মানসিক লক্ষণের বাংলায় ভাষান্তর |
যে হোমিওপ্যাথিক চিকিৎসক
বন্ধুরা ইংরেজি ভাষায় দূর্বল সেই বন্ধুদের অসুবিধা
বিবেচনা করে কেন্টের রেপার্টরিতে
ব্যবহৃত মানসিক লক্ষণ সমূহের বাংলা ভাষায় সহজ সরল উপস্থাপনা
আপনাদের জন্য পেল করা
হয়েছে।রোগীলিপি তৈরিতে মানসিক লক্ষণ সংগ্রহের সুবিধার জন্য কেন্ট রেপার্টরির
মনের প্রধান রুব্রিকগুলো বাংলা বর্ণমালা ক্রম অনুসারে সাজিয়ে
দেওয়া হলো-
১ অকাল পক্কতা-Precocity২. অত্যানুভূতি-Sensitive
৩. অতি আগ্রহান্বিত-Ardent
৪. অতি ইন্দ্রিয়ভোগ হতে পীড়া-Sexual excesses, mental symptoms from
৫. অতি মদ্যপান প্রবৃত্তি-Dipsomania
৬. অতিরিক্ত অনুভুতি-Over sensitive
৭. অতি সচেতন, সামান্য বিষয় সম্বন্ধে-Consciention about trifles
৮. অর্থ অপব্যয় করে-Squanders money
৯. অদ্ভুত কিছু করতে ইচ্ছা-Strang things ,impulse to do
১০. অদ্ভুত ভাবভঙ্গী প্রকাশ করে-Attitudes, assumes strange
১১. অধ্যয়ন -Study
১২. অধৈর্য ভাব-Impatience
১৩. অজ্জনতা-Unconsciousness
১৪. অনধিকার চর্চাশীল-Meddlesome
১৫. অন্ধকারে বৃদ্ধি-Darkness agg
১৬. অন্য বিষয়ে নিবিষ্ট চিত্ত-Pre-occupied
১৭. অন্যমনস্ক-Absent minded
১৮. অনুধাবন করা কষ্টকর-Comprehension difficult
১৯. অনিষ্টকারক-Mischievous
২০. অন্যের দ্বারা বিরক্ত হতে চায় না-Disturbed, avers to be
২১. অনুশোচনা-Remorse
২২. অনুভূতিহীন-Unfeeling
২৩. অঙ্গভঙ্গী করে-Gestures, make
২৪. অপরকে ঠাট্টা করোর বাতিক-Redicule maria to
২৫. অনুসন্ধিৎসু-Inquisitive
২৬. অন্তদর্শন -Introspection
২৭. অপরাধ গ্রহন করে সহজেই-Offended easily
২৮. অপরিনামদর্শিতা-Imprudence
২৯. অপরিচিত মনে হয় লোকটিকে-Stranger, sensation as if one were a
৩০. অপ্রবোধনীয়-Inconsolable
৩১. অপ্রসন্ন-Sulky
৩২. অবজ্ঞারর সঙ্গে ছিটকায় প্রত্যেকের প্রতি-Sneers at everyone
৩৩. অবাধ্যতা-Disobedience
৩৪. অবাধ্যতা-Pertinacity
৩৫. অবাস্তব, সবকিছুকে মনে করে-Unreal every things seems
৩৬. অবসাদ-Dejection
৩৭. অব্যবস্থিত চিত্ততা / অস্থির সংকল্পতা-Irresolution
৩৮. অবিবেচনা-Indiscretion
৩৯. অবিরত গনণা করে-Counting continually
৪০. অবিশ্বাসযুক্ত-Distrustful
৪১. অভিনিবিষ্ট চিন্তা সমাহিত-Absorbed, burjed in thought
৪২. অভিসাম্পাত দেয়-Cursing
৪৩. অভিনিবেশ-Attention
৪৪. অভিভূত-Stunned
৪৫. অমনোযোগী-Listless
৪৬. অমনোযোগী-Headless
৪৭. অমঙ্গল আশঙ্কা পীড়া থেকে-Anticiption complaints from
৪৮. অমঙ্গল সম্বন্ধে পূর্বাভাষযুক্ত-Forebodings
৪৯. অমানষিকতা-Inhumanity
৫০. অমিতব্যয়িতা-Extravagance
৫১. অযোগ্য, বস্তু সমূহকে মনে করে-Unworthy. obyect seem.
৫২. অশ্লীল-Obscene
৫৩. অশ্লীল ব্যবহার-Lewdness
৫৪. অসতর্ক-Careless
৫৫. অসহায় ভাবের অনুভূতি-Henplessness feeling of
৫৬. অশিষ্ট-Impertinence
৫৭. অশিষ্ট ব্যবহার-Rudeness
৫৮. অসত্যবাদীতা-Urtruthful
৫৯. অসন্তোস প্রকাশ করf-Grumbling
৬০. অসন্তষ্ট, অসুখী, অতৃপ্ত প্রভূতি-Discontented, displeased disatisfied etc
৬১. অসাড়ভাব-Benumbed
৬২. অস্থির-Fidgty
৬৩. অস্থিরতা, স্নায়বিক-Restlessness, nervousness
৬৪. অসুখী-Displeased
৬৫. অহমিকা-Egotism
৬৬. আকাঙ্খা -Apprehensions
৬৭. আকার সম্বন্ধে ভুল ধারণা-size incorrect judge
৬৮. আকর্ষণ যোগ্য নহে সব কিছু মনে হয়-Unattaractive things seem
৬৯. আক্ষেপ করে-bemoaning
৭০. আঁকড়ে ধরে ব্যক্তি অথবা আসবাবপত্রকে -clingin to person or furniture
৭১. আগুন লাগাতে চায় জিনিসপত্রে -Fair want’s to set things on
৭২. আঘাত করে -striking
৭৩. আঘাত করা, একা থাকতে ভয়, পাছে নিজেকে কেউ আঘাত করে বসে-injure fears to be left alonge lest he should him self
৭৪. আঁচড়ায় হাত দিয়ে -scratches with hand
৭৫. আচ্ছন্ন নিদ্রা -stupor
৭৬. আতঙ্ক -Dread
৭৭. আত্মবিশ্বসের অভাব -confidence, went of self
৭৮. আত্মহত্যার প্রবৃত্তি -surcidal disposition
৭৯. আর্তনাদ করে -Groaning
৮০. আর্তনাদ করে -Howling
৮১. আনন্দ -pleasure
৮২. আনন্দভাব, উল্লাস, প্রসন্নতা ইত্যাদি-Mirth, hilarty,k livelins etc
৮৩. আনন্দ অত্যাধিক অসুস্থতার ফলে-Joy ailments from exces’ve
৮৪. আনন্দভাব-exaltation
৮৫. আন্তরিকতা -Eamestress
৮৬. আনুন্দিত, সুখী, খুসি-Cheerful, gayhappy
৮৭. আবেগ প্রবণ -Emotional
৮৮. আবেগ প্রবণ-Impulsive
৮৯. আবেগ-Impulse to distroy himself
৯০. আমোদ, প্রমোদ, বিনোদন -Intertanment
৯১. আমোদ-প্রমোদে উপশম-Diversion, ame
৯২. আমুদে বীতস্পৃহ-Anwsement, aristo
৯৩. আরোগ্য সন্দেহপূর্ণ-Doubtful recovery of
৯৪. আলস্য -Indolence
৯৫. আলাপ আলোচনায় বৃদ্ধি -Conversation agg
৯৬. আলোক পাইতে চায় -light desire for
৯৭. আলিঙ্গন করে সঙ্গীগনকে-Embraces, companions
৯৮. আশাযুক্ত-Hopeful
৯৯. আশাশূন্য-Hopeless
১০০. আহার করতে অস্বীকার করে-Eat, refuses to
১০১. ইচ্ছা শক্তি প্রতিবাদ করে -Well, contradictionof
১০২. ইচ্ছা করে -Desirs
১০৩. ইন্দ্রেয় শক্তির মন্থরতা -torpor
১০৪. উগ্রস্বভাব-Headstrong
১০৫. উচ্চ চিৎকার করে -Shrieking
১০৬. উচ্চাকাঙ্খা লুপ্ত-Ambition loss of
১০৭. উচুস্থানে বৃদ্ধি -High place agg
১০৮. উজ্জল বস্তু দেখলে বৃদ্ধি -shining object agg
১০৯. উত্তর দেয় আকস্মাতে সংক্ষেপে রুঢ়ভাবে-Answer, abruptly, shortly, cartly
১১০. উত্তেজনা, উত্তেজনা প্রবণতা-excitement excitable
১১১. উত্তেজনা প্রবণতা-treritability
১১২. উত্তেজনা পূর্ণ গল্পে বৃদ্ধি-stories exciting agg
১১৩. উত্তেজিত করে অপরকে -tnciting others
১১৪. উদ্ধত-Insolent
১১৫. উদ্ধত প্রকৃতির -Haughty
১১৬. উদ্বিগ্ন-Discocerted
১১৭. উন্মাদ, পাগলামী-Insanity
১১৮. উন্মাদ মদ্যোপানজনিত-Mamia a potu
১১৯. উলঙ্গ হতে চায়-Naked wants to b
১২০. উল্লাস -Helarity
১২১. উল্লাস-Exhilaration
১২২. উপহাস যোগ্য কাজকর্ম -Radiculous action
১২৩. উৎকণ্ঠা-Anxiety
১২৪. উৎসাহহীনতা-Apathy
১২৫. উৎকট ভাবভঙ্গী করে-Artics
১২৬. একাকীত্ববোধ করে-Loneliness
১২৭. একগুয়ে -obstinate
১২৮. ঔদ্ধত্য -Arrogance
১২৯. উৎসাহহীনতা ইত্যাদি-Indifference , apathy etc
১৩০. কটুভাষী-Abusive
১৩১. কঠিন হৃদয়-Hardhearted
১৩২. কথা বলা গড় গড় করে -spech babbling
১৩৩. কথা বলে আপন মনে-Talk to himself
১৩৪. কথা বলতে ইচ্ছা করে কারো সঙ্গে-Talk, disire to to some one
১৩৫. কথা বলা উহাতে লক্ষণসমূহ বৃদ্ধি-Talking, complaints all agg
১৩৬. কবিতা রচনা করে -verses make
১৩৭. কর্মগ্রহণ করে কিন্তু কর্মের উপযুক্ত ইচ্ছা শক্তির অভাব-
undertakes lack will power to undertake
১৩৮. কর্মশীলতা ইচ্ছা করে -Activity desires
১৩৯. কপটতা-Duplicity
১৪০. কর্মব্যস্ততায় উপশম-occupation ,amel
১৪১. করুণা প্রকাশ করে নিজের প্রতি-pities herself
১৪২. কল্পনা বিলাস-theorizing
১৪৩. কল্পনায় ডুবে থাকে-fancies, absorbed in
১৪৪. কলহ প্রিয় -Quarrelsome
১৪৫. ক্ষুদ্রতর জিনিসপত্রকে দেখায়-Smaller, things fappear
১৪৬. ক্ষমতা প্রিয়তা -Love of power
১৪৭. কাতরতা প্রকাশ করে আর্তনাদ করে-Moaning groaring
১৪৮. কামনা করে, জিনিসপত্র উহা দিতে গেলে ফেলে দেয়-Longing for things which are rejected when offered
১৪৯. কামুকতা ভোগকামনা যুক্ত -Lasciviousness, luiful
১৫০. কাল্পনিক বস্তু খোজে -chases imaginary object
১৫১. কার্য, মানসিক কার্যে বিতৃষ্ণা -work aversion to mental
১৫২. কালো এবং অন্ধকার সব কিছুর প্রতি বিতৃষ্ণা -Black and sobre, everything that is , aversion to
১৫৩. কিছুই লক্ষ করে না -unobserving
১৫৪. কুকুরের ন্যায়-Barking
১৫৫. কুকুরের ন্যায় বিকট শব্দ করে-Growling like a dog
১৫৬. কুসংস্কারাচ্ছন্ন-Superstitions
১৫৭. কুৎসা করার প্রবৃত্তি-Slader disposition to
১৫৮. কৃতিনিশ্চয়তা -positiveness
১৫৯. কৃতকার্য হয় না কখনওই -succeeds never
১৬০. কৃত্রিম ব্যবহার -Facetousness
১৬১. কৃপন -Miserly
১৬২. কেউ তার সঙ্গে কথা বলুক তা চায না -spoken avers to being
১৬৩. কোঁ কোঁ শব্দ করে-croaking
১৬৪. কোন এক বিষয়ে পাগলামী-monomania
১৬৫. কোপন স্বভাব -Irescibility
১৬৬. ক্লান্তিভাবযুক্ত -wearisome
১৬৭. কোলে উঠে বেড়াতে চায়-Carried desire to be
১৬৮. ক্রীড়াশীল -playful
১৬৯. ক্লেশ পূর্ণ প্রত্যেককে তার রোগের কথা বলে-torments everyone with his compliants
১৭০. ক্লান্ত ভাব-Ennui Ennui
১৭১. ক্রন্দন করে অশ্রæপূর্ণ ভাব ইত্যাদি-Weeping tearful mood etc
১৭২. ক্রোধ খিটখিটে ভাব-Anger irasbility
১৭৩. খামখেয়ালী-Whimsical
১৭৪. খামখেয়ালী ভাব-Capviciousness
১৭৫. খামখেয়ালী মনোভাব-Eceentricity
১৭৬. খিটখিটে-petulant
১৭৭. খুতখুতে -scrupulous
১৭৮. খুতখুতে-Fastidious
১৭৯. খুন করার প্রবৃত্তি-Murders desire to
১৮০. খেয়ালী-fitful
১৮১. খেয়ালী মত চিন্তা করে -Reveries
১৮২. খোঁজ করে মেঝের উপর-Searchging on floor
১৮৩. গতি ভঙ্গি-Motions
১৮৪. গান করে -singing
১৮৫. গম্ভীর-solemn
১৮৬. গর্ব-Pride
১৮৭. গরম পোশাক গ্রীষ্মকালে পরে থাকে -Fur, wrps up in summer
১৮৮. গড়াগড়ি দেয় মেঝের উপর -Rolling on the floor
১৮৯. গাম্ভীর্য-Gravity
১৯০. গালাগাল করে Scolding
১৯১. গাড়ি ঘোড়ায় চড়তে অনিচ্ছুক-Riding ina carriage averse to
১৯২. গুম হয়ে চিন্তা করে -Brooding
১৯৩. গৃহকাতর -Home sickness
১৯৪. গোঁ গোঁ করে -Bellowing
১৯৫. গোপন কথা বলে ফেলে-Secrets , divulges
১৯৬. গোলমালে বৃদ্ধি-Noise avers to
১৯৭. ঘিনঘিন করে-Whining
১৯৮. ঘুরে বেড়াতে চায়-wander desire to
১৯৯. ঘুরে বেড়ায় উলঙ্গ হয়ে -Roving about naked
২০০. ঘৃণা-Hatred
২০১. ঘৃণা করে -Despises
২০২. ঘৃণা মিশ্রিত ক্রোধ-Indignation
২০৩. ঘৃণা পরায়ণ-conterptous
২০৪. ঘৃণা ক্রোধ হতে-scorn ailments from
২০৫. ঘোঁৎ ঘোঁৎ করে-Grunting
২০৬. চক্ষু মুদ্রিত করলে উপশম-closing eye amel
২০৭. চমকে উঠে হঠাৎ চকিৎ হয়-starting startled
২০৮. চন্দ্রালোকে-moonlight
২০৯. চঞ্চল-Fickle
২১০. চায় কোন কিছু জানতে কিন্তু সে যে কী চায় তা সে জানে না -
wants something he knos not what
২১১. চায়না কিছুই-Ask for nothing
২১২. চিন্তা করে অতীতের অসূখকর ঘটনা সম্বন্ধে-Dwells on past disagreable occurrences
২১৩. চিন্তা করতে অনিচ্ছা-thinking, aversion to
২১৪. চিন্তা গোপন করে-sectretive
২১৫. চিন্তা মৃত্যু সম্বন্ধে-Thoughts of death
২১৬. চিনতে পারেনা নিজের আত্মীয়গনকে-Recognize dosenot his relatives
২১৭. চিত্তবিক্ষেপ-Distraction
২১৮. চিৎকার করে-scream
২১৯. চিৎকার-exclamation
২২০. চিৎকার করে কাঁদে-wailing
২২১. চুম্বক স্পৃষ্ট হতে চায়-magnetize, desire to be
২২২. চুম্বুন করে প্রত্যেককেই-kisses every one
২২৩. চুরি করার অদম্য প্রবৃত্তি-kleptomania
২২৪. ছুটে বেড়ায়-Runs about
২২৫. ছুড়ে ফেলে জিনিসপত্র-Throws things away
২২৬. ছিদ্রান্বেষী দোষদর্শী-Censorious airtical
২২৭. জলাতঙ্ক-Hydrophobia
২২৮. জড়ভাবাপন্ন-phlegmatic
২২৯. জিদ করেনা কোন বিষয়েই -persista in nothing
২৩০. জিনিসপত্র টেনে ছিড়ে-Tears things
২৩১. জিনিসপত্র ভাঙ্গতে ইচ্ছা করে -Break things desire to
২৩২. জীবনে বিতৃষ্ণা-weary of life
২৩৩. জেদী-stubborn
২৩৪. ঝড় বজ্র পূর্বে বৃদ্ধি-thunder strom before
২৩৫. টেনে ধরতে চায় লোকের চুল-Pull, desire to pull ones hari
২৩৬. তর্ক পরায়ণ-contenti
২৩৭. তরান্বিতভাব-Hastiness
২৩৮. তার দিকে তাকানো সহ্য করতে পারে না -Looked at cannot bear to be
২৩৯. তাড়াতাড়ি-Hurry
২৪০. তীক্ষ্ণ বুদ্ধি-Acuteness
২৪১. তেজস্বী-High spirited
২৪২. তোষামোদ চায় -Flattery desire
২৪৩. দংশন প্রবৃত্তি-Biting
২৪৪. দানশীলতা-Benevolence
২৪৫. দ্বিধাভাব-Vacillation
২৪৬. দ্বিধাভাব -veneration
২৪৭. দিব্য দৃষ্টি -Clairvo yance
২৪৮. দীর্ঘশ্বাস ফেলে-sighing
২৪৯. দীর্ঘসূত্রতা-sluggishness
২৫০. দুর্দান্তভাব-wildness
২৫১. দুর্বলতা-weakness
২৫২. দুর্ভাগা নিজেকে মনে করে -unfortunate feels
২৫৩. দুষ্ট মতলব -wicked disposition
২৫৪. দুঃখ করে-complaining
২৫৫. দুঃসংবাদ হতে পীড়া-Badnews ailments form
২৫৬. দুশ্চিন্তা পূর্ণ-cares
২৫৭. দ্রæত চলে উৎকণ্ঠা হতে-walking rapidly from anxiety
২৫৮. দ্রæত ক্রিয়াশীল-Impetuous
২৫৯. দৃঢ় সংকল্প-Resolute
২৬০. দৈহিক পরিশ্রমে মানসিক লক্ষণের উপশম-Exercize, mental sympotoms amel by physical
২৬১. দোল খেলে উপশম-rocking amel
২৬২. দোষ ধরার প্রবৃত্তি যুক্ত -Faultfinding
২৬৩. ধনলিপ্সা -Avarice
২৬৪. ধ্বংস প্রবৃত্তি -distructiveness
২৬৫. ধর্মানুরাগ-Religius affections
২৬৬. ধর্মভাব রাত্রিকালীন -piety, nocturnal
২৬৭. ধর্মোন্মাদ -Fanaticsm
২৬৮. ধারণা বদলায়না-fixed notious
২৬৯. ধীরতা -slowness
২৭০. ধৃষ্টতা -Audacity
২৭১. নম্রতা-Mildness
২৭২. নতুন মনে হয় বস্তু সমূহ-New object seem
২৭৩. নাস্তিক ধর্মভাবের অভাব-Godless want of religious feeling
২৭৪. ন্যাক্কারজনক মনোভাব -Repulsive moode
২৭৫. নিচুমনা-Low minded
২৭৬. নিজের অঙ্গচ্ছেদ করতে চায়-mutilating his body
২৭৭. নিজ মতে দৃঢ় বিশ্বাসী-dogmatic
২৭৮. নিজের লক্ষণ বর্ণনা কালে বৃদ্ধি-Narrating her symptoms agg
২৭৯. নিজেকে নিঃসঙ্গ মনে করে -Abandoned
২৮০. নির্জনতা-Solitude
২৮১. নির্বাক-silent
২৮২. নির্বুদ্ধিতা-idiocy
২৮৩. নির্বোধ -Silly
২৮৪. নিরানন্দ-joyless
২৮৫. নিরুৎসাহ-Discouraged
২৮৬. নিশ্চিত বিশ্বাসী -Presumptuous
২৮৭. নিষ্ঠুরতা -Cruelty
২৮৮. নিহত হওয়ার ইচ্ছা -killed desir to be
২৮৯. নৃত্য করে -Dancing
২৯০. নৈতিক বোধের অভাব-Moral feeling, wants of
২৯১. নৈরাশ্য-Despair
২৯২. পরামর্শ গ্রহণ করেনা -saggestion will not receive
২৯৩. পরিবর্তনশীর -Changeable
২৯৪. পরিশ্রমী-Industrius
২৯৫. পরিত্যক্ত বোধ করে -forsaken feeling
২৯৬. পরিত্যাগ করে নিজের সন্তানকে-forsakes his own childreen
২৯৭. পলায়ন করতে চেষ্টা করে-Escape attempts to
২৯৮. পড়তে অনিচ্ছা-Reading avers to
২৯৯. পূর্ণ বিশ্বাস করার প্রবৃত্তি -confiding
৩০০. প্রকাশ করে দেয গোপন কথা-Reveal secrets
৩০১. প্রকাশ্যভাবে অবাধ্য-Defiants
৩০২. প্রগাঢ় চিন্তা-Meditation
৩০৩. প্রচÐ ক্রোধ-Fory
৩০৪. প্রচÐ ক্রোধ-Ruge fury
৩০৫. প্রচÐতা অতিশয় আবেগযুক্ত ইত্যাদি-violent vehement etc
৩০৬. প্রত্যাখ্যান করে যা চেয়েছিল-Refuses things asked for
৩০৭. প্রতারনা পরায়ণ -Deceitful
৩০৮. প্রতিকুল আচারী-contrary
৩০৯. প্রতিবাদ করার প্রবৃত্তিযুক্ত-contradict disposition
৩১০. প্রতিবাদ সহ্য করতে পারে না-contradiction is intolerent of
৩১১. প্রতিহিংসা পরায়ণ-Revengeful
৩১২. প্রতিহিংসা পরায়ণ-vindictive
৩১৩. প্রানবন্ত-lively
৩১৪. প্রভূত্ব ব্যঞ্জক-Dictatorial
৩১৫. প্রলাপ-delirium
৩১৬. প্রশ্ন, কথা বলার সময অবিরত -Questions, speaks continually in
৩১৭. প্রশান্ত-serene
৩১৮. প্রশান্তি-Tranquility
৩১৯. প্রসন্নভাব-Good humor
৩২০. প্রার্থনাশীল-Praying
৩২১. প্রাণবন্ত -vivacious
৩২২. প্রেম হতাশ প্রেম হতে পীড়া -Love aliments From disappointed
৩২৩. ফোঁপাই ফোঁপাইয়া কাঁদে-sobbing
৩২৪. বধিরতার বান -deafness pretended
৩২৫. বন্ধুজনোচিত নহে এরুপ মেজাজ -unfriendly humor
৩২৬. বন্ধু পরিত্যক্ত -Deserted
৩২৭. বর্ণসমূহের উপর বিরূপভাব লাল,-color, aversion to red, yellow,
৩২৮. সবুজ, হলুদ এবং কালো-green and black
৩২৯. বসে থাকা অনিচ্ছা -sitting aversion to
৩৩০. বসে থাকার প্রবৃত্তি-sit inclinationto
৩৩১. বসে থাকে শক্ত হয়ে-sits quite stiff
৩৩২. ব্যঙ্গ করে,-macking
৩৩৩. বাকরোধ-Aphasis
৩৩৪. বাঁচালতা-Talkiative
৩৩৫. বাঁচালতা-Loquacity
৩৩৬. বাঁচালতা প্রকাশ করে-Gossiping
৩৩৭. বাতিক পাগলামী-Mamia maness
৩৩৮. বিচ্ছিুন্ন সে যেন পরিবার হতে-Estroged, family from her
৩৩৯. বাহিরে যেতে বিতৃষ্ণা -going out aversions to
৩৪০. বিদ্বেষভাব-Resentment
৩৪১. বিদ্বেষ পরায়ণ -spiteful
৩৪২. বাড়ী যেতে চায়-Home desire to go
৩৪৩. বিবাহ, উহার কল্পনা অসহ্য -Marrige, the idea seemed urendurable
৩৪৪. বিভ্রান্ত করে বস্তু ও ধারণাসমূহ -confounding object and ideas
৩৪৫. বিমূঢ়ভাব, অলসভাব চিন্তা অনুধাবন করতে কষ্ট-dullness, sluggishness difficulty to thinking and comprehending
৩৪৬. বিরক্তি-vexation
৩৪৭. বিতৃষ্ণা-disgust
৩৪৮. বিব্রত-Embarrassed
৩৪৯. বিরক্তিকর-Irksome
৩৫০. বিরক্তিকর বিরুপ ভাব, কেউ কাছে এল-Aversion approached to being
৩৫১. বিরোধভাব নিজের প্রতি-Antagonism, with herself
৩৫২. বিলাপ করে চিৎকার করে কাতরতা প্রকাশ করে প্রভৃতি।-Lamenting bemoaning wailing etc
৩৫৩. বিশ্ব নাগরিক -cosmopolitan
৩৫৪. বিশ্রাম করতে পারে না সব কিছু ঠিক স্থানে না থাকলে
Rest can not when things are not in proper place
৩৫৫. বিশৃঙ্খলা-chaotic
৩৫৬. বিষন্ন-Gloomy
৩৫৭. বিষন্নতা, মানসিক অবসাদ --sadness menta depression
৩৫৮. বিষম ভয় -Horror
৩৫৯. বিষয় কর্মে বিতৃষ্ণা-Business avers to
৩৬০. বিষাদ-Melanchoty
৩৬১. বিষাদ-Grife
৩৬২. বিষাদ বায়ুগ্রস্থ-Hypochondriacal humor
৩৬৩. বিষাদিত-sorrowful
৩৬৪. বিষাদিত-morose
৩৬৫. বিস্মিত হয়, আনন্দে আদরের পরে-surprise pleasant affection after
৩৬৬. বিস্মৃতি পরায়ণ / ভুলে যায়-Forgetful
৩৬৭. বিকৃত বুদ্ধি-crazy
৩৬৮. বিহবল-Bewildered
৩৬৯. বিড়বিড় করে-Muttering
৩৭০. বুদ্ধিহীনতা -stupidity
৩৭১. বোকার ন্যায় ব্যবহার -Foolish behavior
৩৭২. ভগ্নোৎসাহ-Low sprits
৩৭৩. ভন্ডামী-Hypocrisy
৩৭৪. ভবিষ্যৎ বাণী-Prophesying
৩৭৫. ভয় -Fear
৩৭৬. ভয় দেখায়-threatening
৩৭৭. ভয়ংকর ব্যপার, দুখের কাহিনী গভীরভাবে বিচলিত করে।
Horrible things Sad stories affect her profoundly
৩৭৮. ভয় পায় সহজেই -frightened easily
৩৭৯. ভয় হতে পীড়া-fright compaints from
৩৮০. ভর্ৎসনা করে, রোগের পরে-Reproaches ailments after
৩৮১. ভর্ৎসনায় লক্ষণ সমূহ বৃদ্ধিপায়-Admonition agg
৩৮২. ভান করে -figning sick
৩৮৩. ভাবগম্ভীর -serious
৩৮৪. ভাবপ্রবণ-sentimental
৩৮৫. ভাল আছে বলে যখন সে কুব অসুস্ত -well says her when very sick
৩৮৬. ভাড়ের ন্যায় ব্যবহার করে -buffoonery
৩৮৭. ভিন্নমত যুক্ত -disagreeable
৩৮৮. ভীরুতা-Cowardice
৩৮৯. ভীরুতা-timidity
৩৯০. ভুল করেছে, যেন কিছু সবসময়েই -Forgotten something feels constantly as he had
৩৯১. ভুল করে-Mistake
৩৯২. ভ্রকুষ্টি করার প্রবণতা যুক্ত-Frown disposed to
৩৯৩. ভ্রমন প্রবৃত্তি-Travel desire to
৩৯৪. ভ্রান্তবিশ্বাস কল্পনা, ভ্রান্ত দর্শন বিভ্রম-Delusions imaginations hellucinations illusions
৩৯৫. মতলব করে বহু-plans make mery
৩৯৬. মদ্যপান করে-Drinking
৩৯৭. মনস্তাপ-Anguish
৩৯৮. মনঃকষ্ট রোগের পরবর্তী-Mortification, ailments after
৩৯৯. মনুষ্য বিদ্বেষ-Misanthropy
৪০০. মনুষ্যভীতি-men dread of
৪০১. মনুষ্যভীতি-Anthropophobia
৪০২. মনে করে সে যেন বড় কিছু করতে সক্ষম-Deeds feel as he could do great
৪০৩. মনের ছায়াচ্ছন্ন অবস্থা-cloudiness confusion
৪০৪. মনের বিশৃঙ্খল অবস্থা-confusion of mind
৪০৫. মনের বিক্ষিপ্ত ভাব-Abstraction
৪০৬. মনোভাব সুন্দর-Mood agreeable
৪০৭. মর্মবেদনা -chagrin
৪০৮. মনোসংযোগ ক্রিয়াশীল-Concentration active
৪০৯. মল,মেঝের উপরে ত্যাগকরে-feces passed on the floor
৪১০. মাতালের মত মনে হয়-Drunken seems as if
৪১১. মাতলামি-Intoxication
৪১২. মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি-wild feeling in head
৪১৩. মানসিক পরিশ্রমে বৃদ্ধি-Exertion agg from mental
৪১৪. মানসিক অবসাদ-Prostration of mind
৪১৫. মানসিক আলোড়ন-Agitation
৪১৬. মানসিক দুর্বলতা-imbecility
৪১৭. মানসিক পরিশ্রম সহ্য করতে পারে না -Mental effortys inability to sustain
৪১৮. মানসিক ধারণা প্রচুর পরিমাণে পরিচ্ছুন্নতা -ideas abundant clearness of mind
৪১৯. মিথ্যাচার কখনও সত্য বলে না কীবলে তা নিজেই জানে না-Lie neaver speak the truth does not know she is saying
৪২০. মিথ্যা দোষারোপ করা -calumniate, desire to
৪২১. মুখ, চেপে হাসে -Giggling
৪২২. মুখ ভঙ্গী করে -Grimaces
৪২৩. মুখ সকল দেখে-Face, see
৪২৪. মুত্যু ইচ্ছা করে -Death, desire
৪২৫. যথেষ্ট শাসনেচ্ছা-Dominering
৪২৬. যুদ্ধ করতে চায়-fight, wants to
৪২৭. যুদ্ধ সম্বন্ধে কথা বলে-Battles talk about
৪২৮. রক্ত বা ছুরির দিকে তাকাতে পারেনা-Blood cannot lookat or a knife
৪২৯. রসিক-witty
৪৩০. রসিকতা-Humors
৪৩১. রসিকতাপ্রিয়-Humorus/
৪৩২. রহস্যপ্রিয়-Jesting
৪৩৩. রোগের ভান-Affclation
৪৩৪. রুষ্ট স্বভাব-sullen
৪৩৫. লঘুচেতা -frivolous
৪৩৬. লজ্জাহীনতা-shameless
৪৩৭. লাজুক-shy
৪৩৮. লাজুক-Bashful
৪৩৯. লাফ দেয়-jumping
৪৪০. লাথি মারে-kicks
৪৪১. লিখতে অনিচ্ছা-writing
৪৪২. লুকাবার ইচ্ছা -hide desire to
৪৪৩. লুকায় , জিনিসপত্র -Hides things
৪৪৪. লোকসঙ্গে বিতৃষ্ণা-company aversion to
৪৪৫. লোভী/ লোলুপ-covetous
৪৪৬. শপথ করে -sweaing
৪৪৭. শয্যা খোঁটে-picking
৪৪৮. শয্যাবস্ত্র খোটে-graphologist
৪৪৯. শয্যার প্রতি বিতৃষ্ণা (উহা ত্যাগ করে)-Bed aversion to (shuns)
৪৫০. শান্ত মেজাজ -quiet disposition
৪৫১. শান্তভাব-calmness
৪৫২. শান্তভাব-Gentleness
৪৫৩. শিশুদের প্রতি বিতৃষ্ণা -Cheldren aversion to
৪৫৪. শিশুসুলভ ব্যবহার -childish
৪৫৫. শিষ্টাচার ভঙ্গের প্রবৃত্তি -livertinism
৪৫৬. শিষ দেয়-whistling
৪৫৭. শূন্যেপ্রসাদ নির্মাণ-Air castles
৪৫৮. সঙ্গীতে বিতৃষ্ণা-Music aversion to
৪৫৯. সঙ্গী বিচ্যুত থাকার অনুভূতি-Isolation sensation of
৪৬০. স্তম্ভিত ভাব -Stupefaction
৪৬১. সতর্ক-cautious
৪৬২. সতর্কতা-carefulness
৪৬৩. সতকর্ততার অভাব-cirumspec lack of
৪৬৪. সন্তুষ্ট-contented
৪৬৫. স্থান সম্বন্ধে ভুর করে -locality
৪৬৬. সন্দেহ যুক্ত-suspicious
৪৬৭. সদা ব্যস্ত-Busy
৪৬৮. স্পর্শ করার প্রবৃত্তি সকল বস্তকে-Touching impelled to
৪৬৯. স্পর্শ তাকে কেউ করুক তা ইচ্ছা করে না -Touched aversion to being
৪৭০. স্বার্থপরতা-selfishness
৪৭১. সব বিষয়ে বিতৃষ্ণা সাধারণ ভাবে-loathing general
৪৭২. সময় যেন উড়ে চলে যায় -Time fritters away his
৪৭৩. সমাজ-Society
৪৭৪. সম্মানে আঘাত লাগার ফল -Honor affects of wounded
৪৭৫. সমোমাহিত-Mesmerized
৪৭৬. সমালোচনা প্রবণ-critical
৪৭৭. স্বপ্ন-somnambulism
৪৭৮. স্বপ্নাচ্ছন্নবৎ-Dream as if in a
৪৭৯. স্বল্পে পেমে আসক্ত হয়-Amorous
৪৮০. সম্ভ্রমবোধ, চতুর্দিকস্থ ব্যক্তি গনের প্রতি-Reverenge for those around him
৪৮১. স্মৃতি ক্রিয়াশীল-memory active
৪৮২. স্মৃতি শক্তির দুর্বলতা-Memory weakness
৪৮৩. স্ফর্তি-Gaiety
৪৮৪. স্বপ্নদর্শন-vision
৪৮৫. সহানুভূতিশীল-sympathitic
৪৮৬. সহানুভূতিশূন্য-Unsympathitic
৪৮৭. সহসা তরান্বিত হয়-abrupt
৪৮৮. সংজ্ঞা তীব্র-senses acute
৪৮৯. সংজ্ঞাহীনতা-Insensibility
৪৯০. সংযতবাক-Reserved
৪৯১. সামান্য ব্যাপার মূল্যবান মনে করে-Trifles seem importent
৪৯২. সান্তনা দিলে বৃদ্ধি-consolation agg
৪৯৩. স্বামীর প্রতি বিতৃষ্ণা-Husband aversion to
৪৯৪. সাহস -Boldness
৪৯৫. সাহসি -Courageaous
৪৯৬. স্ত্রীগনের উন্মাদ-nymphomania
৪৯৭. সাহায্য প্রার্থনা করে অনুনয় করে-Begging, entreating
৪৯৮. স্ত্রী লোকের প্রতি বিতৃষ্ণা -women aversion to
৪৯৯. সুখী-Happy
৫০০. ¯েœহশীল-affectionate
৫০১. হঠকারিতা-Rashness
৫০২. হত্যাকরার প্রবৃত্তি-kill desire to
৫০৩. হর্সোচ্ছাস-Ecstasty
৫০৪. হস্তকৃত কাজ সুন্দর করে-Manual work fine work
৫০৫. হাটুগেড়ে বসে এবং প্রার্থনা করে -kneeling and praying
৫০৬. হাত ধোয় অবিরত-washing her hand
৫০৭. হতাশভাব-Despondency
৫০৮. হাতড়াতে থাকে যেন সে অন্ধকারের মধ্যে -Groping as if inh the dark
৫০৯. হামাগুড়ি দিয়ে চলে মেঝের উপরে -crawlijng on floor
৫১০. হাসে-laughing
৫১১. সাহ্র বস্তু সমূহ মনে হয়-ludicrous thing seem
৫১২. হিস্টিরিয়া -Hysteria
৫১৩. হিংসা-jealousy
৫১৪. হিংসা -Envy
৫১৫. হিংসুক-Malicious
লেখকঃ
ডা. আহাম্মদ হোসেন ফারুকী, বি.এইচ.এম.এস ঢাকা বিশ্ববিদ্যালয়
***সহযোগিতায় ডা. আনওয়ারুল কাদির
বিভাগ- মানসিক ব্যাধি
স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ।
মোবাইল- ০১৭১১০৩৯২৩৯
ডা. আহাম্মদ হোসেন ফারুকী, বি.এইচ.এম.এস ঢাকা বিশ্ববিদ্যালয়
***সহযোগিতায় ডা. আনওয়ারুল কাদির
বিভাগ- মানসিক ব্যাধি
স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ।
মোবাইল- ০১৭১১০৩৯২৩৯
(সংকলিত)
ডাঃ
ইয়াকুব আলী সরকার
ইভা
হোমিও হল।
বাইপাইল
কেন্দ্রীয় মসজিদ রোড,
আশুলিয়া
থানার পাশে সাভার ঢাকা।
গভঃ
রেজিঃ: নং ২৩৮৭৬
মোবাইল
নং ০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন