্যাঘাত হলেই বুঝতে হবে যে জরায়ুতে কোন প্রকার রোগ হয়েছে। সময়ের কোন পরিবর্তন হলে তাকে অনিয়মিত ঋতুস্রাব বলে। ঋতু সময় মত না হলে বা বন্ধ হলে তাকে রজঃরোধ বলে।

লক্ষণ-
কারণ-
অনিয়মিত মাসিকের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নির্বাচন গাইড
 
অনিয়মিত মাসিকের হোমিওপ্যাথিক চিকিৎসায় একক ঔষধ নির্বাচন

যে ঋতু নিয়মিত চলতে থাকে তা কিছুদিন বন্ধ থাকে আবার কিছুদিন চলতে থাকে। দীর্ঘদিন ঋতু বন্ধ থেকে হঠাৎ বেশি পরিমানে হয়, আবার কখনও কম হয়। কখনও সময়ের আগে আবার কখনও পরে হয়। এভাবে অনিয়মিত ঋতুস্রাব ব্যাথার সাথে হতে থাকে।

অনিয়মিত খাদ্য গ্রহণ ও অসংযোমের কারণে এমনটা হয়ে থাকে আবার তা অবহেলা করলে বা চিকিৎসা না করলে রজঃরোধে পরিণত হয়।

Ø এমন কার্ব-

কাল চাপ চাপ রক্ত অত্যন্ত যন্ত্রনার সাথে নির্গত হয়। রক্তস্রাব আরম্ভ হওয়ার আগে ব্যাথা। ঋতুকালে পেট ও কোমরে ব্যাথা, রক্তের পরিমাণ কম। ঋতু ঠিক সময়ের পূর্বেই হয়ে থাকে। ঋতুর সাথে ভেদ-বমি হতে থাকলে এমন কার্ব উত্তম। ঋতুকালে শীতভাব, দাঁতে কন কনানি, পেট ব্যাথা, শরীরে মোড়ামুড়ি দেওয়ার ইচ্ছা। অল্প পরিশ্রমে ক্লান্তি, বিষন্নভাব, ঋতু কালে অর্শের ও শ্বেত প্রদরের বৃদ্ধি।

Ø এমন মিউর-

ঠিক সময়ের পূর্বে ঋতুস্রাব, তলপেটে কোমরেও কুচকির ধারে মচকানী ব্যাথা, টাটানি কোষ্ঠবদ্ধতা ও শ্বেতপ্রদর। রক্তস্রাব দিনে কম রাতে বৃদ্ধি।

Ø এলুমিনা-

প্রথম ঋতু দর্শনের সময় রক্ত সল্পতা ও ক্লোরোসিসে এটি ভাল কাজ করে। রক্তহীন, ফ্যাকাশে, দুর্বল, প্রচন্ড ক্লান্ত, চলতে ফিরতে শ্রান্ত বোধ, সে জন্য বসে পড়ে। অল্প পরিমানে ফ্যাকাসে রক্ত বিলম্বে নিঃসৃত হয়। দুই ঋতুর মধ্যবর্তি সময়ে রক্তস্রাব ও শ্বেতপ্রদর। খড়ি, নরম পাথর, দেওয়ালের প্লাষ্টারের গুড়া খাওয়ার ইচ্ছা ইত্যাদি লক্ষনে উপকারি।

Ø এন্টিম ক্রুড-

ঠান্ডা পানিতে স্নান করিলে ঋতু বন্ধ হইয়া যায় ও মনে হয় যেন যোনী দ্বার দিয়া নাড়ীভুড়ি বাহির হইয়া পড়িবে এবং প্রস্রাবে বেদনা। ডিম্বাকোষে স্পর্শকাতর বেদনা।

Ø একোনাইট-

মোটা স্ত্রীলোকদের মানসিক উত্তেজনা বশতঃ বা ভয় পাইয়া ঋতু বন্ধ হইলে ইহা উপকারী।

Ø এপিস মেল-

ঋতুবন্ধ হওয়ার সাথে মস্তিষ্কতে রক্ত সঞ্চয় এবং জরায়ু প্রদেশে প্রসব বেদনার মত ব্যাথা ও বেগ এবং তাতে যদি রক্তস্রাব না দেখা যায় তাহলে এটি উপকারি। বালিকাদের রজঃরোধ ও হিষ্টেরিয়া হইলে এপিস প্রয়োগ করতে হয়। ডান ডিম্বকোষে প্রদাহ,হুল ফোটানোর মত ব্যাথা থাকলে অধিকতর উপযোগী। রোগীনির পানি পিপাসা কম হলে আরো উপযোগী।

Ø আর্সেনিকাস আইয়োড-

হলদে রং, রক্ত মিশ্রিত শ্বেত প্রদর, যেখানে লাগে জ্বালা করে ও হাজিয়া যায়। মাসের মধ্যে কয়েকবার ঋতুস্রাব। বিদাহী রক্তস্রাব, জরায়ুর মুখে ক্ষত ইত্যাদি লক্ষণে উপযোগী। প্রচুর রক্তস্রাব সহ অর্শের ক্ষত থাকলে প্রয়োগ করতে হয়।

Ø ব্রাইয়োনিয়া-

ঘোর লাল রক্তস্রাব, পরিমানে অধিক, সামান্য নড়িলে চড়িলে বাড়ে, সেই সঙ্গে মাথা ব্যথা। ঋতুস্রাব হইলে ব্রাইয়োনিয়া বিশেষ উপযোগী।

Ø বেলেডোনা-

যন্ত্রনা ও উত্তেজনার সহিত গর্ভাশয়, ডিম্বাশয় ও বাহ্য জননেন্দ্রিয়ে টাটানি ও বেদনা। সামান্য নড়িলেই বেদনার অনুভূতি। ঋতুদর্শনের পরও ইউটেরাস অল্প অল্প প্রসারিত হয়। সাথে সাথে ব্যথা ও মনে হয় পেটের সব কিছু যোনিপথে বের হয়ে আসবে।

Ø ক্যালকেরিয়া ফস-

নীচের পেটে ব্যাথা, ইউট্রাসের প্রোলাপসাস বাহ্যেও প্রস্রাবের সময়ে বৃদ্ধি। সরের মত ঘন শ্বেৎপ্রদর স্রাব, যোনীতে জ্বালা, ইউট্রাসে ও মুত্র থলিতে ব্যাথা,বুকে আগুনের মত জ্বালা সহজে খসিয়া যাওয়া, সম্পূর্ণ শরীরে উত্তাপ। স্ত্রীলোক যক্ষাপ্রস্ত ও অধিক রক্তস্রাব হয়। ঋতু পরিবর্তন কালে হাত, পা ও কোমরে ব্যথা ও ইউট্রাসের ব্যাথা বৃদ্ধি পায়। এই লক্ষণে এটি উপযোগী।

Ø ক্যালকেরিয়া কার্ব-

মোটা বালিকা দেহে লাল রক্ত কণিকার অভাব ও শ্বেত কণিকার বৃদ্ধি, ঋতুর সময় পার হয়ে গেলেও ঋতুস্রাব হয় না। মাঝে মাঝে হৃদকম্প শ্বাসকৃচ্ছতা, মাথা ধরা এবং ঋতুস্রাব হলে সকল যন্ত্রনার উপশম, এইসব লক্ষণের সাথে মাথা ঘামলে, হাত ঠান্ডা হলে বিশেষ উপযোগী।

Ø ককুলাস ইন্ডিকা-

যে সকল স্ত্রীলোক দুর্বল, ঋতুস্রাব কাল রং এর, বাধকের সাথে কোমরে ব্যথা, ঋতুর পরে তড়কা। অত্যাধিক ঋতুস্রাব।সময় অতিক্রম করে অল্প অল্প ঋতুস্রাব এবং পরে বেদনা, ঘন ও ঘোলা স্রাব, ঋতু কালে কোমরে ব্যথা।

Ø কোনিয়াম-

ঋতুস্রাবের সময় অতিক্রম করে অল্প পরিমানে স্রাব হয়। স্তন শিথিল ও সঙ্কুচিত অথবা বড় বড় এবং বেদনাযুক্ত হলে কোনিয়াম উপযোগী।

Ø ক্রোকাস স্যাটাইভাস-

পেটে কোন গোলাকার বস্তু নড়াচড়া করিতেছে ঋতুকালে কাল বর্ণের চটচটে জমাট রক্তস্রাব রক্ত নির্গত হওয়ার পরে জমাট বাঁধে।

Ø সাইক্লামেন-

রোগীর ঘৃতপক্ক জিনিস সহ্য হয় না, রক্তশূন্য শরীর, ঋতুকালে অত্যন্ত বেদনা ও শীত শীত ভাব। ঠান্ডা হাওয়ায় উপসর্গে বৃদ্ধি ঘটে। পিপাসা বেশি মাঝে মাঝে জল পান করে।

Ø এরিক থাইটিস-

সঠিক সময়ের পূর্বে ও অধিক পরিমাণে ঋতুস্রাব হতে থাকলে এরিক থাইটিস উপকারী।

Ø জ্যাবোরান্ডি-

যে সব স্ত্রীলোকদের ঘাম হয় না হলেও খুব কম। চামড়া খসখসে জিহ্বা ও মুখ সব সময় শুষ্ক। ঋতুস্রাব খুব সামান্য বা একেবারে হয় না।

Ø ম্যাগ্নেশিয়া কার্ব-

যথা সময়ে ঋতু প্রকাশ না হয়ে দেরিতে হয়, সামান্য পরিমাণে। আবার তার বিপরীত অর্থাৎ অধীক এবং দ্রুত ম্যাগ্নেশীয়ার প্রধান লক্ষণ। দিনের চেয়ে রাতে স্রাব বেশি হয়। স্রাবের রক্ত গাঢ় এবং কাল। প্রতিবার স্রাবের সময় গলার ভেতর ব্যাথা হয় স্রাব আরম্ভ হলে ব্যথা বন্ধ হয়।

Ø ম্যাগ্নেশিয়া মিউর-

ঋতুকালে অত্যন্ত ব্যথা পেটে spasm এর মত হয়। হিস্টিরিয়ার মত ফিট হয়। রক্তের রং কাল, চলতে গেলে কোমরে ও বসতে গেলে উরুতে ব্যথা লাগে। পেট জোরে না টিপলে প্রস্রাব হয় না। রোগী মনে করে মাথার ভিতর ফুটন্ত পানি আছে। রোগী চোর ডাকাত সপ্নে দেখে এবং নিদ্রাভঙ্গের কারণ অনুসন্ধান না করলে সন্দেহ দুর হয় না।

Ø নাক্স ভমিকা-

বাধক বেদনা ঋতু সময়ের আগে অল্প পরিমাণে স্রাব হয়, পেটে ব্যথা রক্ত প্রদরে ঋতু যথা সময়ে হয়ে কালচে রং এর রক্ত স্রাব বেশি পরিমাণে হয়। বেশি সময় থাকে কোমরে ও পিঠে ব্যথা করে।

Ø পালসেটিলা-

ক্রন্দনশীল, ধীর, নম্র, অভিমানী সহজেই দুঃখ পায় ও মনমড়া হয়ে থাকে। না কেদে রোগের কথা বলতে পারে না। এমন রোগীর অনিয়মিত ঋতুর জন্যে উপযোগী। ঋতু দেরিতে হয় এবং পরিমাণে অনেক কম হয়। কোমরে ব্যাথা, প্রস্রাবের বেগের মত বেগ। কপালের মাঝখানে ব্যাথা করে রক্তস্রাব এবং পরিবর্তনশীল স্রাবে উপকারী। স্রাব কখনও পানির মত, কখনও লাল, কখনও কাল।

Ø সিকেলি কর-

ইউট্রাসের রক্তের রং ঘোলাটে, অনবরত স্রাব একবারও থামে না। রক্ত ঘোলাটে ও দুর্গন্ধ যুক্ত মনে হয় অঙ্গ শিথিল হইয়া গিয়াছে। রক্ত স্রাবের জন্য রোগিনী অজ্ঞান হইয়া পড়ে সর্বাঙ্গ শীথিল হইয়া যায়। হাতে পায়ে খিল ধরা এইসব লক্ষণে ইহা উপযোগী।

বোরিক রেপার্টরির সাহায্যে অনিয়মিত মাসিকের একক ঔষধ নির্বাচন

AMENORRHŚA -- Acon., Alet., Alnus, Apis, Apoc., Ars., Avena, Bell., Bry., Calc. c., Can. s., Caul., Caust., Cim., Con., Cycl., Dulc., Euphras., Ferr. ars., Ferr. m., Ferr. red., Gels., Glon., Graph., Hedeoma, Helleb., Helon., Jonosia, Kali c., Kali perm., Lil. t., Mang. ac., Merc. per., Nat. m., Nux v., Op., Ova t., Parth., Phos. ac., Pinus lamb., Plat., Plumb., Polyg., Puls., Sec., Senec., Sep., Spong., Sul., Tanac., Thyr., Ustil., Xanth.

Before the proper age -- Calc. c., Calc. p., Carbo v., Cinch., Cocc., Sab., Sil., Ver. a.

Delayed, first menses -- Calc. c., Calc. p., Ferr., Graph., Kali c., Kali per., Polyg., Puls., Senec., Sep., Turnera

Delayed, tardy flow -- Acon., Alet., Caust., Cim., Con., Cupr. m., Dulc., Euphras., Ferr. cit. strych., Gels., Glon., Gossyp., Graph., Helleb., Iod., Jonosia, Kali c., Kali m., Kali p., Kali s., Lac d., Mag. c., Nat. m., Nux m., Phos., Pulex, Puls., Radium, Sabad., Senec., Sep., Sul., Thasp., Val., Vib. op., Zinc.

Intermittent -- Coccus, Ferr. m., Kreos., Lac c., Mag. s., Meli., Murex, Nux v., Phos., Puls., Sabad., Sep., Sul., Xanth.

Irregular -- Ambra, Caul., Cim., Cocc., Cycl., Graph., Iod., Jonosia, Lil. t., Nux m., Nux v., Phos., Piscidia, Puls., Radium, Sec., Senec., Sep., Sul.

Protracted -- Acon., Calc. s., Caust., Con., Crot., Cupr. m., Ferr., Graph., Iod., Kreos., Lyc., Nat. m., Nux m., Nux v., Phos., Rhus t.

Scanty flow (See Dysmenorrhśa.) -- Alet., Alum., Apis, Berb. v., Bor., Canth., Caul., Caust., Cim., Cocc., Con., Cycl., Dulc., Euphras., Ferr. cit. strych., Gels., Graph., Ign., Kali c., Kali p., Kali s., Lach., Lamina, Lil. t., Mag. c., Mang. ac., Meli., Merc. per., Nat. m., Nux v., Ol. an., Phos., Plat., Puls., Sang., Senec., Sep., Sil., Sul., Val., Vib. op., Xanth.Suppressed -- Acon., Apis, Bell., Bry., Calc. c., Ceanoth., Cham., Chionanth., Cim., Con., Croc., Cupr., Cycl., Dulc., Ferr., Gels., Glon., Graph., Helon., Ign., Kali c., Kali m., Lach., Leonorus, Nat. m., Nux m., Op., Pod., Puls., Puls. nut., Senec., Sep., Sul., Tanac., Taxus, Tub., Ver. v., Zinc.

Anemic conditions [From] -- Ars. iod., Ars., Caust., Ferr. ars., Ferr. cit. strych., Ferr. red., Graph., Kali c., Kali perm., Kali p., Mag. ac., Nat. m., Ova t., Puls., Senec.Anger with indignation -- Cham., Col., Staph.

Cold water, exposure, chilling [From] -- Acon., Ant. c., Bell., Calc. c Cham., Cim., Con., Dulc., Graph., Lac c., Lac d., Phos., Puls., Rhus t., Sul., Ver. v., Xanth.

Disappointed love [From] -- Helleb.

Fright, vexation [From] -- Act. sp., Acon., Cim., Col., Lyc., Op., Ver. a.

Transient, localized, uterine congestion, followed by Chronic anćmic state [From] -- Sabal.

Emigrants [In] -- Bry., Plat.

Asthma [With] -- Spong.

Cerebral congestion [With] -- Acon., Apis, Bell., Bry., Calc. c., Cim., Gels., Glon., Lach., Psor., Sep., Sul., Ver. v.Congestion to chest [With] -- Acon., Calc. c., Sep.

Cramps to chest [With] -- Cupr. m.

Delirium, mania [With] -- Stram.

Dropsy [With] -- Apis, Apoc., Kali c.

Fainting spells, drowsiness [With] -- Kali c., Nux m., Op.

Gastralgia or spasms [With] -- Cocc.

Jaundice [With] -- Chionanth.

Neuralgic pains about head, face [With] -- Gels.Ophthalmia [With] -- Puls.

Ovaritis [With] -- Acon., Cim.

Pelvic pressure, ovarian tenderness [With] -- Ant. c., Bell.

Pelvic tenesmus [With] -- Pod.

Rheumatic pains [With] -- Bry., Cim., Rhus t.

Vicarious bleeding [With] -- Bry., Crot., Dig., Erig., Eupion, Ferr., Ham., Ipec., Kali c., Lach., Millef., Nat. s., Phos., Puls., Sabad., Sang., Senec., Sil., Sul., Trill., Ustil.

Irregular (See Amenorrhśa.) -- Am. c., Bell., Bry., Calc. c., Caul., Cim., Cocc., Cycl., Guaiac., Inula, Mag. s., Murex., Nat. m., Nux v., Physost., Puls., Sec., Senec., Sep.

Every two weeks, or so -- Bor., Bov., Calc. c., Calc. p., Croc., Ferr. p., Helon., Ign., Mag. s., Mez., Murex, Nit. ac., Nux v., Phos. ac., Phos., Phyt., Sab., Sec., Thlaspi., Trill., Ust.

Membranous -- Ars., Bell., Bor., Brom., Bry., Calc. acet., Calc. c., Cham., Collins., Con., Cycl., Guaiac., Heliott., Lac c., Mag. p., Merc., Rhus t., Sul., Uvul., Vib. op.Nonobstructive

Ovarian irritation [From] -- Apis, Bell., Ham., Xanth.

Uterine irritation [From] -- Cham., Coff., Nit. ac., Xanth.

Premature (See Irregular.) -- Am. c., Calc. c., Caust., Cocc., Con., Cycl., Ign., Kali c., Lamina, Lil. t., Mag. p., Nat. m., Nux v., Ol. an., Phos., Sab., Sep., Sinap. n., Sil., Sul., Xanth.Rheumatic -- Caul., Caust., Cim., Cocc., Guaiac., Rham. c.

Spasmodic

Spasmodic, Neuralgic -- Acon., Agar., Bell., Caul., Cham., Cim., Coff., Collins., Gels., Glon., Gnaph., Mag. m., Mag. p., Nux v., Puls., Sab., Santon., Sec., Senec., Sep., Ver. v., Vib. op., Xanth.Spasmodic, With uterine congestion -- Acon., Bell., Cim., Collins., Gels., Puls., Sab., Sep., Ver. v.

উপদেশ

স্বাস্হ্যবিধি মেনে চলা উচিত। ঋতু দোষ দুর হয় সে দিকে খেয়াল করা উচিত। পুষ্টিকর খাদ্য গ্রহন, শারীরিক পরিশ্রম করা প্রয়োজন। স্বাস্হ্যকর পরিবেশে বসবাস ও মণপ্রফুল্ল রাখা উচিত।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন