নাক্স ভুমিকা
দৈনিক আহারের মধ্যে লবন
যেমন প্রয়োজনীয় তেমনি হোমিওপ্যাথিক চিকিৎসায় নাক্স ভুমিকাও প্রয়োজনঔষধ। কেউ যদি
প্রশ্ন করেন হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রধান ঔষধটি কি? তার সহজ উত্তর একোনাইট ও
নাক্স ভুমিকা। তরুন রোগে একোনাই এছাড়া নাক্স ভুমিকা মানব শরীরে প্রায় এক-তৃতীয়াংশ
রোগ আরোগ্যে ব্যবহার করা হয়।
ডাঃ বোরিক বলেন " If you do not know what is to given--give Nux
Vomica" বাস্তবিকই এই ঐষধটির ভুমিকা হোমিওপ্যাথিকে উজ্জল করেছে। নাক্স ভুমিকা
সেবন করিলে ক্ষুধা বল ও রোতি শক্তি বৃদ্ধি করে।
বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে মানুষ কৃত্তিম জিনিষের উপর অতি নির্ভরতার কারণে প্রকৃতি
থেকে অনেক সড়ে গেছে। এর প্রভাবে মানব জীবনের যে বিশৃংখলা দেখা দিয়াছে তা থেকে রেহাই পেতে নাক্স ভুমিকার কোন
বিকল্প নেই। যে হারে যৌণরোগ, গ্যাষ্টি্কর, লিভারের সমস্যা, অনিদ্রাসহ মানসিক বিশৃংখলা দেখা দিচ্ছে , এই রোগসমুহ নিরাময়ের
জন্য নাক্স ভুমিকার অবদানের কথা বিবেচনা করে নাক্স ভুমিকাকে এ যুগের ঔষধ বলা
হয়েছে।
বোরিকের রেপার্টরীর আলোকে নাক্স ভুমিকার পরিচয় আলোচনা করা হল।
নাক্স ভমিকা- Nux Vomica এর অপর নাম ষ্টিকনাস নাক্স
ভমিকা Strychnine, Nux Vomica, পয়জন নাট। Poison Nut কুচিলা-Kuchela। পদার্থ
পরিচয় কুঁচিলার বীজ বা
পয়জন নাট। এর বীজবিচূর্ণ করে টিংচার প্রস্তুত হয়।
ক্রিয়াস্থান
সেরিব্রোস্পাইন্যাল রেখা, নার্ভস, পরিপাক যন্ত্রসমূহ, পাকস্থলী, লিভার, উদর, শ্বাস
প্রশ্বাস যন্ত্রসমূহ।
ধাতুদোষ
অ্যান্টিসোরিক(জে, এইচ এলেন)। কাতরতা, প্রচণ্ড
শীত কাতর।
ক্রিয়াকাল
১ হইতে ৭ দিন।
দৈহিক লক্ষণ: পিঙ্গলকেশী পুরুষের জন্য বেশী উপযোগী।
অবিরাম মানসিক পরিশ্রমের পর পীড়া। অধ্যয়নরত ব্যক্তিগণের অবসাদবায়ু রোগ (Hypochondria-sis) অত্যন্ত, অধিকক্ষন ঘরে বসে থাকে, তৎসহ পেটের পীড়া ও কোষ্ঠবদ্ধতা। মাথার লক্ষণের উপচয় প্রাতে, মানসিক, পরিশ্রমে, খোলা বাতাসে অঙ্গচালনায়, ভোজনের পরে, কিংবা দ্রাক্ষামদ্য (Wine) বা কফি পানে, উহার উপশম গরম ঘরে এবং স্থির ভাবে বসে বা শুয়ে থাকায়। চোখের শ্বেতাংশের বেদনাশূন্য রক্তপূর্ণতা (কালশিরা)। দিনের বেলায় সর্দি নাক দিয়ে গড়ায়, রাত্রে বন্ধ হয়ে যায়। পচা গন্ধসহ মুখে ছোট ছোট জারি ঘা (Aphthae) জনিত ক্ষত, রাত্রে রক্তাক্ত লালা, মাড়ি হতে রক্তস্রাব, জমাট বাঁধা রক্ত থুতুর সঙ্গে বার হয়। গলার ব্যথা, যেন চাঁচা গেছে মলত্যাগের পরক্ষণেই। ঘন ঘন নিস্ফল মল-প্রবৃত্তি কিংবা প্রতি চেষ্টায় অল্প অল্প মল নিঃসরণ। নিস্ফল মল বা মুত্রত্যাগের ইচ্ছা সহ প্রসব বেদনা। ঋতু যথাসময়ের পূর্বে, এবং অতিরিক্ত অধিক পরিমাণে অথবা অতিরিক্ত অধিককাল স্থায়ী তৎসহ নিস্ফল মল বা মুত্রত্যাগের ইচ্ছা ঋতু আরম্বে এবং অবসানেও বর্তমান থাকে। কঠিন শুকনো কাশি তার সহিত উদ্রে অত্যন্ত টাটানি অথবা উদরের উরদ্ধভাগে ( এপিগ্যাষ্টিয়ামে ) চোটলাগার মত বেদনা। পিঠে প্রসব-বেদনার মত বেদনা তার সঙ্গে বাহ্যের বেগ। পৃষ্ঠেবেদনা পার্শ পরিবর্তন করে। পার্শ ফেরবার জন্য বিছানায় উঠে বসতে হয়। সন্ধ্যাকালে, শয়ন সময়ের কয়েক ঘণ্টা পূর্বে যখন বসে থাকে, তখন না ঘুমিয়ে বসে থাকতে পারে না। রাত্রি ৩ টার সময় চিন্তার হুড়হুড়িতে ঘুম ভেঙ্গে যায় এবং কয়েক ঘণ্টা জেগে থাকে, উজ্জল প্রাতকালে স্বপ্নের উপদ্রবসহ পুনরায় ঘুমিয়ে পড়ে এবং সন্ধ্যা অপেক্ষা আরও ক্লান্ত হয়ে ওঠে। অত্যন্ত উত্তাপ, সমস্ত দেহে জ্বালাকর উত্তাপ, তবুও আবৃত থাকতে হয় কেননা আবরণ অতি সামান্য খুললে অথবা নড়াচড়া করলে শীত করে। একটু ঢাকা খুলেই শীতের সঙ্গে ঘাম। অত্যন্ত শীত বা শীতলতা, তৎসহ নীলবর্ণ নখ, চুলোর (Stove) উত্তাপে অথবা আবরণে কমে না, প্রায়ই পূর্বাহ্ণে। বাহ্য সংস্কারে (External Impression) অতিরিক্ত অনুভুতি, শব্দ, কথা, উগ্র গন্ধ, উজ্জল আলোক সহ্য করতে পারে না। খাদ্য অথবা ঔষধে সুগন্ধি মসলা, বিশেষত আদা, গোলমরিচ প্রভৃতি সেবনের পড়ে এবং তথা-কথিত অনেক “ গরম ঔষধ ” ব্যবহারের পরে উপযুক্ত। প্রাতে জাগরণের পরক্ষণেই, আরও মানসিক পরিশ্রমের পরে, এবং ভোজনের পরে খুব খারাপ বোধ করে। তেজস্বী, উত্তেজিত, রোগা, রাগী, পিত্ত-প্রধান ব্যক্তি, ঘোরাল চুল, এবং যারা দীর্ঘকাল মানসিক পরিশ্রম করেছে, অথবা যারা বহুক্ষণ উপবেশনে অভ্যস্ত। পাতলা ও রাগী ব্যভিচারীগন।
নাক্স ভুমিকার মানসিক লক্ষণসমূহ
কুশলতার অভাব, হস্ত হইতে ধৃত বস্তুর পতন। মস্তিস্কের ক্লান্তিবোধ। বিকার, মাদক
দ্রব্যের কুফলহেতু কম্প-প্রলাপ। বুদ্ধিবিনাশ হস্তমৈথুন হেতু। মানসিক উত্তেজনা,
ক্রোধ, দুঃসংবাদ, নৈরাশ্য ও বিরক্তিকর কুফল। ভয়, মৃত্যু, মারাত্বক রোগ, অমঙ্গল
ইত্যাদির। সঙ্গীতে ভয়, গোলমালের ভয়। ভয়, নির্জনতা কামনা করিলে। জনতা ভীতি, স্পর্শে,
সংস্পর্শে ভয়। অবসাদ বায়ু, মনে হয় কোন পাপের কাজ করেছে, যেন শত্রুগনের দ্বারা
নির্যাতিত হচ্ছে। সময়ের পরিমাণ যেন পরিবর্তিত, সময়ের গতি অতীব ধীর। ভুল, সাধারণ
ঔষধাবলী। বাতিক , সাধারণ ঔষধাবলী। বিষাদোম্মাদ, বিষয় বিশেষে অযথা মত্ততা। বিষাদোম্মত্ততাঃ
সাধারণ ঔষধাবলী। বিষয় বিশেষে অযথা মত্ততাঃ যৌন সম্বন্ধীয়। বিষয় বিশেষে অযথা
মত্ততাঃ স্মৃতিশক্তিঃ সবকিছু ভুলে যায় দুর্বল অথবা লুপ্ত। মনসংযোগ করতে পারে না। লিখতে
অক্ষর অথবা কথা বাদ পড়ে যায়। চিন্তাধারা ধীর, চিন্তা করতে পারে না।
যৌন অত্যাচার হেতু স্মৃতিশক্তির দুর্বলতা। মানসিক
আচ্ছন্নতা, বিভ্রান্তি, শৈতিল্য, আবসাদ। উত্তেজনা অতিশয় আনন্দ। বিষয় বিশেষে অযথা
মত্ততাঃ চিন্তিত। উদাসীনতা, সব কিছুর প্রতি বিরাগ। মানসিক ও শারীরিক শ্রমে
বিরক্তি। খুঁতখুঁতে মন, অসুখী ও অসন্তুষ্ট। সহজেই হতাশ, নিরাশ, বিশ্বাসের অভাব। অন্যের
দোষ ধরে, অতিমাত্রায় সূক্ষ্মদর্শী সতর্ক। খিটখিটে, রাগপ্রবন, কোপনস্বভাব, ঝগড়াটে
এবং ঘ্যানঘ্যানে স্বভাব। কেবল মাত্র রাত্রিতে খিটখিট করা। খিটখিটে শিশু, স্পর্শ, তার
দিকে তাকান বা তারসঙ্গে কথা বলা কোনটাই সহ্য করতে পারে না। অতি অনুভুতি, প্রতিবাদ
সহ্য করিতে পারে না, সামান্য কারণে চটে যায়। অতিশয় আবেগময়। বিবেচনাহীন, অপমান
করার স্বভাব, বিদ্বেষ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, হিংসুক। কোন সিদ্ধান্তে পৌঁছাতে
পারে না, মতিস্থির তারঅভাব। অলস অমনোযোগী, অপরকে হিংসা করে। বিষণ্ণ, হতাস, অবসাদগ্রস্থ,
নিস্তেজ, বিমর্ষ, ভবিষ্যৎ ভয়ে ভীত। দুর্বলচেতা, উত্তেজিত, চঞ্চল, উদ্বিগ্ন। মানসিক
ও শারীরিক অস্থিরতা।
অল্পে দুঃখিত, ভাবপ্রবন, দীর্ঘশ্বাস ফেলা। জেদি, অবাধ্য, দুর্দমনীয়,
স্বেচ্ছাচারি। আত্মহত্যা করার প্রবণতা, সকলকে সন্দেহ করে, অবিশ্বাসী। অল্পভাষী
বিরক্ত হতে অথবা প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক। স্বল্পভাষী, কথার উত্তর দিতে পছন্দ করে না। নির্দয়,
উগ্র, এবং অমানুষিক হতে চায়। আত্মহত্যা করতে চায়, প্রিয়জন দিগকে হত্যা করতে
চায়। অপরকে গালমন্দ করতে চায়। চেতনা শক্তি প্রখর, চমকে উঠাঃ সহজেই ভয় পায়।
ডাঃ ইয়াকুব সরকার।
সভাপতি
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল
বাইপাইল, সাভার, ঢাকা।
গভঃ রেজি নং: ২৩৭৮৬
নাক্স কত শক্তি ও কখন খাওয়া উত্তম
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
মুছুনnux Q
উত্তরমুছুন