রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

রোগীলিপি করণ বা কেসটেকিং - ডা. রবিন বর্মন এমডি (হোমিও )

ডা. রবিন বর্মণ স্যারের রোগীলিপি করণ

হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে কিংবদন্তি ডাঃ রবিন বর্মন স্যারকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের আদর্শ। আমরা সবাই তাকে অনুসরণ ও অনুকরণ করে থাকি। স্যারের লেখা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে অমূল্য সম্পদ। স‍্যারের সাফল্যের চাবিকাঠি তার মেধা যোগ্যতা ও অভিজ্ঞতা। ডাঃ রবিন বর্মন স্যারের চিকিৎসা বিষয়ে জ্ঞান আকাশচুম্বী। তার প্রতিটি লেখা, লেকচার, উপদেশ সবই আমাদের কাছে অমূল্য সম্পদ। বর্তমান সময়ে দুই বাংলার হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ আরোগ্যে অত্যন্ত সফল। তার এই সাফল্যের জন্য কি রহস্য লুকিয়ে আছে?

# তীক্ষ্ণ দৃষ্টি,অঘাত পান্ডিত্য, রোগীর প্রতি গভীর মনোযোগ ইত্যাদি।

# কি ভাবে তিনি রোগীর সদৃশ ঔষধ নির্বাচন করেন?

# কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন?

এ সবই উঠে এসেছে তার রোগী লিপির মাধ্যমে। রোগ আরোগ্যে সফলতার সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান ডকোমেন্ট।

তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্যারের রোগী লিপি তৈরির কৌশল উপস্থাপন করা হলো।

হোমিওপ্যাথিক চিকিৎসকদের রোগীদের কেস টেকিং করা নিয়ে কিছু কথা।

**প্রথম পর্ব**

হ্যানিমান অর্গাননের প্রথম সূত্রে বলেছেন--- The physicians high and only mission is to restore the sick to health, to cure ---মানে--The sole mission of a physician is to cure a sick person.

দ্বিতীয় সূত্রে তিনি বলছেন--- The highest ideal of cure is rapid, gentle, and permanent restoration of the health-----

$ 273 এ তিনি বলেছেন--- In no case under treatment is it necessary and therefore not permissible to administer to a patient more than one single, simple medicinal substance at one time.

হ্যানিমানের এই তিনটি $ থেকে এই ধারণাই পাওয়া গেল যে রোগীকে একই সময়ে একটি মাত্র ঔষধ প্রয়োগ করে নিরুপদ্রবে, দ্রুত, স্থায়ীভাবে অারোগ্য করাই চিকিৎসকের প্রথম এবং প্রধান কাজ।

এই প্রধান কাজটি করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রথম কাজ রোগীর লক্ষন সংগ্রহ করা।কিভাবে লক্ষন সংগ্রহ করতে হবে তা তিনি $ 83 থেকে $ 104 পর্যনত অধ্যয় গুলিতে বিশদে জানিয়েছেন।

সর্বপ্রথমেই তিনি $ 83 তে বললেন ---প্রতিটি চিকিৎসকের কেস টেকিং করার সময় ৪ টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। কি সেই ৪ টি গুণ বা বৈশিষ্ট্য ?

১) Freedom from prejudice-- এর মানে হ্যানিমান বলতে চাইছেন, পুরো কেস লেখা বা বোঝা বা পড়ার আগেই তুমি ২/১ লাইন শুনেই, বা কোন কিছু ভাল করে না বুঝেই একটা নির্দিষট ঔষধ দিতে হবে বা দেবে বলে ভাবনা চিন্তা করো না। কিম্বা বহু ক্ষেত্রে এমন দেখা যায় - পুরো কেস লেখা এবং পড়ার পরেও অনেকে একটা ফিক্সড ঔষধ দিতে চায় , যেটা তার মনের মধ্যে ঐ কেসের জন্য বা ঐ ধরনের রোগীতে বেশী ভাল হবে বলে একটা বদ্ধ ধারণা তৈরী হয়ে অাছে । হ্যানিমান বলছেন ঔষধ নির্বাচনের জন্য তোমার এই রকম fixed idea বা বদ্ধমূল ধারনা থাকলে চলবে না। যেমন আমার recently ১৯/ ৯/২০১৮ তারিখের post করা ভিডিও কেসে Bronchial Asthma র একটি বাচ্চা রোগীকে seasonal agg সম্মন্ধে জানতে চাইলে তার মা প্রথমে বর্ষাকাল বললেও পরে জানায় বৃষ্টির জল গায়ে পড়লেই বাড়ে। ( Carefully watch the video ---কেসটি আমি ২/১ দিনের মধ্যেই অালোচনা করবো)। তার মানে প্রত্যেক বর্ষাকালে বা প্রত্যেক damp, wet weather এ যে বাড়ে তা কিন্তু সঠিকভাবে বোঝা যাচছে না। দেখেই বোঝা যায় তারা কম লেখাপড়া জানা এবং প্রশ্নের গুরুত্ব সমপর্কে খুব বেশী ওয়াকিবহাল নয়। বলছে শ্বাসকষটো জল ঘাঁটলে হয়। বেশী জল ঘাঁটলে বা বৃষ্টিতে ভিজলে ত আমাদের চিকিৎসকদেরও কারুর কারুর জ্বর বা সর্দি -কাশি হতে পারে। এই ক্ষেত্রে তাই বাচ্চাটির হচ্ছে acute exacerbations of chronic Bronchial Asthma , as soon as he gets wet in water or drench in rain .. অথচ বৃষ্টিতে ভেজার পরে বা জল ঘাঁটলে বাচ্চাটির সর্দি কাশি , বা শ্বাসকষটো বাড়ে, সেটা ভাল করে না বুঝে আমাদের কিছু চিকিৎসক বন্ধু rainy season agg বা damp wet weather agg ভেবে বা ধরে নিয়ে N S ভাবতে শুরু করে দিয়েছিলেন। বোঝার ভুলের জন্য৷ transient বা সাময়িক modality কে general বা permanant modality করতে চাইছিল । এটাই হল Not---- freedom from prejudice, এই ক্ষেত্রে Prejudice হলো --to prescribe N S. আবার এই একই কেসে বাচ্চাটির মাকে food desire জিজ্ঞাসা করলে তার মা জানায় তার ছেলে টক, লঙকা এবং মশলাযুক্ত খাবার খেতে খুব ভালবাসে। ১৩ বছরের একটি বাচ্চা ছেলে গোটা গোটা কাঁচা লঙকা নিদ্বিধায় চিবিয়ে খেতে পারে বা খেতে চাইছে, এটা কি normal desire ? কিন্তু তবু আমাদের একজন চিকিৎসক এটাকে Desire of chilli বলতে রাজী নন, ওনার interpretation হচ্ছে ---" কিছু জোটে না বলে লঙকা খায় " , তাই এটাকে Desire to chilli ধরতে উনি রাজী নন। এটা একটা খুবই হাস্যকর ও অজ্ঞ interpretation নয় কি? তাহলে লবন কেউ বেশী খায় শুনলে আমরা কি ঐ একই কথা বলবো যে -- কিছু পায় না তাই লবন খাচ্ছে , এটাকে craving for salt ধরা হবে না। সেই জন্য এই সব interpretation গুলিও freedom from prejudice হতে হবে। এটাও এক ধরনের prejudice-- তবে ঔষধ সিলেকশনের নয়, prejudice of interpretation। হ্যানিমান সাহেব Case taking র সময় তাই freedom from prejudice থাকার কথা বলেছেন। আমাদের symptom interpretation করার সময়ও freedom from prejudice হতে হবে।

২) Sound Senses,

৩) Attention in observing

এই দুইটি পয়েন্ট co- related - কারন sense গুলি sound না থাকলে observation এ ত attention হওয়া যাবে না। তাই হ্যানিমান সাহেব কেস টেকিং র সময় চিকিৎসকদের দ্বিতীয় ও তৃতীয় উপদেশ দিলেন -- প্রত্যেকের special sense যেন খুব প্রখর বা প্রবল থাকে এবং ঐ Special sense র দ্বারা তিনি carefully বা অতি সতর্ক ভাবে যেন রোগীর মধ্যে দৃশ্যমান বা বিদ্যমান সমস্ত abnormal symptoms গুলি বা ব্যাপারগুলি observe বা পর্যবেক্ষন করতে পারেন।

আমাদের প্রধান তিনটি Special sense organs হল---চোখ, নাক, এবং কান।

ক ) তাই চোখ দিয়ে ভাল করে পর্যবেক্ষন করতে হবে। ---- রোগীর দিকে তাকিয়ে তার visible কোন আঁচিল, টিউমার, সিস্ট, চামড়ার বিকৃতি, চুল, গায়ের রং, শারীরিক গঠন, সে কি ভাবে ঢুকছে, কি ভাবে হাঁটছে, কি ভাবে বসছে, কি ভাবে কথা বলছে, কি ভাবে তাকাচ্ছে -- সব লক্ষ্য রাখতে হবে।

২/ ৪ টি উদাহরণ দিচ্ছি------

যেমন, একটু খেয়াল রাখলে চেম্বারে দেখা যায়----

(প্রতিটি সিমটমের অনেক ঔষধের মধ্যে ২/৪ টি প্রধান প্রধান ঔষধের উদাহরণ দিচ্ছি।)

* পা দুটি সমানে নাড়িয়ে চলেছে-- N M

* বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন হয়ে সর্দি ঝুলে পড়ছে -- Hydras, K B,

* Thyroid বা Parotid gland ফুলে আছে -- Brom

* রোগী চিকিৎসকের সামনেই দরদর করে ঘেমে চলেছে ( Profuse sweating) --- Jabo , H S, M S, Sep, Sil




* রোগী ভীত সন্ত্রস্ত স্বভাবের -- B C, C C

* চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলছে, ডাঃ পিয়ার্স বলেছেন -Oblique Vision--- Staphysagria,

* রোগী ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে -- Ignatia

* রোগী বোকার মতন প্রতিটি কথায় শুধু হাসছে -- Crocus Sativus, Cannabis Indica ,

* রোগী সিমপটমস বলার সাথে সাথে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করছে -- Medo, Puls,

* রোগী চেম্বারের বসার জায়গাতেই আসা মাত্র অন্য রোগীদের সাথে নাম লেখানো নিয়ে বা অন্য কোন ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল বাধাচ্ছে, Quarrelsome -- Chamo, Nux

রোগীর চিকিৎসকের প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতিও observe করা যায়। যেমন --

* Answers Slowly -- Gels, Hell, M S

P A, Phos

* Answers hastily -- H S, Lyco

* Answers abruptly -- N V, Sul

* Answers in monosyllabic way ( হ্যাঁ, না, মোটামুটি , এইরকম ভাবে) - P A

* Answers in garrulous way ( বড্ড বেশী কথা বলতে বলতে বা বকবক করতে করতে) -- Cimici, Hyos, Lach

* Answes in refusing way -- Arn, Phos, Sul

* Answers foolishly -- Bar Carb, PA

* Answers intelligently --Lyc, Phos

* Repeating the question first then answering -- Caust, Medo, Z M,

* Answers in stupor way --Arn, Bapt, Hell, Hyos, P A, ইত্যাদি।

এই রকম আরও অনেক মানসিক সিমপটমস চেম্বারের মধ্যেই attention of observing কথাটা মনে রাখলে কালেকশন করা সম্ভব হয়,।

যেমন ----

* নোংরা ড্রেসে , একগাল দাড়ি নিয়ে ঢুকেই লম্বা চওড়া ফিলজফি মার্কা লেকচার অারমভ করলো ( Ragged Philosopher)-- Sulphur,

* Very sad, depressed looking -- Ign, N S, P A, Psor, Sep.

* Fearlessness -- Syphy

* Anxiety ---Aco, A A , Caust

* Children much restlessness--- Kali Brom, Phos, Tarent His,

* Children wants to start dancing as soon as hears music -- Tarent His

* Constant religious attitude or religious talks -- Hyos, Lach, Lil Tig, Stram,

* Children disobedient --- Ant Crud, Chamo, Cina, Taren His, Tub,

* Looking dull and idiotic -- Bar Carb, Bufo, P A,

* Superiority Complex ( Haughty) -- Lyco, Platina,

* Inferiority Complex --Aurum Met

* Hopeless feeling -- Psor

* Dressed neat and clean, tidiness--A A, Carci, Nux

* Tremendous fear of death -- Aco, AA, N A

* Tremendous fear of impending of diseases --A A, C C, K C, N A,

* Hurriness --Arg Nit, Aurum, Medo, Sul,

* Impatience --Cham, Nux, Sul,

* Suicidal talks --Aur, N S, Psor,

* Suspicious talks or looking -- Bar Carb, Cimi, Hyos, Lach, Lyco, Puls,

* Sympathetic attitude or sympathetic talks or sympathetic behaviour -- Carci, Causti, Phos,

* Timidity --Bar Carb, Gels , Puls, Sep, Sil,

* Children whining (ঘ্যানঘ্যান করে) --Ant Crud, Antim Tart, A A,

* Yielding disposition -- Puls, etc

. ২) নাকের কাজ --- রোগী অনেক কথা না বললেও বা বলার অাগে চিকিৎসক তার ঘ্রান শক্তির দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করবে।

যেমন --

* রোগীর শরীর থেকে ঘামের বাজে দূর্গনধো পাওয়া যেতে পারে -- MS, Sil

* কোন ঘা বা অালসার থেকে বিশ্রী পচা দূর্গনধো বেরুচ্ছে -- Bapti, M S,

* রোগীর সাথে কথা বলার সময় বা জিভ দেখার সময় তার মুখ থেকে পাওয়া যাচ্ছে বাজে পচা গন্ধ -- C V, Bapti, M S, , ইত্যাদি।

----- এ সব খেয়াল রাখতে হবে।

৩) কানের কাজ --- রোগী বা তার বাড়ীর লোক কি বলছে তা নিখুঁত ভাবে শুনতে চেষ্টা করতে হবে, শোনা যায় রোগী পরীক্ষা করাকালীন অনেক রকম sounds.

যেমন --

* Abdomen percussion করার সময় bubbling অাওয়াজ পাওয়া যেতে পারে -- B V

* চিকিৎসক তার নিজের চেয়ারে বসেও শুনতে পারে - During each respiration -- রোগীর বুকের মধ্যে হওয়া coarse বা wheezing বা oppressive sound --- Grind, Spon, বা severe rattling sound--- A T, N S , ইত্যাদি ।

৪) শেষ পয়েনটে হ্যানিমান সাহেব বলেছেন - Fidelity in tracing the picture of the disease -- মানে যথার্থ বিশ্বস্ততার সাথে রোগীর লক্ষনগুলি রেকর্ড করতে হবে। যেমন---

১) রোগী হয়ত বলতে চাইছে সন্ধ্যার দিকে বাড়ে, একজন চিকিৎসকের মাথায় Lycopodium ঢুকে অাছে বলে সে যেন জোর করে 4 to 8 pm agg না লেখে,

২) ২/১ দিন বৃষ্টিতে ভিজলে রোগ বাড়ে বলে এই সামান্য particular modality কে এক লাফে তাকে General Modality তে টেনে এনে Rainy Season agg, বা Damp Weather agg, লেখা যাবে না। তা লিখতে গেলে ভালো করে পর্যবেক্ষন ভিত্তিক সঠিক রিপোর্ট আগে পেতে হবে। কারন একটি সামান্য Particular কে General করার আগে অন্ততঃ ১০ বার ভাবতে হবে ।

ডা. রবিন বর্মন স্যারের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

ডা. ইয়াকুব আলী সরকার

ইভা হোমিও হল

বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা।

মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।



ডাঃ রবিন বর্মণ
এম ডি (হোমিও), গোল্ড মেডেলিস্ট, পশ্চিমবঙ্গ, ভারত।

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

উকুন তাড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসা


 উকুন কিভাবে নির্মুল করবেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে

উকুন

উকুন হচ্ছে একটি বিরক্তিকর সমস্যা। আর এ সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই চায়। মাথায় উকুন হলে তা সহজে দূর হতে চায় না। তাই এই উকুন সমস্যা দূর করার জন্য একটু সময় নিয়ে চেষ্টা করতে হয়।

পুরুষের তুলনায় নারীদের চুলে উকুন বেশি দেখা যায়। আবার শিশুদের জন্যও এটি আরো অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বড়দের মতো তারা নিজের যত্ন নিজেরা যেহেতু নিতে পারে না। তাই বাবা-মায়েদের জন্য এটি দুশ্চিন্তার কারণ।

উকুনের উপদ্রবে যারা অতিষ্ট তারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন।

লক্ষণ ও উপসর্গ

উকুনের কামড় থেকে মাথার ত্বক, ঘাড় ও কানে চুলকানি

মাথার ত্বকে সুড়সুড়ির অনুভূতি

মাথায় ঘা বা ফেটে যাওয়া

চুলকানির কারণে বিরক্তি ও ঘুম নষ্ট হয়।

কিভাবে মাথা উকুনের সমস্যায় হোমিপ্যাথি কাজ করে

হোমিওপ্যাথির ওষুধগুলি উকুনের জন্য দুর্দান্ত কার্যকর। এগুলি তার অর্গানন ভিত্তিক সবচেয়ে উপযুক্ত চিকিৎসা নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির সংবেদনশীলতার ভারসাম্য রেখে কাজ করে। আমরা রোগীর সাথে সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে জেনে কেসটি ভালভাবে পর্যালোচনা করে চিকিৎসা করলে শতভাগ আরোগ্য আশা করতে পারি।

উকুনের হোমিওপ্যাথিক চিকিৎসায় ২৫ টিরও বেশি কার্যকর ঔষধ রয়েছে। এই জ্বালাময় পরজীবী থেকে মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে।

আমাদের বিস্ময়কর ঔষধের মধ্যে কয়েকটির প্রয়োগ বিষয়ে বা নির্বাচন লক্ষণ দেয়া হলো-

স্ট্যাফিসাগ্রিয়া-

মাথা উকুনের এক নম্বর প্রতিকার এবং এটি সংবেদনশীল এবং আবেগকে দমনকারী ব্যক্তির পক্ষে ভাল কাজ করে। উকুনের কারণে আঁচড়ানোর পরে মারাত্মক চুলকানি, লালভাব এবং মাথার ত্বকে প্রদাহ হলে উপযুক্ত।

কার্বলিক অ্যাসিড-

উকুনের অন্যতম প্রধান ঔষুধ, চুলে স্থানীয় প্রয়োগের জন্য মাদার টিংচার ফর্মে ব্যবহৃত হয়। জ্বালাপোড়া ও চুলকানির পরে ত্বকের আলসার হলে উপযুক্ত রেমেডি।

সাবাডিলা

উকুন মাথা সহ পুরো শরীরের ত্বকে প্রভাবিত করে। উত্তপ্ত, জ্বলন্ত, ক্রলিং এবং পুরো শরীরের সংবেদনশীলতা। উকুনের চিকিৎসার জন্য কার্যকর।

এপিস

ব্যস্ত, কৌতূহলী এবং জেদি বাচ্চাদের উপযুক্ত রেমেডি।

লাকেসিস:

হিংসাত্মক, মনের শিশুদের জন্য দুর্দান্ত কাজ করে।

লাইকোপোডিয়াম:

স্বল্প আত্মবিশ্বাসের সাথে সন্তানের সাথে মানানসই যা প্রত্যাশাগুলিতে সহজেই ডুবে যায়।

নাক্স ভোমিকা

শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যা অলস, চোখের নীচে কালো বৃত্ত থাকে, ক্ষুধা এবং বমি বমি ভাব হয় তাদের জন্য উপযুক্ত।

সালফার:

উষ্ণ রক্তাক্ত শিশুর জন্য একটি ভাল প্রতিকার, যা গোসল করা এবং চুল ধোওয়া পছন্দ করে না। তারা জাঙ্ক ফুড পছন্দ করে এবং বেশ অলস এবং অগোছালো হতে পারে।

উপসংহার

১. শিশুদের চুলে উকুন হলে অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহার করুন। ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন। এতে ২-৩ দিনে চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে।

২. লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই কাজ করুন।

৩. নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ১৫ মিনিট ধরে চুল ব্লো ড্রাই করুন বেশ উঁচু তাপমাত্রায়। ২ দিন ও ৭ দিন পর আবার এরকম ভাবে চুল পরিষ্কার করুন। শ্যাম্পুর পর চুলে অন্তত মিনিট পাঁচেক কন্ডিশনার লাগিয়ে রাখবেন। বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে। একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে থাকলে। অলিভ অয়েল এ ক্ষেত্রে ভালো কাজ করে।

৪. অ্যাপেল সিডার ভিনেগার, অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে ২ ঘণ্টা। তারপর চুল ধুয়ে, শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে। এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।

ডা. মোঃ ইয়াকুব আলী সরকার

ইভা হোমিও হল

আশুলিয়া থানার পাশে

বাইপাইল, সাভার, ঢাকা

মোবাইল নম্বর 01716651488

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

শিশু রোগীর চিকিৎসার ক্ষেত্রে সফলতার জন্য জরুরী গাইড নাইন

 



শিশু রোগীর চিকিৎসার ক্ষেত্রে সফলতার জন্য জরুরী গাইড নাইন:

 

বিশেষ বিশেষ লক্ষণের দিকে লক্ষ রেখে সঠিক ঔষধ নির্বাচন করতে সক্ষম হলে শিশুর অনেক জটিল সমস্যার সমাধান হবে সহজেই।

 

শিশুরোগের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন সহায়ক গাইড 

 

শিশু ঘুমের মধ্যে দাঁত কটমট করার জন্য সিনা অথবা ক্যানাবিস ইন্ডিকা প্রয়োজন। মোটা শিশুদের অথবা পেট মোটা শিশুদের বেলায় ক্যালকেরিয়া কার্ব উপযোগী।

শিশুদের শরীর বৃদ্ধি না হয়ে বামন হতে থাকলে থাইরোডিনাম অথবা অরাম মেট প্রয়োজন।

শিশুরা বুকের দুধ খাওয়ার সময় যদি স্তনের বোটায় কামড় দেয়, তবে শিশুর কুপ্রম মেট প্রয়োজন। যদি তাতে কাজ না হয়, তবে পোডোফাইলাম ঔষধটি খাওয়াতে পারেন।

শিশুর হাঁটা শিখতে বা দাঁত ওঠতে দেরী হলে- ক্যালকেরিয়া কার্ব উপযোগী।

শিশুর কথা শিখতে বা পড়াশোনা শিখতে দেরী হলে-বিশেষত যাদের পা মোটা, কিন্তু ঘাড় চিকন এবং লবণযুক্ত খাবার বেশী খায় সেই শিশুর বেলায় নেট্রাম মিউর উপযোগী ঔষধ।

শিশু জন্ম থেকেই বোকা হলে ক্যালকেরিয়া ফস জরুরী প্রয়োজন।

পক্ষান্তরে শিশু গোঁয়ার্তুমী এবং দুষ্টুমিতে ওস্তাদ হলে মেডোরিনাম উচ্চ শক্তি প্রয়োগ প্রয়োজন।

যেসব শিশুরা ঘরের ভেতর স্বৈরাচার কিন্তু বাইরে গেলে ভদ্রলোক, তাদেরকে লাইকোপোডিয়াম দেয়া জরুরী। যেসব শিশু ঘরে-বাইরে সর্বত্র সমান দুষ্টুমি এবং শয়তানী করে তাদেরকে বেসিলিনাম দেযা প্রয়োজন।যে মায়ের দুধ নোন্তা স্বাদ হওয়ার কারণে শিশু না খেতে চাইলেঃ ক্যালকেরিয়া কার্ব অথবা ক্যালকেরিয়া ফস অথবা ফইটোলক্কা দিবেন এ সমস্যার সমাধান হবে।

যেসব শিশু সর্বদা মায়ের আচঁল ধরে থাকে অর্থাৎ হাত ধরে থাকেঃ তাদের যেকোন পেটের রোগে বিশমাথ ঔষধটি খাওয়াতে ভুলবেন না।

যেসব শিশু দেখতে বৃদ্ধদের মতো দেখায়,এবং খাবার বেশী পছন্দঃ তাদের জন্য আর্জেন্ট নাই উপযোগী।

যাদের দেখতে থলথলে স্বাস্থ্য তাদের জন্যঃ ক্যালকেরিয়া কার্ব উপযোগী।

যারা লবন প্রীয় ঃ তাদের জন্য নেট্রাম মিউর উপযোগী।

যেসব শিশু অপরিচিত মানুষের সামনে পায়খানা করতে পারে না, তাদের অধিকাংশ রোগ-ব্যাধি এমব্রাগ্রেসিয়া ঔষধটি ব্যবহারে সেরে যাবে। এমনকি তাদের এই অদ্ভূত স্বভাবটি পযর্ন্ত দূর হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে এসব শিশুদের মধ্যে কোষ্টকাঠিন্য,পাইলস প্রভৃতি রোগের উৎপাত বেশী দেখা যায়।

যে শিশুর দুধ সহ্য হয় না ঃ খেলেই বমি করে দেয় লক্ষণে সাইলেসিয়া বা ইথুজা প্রয়োজন হয়।

যে শিশু সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে আর কোলে ওঠে থাকতে চায়, তাকে কেমোমিলা দেয়া প্রয়োজন।

যে শিশু ক্রমশ শুকিয়ে যায় কিংবা ভাল খেয়েও শুকিয়ে গেলে, ক্যালকেরিয়া ফস দেয়া প্রয়োজন।

যে শিশু অন্ধকারকে ভয় পায়ঃ তাকে এক মাত্রা উচ্চ শক্তির মেডোরিনাম খাওয়ান।

যে শিশু সর্বদাই ক্রুদ্ধ থাকে, মাত্রাতিরিক্ত ক্ষুধার্ত

স্টেফিসেগ্রিয়া প্রয়োজন।

যে শিশু গোসল করানোর সময় কান্নাকাটি করে- সালফার উপযোগী।

যে শিশুদের শরীর থেকে টক গন্ধ বের হল- ম্যাগ কার্ব, হিপার সাল্ফ, রিউম, এসিড সাল্ফ উপযোগী।

যে শিশুদের শরীরে দুর্গন্ধ বের হলে- সোরিনাম প্রয়োগ জরুরী।

শিশু বা বয়ষ্ক যে কোনো লোক কুকুরকে খুব ভয় পায়- ব্যাসিলিনাম প্রয়োগ করা প্রয়োজন।

 

হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। রোগীর সার্বলাক্ষণিক বিবেচনায় ঔষধ নির্বাচন হয়। একটিমাত্র লক্ষণের দিকে খেয়াল করে নিজে নিজে ঔষধ খাবেন না। একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিবেন। আমার এ লেখা হোমিও ডাক্তার ভাইদের সহায়ক নোটবই হিসেবে কাজ করবে এই প্রত্যাশায় লেখা।


ডা: ইয়াকুব আলী সরকার

ইভা হোমিও হল।

বাইপাইল,সাভার,ঢাকা।

গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।

মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

 

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

হৃৎরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা


হৃৎরোগের  হোমিওপ্যাথিক চিকিৎসা

 

বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্যে দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ। বাংলাদেশেও হার্ট অ্যাটাক বা হৃদরোগ আজকাল খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো আমাদের চোখ এড়িয়ে যায় অথচ চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব। বৃটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, হৃদরোগের প্রাথমিক উপসর্গ খেয়াল না করলে তার ফলে কেবল মৃত্যু নয়, বেঁচে থাকলেও অনেক জটিলতা নিয়ে বাঁচতে হয়।

প্রাথমিক উপসর্গ :

ü  বুকে ব্যথা - চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা

ü  শরীরের অন্য অংশে ব্যথা- মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অংশে চলে যাচ্ছে, যেমন হতে

পারে বুক থেকে হাতে ব্যথা হতে পারে। সাধারণত বাম হাতে ব্যথা হয়, কিন্তু দুই হাতেই ব্যথা হতে পারে

ü   মাথা ঘোরা বা ঝিমঝিম করা

ü   ঘাম হওয়া

ü   নিঃশ্বাস বন্ধ হয়ে আসা

ü   বমি ভাব হওয়া

ü   বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা

ü   সর্দি বা কাশি হওয়া

বেশিরভাগ সময় বুকে ব্যথা খুবই তীব্র হয়, ফলে শরীরের অন্য অংশে ব্যথা অনেকে টের পান না।

আবার কারো ক্ষেত্রে হয়ত বুকে ব্যথা অনুভব করেননি, বিশেষ করে নারী, বয়স্ক মানুষ এবং যারা ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাবার মত ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের এক মাস আগে হয়।

কেন হৃদরোগ বা হার্ট অ্যাটাক?
আমাদের হৃদপিণ্ডে যে রক্ত প্রবাহিত হয়, তা হৃদযন্ত্রে রক্ত আসে ধমনী দিয়ে। সেটি যখন সরু হয়ে যায়, তখন নালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। ফলে নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রের পেশীগুলো দুর্বল হয়ে যায়, ফলে আর সে অক্সিজেন প্রবাহিত করতে পারে না। হৃদপিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন প্রবাহিত না হতে পারলেই হার্ট অ্যাটাক হয়।

 

হৃদপিন্ডের রোগীর সদৃশ চিকিৎসায় ব্যবহৃত সদৃশ ঔষধ নির্বাচন (বোরিক রেপার্টরি)

 

CARDIAC ORIFICE

Contraction -- Alum., Bar. m., Bry., Datura, Phos., Plumb. m.

Pain (cardialgia) (See Pain.) -- Agar., Arg. n., Asaf., Bar. c., Bism., Can. ind., Carbo v., Caul., Cupr. m., Ferr. cy., Ferr. tart., Formica, Ign., Mag. m., Nat. m., Nit. ac., Nux v., Oniscus, Stront. c., Thea.

Spasmodic contraction, painful, cardiospasm -- Æth., Agar., Am. c., Arg. n., Ars., Bell., Calc. c., Caul., Con., Hyos., Ign., Nat. m., Nux v., Phos., Puls., Rhus t., Sep., Sil.

 

হৃৎরোগের চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ সমুহের লক্ষণ ভিত্তিক আলোচনা

 

v  অর্জুনা

ইহা আমাদের বাংলাদেশীয় ঔষধনানা প্রকার হৃদরোগে ইহা ব্যবহার হইতেছেহৃদস্পন্দন, হৃৎপিন্ডের বেদনা, বুক ধড়ফর করা, দুর্বলতায় ইহা একটি উৎকৃষ্ট ঔষধ

v  ফ্যাসিওলাস

অত্যান্ত বুক ধড়ফড়, নাড়িরগতি দ্রুত, হৃৎপিন্ডের চারিধারে বেদনাদীর্ঘ নিঃশ্বাস ফেলেহৃৎপিন্ডের রোগে ইহা উপকারী

v  কনভ্যালেরিয়া

হৃৎপিন্ডের নানা পীড়া,সামান্য পরিশ্রমে বুক ধড়ফড়ানিব্যায়াম কালীন অত্যন্ত বুক ধড়ফর করে, ধুমপান জনিত কারণে বুক ধড়ফরানিতে এই ঔষধ উপকারী

v  ক্র্যাটিগাস

হৃৎপিন্ডের নানা পীড়ায় বহু প্রচলিত একটি শ্রেষ্ঠ ঔষধনানা প্রকার হৃৎপিন্ডের পীড়ায়

বুক ধড়ফড়ানিতে ইহার সমতুল্য ঔষধ খুব কমই আছে

v  ডিজিটেলিস

হৃৎপিন্ডের দুর্বলতা, সামান্য নাড়াচড়া করিলেই হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হইয়া যাইতে চায়নাড়ি সবিরাম৩য়,৫ম বা ৭ম নাড়ির স্পন্দন বিলুপ্তবুকে সুচ ফোটানো ব্যাথাবাম পার্শ্বে শুইতে অক্ষমতাবুক ধড়ফড়ানি,শ্বাস কষ্ট ইত্যাদি লক্ষণে ডিজিটেলিস উপযোগী

v  স্পাইজেলিয়া

নতুন বা পুরাতন উভয় প্রকার হৃৎপিন্ডের পীড়ায় এই ঔষধ উপকারীঅত্যন্ত জোরে জোরে বুক ধড়ফর করেহৃৎপিন্ডে সুচ ফুটানো ব্যাথা,বাম দিকে চাপিয়া শুইলে বুক ধড়ফরানি বাড়ে

v  ক্যালাডিয়ম

ধুমপান জনিত কারণে বুক ধড়ফরানিতে ইহা অতি উৎকৃষ্ট ঔষধএই ঔষধ কিছু অধিক দিন সেবন করিলে ধুমপানের আকাংখা দুর হয়

 

এছারাও হৃৎপিন্ডের পীড়ায় লক্ষণ বেধে

একনাইট, ক্রোমিয়াম, এন্যাকার্ডিয়াম, এপিস, আরেজন্টাম নাইট, আর্সেনিক, অরামমেট, বেন্জোয়িকএসিড, ব্রোমিয়াম, ব্রায়োনিয়া, ক্যাক্টাসগ্র্যান্ডি, ক্যালকেরিয়া কার্ব, কলচিকাম, কনভ্যালেরিয়া, এডোনিসভার্ণালিস, লাইকোপাস, কলিনসনিয়া, জেলসিয়ামাস, এপোসাইনাম, ক্যালিকার্বক্যালমিয়া, রাসটক্স, ফাইটোলক্কা, কেসিস, ক্যালিআয়োড, ন্যাজা, লিডাম, লিলিয়ামটিগ্রিনাম, লিথিয়ামকার্ব, নেট্রামমিউর, নাক্সমস্কেটা, নাক্সভূমি, ফস্ফরাস, পালসেটিলা, সালফার, ভিরেট্রাম ভিরিডি, জিঙ্কাম ইত্যাদি সদৃশ ঔষধ ব্যবহৃত হয়

 

MODALITIES

AGGRAVATION * AMELIORATIONS

 

AGGRAVATION

Acids (See Stomach.) -- Ant. c., Ant. t., Ferr. m., Lach., Merc. c., Nux v., Phos., Sep.

Afternoon -- Æsc., Alum., Am. m., Ars., Bell., Cenchris, Cocc., Coccus, Fagop., Kali bich., Kali c., Kali cy., Kali n., Lil. t., Lob. infl., Rhus t., Sep., Sil., Still., Thuya, Verbasc., Xerophyl., X-ray.

Late (See Evening.) -- Apis, Aran., Carbo v., Colch., Col., Helleb., Lyc., Mag. p., Med., Meli., Ol. an., Puls., Sabad., Zinc.

Air

Cold, dry -- Abrot., Acon., Æsc., Agar., Alum., Ars., Asar., Aur. m., Bac., Bar. c., Bell., Bry., Calc. c., Camph., Caps., Carbo an., Caust., Cham., Cinch., Cistus, Cupr. m., Cur., Euphorb. d., Hep., Ign., Kali c., Mag. p., Mez., Nat. c., Nux v., Plumb., Psor., Rhod., Rumex, Selen., Sep., Sil., Spong., Tub., Urt., Viola od., Viscum.
Open (See Air, Cold.) -- Acon., Agar., Benz. ac., Bry., Cadm. s., Caps., Carbon. s., Cham., Cic., Cocc., Coff., Coral., Crot., Cycl., Epiph., Euphras., Ign., Kal., Kreos., Linar., Mosch., Nux v., Ran. b., Senega, Solan. lyc., Thea, X-ray.

Anger (See Emotions - Mind.) -- Bry., Cham., Col., Ign., Nux v., Staph.

Arms moved backward -- Sanic.

Ascending stairs -- Am. c., Ars., But. ac., Cact., Calc. c., Can. s., Coca Glon., Kali c., Menyanth., Spong.

Autumn: warm days, cold, damp nights -- Merc. v.

Bathing (See Water.) -- Ant. c., Bellis, Calc. c., Caust., Formica, Mag. p., Nux m., Physost., Rhus t., Sep., Sul.

Bed, turning in -- Con., Nux v., Puls.

Beer -- Bry., Kali-Bi., Nux-M.

Bending

Double -- Diosc.
Forward -- Bell., Kal., Nux v.

Biting hard -- Am. c., Verbasc.

Breakfast

After (See Eating.) -- Cham., Nux v., Phos., Thuya, Zinc. m.
Before -- Croc.

Bright objects -- Bell., Canth., Coccinel., Lyssin, Stram.

Brushing teeth -- Coccus, Staph.

Celibacy -- Con.

Coffee -- Aster., Can. ind., Canth., Carbo v., Caust., Cham., Ign., Kali c., Nux v., Psor., Thuya

Coitus, after -- Agar., Calad., Calc. s., Cinch., Kali c., Nux v., Phos. ac., Phos., Selen., Sep.

Cold -- Acon., Agar., Alumen, Alum., Am. c., Ant. c., Ars., Bad., Bar. c., Bell., Bry., Calc. c., Camph., Caps., Caust., Cham., Collins., Cocc., Coff., Con., Crot. casc., Dulc., Formica, Hep., Ign., Kali c., Kali p., Kreos., Lach., Lob. infl., Mag. p., Merc., Mez., Mosch., Nit. ac., Nux m., Nux v., Ran. b., Rhod., Rhus t., Rumex, Ruta, Sabad., Selen., Sep., Sil., Spig., Stram., Stront., Sul. ac., Tab., Ver. a., Xerophyl.

Concussion (See Jar.) -- Cic.

Consolation -- Cact., Graph., Helleb., Ign., Lil. t., Nat. m., Sabal, Sep., Sil.

Contact, of clothing, about neck (See Touch.) -- Glon., Lach., Sep.

Conversation (See Talking.) -- Ambra, Cocc., Phos. ac., Stann.

Cough (See Respiratory System.) -- Ars., Bry., Cina, Hyos., Phos., Sep., Tellur.

Damp living houses -- Ant. t., Aran., Ars., Dulc., Nat. s., Tereb.

Dampness -- Amphis, Aran., Ars. iod., Aster., Bar. c., Calc. c., Calend., Carbo v., Chimaph., Chin. s., Cinch., Colch., Crot., Cur., Dulc., Elat. Euphras., Formica., Gels., Kali iod., Lathyr., Lemna, Magnol., Meli., Mur. ac., Nat. s., Nux m., Petrol., Phyt., Radium, Rhod., Rhus t., Ruta, Sep., Sil., Still., Sul., Tub.

Cold -- Am. c., Ant. t., Aran., Arn., Asclep. t., Aster., Bor., Calc. c., Calc. p., Dulc., Gels., Guaiac., Mang. ac., Merc., Nux m., Nux v., Physal., Phyt., Rhus t., Sil., Thuya, Urt., Ver. a.
Warm -- Bapt., Brom., Carbo v., Carbon. s., Gels., Ham., Phos., Sep.

Dark (See Emotions - Mind.) -- Ars., Calc. c., Carbo an., Phos., Stram.

Daylight to sunset -- Med.

Defecation, after (See Stool - Abdomen.) -- Æsc.

Dentition (See Teeth.) -- Æth., Bell., Bor., Calc. c., Calc. p., Cham., Kreos., Phyt., Pod., Rheum, Zinc. m.

Dinner, after (See Stomach.) -- Ars., Nux v.

Direction

Diagonally -- Agar. Bothrops.

Upper left, lower right -- Agar., Ant. t., Stram.

Right, lower left -- Ambra, Brom., Med., Phos., Sul. ac.

Downward -- Bor., Cact., Kal., Lyc., Sanic.
Outwards -- Kali c., Sul.
Upwards -- Benzin., Eup. perf., Led.

Drinking, during -- Bell.

Eating (See Indigestion - Stomach.) -- Abies n., Æsc., Æth., Agar., Aloe, Ant. c., Arg. n., Ars., Bry., Calc. c., Carbo v., Caust., Chionanth., Cina, Cinch., Cocc., Col., Con., Crot. t., Dig., Graph., Hyos., Ign., Ipec., Kali bich., Kali c., Kali p., Kreos., Lach., Lyc., Mag. m., Nat. m., Nit. ac., Nux v., Ol. an., Petrol., Phos., Puls., Rheum, Rumex, Samb., Sep., Sil., Staph., Strych., Sul., Thea, Zinc. m.

Emotional excitement (See Mind.) -- Acon., Ambra, Arg. n., Aur., Cinch., Cob., Coff., Colch., Collins., Col., Con., Cupr. ac., Gels., Hyos., Ign., Kali p., Lyssin, Nit. sp. d., Nux v., Petrol., Phos. ac., Phos., Sil., Staph.

Erratic, shifting, constantly changing, symptoms -- Apis, Berb. v., Ign., Kali bich., Kali s., Lac c., Lil. t., Mang. ac., Paraf., Phyt., Puls., Sanic., Tub.

Evening -- Acon., Alfal., Ambra., Am. br., Am. m., Apis, Ant. t., Arn., Bell., Bry., Cajup., Carbo v., Caust., Cepa., Cham., Colch., Crot., Cycl., Diosc., Euonym, Euphras., Ferr. p., Helleb., Hyos., Lyc., Kali s., Merc. c., Merc., Mez., Nit. ac., Phos., Plat., Plumb., Puls., Ran. b., Rumex, Ruta, Sep., Sil., Stann., Sul. ac., Syph., Tab., Vib. op., X-ray, Zinc. m.

Eyes

Closing -- Bry., Sep., Ther.
Motion [of] -- Bry., Nux v., Spig.
Opening [of] -- Tab.

Fasting -- Croc., Iod.

Fats -- Carbo v., Cycl., Kali m., Puls., Thuya.

Feet

Exposure -- Con., Cupr., Sil.
Hanging down -- Puls.

Fish -- Nat. s., Urt.

Fog (See Dampness.) -- Bapt., Gels., Hyper.

Fright -- Acon., Gels., Ign., Op., Ver. a.

Fruit -- Ars., Bry., Cinch., Col., Ipec., Samb., Ver. a.

Gaslight -- Glon., Nat. c.

Grief (See Emotions - Mind.) -- Aur., Gels., Ign., Phos. ac., Staph., Ver. a.

Hair-cut -- Acon., Bell., Glon.

Head, uncovering (See Air, Cold.) -- Bell., Sil.

High altitudes -- Coca.

Hot drinks -- Chionanth., Lach., Stann.

Inspiration (See Respiratory System.) -- Acon., Bry., Phos., Ran. b., Spig.

Intermittently (See Periodical.) -- Anac., Cinch., Strych.

Jar -- Arn., Bell., Berb. v., Bry., Cic., Crot., Glon., Ign., Nux v., Spig., Ther.

Laughing -- Arg. m., Dros., Mang. ac., Phos., Stann., Tellur.

Laundry work -- Sep.

Left side -- Agar., Arg. m., Arg. n., Asaf., Aster., Bellis, Ceanoth., Chimaph., Cim., Colch., Cupr. m., Erig., Lach., Lepid., Lil t., Ox. ac., Pulex, Rumex, Sapon., Sep., Ther., Thuya, Ustil.

Then right side -- Lac c., Lach.

Light -- Acon., Bell., Calc. c., Coca, Con., Colch., Graph., Ign., Lyssin, Nux v., Phos., Spig., Stram.

Liquors (See Alcoholism - Nervous System.) -- Agar., Ant. c., Can. ind., Carb. v., Cim., Lach., Led., Nux v., Ran. b., Stram., Sul ac., Zinc. m.

Localized spots -- Coff., Ign., Kali bich., Lil. t., Ox. ac.

Looking

Downwards -- Acon., Kal., Oleand., Spig., Sul.
Intently, at objects -- Cina, Croc.
Upwards -- Benzoin, Calc. c., Puls., Sul.

Lower half of body -- Bac. t.

Lying

Down -- Ambra, Ant. t., Arn., Ars., Arum, Aur., Bell., Can. s., Caust., Cenchris, Con., Croc., Diosc., Dros., Dulc., Glon., Hyos., Iberis, Ipec., Kreos., Lach., Lyc., Menyanth., Nat. m., Nat. s., Plat., Phos., Puls., Rhus t., Rumex, Ruta, Samb., Sil., Tarax., Trifol., X ray.
Back [on] -- Acet. ac., Nux v., Puls., Rhus t.
Left side [on] -- Arg. n., Cact., Calad., Coccus, Iberis, Kali c., Lyc., Magnol., Phos., Plat., Ptel., Puls., Spig., Viscum.
Painful, or affected side [on] -- Acon., Ars., Bar. c., Calad., Hep., Iod., Kali c., Nux m., Phos., Ruta, Sil., Tellur., Vib. op.
Painless side [on] -- Bry., Cham., Col., Ptel., Puls.
Right side [on] -- Can. ind., Mag. m., Merc., Rhus t., Scroph, Stann.
Head low [with] -- Ars.

Masturbation -- Calc. c., Cinch., Con., Nux v., Phos. ac., Sep., Staph.

Medicines, patent, aromatic, bitter vegetable pills -- Nux v.

Menses

After -- Alum., Bor., Graph., Kreos., Lil. t., Nat. m., Nux v., Sep., Zinc. m.
Beginning, and close [at] -- Lach.
Before -- Am. c., Bov., Calc. c., Cocc., Con., Cupr. m., Gels., Lach., Lyc., Mag. m., Puls., Sars., Sep., Ver. a., Zinc. m.
During (See Menstruation - Female Sexual System.) -- Am. c., Arg. n., Bell., Bov., Cham., Cim., Con., Graph., Ham., Hyos., Kali c., Mag. c., Nux v., Puls., Sep., Sil., Sul., Ver. a., Vib. op.

Mental exertion (See Mind.) -- Agar., Aloe, Amyl, Anac., Arg. n., Aur. m., Calc. c., Calc. p., Cim., Cocc., Cupr. m., Gels., Ign., Kali p., Nat. c., Nat. m., Nux v., Phos., Phos ac., Picr. ac., Sabad., Sep., Sil., Thymol.

Midnight

After -- Apis, Ars., Bell., Carbo an., Dros., Ferr. m., Kali c., Kali n., Nit. ac., Nux v., Phos., Pod., Rhus t., Sil., Thuya.
At -- Aran., Ars., Mez.
Before -- Arg. n., Brom., Carbo v., Cham., Coff., Led., Lyc., Merc., Mur. ac., Nit. ac., Phos., Puls., Ran. s., Rhus t., Rumex, Spong., Stann.

Milk -- Æth., Ant. t., Calc. c., Carbo v., Cinch., Homar., Mag. c., Nit. ac., Sep., Sul.

Misdeeds of others -- Colch., Staph.

Moon

Full -- Alum., Calc. c., Graph., Sabad., Sil.
Moonlight -- Ant. c., Thuya.
New -- Alum., Caust., Clem., Sil.

Morning -- Acal., Alum., Ambra, Am. m., Arg. n., Aur., Bry., Calc. c., Can. ind., Croc., Crot., Fluor. ac., Glon., Ign., Kali bich., Kali n., Lac. c., Lach., Lil. t., Lith. c., Magnol., Med., Myg., Nat. m., Niccol., Nit. ac., Nuph., Nux v., Onosm., Phos., Phos. ac., Pod., Puls., Rhus t., Rumex, Sep., Sil., Stellar., Strych., Sul., Verbasc.

Early

2 - 5 A.M. -- Æth., Æsc., Aloe, Am. c., Bac., Bell., Chel., Cina, Coccus, Cur., Kali bich., Kali c., Kali cy., Kali p., Nat. s., Nux v., Ox. ac., Pod., Ptel., Rhod., Rumex, Sul., Thuya, Tub.
10 - 11 A.M. -- Gels., Nat. m., Sep., Sul.

Mortification from an offence -- Col., Lyc., Staph.

Motion -- Æsc., Agar., Aloe, Am. c., Amyl, Anhal., Apis, Bell., Berb. v., Bism., But. ac., Cact., Cadm. s., Calad., Calc. ars., Camph., Ceanoth., Cim., Cinch., Cocc., Colch., Cupr. m., Dig., Equis., Ferr. p., Gels., Gettysburg Water, Guaiac., Helon., Iberis, Ipec., Jugl. c., Kali m., Kal., Lac c., Led., Linar., Lob. infl., Mag. p., Med., Meli., Merc., Mez., Nat. m., Nat. s., Nit. ac., Nux m., Nux v., Onosm., Pall., Petrol., Phyt., Phos., Picr. ac., Plat., Plumb., Pulex, Puls. nut., Ran. b., Rheum., Ruta, Sab., Sang., Scilla, Sec., Senega, Sil., Solan. lyc., Spig., Still., Strych., Sul., Tab., Tar. h., Thea, Thymol, Ver. a., Viscum.

Downward -- Bor., Gels., Sanic.
Beginning [on] -- Puls., Rhus t., Stront. c.

Mountain climbing (See Ascending.) -- Ars., Coca.

Music -- Acon., Ambra, Dig., Graph., Nat. c., Nux v., Pall., Phos. ac., Sab., Sep., Thuya.

Narcotics -- Bell., Cham., Coff., Lach., Nux v., Thuya.

Night (See Evening.) -- Acon., Ant. t., Arg. n., Arn., Ars., Aster., Bac., Bell., Bry., But. ac., Cajup., Camph., Caust., Cenchris, Cham., Chionanth., Cina, Cinch., Clem., Coff., Colch., Commocl., Con., Crot. casc., Cupr. m., Cycl., Diosc., Dolich., Dulc., Ferr. m., Ferr. p., Gamb., Graph., Guaiac., Hep., Hyos., Iod., Iris, Kali iod., Lach., Lil. t., Mag. m., Mag. p., Merc. c., Merc., Mez., Nat. m., Lil. ac., Nux m., Phos., Phyt., Plat., Plumb., Psor., Puls., Rhus t., Rumex, Sep., Sil., Sul., Syph., Tellur., Thea, Thuya, Ver. a., Vib. op., X-ray, Zinc. m.

Noise -- Acon., Asar., Bell., Bor., Calad., Cham., Cinch., Cocc., Coff., Colch., Ferr., Glon., Ign., Lyc., Mag. m., Med., Nux m., Nux v., Onosm., Phos., Solan. lyc., Spig., Tar. h., Ther.

One half of body -- Cham., Ign., Mez., Puls., Sil., Spig., Thuya, Val.

Overeating (See Eating.) -- Ant. c., Nux v., Puls.

Overheating -- Acon., Ant. c., Bell., Brom., Bry., Calc. c., Carbo v., Glon., Lyc., Nux m., Nux v.

Pastry, rich food -- Carbo v., Kali m., Puls.

Peaches -- Cepa, Glon.

People, presence of -- Ambra.

Periodically -- Alum., Aran., Ars., Ars. met., Cact., Carls., Ced., Chrom. ac., Cinch., Cupr. m., Eup. perf., Ign., Ipec., Kali bich., Nat. m., Niccol., Primul. ob., Nit. ac., Ran. s., Sep., Sil., Tar. h., Tela ar., Thuya, Urt.

Alternate day [every] -- Alum., Cinch., Fluor. ac., Nit. ac., Oxytrop.
Two weeks [every] -- Niccol.
2 - 3 weeks [every] -- Ars. met.
2 - 4 weeks [every] -- Carls., Ox. ac., Sul.
3 weeks [every] -- Ars., Mag. c.
Year [every] -- Ard., Carbo v., Crot., Lach., Niccol., Sul., Thuya, Urt.
4 - 8 P.M. -- Lyc., Sabad.
New and full moon -- Alum.

Plants, growing near water -- Nat. s.

Potatoes -- Alum

Pressure (See Touch.) -- Acon., Agar., Apis, Arg. m., Bar. c., bor., Calc. c., Cenchris, Cina, Equis., Guaiac., Hep., Iod., Kali c., Lach., Led., Lyc., Merc. c., Nat. s., Nux v., Onosm., Ov. g. p., Phyt., Ran. b., Sil., Ther.

Rest -- Acon., Arn., Ars., Asaf., Aur., Calc. fl., Caps., Commocl., Con., Cycl., Dulc., Euphorb., Ferr. m., Indigo, Iris, Kali c., Kreos, Lith. lact., Lyc., Mag. c., Menyanth., Merc., Oleand., Puls., Rhod., Rhus t., Sabad., Samb., Senega, Sep., Stront. c., Sul., Tar. h., Tarax., Val.

Riding -- Arg. m., Berb. v., Caust., Cocc., Lyssin, Nux m., Petrol., Sanic., Ther.

Right side -- Agar., Am. c., Anac., Apis, Ars., Bell., Bothrops, Bry., Caust., Chel., Cinnab., Con., Crot., Cur., Dolich., Equis., Ferr. p., Iod., Kali c., Lith. c., Lyc., Mag. p., Merc., Phyt., Pod., Rhus t., Sang., Solan. lyc., Tar. h., Viola od.

Rising -- Acon., Am. m., Ars., Bell., Bry., Caps., Carbo v., Cocc., Con., Dig., Ferr., Lach., Lyc., Nux v., Phos., Phyt., Puls., Radium, Rhus t., Sul.

Room, heated (See Warmth.) -- Acon., Alum., Ant. c., Apis, Aran. sc., Bapt., Brom., Bufo, Cepa, Crat., Croc., Euphras., Glon., Hyper., Iod., Kali iod., Kali s., Lil. t., Merc., Puls., Sab., Vib. op.

Scratching -- Anac., Ars., Caps., Dolich., Merc., Mez., Puls., Rhus t., Staph., Sul.

Sea bathing -- Ars., Limulus, Mag. m.

Seashore -- Aqua m., Ars., Brom., Nat. m., Nat. s., Syph.

Sedentary habits -- Acon., Aloe, Am. c., Anac., Arg. n., Bry., Con., Nux v., Sep.

Shaving, after -- Caps., Carbo an., Ox. ac., Plumb.

Sitting -- Alum., Bry., Caps., Con., Cycl., Dig., Diosc., Dulc., Equis., Euphorb., Ferr. m., Hydrocot., Lyc., Indigo, Kali c., Nat. c., Nux v., Phyt., Plat., Puls., Rhus t., Sep., Sul., Tarax., Val.

Cold steps [on] -- Chimaph., Nux v.

Sleep [after] -- Ambra, Apis, Bufo, Cadm. s., Calc. c., Cocc., Coccus, Crat., Epiph., Homar., Lach., Merc. c., Morph., Op., Parth., Picr. ac., Rhus t., Selen., Spong., Stram., Sul., Syph., Thasp., Tub., Val.

Smoking -- Abies n., Bor., Can. ind., Chin. ars., Cic., Cocc., Gels., Ign., Kal., Lact. ac., Lob. infl., Nux v., Puls., Sec., Spig., Spong., Staph., Stellar.

Sneezing (See Jar.) -- Ars., Bry., Kali c., Phos., Sul., Verbasc.

Snow, melting -- Calc. p.

Snow storm -- Con., Formica, Merc., Sep., Urt.

Solitude (See Fears - Mind.) -- Bism., Kali c., Lil. t., Lyc., Pall., Stram.

Soup (See Fats.) -- Alum., Kali c.

Spices -- Nux v., Phos.

Spring -- Ars. br., Aur., Calc. p., Cepa, Crot., Dulc., Gels., Kali bich., Lach., Nat. m., Nat. s., Nit. sp. d., Rhus t., Sars.

Standing -- Æsc., Aloe, Berb. v., Calc. c., Con., Cycl., Lil. t., Plat., Sul., Val.

Stimulants -- Ant. c., Cadm. s., Chionanth., Fluor. ac., Glon., Ign., Lach., Led., Naja, Nux v., Op., Zinc. m.

Storm, before -- Bellis, Meli., Nat. s., Psor., Rhod., Rhus t.

Stooping -- Æsc., Am. c., Bry., Calc. c., Glon., Lyssin, Merc., Ran. b., Spig., Sul., Val.

Straining, overlifting -- Arn., Carbo an., Rhus t., Ruta.

Stretching -- Med., Rhus t.

Sun (See Weather, Hot.) -- Ant. c., Bell., Bry., Cact., Fagop., Gels., Glon., Lach., Lyssin, Nat. c., Nat. m., Puls., Selen.

Pain -- Glon., Nat. m., Sang., Spig., Tab.

Swallowing (See Dysphagia - Throat.) -- Apis, Bell., Brom., Bry., Hep., Hyos., Lach., Merc. i. fl., Merc. i. r., Merc., Nit. ac., Stram., Sul.

Sweating -- Ant. t., Chin. s., Hep., Merc. c., Merc. s., Nit. ac., Op., Phos. ac., Sep., Stram., Ver. a.

Sweets -- Ant. c., Arg. n., Ign., Lyc., Med., Sang., Zinc. m.

Talking -- Ambra, Am. c., Anac., Arg. m., Arum, Calc. c., Can. s., Chin. s., Cocc., Mag. m., Mang. ac., Nat. c., Nat. m., Phos. ac., Rhus t., Selen., Stann., Sul., Verbasc.

Tea -- Abies n., Cinch., Diosc., Lob. infl., Nux v., Puls., Selen., Thuya.

Temperature, extremes of -- Ant. c., Ipec., Lach.

Thinking of symptoms -- Bar. c., Calc. p., Caust., Gels., Helon., Med., Nux v., Ox. ac., Oxytr., Pip. m., Sabad., Staph.

Thunderstorm, before, during -- Agar., Gels., Med., Meli., Nat. c., Petrol., Phos., Phyt., Psor., Rhod., Sep., Sil.

Tobacco

Chewing -- Ars., Ign., Lyc., Selen., Ver. a.
Smoke (See Smoking.) -- Acon., Cic., Cocc., Ign., Staph.

Touch -- Acon., Angust., Apis, Arg. m., Arn., Asaf., Bell., Bor., Bry., Calc. c., Camph., Caps., Carbo an., Cham., Cic., Cinch., Cocc., Colch., Col., Commocl., Cupr. ac., Cupr. m., Equis., Euphorb. d., Euphras., Ferr. p., Guaiac., Helon., Hep., Hyos., Ign., Kali c., Lach., Lil. t., Lob. infl., Lyc., Mag. p., Mez., Murex., Nit. ac., Nux v., Oleand., Ox. ac., Phos., Plumb. m., Puls., Ran. b., Rhod., Rhus t., Sab., Sang., Sep., Sil., Spig., Staph., Strych., Sul., Tar. h., Tellur., Ther., Urt., Zinc. m.

Hat [of] -- Glon.

Travelling -- Coca, Plat.

Twilight, to daylight -- Aur., Merc., Phyt., Syph.

Uncovering -- Ars., Bell., Benz. ac., Caps., Dros., Helleb., Hep., Kali bich., Mag. p., Nux v., Rheum, Rhus t., Rumex, Samb., Sil., Stront. c.

Vaccination, after -- Sil., Thuya.

Veal -- Ipec., Kali n.

Vital drains -- Calc. c., Calc. p., Carbo v., Cinch., Con., Kali c., Kali p., Nux v., Phos., Phos. ac., Puls., Selen., Sep., Staph.

Voice, using -- Arg. m., Arg. n., Arum, Carbo v., Dros., Mang. ac., Nux v., Phos., Selen., Stann., Wyeth.

Vomiting -- Æth., Ant. t., Ars., Cupr. m., Ipec., Nux v., Puls., Sil.

Waking (See Sleep.) -- Ambra, Lach., Nit. ac., Nux v.

Warmth, heat (See Weather, hot.) -- Acon., Æth., Agar., Alum., Ambra, Anac., Ant. c., Ant. t., Apis, Arg. n., Asaf., Bell., Bry., Calc. c., Camph., Cepa, Cham., Cinch., Clem., Commocl., Conv., Dros., Euphras., Ferr. m., Fluor. ac., Gels., Glon., Graph., Guaiac., Helianth., Hyos., Iberis., Iod., Jugl. c., Justicia, Kali iod., Kali m., Lach., Led., Lyc., Med., Merc., Nat. c., Nat. m., Nit. ac., Nux m., Op., Puls., Sab., Sec., Stellar., Sul. ac., Sul., Tab.

Warmth of bed -- Alum., Apis., Bellis, Calc. c., Cham., Clem., Dros., Led., Lyc., Mag. c., Merc., Mez., Puls., Sab., Sec., Sul., Thuya, Viscum.

Washing, water -- Am. c., Ant. c., Ars. iod., Bar. c., Bell., Calc. c., Canth., Cham., Clem., Crot. casc., Ferr. m., Kreos., Lil. t., Mag. p., Merc., Mez., Nat. s., Nit. ac., Rhus t., Sep., Sil., Spig., Sul., Urt.

Water

Drinks cold -- Ant. c., Apoc., Arg. n., Ars., Calc. c., Canth., Clem., Cocc., Crot. t., Cycl., Dros., Ferr. m., Lob. infl., Lyc., Nux m., Rhus t., Sabad., Spong., Sul.

Warm -- Ambra, Bry., Lach., Phos., Puls., Sep., Stann.

Seeing or hearing -- Lyssin.
Working -- Calc. c., Mag. p.

Weather changes (See Dampness.) -- Am. c., Bry., Calc. c., Calc. fl., Calc. p., Chel., Cinch., Dulc., Mang. ac., Mag. c., Merc., Nat. c., Nit. ac., Nux m., Phos., Psor., Ran. b., Rhod., Rhus t., Ruta, Sticta, Stront. c., Sul., Tar h.

In spring -- Ant. t., Cepa, Gels., Kali s., Nat. s.
Dry, cold (See Air, Cold.) -- Agar., Alum., Apoc., Asar., Aur., Caust., Dulc., Ipec., Kali c., Kreos., Nit. sp. d., Nux v., Petrol., Rhus t., Viscum.
Hot (See Sun.) -- Acon., Æth., Aloe, Ant. c., Bell., Bor., Bry., Croc., Crot., Crot. t., Gels., Glon., Kali bich., Lach., Nat. c., Nat. m., Nit. ac., Phos., Picr. ac., Pod., Puls., Sab., Selen., Syph.
Stormy -- Nux m., Psor., Ran. b., Rhod., Rhus t.
Windy, dry -- Acon., Arum, Cham., Cupr. m., Hep., Lyc., Mag. c., Nux v., Phos., Puls., Rhod.

Moist -- Cepa, Dulc., Euphras., Ipec., Nux m., Rhod.

Weeping -- Cham., Nat. m., Puls., Sep., Stann.

Wet

Application (See Exposure.) -- Am. c., Ant. c., Calc. c., Clem., Crot., Merc., Rhus t., Sul.
Exposure (See Dampness.) -- Am. c., Ant. c., Apis, Aran., Ars., Calc. c., Caust., Cepa, Dulc., Elaps., Meli., Merc., Narcissus, Nat. s., Nux m., Phyt., Picr. ac., Ran. b., Rhod., Rhus t., Ruta, Sep.
Feet -- Calc. c., Cepa, Puls., Rhus t., Sil.

Wine -- Alum., Ant. c., Arn., Ars., Benz. ac., Carbo v., Con., Fluor. ac., Led., Lyc., Nux v., Op., Ran. b., Selen., Sil., Zinc. m.

Yawning -- Cina, Ign., Kreos., Nux v., Rhus t., Sars.

Yearly -- Lach., Rhus r.

   

AMELIORATIONS

Acids -- Ptel., Sang.

Air

Cool, open (See Warmth - Aggravation.) -- Acon., Æsc., Æth., Aloe, Alum., Ambra, Am. m., Amyl., Ant. c., Ant. t., Apis, Arg. n., Asaf., Bar. c., Bry., Bufo, Cact., Can. ind., Cepa, Cinch., Clem., Coca, Commocl., Conv., Crat., Croc., Dig., Diosc., Dros., Dulc., Euonym., Euphras., Gels., Glon., Graph., Iod., Kali iod., Kali s., Lil. t., Lyc., Mag. c., Mag. m., Merc. i. r., Mez., Mosch., Naja, Nat. m., Nat. s., Ol. an., Phos., Picr. ac., Plat., Puls., Radium, Rhus t., Sabad., Sab., Sec., Sep., Stellar., Strych. p., Sul., Tab., Tar. h., Vib. op.

Must have windows open (See Asthma - Respiratory System.) -- Amyl., Arg. n., Bapt., Calc. c., Lach., Med., Puls., Sul.

Warm (See Warmth.) -- Aur. m., Calc. c., Caust., Led., Mag. c., Merc., Petrol., Rhus t.

Bathing -- Acon., Apis, Ars., Asar., Caust., Euphras., Puls., Spig.

Cold -- Apis, Asar., Bufo, Meph., Nat. m., Sep.
Vinegar -- Vespa.
Warm -- Ant. c., Bufo, Radium, Stront., Thea.

Bending

Double (See Pressure.) -- Aloe, Cinch., Col., Mag. p.
Forward -- Gels., Kali c.

Boring into, nose, ears -- Nat. c., Spig.

Breakfast, after (See Eating.) -- Nat. s., Staph.

Carrying -- Ant. t., Cham.

Chewing -- Bry., Cupr. ac.

Coffee -- Euphras., Fluor. ac.

Cold -- Bellis, Bor., Bry., Cepa, Fagop., Iod., Led., Lyc., Onosm., Op., Phos., Sec.

Applications, washing (See Bathing.) -- Alum., Apis, Arg. n., Asar., Bell., Ferr. p., Kali m., Merc., Phos., Puls., Sab.
Water -- Agar. em., Aloe, Ambra., Bry., Camph., Can. ind., Caust., Cupr. m., Fagop., Led., Phos., Picr. ac., Puls., Sep.

Colors, objects, bright -- Stram., Tar. h.

Combing hair -- Formica.

Company -- Æth., Bism., Kali c., Lil. t., Lyc., Stram.

Consolation -- Puls.

Conversation -- Eup. perf.

Coughing (See Respiratory System.) -- Apis, Stann.

Covering light -- Sec.

Dark -- Coca, Con., Euphras., Graph., Phos., Sang.

Day

During (See Aggravations.) -- Kali c., Syph.
Alternating -- Alum.

Descending -- Spong.

Discharges appearances of -- Lach., Mosch., Stann., Zinc. m.

Drawing limbs up -- Sep., Sul., Thuya.

Drinks

Cold -- Ambra., Cupr. m.
Warm (See Warm.) -- Alum., Ars., Chel., Lyc., Nux v., Sabad., Spong.

Eating -- Acet. ac., Alum., Ambra, Anac., Brom., Cad. m., Caps., Chel., Cim., Cistus, Con., Ferr. ac., Ferr. m., Graph., Hep., Homar., Ign., Iod., Kali p., Lach., Lith. c., Nat. c., Nat. m., Onosm., Petrol., Phos., Pip. nig., Psor., Rhod., Sep., Spong., Zinc. m.

Eructations -- Ant. t., Arg. n., Bry., Carbo v., Diosc., Graph., Ign., Kali c., Lyc., Mosch., Nux v., Ol. an., Sang.

Evenings -- Bor., Lob. infl., Niccol., Nux v., Stellar.

Excitement, pleasurable -- Kali p., Pall.

Exercise (See Walking.) -- Alumen, Brom., Plumb. m., Rhus t., Sep.

Expectoration (See Respiratory System.) -- Ant. t., Hep., Stann., Zinc. m.

Expulsion of flatus, per ano -- Aloe, Arn., Calc. p., Corn. c., Grat., Hep., Iris, Kali n., Mez.

Fanned, being -- Arg. n., Carbo v., Cinch., Lach., Med.

Fasting -- Cham., Con., Nat. m.

Feet in ice water -- Led., Sec.

Food

Cold -- Ambra, Bry., Lyc., Phos., Sil.
Warm (See Aggravations.) -- Kreos., Lyc.

Forenoon, in -- Lil. t.

Head

Bent backward -- Hyper., Senega.

Forward, while lying -- Col.

Wrapped up warm -- Hep., Psor., Rhod., Sil.
Elevated -- Ars., Gels.

Heat (See Warmth.) -- Ars., Caps., Gymnocl., Xerophyl.

Ice, holding in mouth -- Coff.

Inland, mountains -- Syph.

Inspiration (See Respiratory System.) -- Colch., Ign., Spig.

Lemonade -- Cycl.

Light -- Stram.

Limb hanging down -- Con.

Lying

Down -- Acon., Anhla., Arn., Bell., Bellis, Brom., Bry., Calad., Calc. c., Coff., Colch., Equis., Ferr. m., Mang. ac., Nat. m., Nux. v., Onosm., Picr. ac., Pulex, Puls., Radium, Stann., Strych., Symphor.
Back with shoulders raised [on] -- Acon., Ars.
Left side [on] (See Aggravations.) -- Ign., Mur. ac., Nat. m., Stann.
Painful side [on] (See Pressure.) -- Ambra, Am. c., Arn., Bor., Bry., Calc. c., Col., Cupr. ac., Ptel., Puls., Sul. ac.
Right side [on] (See Aggravations.) -- Ant. t., Nat. m., Phos., Sul., Tab.

Head high [with] -- Ars., Cact., Spig., Spong.

Stomach [on] -- Acet. ac., Am. c., Ant. t., Col., Med., Pod., Tab.
Head high [with] -- Petrol., Puls., Spig.

Low -- Arn., Spong.

Magnetized -- Phos.

Menses

Between -- Bell., Bov., Elaps, Flam., Magnol.
During (See Female Sexual System.) -- Am. c., Cycl., Lach., Zinc. m.

Mental occupation -- Ferr. m., Kali br., Helon., Nat. c.

Midnight

After (See Night.) -- Lyc.
Until noon -- Puls.

Mind being diverted -- Calc. p., Helon., Ox. ac., Pip. menth., Tar. h.

Mornings -- Apis, Jugl. c., Still., Xerophyl.

Motion -- Abrot., Æsc., Alum., Arn., Ars., Asaf., Aur., Bell., Bellis, Brom., Caps., Cinch., Coca, Coccus, Commocl., Con., Cycl., Diosc., Dulc., Euphorb., Ferr. m., Fluor. ac., Gels., Helon., Homar., Ign., Indigo, Iris, Kali c., Kali iod., Kali p., Kreos., Lith. c., Lith. lact., Lob. infl., Lyc., Mag. c., Mag. m., Magnol., Menyanth., Nat. c., Op., Parth., Pip. menth., Plat., Puls., Pyr., Radium, Rhod., Rhus t., Ruta, Sabad., Samb., Sep., Stellar., Sul., Syph., Val., Ver. a., Xerophyl, Zinc. m.

Slow -- Agar., Ambra, Ferr. ac., Ferr. m., Plat., Stann., Zinc. m.

Mouth, covered -- Rumex

Music -- Tar. h.

Night -- Cupr. ac.

Oil applications -- Euphorb. d.

Position

Change of -- Apis, Caust., Ign., Nat. s., Phos. ac., Rhus t., Val., Zinc. m.
Hands and feet -- Eup. perf.
Semi-erect (See Rest.) -- Ant. t., Apis, Bell.

Pressure -- Arg. n., Asaf., Bor., Bry., Caps., Chel., Cinch., Col., Con., Cupr. ac., Diosc., Dros., Euonym., Formica, Guaiac., Ign., Indigo, Lil. t., Mag. m., Mag. p., Menyanth., Nat. c., Nat. m., Nat. s., Nux v., Picr. ac., Plumb. m., Puls., Radium, Sep., Sil., Stann., Ver. a.

Putting feet on chair -- Con.

Rest -- Æsc., Ant. c., Bell., Bry., Cadm. s., Can. ind., Colch., Crat., Gettysburg Water, Gymnocl., Kali p., Merc. c., Merc. v., Nux v., Phyt., Pulex, Scilla, Staph., Strych. p., Vib. op.

Riding in carriage -- Nit. ac.

Rising -- Ambra., Am. c., Ars., Calc. c., Lith. c., Parth., Samb., Sep.

Rocking -- Cina, Kali c.

Room close [in] (See Warmth.) -- Euphorb. d.

Rubbing -- Anac., Calc. c., Canth., Carb. ac., Diosc., Formica, Indigo, Mag. p., Nat. c., Ol. an., Phos., Plumb. m., Pod., Rhus t., Sec., Tar. h.

Scratching -- Asaf., Calc. c., Commocl., Cycl., Jugl. c., Mur. ac., Nat. c., Phos., Sul.

Sea [at] -- Brom.

Seashore [at] -- Med.

Shaving [after] -- Brom.

Sipping water -- Kali n.

Sitting

Erect -- Ant. t., Apis, Bell.
Up in bed -- Kali c., Samb.

Sleep -- Calad., Colch., Merc., Myg., Nux v., Phos., Sang., Sep.

Smoking -- Aran., Tar. c.

Standing erect -- Ars., Bell., Diosc., Kali p.

Stimulants -- Gels., Glon.

Stooping -- Colch.

Storm, after -- Rhod.

Stretching limbs -- Amyl, Plumb. m., Rhus t., Sec., Teucr.

Summer [during] (See Warmth.) -- Alum., Aur. m., Calc. p., Ferr. m., Sil.

Sweat (See Fever.) -- Acon., Ars., Calad., Cham., Cupr. m., Franciscea, Rhus t., Ver. a.

Taking hold of anything -- Anac.

Thinking of symptoms -- Camph., Helleb.

Touch -- Asaf., Calc. c., Cycl., Mur. ac., Tarax., Thuya.

Uncovering (See Aggravations.) -- Apis, Camph., Lyc., Onosm., Sec., Tab.

Urination -- Gels., Ign., Phos. ac., Sil.

Vomiting -- Helianth.

Warmth

Heat -- Ars., Aur. m., Bad., Bell., Bry., Calc. fl., Camph., Caust., Cim., Col., Collins., Coff., Coral., Cupr. ac., Cycl., Dulc., Formica, Hep., Ign., Kali bich., Kali p., Kreos., Lach., Lob. infl., Lyc., Mag. p., Nux m., Nux v., Phos. ac., Phyt., Psor., Rhod., Rhus t., Rumex, Sabad., Sep., Sil., Solan. lyc., Staph., Stram., Sul. ac., Thea, Ver. a.

Applications -- Ars., Bry., Calc. fl., Lach., Mag. p., Nux m., Radium, Rhus t., Sep.

Head -- Bell., Graph., Hep., Psor., Sanic., Sil.

Water

Cold -- Aloe, Bry., Caust., Jatropha, Phos., Picr. ac., Sep.
Hot -- Spig.

Weather

Damp

Wet -- Alum., Asar., Caust., Hep., Med., Mur. ac., Nux v.
Warm -- Cham., Kali c., Sil.

Dry (See Aggravations.) -- Am. c., Calc. c., Kali c., Magnol., Petrol., Still.

Warm (See Summer.) -- Alum., Calc. p., Nat. s., Nux m., Rhus t., Sul.

Wine -- Coca.

Winter [during] -- Ilex.

AMELIORATIONS

Acids -- Ptel., Sang.

Air

Cool, open (See Warmth - Aggravation.) -- Acon., Æsc., Æth., Aloe, Alum., Ambra, Am. m., Amyl., Ant. c., Ant. t., Apis, Arg. n., Asaf., Bar. c., Bry., Bufo, Cact., Can. ind., Cepa, Cinch., Clem., Coca, Commocl., Conv., Crat., Croc., Dig., Diosc., Dros., Dulc., Euonym., Euphras., Gels., Glon., Graph., Iod., Kali iod., Kali s., Lil. t., Lyc., Mag. c., Mag. m., Merc. i. r., Mez., Mosch., Naja, Nat. m., Nat. s., Ol. an., Phos., Picr. ac., Plat., Puls., Radium, Rhus t., Sabad., Sab., Sec., Sep., Stellar., Strych. p., Sul., Tab., Tar. h., Vib. op.

Must have windows open (See Asthma - Respiratory System.) -- Amyl., Arg. n., Bapt., Calc. c., Lach., Med., Puls., Sul.

Warm (See Warmth.) -- Aur. m., Calc. c., Caust., Led., Mag. c., Merc., Petrol., Rhus t.

Bathing -- Acon., Apis, Ars., Asar., Caust., Euphras., Puls., Spig.

Cold -- Apis, Asar., Bufo, Meph., Nat. m., Sep.
Vinegar -- Vespa.
Warm -- Ant. c., Bufo, Radium, Stront., Thea.

Bending

Double (See Pressure.) -- Aloe, Cinch., Col., Mag. p.
Forward -- Gels., Kali c.

Boring into, nose, ears -- Nat. c., Spig.

Breakfast, after (See Eating.) -- Nat. s., Staph.

Carrying -- Ant. t., Cham.

Chewing -- Bry., Cupr. ac.

Coffee -- Euphras., Fluor. ac.

Cold -- Bellis, Bor., Bry., Cepa, Fagop., Iod., Led., Lyc., Onosm., Op., Phos., Sec.

Applications, washing (See Bathing.) -- Alum., Apis, Arg. n., Asar., Bell., Ferr. p., Kali m., Merc., Phos., Puls., Sab.
Water -- Agar. em., Aloe, Ambra., Bry., Camph., Can. ind., Caust., Cupr. m., Fagop., Led., Phos., Picr. ac., Puls., Sep.

Colors, objects, bright -- Stram., Tar. h.

Combing hair -- Formica.

Company -- Æth., Bism., Kali c., Lil. t., Lyc., Stram.

Consolation -- Puls.

Conversation -- Eup. perf.

Coughing (See Respiratory System.) -- Apis, Stann.

Covering light -- Sec.

Dark -- Coca, Con., Euphras., Graph., Phos., Sang.

Day

During (See Aggravations.) -- Kali c., Syph.
Alternating -- Alum.

Descending -- Spong.

Discharges appearances of -- Lach., Mosch., Stann., Zinc. m.

Drawing limbs up -- Sep., Sul., Thuya.

Drinks

Cold -- Ambra., Cupr. m.
Warm (See Warm.) -- Alum., Ars., Chel., Lyc., Nux v., Sabad., Spong.

Eating -- Acet. ac., Alum., Ambra, Anac., Brom., Cad. m., Caps., Chel., Cim., Cistus, Con., Ferr. ac., Ferr. m., Graph., Hep., Homar., Ign., Iod., Kali p., Lach., Lith. c., Nat. c., Nat. m., Onosm., Petrol., Phos., Pip. nig., Psor., Rhod., Sep., Spong., Zinc. m.

Eructations -- Ant. t., Arg. n., Bry., Carbo v., Diosc., Graph., Ign., Kali c., Lyc., Mosch., Nux v., Ol. an., Sang.

Evenings -- Bor., Lob. infl., Niccol., Nux v., Stellar.

Excitement, pleasurable -- Kali p., Pall.

Exercise (See Walking.) -- Alumen, Brom., Plumb. m., Rhus t., Sep.

Expectoration (See Respiratory System.) -- Ant. t., Hep., Stann., Zinc. m.

Expulsion of flatus, per ano -- Aloe, Arn., Calc. p., Corn. c., Grat., Hep., Iris, Kali n., Mez.

Fanned, being -- Arg. n., Carbo v., Cinch., Lach., Med.

Fasting -- Cham., Con., Nat. m.

Feet in ice water -- Led., Sec.

Food

Cold -- Ambra, Bry., Lyc., Phos., Sil.
Warm (See Aggravations.) -- Kreos., Lyc.

Forenoon, in -- Lil. t.

Head

Bent backward -- Hyper., Senega.

Forward, while lying -- Col.

Wrapped up warm -- Hep., Psor., Rhod., Sil.
Elevated -- Ars., Gels.

Heat (See Warmth.) -- Ars., Caps., Gymnocl., Xerophyl.

Ice, holding in mouth -- Coff.

Inland, mountains -- Syph.

Inspiration (See Respiratory System.) -- Colch., Ign., Spig.

Lemonade -- Cycl.

Light -- Stram.

Limb hanging down -- Con.

Lying

Down -- Acon., Anhla., Arn., Bell., Bellis, Brom., Bry., Calad., Calc. c., Coff., Colch., Equis., Ferr. m., Mang. ac., Nat. m., Nux. v., Onosm., Picr. ac., Pulex, Puls., Radium, Stann., Strych., Symphor.
Back with shoulders raised [on] -- Acon., Ars.
Left side [on] (See Aggravations.) -- Ign., Mur. ac., Nat. m., Stann.
Painful side [on] (See Pressure.) -- Ambra, Am. c., Arn., Bor., Bry., Calc. c., Col., Cupr. ac., Ptel., Puls., Sul. ac.
Right side [on] (See Aggravations.) -- Ant. t., Nat. m., Phos., Sul., Tab.

Head high [with] -- Ars., Cact., Spig., Spong.

Stomach [on] -- Acet. ac., Am. c., Ant. t., Col., Med., Pod., Tab.
Head high [with] -- Petrol., Puls., Spig.

Low -- Arn., Spong.

Magnetized -- Phos.

Menses

Between -- Bell., Bov., Elaps, Flam., Magnol.
During (See Female Sexual System.) -- Am. c., Cycl., Lach., Zinc. m.

Mental occupation -- Ferr. m., Kali br., Helon., Nat. c.

Midnight

After (See Night.) -- Lyc.
Until noon -- Puls.

Mind being diverted -- Calc. p., Helon., Ox. ac., Pip. menth., Tar. h.

Mornings -- Apis, Jugl. c., Still., Xerophyl.

Motion -- Abrot., Æsc., Alum., Arn., Ars., Asaf., Aur., Bell., Bellis, Brom., Caps., Cinch., Coca, Coccus, Commocl., Con., Cycl., Diosc., Dulc., Euphorb., Ferr. m., Fluor. ac., Gels., Helon., Homar., Ign., Indigo, Iris, Kali c., Kali iod., Kali p., Kreos., Lith. c., Lith. lact., Lob. infl., Lyc., Mag. c., Mag. m., Magnol., Menyanth., Nat. c., Op., Parth., Pip. menth., Plat., Puls., Pyr., Radium, Rhod., Rhus t., Ruta, Sabad., Samb., Sep., Stellar., Sul., Syph., Val., Ver. a., Xerophyl, Zinc. m.

Slow -- Agar., Ambra, Ferr. ac., Ferr. m., Plat., Stann., Zinc. m.

Mouth, covered -- Rumex

Music -- Tar. h.

Night -- Cupr. ac.

Oil applications -- Euphorb. d.

Position

Change of -- Apis, Caust., Ign., Nat. s., Phos. ac., Rhus t., Val., Zinc. m.
Hands and feet -- Eup. perf.
Semi-erect (See Rest.) -- Ant. t., Apis, Bell.

Pressure -- Arg. n., Asaf., Bor., Bry., Caps., Chel., Cinch., Col., Con., Cupr. ac., Diosc., Dros., Euonym., Formica, Guaiac., Ign., Indigo, Lil. t., Mag. m., Mag. p., Menyanth., Nat. c., Nat. m., Nat. s., Nux v., Picr. ac., Plumb. m., Puls., Radium, Sep., Sil., Stann., Ver. a.

Putting feet on chair -- Con.

Rest -- Æsc., Ant. c., Bell., Bry., Cadm. s., Can. ind., Colch., Crat., Gettysburg Water, Gymnocl., Kali p., Merc. c., Merc. v., Nux v., Phyt., Pulex, Scilla, Staph., Strych. p., Vib. op.

Riding in carriage -- Nit. ac.

Rising -- Ambra., Am. c., Ars., Calc. c., Lith. c., Parth., Samb., Sep.

Rocking -- Cina, Kali c.

Room close [in] (See Warmth.) -- Euphorb. d.

Rubbing -- Anac., Calc. c., Canth., Carb. ac., Diosc., Formica, Indigo, Mag. p., Nat. c., Ol. an., Phos., Plumb. m., Pod., Rhus t., Sec., Tar. h.

Scratching -- Asaf., Calc. c., Commocl., Cycl., Jugl. c., Mur. ac., Nat. c., Phos., Sul.

Sea [at] -- Brom.

Seashore [at] -- Med.

Shaving [after] -- Brom.

Sipping water -- Kali n.

Sitting

Erect -- Ant. t., Apis, Bell.
Up in bed -- Kali c., Samb.

Sleep -- Calad., Colch., Merc., Myg., Nux v., Phos., Sang., Sep.

Smoking -- Aran., Tar. c.

Standing erect -- Ars., Bell., Diosc., Kali p.

Stimulants -- Gels., Glon.

Stooping -- Colch.

Storm, after -- Rhod.

Stretching limbs -- Amyl, Plumb. m., Rhus t., Sec., Teucr.

Summer [during] (See Warmth.) -- Alum., Aur. m., Calc. p., Ferr. m., Sil.

Sweat (See Fever.) -- Acon., Ars., Calad., Cham., Cupr. m., Franciscea, Rhus t., Ver. a.

Taking hold of anything -- Anac.

Thinking of symptoms -- Camph., Helleb.

Touch -- Asaf., Calc. c., Cycl., Mur. ac., Tarax., Thuya.

Uncovering (See Aggravations.) -- Apis, Camph., Lyc., Onosm., Sec., Tab.

Urination -- Gels., Ign., Phos. ac., Sil.

Vomiting -- Helianth.

Warmth

Heat -- Ars., Aur. m., Bad., Bell., Bry., Calc. fl., Camph., Caust., Cim., Col., Collins., Coff., Coral., Cupr. ac., Cycl., Dulc., Formica, Hep., Ign., Kali bich., Kali p., Kreos., Lach., Lob. infl., Lyc., Mag. p., Nux m., Nux v., Phos. ac., Phyt., Psor., Rhod., Rhus t., Rumex, Sabad., Sep., Sil., Solan. lyc., Staph., Stram., Sul. ac., Thea, Ver. a.

Applications -- Ars., Bry., Calc. fl., Lach., Mag. p., Nux m., Radium, Rhus t., Sep.

Head -- Bell., Graph., Hep., Psor., Sanic., Sil.

Water

Cold -- Aloe, Bry., Caust., Jatropha, Phos., Picr. ac., Sep.
Hot -- Spig.

Weather

Damp

Wet -- Alum., Asar., Caust., Hep., Med., Mur. ac., Nux v.
Warm -- Cham., Kali c., Sil.

Dry (See Aggravations.) -- Am. c., Calc. c., Kali c., Magnol., Petrol., Still.

Warm (See Summer.) -- Alum., Calc. p., Nat. s., Nux m., Rhus t., Sul.

Wine -- Coca.

Winter [during] -- Ilex.

 

হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে করণী

ü  যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তাহলে প্রথমেই জরুরি বিভাগে ডাক্তার দেখাতে হবে। কারণ অভিজ্ঞ ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা করতে গেলে অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়তে পারে।

ü  হার্ট অ্যাটাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত-পা ছড়িয়ে শুইয়ে দিন এবং গায়ের জামা-কাপড় ঢিলেঢালা করে দিন।

ü  হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির শরীরে বাতাস চলাচলের রাস্তাগুলো সব উম্মুক্ত করে দিন। এটি রোগীকে গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নিতে সহায়তা করবে।

ü  হার্ট অ্যাটাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালুর চেষ্টা করুন।

ü  হার্ট অ্যাটাকের পর রোগীর যদি বমি আসে তাহলে তাকে একদিকে কাত করে দিন। যাতে সে সহজেই বমি করতে পারে। এতে ফুসফুসের মতো অঙ্গে বমি ঢুকে পড়া থেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি রক্ষা পাবেন।

প্রতিকার
হৃদরোগ থেকে বাঁচতে হলে এর প্রতিকার সম্পর্কে জানা জরুরি, এবার জেনে নিন, কি করে হৃদরোগের প্রতিকার করা সম্ভব বা তা থেকে বাঁচার উপায়।

Ø  হৃদরোগের শত্রু হচ্ছে ধূমপান। তাই ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

Ø  ধূমপানের মতো মাদকও হৃদরোগের আরেকটি কারণ, তাই মাদককে না বলুন।

Ø  অযথা দুশ্চিন্তা করবেন না। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন।

Ø  মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ নিন। শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করুন।

Ø  ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখুন।

Ø  প্রচুর পরিমাণে শাক-সবজি খান।


ইভা হোমিও হল।

ডাঃ ইয়াকুব আলী সরকার।

বাইপাইল, সাভার, ঢাকা।

মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

গোঃ রেজিঃ  নং ২৩৮৭৬।