রবিবার, ১৬ জুন, ২০১৯

মার্কসল নামক হোমিও ঔষধের উপর সুন্দর কবিতা

মার্কসল নামক হোমিও ঔষধের উপর এত সুন্দর কবিতা   
মার্কসল
ডাঃ শেখ আব্দুস সালাম 
গরম ঠান্ডা কিছুই সয়না পরিশ্রমে হয় ঘাম।
সব মৌসুমে পড়তে থাকে কাঁচা পাকা আম।।
বার বার মলত্যাগেও বেগ থেকে যায় বেশ।
ত্যাগের আগে পেটে ব্যাথা ত্যাগেও হয়না শেষ।।
শীত, বর্ষা আর রাত্রেকালে রোগের হয় বৃদ্ধি।
বিছানায় গেলে উপশম হয়, আবার গরম হলেই বৃদ্ধি।।
নিজকে নিবোধ ভাবি ,বিচার বুদ্ধি হারা।
নিজের মনের ইচ্ছা গুলো প্রকাশ করিনা তরা।।
কথা অতিদ্রুত বলি কাজেও দ্রুত ভারী।
প্রশ্ন করলে উত্তর দিতে হয় যে অনেক দেরী।
গালভরা জিহ্বাটিতে ,আছে দাঁতের ছাপ।
আলাজিহ্বাটাও বড় তাতে ,বাড়ে কাশির চাপ।।
প্রস্রাব অতি বেশী করি ,না হলেও বৃষ্টি।
মুখের স্বাদটি সদাই থাকে তামা নয়তো মিষ্টি।।
মুখের ভিতর লালা জমে ,দুর্গন্ধযুক্ত ফেনা।
পিপাসাও বেশী থাকে ,লালার স্বাদটি লোনা।।
পানসে দাঁতে রক্ত পড়ে একটু দিলেই চাপ।
দাঁতের মাড়ি ফোলা থাকে ঠান্ডা পানিতে নেই মাফ।।
দাঁত থেকে মাড়ি সরে আলগা দাঁতের গোড়া।
কিছুদিন নড়ার পরে শুরু হয় পড়া।।
মুখে জিহ্বায় ক্ষত হয় ঝরতে থাকে লালা।
কাঁচা পাকা সদ্দি ঝরে তাতে থাকে জ্বালা।।
কানের বাইরে গরম থাকে রাত্রি কালে জ্বালা।
রক্ত মাখা হলুদ পুঁজ কানের গ্রন্হি ফোলা।।
লিভার অতি বড় বটে শোয়া যায়না ডান পাশ্বে।
কিডনিতেও ব্যাথা করে প্রস্রাবে সুতা আসে।।
যৌন অঙ্গে কোমল ক্ষত ,তাহার উপর কস।
না পাকে না গলে  ,ঝরতে থাকে রস।।
সিফিলিস আর গণরিয়া আমার বড় ভক্ত।
কঠিন ক্ষত দুষিত করে গায়ের সকল রক্ত।।
মার্কসল নামটি আমার পারদ থেকে আসি।
প্রাকৃতিক ব্যারোমিটার নামে সবাই করে হাঁসাহাসি।।


ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিওহল
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজি ঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন