হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণের রেপার্টরিঃ |
১।অনিষ্ট করিবার ইচ্ছা:
অ্যাগারিকাস,অ্যানাকার্ডিয়াম,আর্সেনিক,ক্যাল্কেরিয়াকার্ব,ক্যানাবিস ইন্ডিকা, কুপ্রাম, হাইওসিয়েমাস,ল্যাকেসিস,মার্কুরিয়াস,নাক্স-ভম,ষ্ট্রামোনিয়াম, ট্যারেণ্টুলা,ভিরেট্রাম ইত্যাদি।
২। অন্ধকার ভীতি:
ক্যাল্কেরিয়াকার্ব,ক্যাম্ফর,ক্যানাবিসইন্ডিকা,কার্বোঅ্যানি,কার্বোভেজ,কষ্টিকাম,কুপ্রাম,লাইকোসোডিয়াম,মেডোরিনাম,ফসফরাস,পালসেটিলা,ষ্ট্রামোনিয়াম একোনাইট ইত্যাদি।
৩।অন্যমনস্ক ঃ
অ্যালুমিনা,অ্যানাকার্ডিয়াম,এপিস,আর্ণিকা,ব্যারাইটাকার্ব,অরাম,বোভিষ্টা,এগ্নাষ্ট ক্যাষ্টাস
বিউফো,ক্যালেডিয়াম,ক্যানাবিসইন্ডিকা,কষ্টিকাম,ক্যামোমিলা,সিকুটা,ককুলাস,কুপ্রাম,গ্র্যাফাইটিস,হেলেবোরাস,হাইওসিয়েমাস ,ইগ্নেসিয়া,কেলিব্রোম,কেলিকার্ব,ক্রিয়োজোট,ল্যাকেসিস,লাইকোপোডিয়াম,ম্যাগ্নেসিয়ামকার্ব,মার্কুরিয়াস,মেজেরিয়াম,মস্কাস,নেট্রাম মিউর,নাক্সমস্কেটা,নাক্সভম,ওলিয়েন্ডার,ওপিয়াম,পেট্রোলিয়াম,ফসফরিকঅ্যাসিড,ফসফরাস,প্লাটিনাম,প্লাম্বাম,পালসেটিলা,রাসটক্স,সিপিয়া,সাইলিসিয়া,সালফার,ভিরেট্রাম ইত্যাদি।
৪।নিজেকে অপরাধী মনে করে: অ্যালুমিনা,আর্সেনিক,অরাম,কার্বোভেজ,নাক্সভম,কষ্টিকাম,চেলিডোনিয়াম,ককুলাস,কোনিয়াম,ডিজিটেলিস,ফেরাম,গ্র্যাফাইটিস,হাইওসিয়েমাস,ইগ্নেসিয়া,মেডোরিনাম,মার্কুরিয়াস,নেট্রামমিউর,রাসটক্স,সাইলিসিয়া,সোরিনাম,সালফার,থুজা,ভিরেট্রাম,জিস্কাম মেট ইত্যাদি।
৫। অপরিষ্কার-অপরিচ্ছন্নঃ ক্যাপ্সিকাম,সালফার,সোরিনাম,মার্কুরিয়াস ইত্যাদি।
৬। অভিসম্পাত করাঃ
অ্যানাকার্ডিয়াম,আর্সেনিক,হাইওসিয়েমাস,লিলিয়ামটিগ,লাইকোপোডিয়াম,
নাইট্রিকঅ্যাসিড,নাক্সভম,টিউবারকুলিনাম,ভিরেট্রাম ইত্যাদি।
৭। অশ্লীল কথা বলেঃ
বেলেডোনা,হাইওসিয়েমাস,লিলিয়াম টিগ,নাক্সভম,ষ্ট্রামোনিয়াম ইত্যাদি।
৮। অহংকারী রোগীর ঃ
কষ্টিকাম,হাইওসিয়েমাস,ল্যাকেসিস,লাইকোপোডিয়াম,প্যালেডিয়াম,প্ল্যাটিনা,
ষ্টাফিসেগ্রিয়া,ষ্ট্রামোনিয়াম,সালফার,ভিরেট্রাম ইত্যাদি।
৯। আত্মপ্রত্যয়ের অভাবঃ
অ্যানাকার্ডিয়াম,অরাম,ব্যারাইটাকার্ব,ব্রাইওনিয়া,চায়না,কেলিকার্ব,ল্যাকক্যান,লাইকোপোডিয়াম,পালসেটিলা,সাইলিসিয়া ইত্যাদি।
১০।আত্মসমালোচনা বা আত্মতিরস্কারঃ
ইগ্নেসিয়া,পালসেটিলা,ককুলাস,অরাম,সালফার ইত্যাদি।
১১।আত্মহত্যা করিতে চায়ঃ
অরাম,আর্সেনিক,নেট্রামমিউর,সিপিয়া,মার্কুরিয়াস,ল্যাকডিফ্লোর,সোরিনাম,পালসেটিলা ইত্যাদি।
১২।আদর করা পছন্দ করে নাঃ
সিনা।
১৩।আলস্যপ্রিয়ঃ
চেলিডোনিয়াম,চায়না,গ্র্যাফাইটিস,ল্যাকেসিস,মেজেরিয়াম,নেট্রাম মিউর,
নাইট্রিকঅ্যাসিড,নাক্সভম,সিপিয়া,সালফার,ল্যাকেসিস,লাইকোপোডিয়াম,ক্যাপ্সিকাম,
ক্যাল্কেরিয়া কার্ব,হিপার,ফসফরাস, ফসফরিকঅ্যাসিড,পালসেটিলা,সোরিনাম,থুজা,কেলি-কার্ব,ল্যাক-ক্যান ইত্যাদি।
১৪।ঈর্ষাপরায়ণ রোগীর সদৃশ ঔষধ ঃ
:অ্যানাকার্ডিয়াম,আর্সেনিক,অরাম,বোরাক্স,ক্যাল্কেরিয়াকার্ব,কুপ্রাম,হিপার,হাইওসিয়েমাস,ল্যাকক্যান,ল্যাকেসিস,লিডাম,লাইকোপোডিয়াম,নেট্রামমিউর,নাইট্রিকঅ্যাসিড,
নাক্সভম,ষ্ট্রামোনিয়াম,টিউবারকুলিনাম ইত্যাদি।
১৫।উদাসীন রোগীর সদৃশ ঔষধ ঃ
এপিস,কার্বোভেজ,চায়না,হেলেবোরাস,লিলিয়ামটিগ,মেজেরিয়াম,নেট্রামকার্ব,নেট্রামমিউর,ওপিয়াম,ফসফরিকঅ্যাসিড,ফসফরাস,পালসেটিলা,প্ল্যাটিনা,সিপিয়া,ষ্টাফিসেগ্রিয়া ইত্যাদি।
১৬।উদ্ধত প্রকৃতির রোগীঃ
ক্যান্থারিস,গ্র্যাফাইটিস,হাইওসিয়েমাস,ল্যাকক্যান,লাইকোপোডিয়াম,নাক্সভম,পেট্রোলিয়াম,সোরিনাম,প্ল্যাটিনা,ষ্ট্রামোনিয়াম,ভিরেট্রাম ইত্যাদি।
১৭ ।উলঙ্গ থাকিতে চায়ঃ
বেলেডোনা,হাইওসিয়েমাস,ফসফরাস,সিকেলিকর,ষ্ট্রামোনিয়াম,ট্যারেণ্টুলা,
ক্যাম্ফার,ক্যামোমিলা,ফাইটোলক্কা,মার্কসল ইত্যাদি।
১৮।এক কোল হইতে অন্য কোল চায়ঃ
আর্সেনিক।
১৯।একগুঁয়ে রোগীর সদৃশ ঔষধ ঃ
অ্যাগারিকাস,অ্যালুমিনা,অ্যানাকার্ডিয়াম,আর্জেন্টনাইট্রিকাম,আর্সেনিক,বেলেডোনা, ক্যাল্কেরিয়াকার্ব,ক্যাপ্সিকাম,ক্যামোমিলা,চায়না,সিনা,হিপার,ইগ্নেসিয়া,কেলিকার্ব,লাইকোপোডিয়াম,নাইট্রিকঅ্যাসিড,নাক্সভম,প্যালেডিয়াম,ফসফরিকঅ্যাসিড,সোরিনাম,সাইলিসিয়া,স্পঞ্জিয়া,সালফার,ট্যারেণ্টুলা ইত্যাদি।
২০।একা থাকিতে ভয় করে বলিয়া সঙ্গী চাহেঃ
হাইওসিয়ামাস,লাইকোপোডিয়াম,সিপিয়া ইত্যাদি।
২১।কলহপ্রিয়ঃ
অ্যানাকার্ডিয়াম,আর্ণিকা,আর্সেনিক,অরাম,বেলেডোনা,ব্রোমিয়াম,ব্রাইওনিয়া,ক্যাম্ফার,কষ্টিকাম,ক্যামোমিলা,কোনিয়াম,ক্রোকাস,কুপ্রাম,ডালকামারা,হাইওসিয়েমাস,ইগ্নেসিয়া,
ক্যালিকার্ব,ল্যাকেসিস,লাইকোপোডিয়াম,মার্কসল,ফসফরাস,প্ল্যাটিনা,সোরিনাম,সিপিয়া,ষ্টাফিসেগ্রিয়া,ষ্ট্রামোনিয়াম,সালফার,ট্যারেণ্টুলা,থুজা,ভিরেট্রাম ইত্যাদি।
২২।থুতু দিতে চায়ঃ
এপিস,ক্যাল্কেরিয়াকার্ব,কষ্টিকাম,সিকুটা,গ্র্যাফাইটিস,ইগ্নেসিয়া,ল্যাকক্যান,লাইকোপোডিয়াম,নেট্রামমিউর,প্যালেডিয়াম,পালসেটিলা,প্ল্যাটিনা,সিপিয়া,রাসটক্স,সালফার,ভিরেট্রাম ইত্যাদি।
২৩।কামড়াইতে চায়ঃ
বেলেডোনা,ক্যাল্কেরিয়াকার্ব,ক্যাম্ফার,ক্যান্থারিস,কুপ্রাম,হাইওসিয়েমাস,ল্যাকেসিস,লাইসিন,ফাইটোলাক্কা,ষ্ট্রামোনিয়াম,ভিরেট্রাম ইত্যাদি।
বেলেডোনা,ক্যাল্কেরিয়াকার্ব,ক্যাম্ফার,ক্যান্থারিস,কুপ্রাম,হাইওসিয়েমাস,ল্যাকেসিস,লাইসিন,ফাইটোলাক্কা,ষ্ট্রামোনিয়াম,ভিরেট্রাম ইত্যাদি।
২৪।কামাতুর রোগীর সদৃশ ঔষধ ঃ
এপিস,ক্যালেডিয়াম,ক্যাল্কেরিয়াকার্ব,আম্ব্রাগ্রেসিয়া,ক্যান্থারিস,কার্বোভেজ,চায়না,কোনিয়াম,ডিজিটেলিস,ফ্লুরিকঅ্যাসিড,গ্র্যাফাইটিস,হাইওসিয়েমাস,ল্যাকেসিস,লিলিয়ামটিগ,
ফসফরাস,পিক্রিকঅ্যাসিড,প্ল্যাটিনা,পালসেটিলা,সেলিনিয়াম,সিপিয়া,সাইলিসিয়া,ষ্টাফিসেগ্রিয়া, ষ্ট্রামোনিয়াম,ট্যারেণ্টুলা, টিউবারকুলিনাম,ভিরেট্রাম ইত্যাদি।
২৫। দোলনায় চড়িতে চায়ঃ
অ্যান্টিমটাট,আর্সেনিক,ক্যামোমিলা,সিনা,লাইকোপোডিয়াম,পালসেটিলা,রাসটক্স,স্যানিকুলা,সালফার, ভিরেট্রাম, ভ্যাক্সিনিনাম ইত্যাদি।
২৬। ক্রুদ্ধ ভাবের রোগী ঃ
একোনাইট,অ্যালুমিনা,অ্যান্টিমক্রুড,অ্যান্টিমটাট,এপিস,আর্জেন্টনাইট,আর্ণিকা,আর্সেনিক,অরাম,বেলেডোনা,ব্রাইওনিয়া,ক্যাল্কেরিয়াকার্ব,ক্যান্থারিস,ক্যাপ্সিকাম,কার্বোভেজ,কষ্টিকাম,ক্যামোমিলা,সিনা,চায়না,ক্লিমেটিস,কলচিকাম,কলোসিন্থ,কোনিয়াম,ক্রোটেলাস,গ্র্যাফাইটিস,হিপার,ক্যালিকার্ব,ক্যালিআয়োড,ল্যাকক্যান,ল্যাকেসিস,লিলিয়ামটিগ,লাইকোপোডিয়াম,ম্যাগ্নেসিয়াকার্ব,মার্কসল,নেট্রামকার্ব,নেট্রামমিউর,নাইট্রিকঅ্যাসিড,নাক্সভম,পেট্রোলিয়াম,ফসফরিকঅ্যাসিড,ফসফরাস,প্ল্যাটিনা,পালসেটিলা,রাসটক্স,সিপিয়া,সাইলিসিয়া,ষ্টাফিসেগ্রিয়া,ষ্ট্রা্মোনিয়াম,সালফার,থুজা,টিউবারকুলিনাম,ভিরেট্রাম,জিঙ্কাম ইত্যাদি।
২৭। গান গাহিতে চায়ঃ
বেলেডোনা,সিকুটা,ককুলাস,ক্রোকাস,ল্যাকেসিস,প্ল্যাটিনা,ষ্ট্রামোনিয়াম,ভিরেট্রাম,টিউক্রিয়াম,স্পঞ্জিয়া ইত্যাদি।
২৮।গালি দিতে চায়ঃ
অ্যানাকার্ডিয়াম,বেলেডোনা,হাইওসিয়েমাস,লাইসিন,নাক্সভম,সিপিয়া, ভিরেট রামপাল ইত্যাদি।
২৯ ।ঘৃনা ভরা মনঃ
চায়না,সিকুটা,আর্সেনিক,ইপিকাক,লাইকোপোডিয়াম,নাক্সভম,প্ল্যাটিনা ইত্যাদি।
৩০।লোকে তাহাকে ঘৃনা করে ভাবঃ
পালসেটিলা,ল্যাকেসিস ইত্যাদি।
৩১।চুরি করিতে চায়ঃ
কষ্টিকাম,ক্যালিকার্ব,লাইকোপোডিয়াম,নাক্সভম,পালসেটিলা,সিপিয়া,ষ্টাফিসেগ্রিয়া,ষ্ট্রামোনিয়াম,সালফার,ট্যারেণ্টুলা আর্সেনিক, ইত্যাদি।
Single remedy rubrics in Kent’s repertory
MIND
- Mind, anguish, driving from place to place = Ars – alb
- Mind, anguish, open air, amel = Cann-i
- Mind, anxiety, hot air, as if in a = Puls
- Mind, anxiety, ineffectual desire for stool, from = Ambr
- Mind, anxiety, noise / of rushing water = Lyss, Stram
- Mind, anxiety, pressure, on chest = Sulph
- Mind, anxiety, walking/ rapidly when/ which makes him walk faster = Arg – n
- Mind, anxiety, warm bed yet limbs cold if uncovered = Mag – c
- Mind, blood, cannot look at, or a knife = Alum
- Mind, brooding, evening = Verat
- Mind, company, aversion to/ presence of/ people intolerance to her during stool = Ambr
- Mind, company, aversion to/ presence of stranger during urination = Nat – m
- Mind, concentration, difficult/ calculation while = Nux – v
- Mind, confusion, injury to head, after = Nat – s
- Mind, delirium, changing subjects rapidly = Lach
- Mind, delusions, abdomen is fallen in, his stomach devoured, his scrotum swollen = Sabad
- Mind, delusions, erroneous ideas as to the state of his = Sabad
- Mind, delusions, devils, that all persons are = Plat
- Mind, delusions, dogs, attack him = Stram
- Mind, delusions, dreaming when awake, imagines himself = Bell
- Mind, delusions, enlarged, objects are = Cann – i
- Mind, delusions, insane, that people think her = Calc
- Mind, delusions, objects, bright from = Stram
- Mind, delusions, old rags are as fine as silk = Sulph
- Mind, delusions, vengeance, thinks he is singled out for divine = Kali – br
- Mind, despair, itching of skin from = Psor
- Mind, despair, religious, suppressed menses, during = Verat
- Mind, despair, social position, of = Verat – alb
- Mind, dipsomania, menses, before = Selen
- Mind, dullness, old people = Ambr, Bar – c
- Mind, dwells, night, midnight, after = Rhus – t
- Mind, ecstasy, night, walking in moon-light = Ant – c
- Mind, excitement, water poured out, from hearing = Lyss, Stram
- Mind, fear, approaching him, lest he be touched = Arn
- Mind, fear, death, pain, from = Coff
- Mind, death, pregnancy, during = Acon
- Mind, fear, imaginary, animals = Bell
- Mind, fear, noise, rushing water = Lyss, Stram
- Mind, foolish, happiness and pride = Sulph
- Mind, frightened, night, wakens at 3 am = Ars
- Mind, gestures, intoxicated as if = Hyos
- Mind, hatred, persons, unmoved by apologies = Nit – ac
- Mind, hurry, everybody must hurry = Tarent
- Mind, hysteria, music amel = Tarent
- Mind, imbecility, old rags are as fine as silk = Sulph
- Mind, inconsolable, over fancied misfortune = Verat
- Mind, indifference, caresses, to = Cina
- Mind, indifference, onanism, after = Staph
- Mind, indifference, personal appearance = Sulph
- Mind, indifference, welfare of others, to = Sulph
- Mind, irritability, sends, nurse out of room = Cham
- Mind, irritability, water, hearing or seeing, on = Lyss
- Mind, lamenting, evening = Verat
- Mind, loathing, life, must restrain himself to prevent doing herself injury = Nat–s
- Mind, mania, held, wants to be = Ars
- Mind, mania, suppressed menses = Puls
- Mind, memory, active, evening, mid-night, until = Coff
- Mind, moaning, night, 3 am = Kali–c
- Mind, obstinate, against whatever was proposed, he had the queerest objection = Arg–n
- Mind, obstinate, children, inclined to grow fat = Calc–c
- Mind, prostration, menses, after = Alum
- Mind, quiet, cannot be quieted = Cina
- Mind, quiet, carried, only be quieted = Cham
- Mind, restlessness, bed, in, 6 pm till 6 am = Kreos
- Mind, restlessness, sitting, at work, while = Graph
- Mind, sadness, errors of diet = Nat–c
- Mind, sadness, itching, from = Psor
- Mind, sadness, stories, from sad = Cic
- Mind, sensitive, coffee, after = Cham
- Mind, sensitive, cruelties, when hearing of = Calc
- Mind, sensitive, noise, music amel = Aur, Tarent
- Mind, sentimental, moonlight, in = Ant–c
- Mind, shining, surface of water = Lyss
- Mind, shrieking, hold on to something, unless she = Sep
- Mind, shrieking, trifles, at = Kali–c
- Mind, sits, and break pins = Bell
- Mind, speech, prattling, lies naked in bed = Hyos
- Mind, startling, sneezing, at = Bor
- Mind, strange, voices seems = Cann–s
- Mind, striking, children, in = Cham, Cina
- Mind, stupefaction, suppressed exanthemata from = Cupr
- Mind, surprises, pleasant, affections, after = Coff
- Mind, throws, at persons, who offend = Staph
- Mind, unconscious, exanthemata slow to appear, when = Zinc
- Mind, unconscious, kneeling in church, while = Sep
- Mind, transient, afternoon, in warm room = Puls
- Mind, unfeeling = Anac
- Mind, violent, pain, from = Aur, Cham, Hep
- Mind, weeping, morning, inclined to, at 11 am = Sulph
- Mind, weeping, afternoon, 4 – 8 pm = Lyco
- Mind, weeping, thanked, when = Lyco
ডাঃ ইয়াকুব আলী সরকার
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনValoi
উত্তরমুছুনTnx
উত্তরমুছুনVery important post