শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

বধিরতার হোমিওপ্যাথিক চিকিৎসা।

বধিরতার সদৃষ ঔষধ নির্বাচন নির্দেশিকা।

বধিরতা কি ?
শ্রবণশক্তির হ্রাসকে বধিরতা বা Deafness বলে।ইহা অস্হায়ী, আংশিক অথবা স্হায়ী হইতে পারে।

কারণ:
১)বহিঃকর্ণের রোগ,প্রতিবন্ধকতা অথবা গঠন বিকৃতি ঃ-ফোড়া,চর্মরোগ,কর্ণমল,কোন বস্তু প্রবেশ,হাড়ের বুদ্ধি,জন্মগত ত্রুটি ইত্যাদি।
২)কর্ণপটহের রোগসমুহ ঃছিদ্রহওয়া,কাঠিন্য,প্রদাহ,ক্ষত বিকৃতি ইত্যাদি।
৩)মধ্য কর্ণের রোগসমুহ ঃতরুন ও ক্রনিক প্রদাহ,কাঠিন্য, জন্মগত বিকৃতি ইত্যাদি।
৪)মধ্যকর্ণের অভন্তরস্হ ছিদ্রসমুহের রোগ সমুহ ঃক্ষত,রক্তস্রাব,আঘাত,পচন,জন্মগত গঠনবিকৃতি,স্নায়বিক বিকৃতি,য়ক্ষা  এবং উপদংশ,ঠান্ডালাগা,টিউমার,কর্ণমল,বসন্ত,মস্তিস্কের রোগ,টাইফয়েড,ম্যালেরিয়া,ঔষধের পার্শপ্রতিক্রিয়ার কারণেও বধির হতে পারেন।

চিকিৎসা ঃরোগ উৎপত্তির কারণ নির্ণয় করে তদঅনুযায়ী ঔষধ নির্বাচন প্রয়োজন।কর্ণমলের কারণে বধির হলে কর্ণমল বের করে দিলেই বধিরতা দুর  হয়।টনসিল প্রদাহের কারণে বধির হলে টনসিলের চিকিৎসা করলেই বধিরতা দুর হয়।

বধিরতার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নির্বাচনঃ

*অটোরিয়া সহ বধিরতাঃকষ্টিকাম,ক্যাল্কেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, মার্ক সল,পালসেটিলা,সালফার ইত্যাদি।

*ঠান্ডা লাগিয়াঃএকোনাইট ন্যাপ,বেলেডোনা,ডাল্কামারা,রাস টক্স, কষ্টিকাম ইত্যাদি।


*সর্দিসহ বা্ অন্তেঃএকোনাইট ন্যাপ,আর্সেনিক এলবম,বেলেডোনা,কার্ব ভেজ,ক্যামোমিলা,মার্কসল,পালসেটিলা ইত্যাদি।

*হামের পরোবর্তী বধিরতা ঃকার্বভেজ,লাইকোপোডিয়াম,মার্কসল, নাইট্রিকএসিড,পালসেটিলা,সাইলেসিয়া,সালফার ইত্যাদি।

*বসন্তের পরঃ-সালফার,থুজা,সাইলেসিয়া ইত্যাদি।


*টাইফয়েড জ্বরের পরবর্তী বধিরতা ঃএপিস,আর্জেন্টাম নাইট, কার্বভেজ,চায়না,পেট্রলিয়াম,ফস্ফরিক এসিড,ফসফরাস ইত্যাদি।

*অত্যাধিক শুক্রক্ষয়জনিতঃচায়না,ক্যালি ফস,ফস্ফরিক এসিড, সালফার,ফসফরাস ইত্যাদি।


*মস্তকের উদ্ভেদ প্রতিরুদ্ব হইয়াঃমেজেরিয়াম,সালফার ইত্যাদি।


*কুইনাইনের অপব্যবহার জনিতঃআর্নিকা,ক্যালকেরিয়া কর্ব,কার্বোভেজ,ফেরাম ফস,ইপিকাক,নেট্রাম মিউর,নাক্স ভম, পালসেটিলা,সালফার ইত্যাদি।


*টনসিল প্রদাহের কারণে বধির হলে ঃব্যারাইটাকার্ব, ক্যালকেরিয়াকার্ব,হিফারসাল্ফ,ক্রালিবাইক্রম,
লাইকোপোডিয়াম, মার্কসল,এসিডনাই,সাইলেসিয়া,স্ট্যাফিসেগ্রিয়া,সালফার ইত্যাদি।

*অর্শস্রাব বন্ধ হয়ে বধিরতা হলে সদৃশ ঔষধঃনাক্স ভুমিকা ,সালফার ইত্যাদি।


*বহুদিনের কর্ণস্রাব বন্ধ হয়ে বধিরতার সদৃশ ঔষধঃএন্টিম ক্রুড,আর্সেনিক এলবম,কষ্টিকাম,সালফার ইত্যাদি।

*মাথায় আঘাতের কারণে বধিরতার সদৃশ ঔষধঃআর্ণিকা মন্টেনা,চিনিনিয়াম সাল্ফ ইত্যাদি।


*মানুষের কন্ঠস্বর শুনতে পায় নাঃকার্বো এনি,এসিড ফ্লোর,এসিড মিউর,ফসফরাস,সালফার ইত্যাদি।


*মানুষের কন্ঠস্বর ছাড়া অন্য শব্দ শুনতে পায় নাঃইগ্নেশিয়া।


*নাকঝাড়িলে ভাল শুনতে পায়ঃহিপার সাল্ফ,ম্যাংগানাম,সাইলেসিয় ইত্যাদি।


*কানে বন্ধ মনে হয়ঃকোনিয়াম,মার্কসল,পালসেটিলা,সাইলেসিয়া ইত্যাদি।


* মাঝে মাঝে উচ্ছ শব্দে কানের অবরোধ খুলে যায়ঃসাইলেসিয়া।


*শব্দের দিক নির্ণয় করতে পারে নাঃকার্বো এনি,প্লাটিনা,সিকেলি ইত্যাদি।


*কাশিবার সময় বধিরতার উপশম পূর্ণিমায় বৃদ্ধিঃসাইলেসিয়া।


*কাশিবার সময় বৃদ্ধিঃচিলেডোনিয়াম,পালসেটিলা ইত্যাদি।


*শব্দ অনেক দুরে মনে হয়ঃক্যানাবিস ইন্ডিকা,ল্যাক ক্যান,নাক্স মস্কেটা ইত্যাদি।

*গাড়ীতেচড়িলে বা গোলমালে ভালশুনেঃগ্রাফাইটিস,এসিড নাইট্রক ইত্যাদি।
বোরিক রেপার্টরির সাহায্যে বধিরতার সদৃশ ঔষধ নির্বাচনঃ
DEAFNESS, hardness of hearing -- Agar., Agraph.Ambra., Am c., Arn., Ars. iod., Bar. c.Bar. mur., Bell., Calc. c., Calc. fl., Calend, Carbo an., Carbon. s., Caust., Cheiranth., Chenop.Chin. s.Cinch., Con., Dig., Dulc., Elaps, Ferr. p., Ferr picr., Graph., Hep., Hydr., Hydrobr. ac., Iod., Kali ars., Kali c., Kali m., Lob. infl., Lyc., Mang. ac., Merc. d., Merc. s., Mez., Nat. c., Nat. sal., Nit. ac.Petrol., Phos. ac., Phos., Psor, Puls, Rham c., Sal. ac., Sang. n., Sep., Sil., Tellur., Thiosin.Verbasc., Viola od.


Cause
Mercury, abuse of -- Hep., Nit. ac.
Adenoids and hypertrophied tonsils -- Agraph., Aur., Bar. c., Calc. p., Merc., Nit. ac., Staph.
Alternate with sensibility of ear -- Sil.
Apoplexy -- Arn., Bell., Caust., Hyos., Rhus
Bone conduction, deficient, or absent -- Chenop.
Catarrh (eustachian, middle ear) -- Ars. iod., Asar, Calcareas, Caust., Gels., Graph, Hep., Hydr., Iod., Kali bich., Kali m., Kali s., Mang. ac., Menthol, Merc. d., Merc. s., Petrol., Puls., Rosa d., Sang., Sep., Sil., Thiosin.
Cerebral -- Chenop., Mur. ac.
Cold exposure -- Acon., Kali m., Visc. a.
Concussion -- Arn., Chin. s.
Damp weather -- Mang. ac.
Discharge suppressed or eczema -- Lob. infl.
Eruption of scalp, suppressed -- Mez.
Human voice, difficult to hear -- Calc. c., Chenop., Ign., Phos., Sil., Sul.
Infectious diseases -- Arn., Bapt.Gels., Hep., Lyc., Petrol., Phos., Puls.
Nervous exhaustion, and nervous origin -- Ambra., Anac., Aur., Bell., Caust., Chin. s., Cinch., Gels.Ign.Lach., Phos. ac., Phos., Plat., Tab., Val.Nutritional disturbance, in growing children -- Calc. c., Merc. i. r.
Old age -- Kali m., Merc. d., Phos.
Rheumatico-gouty diathesis -- Ferr. picr., Ham., Kali iod., Led., Sil., Sul., Visc. a.
Sclerotic condition of conducting media -- Ferr. picr., Thiosin.
Scrofulous diathesis -- Æthiops, Calc. c., Merc., Mez., Sil., Sul.Sounds, low toned -- Chenop.
Syphilis -- Kreos.
Working in water -- Calc. c.
Aggravation
Before menses -- Ferr. picr., Kreos.
Amelioration
Noise, riding in cars [from] -- Calend., Graph., Nit. ac.
   

EUSTACHIAN TUBES


Catarrh or closure -- Alfal., Alum., Bar. m., Calcareas, Caps., Caust., Ferr. iod., Ferr. p., Gels., Graph., Hep., Hydr., Iod., Kali bich., Kali chlor., Kali m., Lach., Lob. cer., Menthol, Merc. d., Merc., Nit. ac., Penthor., Petrol., Phyt., Puls., Rosa d., Sang. n., Sil., Visc. a.
Inflamed, subacute, great pain -- Bell., Caps.
Tickling inducing swallowing, cough -- Gels., Nux v., Sil.
   

EXTERNAL AUDITORY CANAL


Boils, pimples -- Bell., Calc. picr., Hep., Merc. s.Picr. ac., Sil., Sul.
Burning -- Ars., Arundo, Caps., Sang., Strych.
Digging and scratching Into -- Cina, Psor.
Dryness -- Calc. picr., Carbo v., Ferr. picr., Graph., Nux v., Petrol., Verbasc.
Exostoses -- Calc. fl., Hekla, Kali iod.
Feels, as if distended by air -- Mez., Puls.
Fissures -- Graph., Petrol.
Inflammation and pain -- Acon., Apis, Ars. iod., Bell., Bor., Brachygl., Cal. picr.Cham., Ferr. p., Hep., Kali bich., Kali m.Merc. s., Nit. ac., Psor., Puls., Rhus t., Tellur.
Itching -- Alum., Anac., Calc. c., Caust., Elaps, Hep., Kali bich., Kali c., Psor., Puls., Sabad., Sep., Sil., Sul.Tellur., Viola od.
Polypoid excrescences, granulations -- Alum., Calc. c., Calc. iod., Calc. p., Formica, Kali bich., Kali iod., Kali m., Merc. s., Nit. ac., Phos., Sang., Sil., Staph., Teucr., Thuya.
Scales, epithelial, exfoliated, with scurfy accumulation -- Calc. picr.
Sensation as if
Drop of water in left ear -- Acon.
Heat emanated from -- Æth., Caust.
Obstructed -- Æth., Anac., Asar., Carbon. s., Cham., Crot., Glon., Merc., Nit. ac., Puls.Verbasc.Open too much -- Mez.
Sensitive to air, touch -- Ars., Bell., Bor., Caps., Cham., Ferr. p., Hep., Merc., Mez., Nux v., Petrol., Tellur.
কেন্ট রেপার্টরির সাহায্যে একক লক্ষণে একক ঔষধ নির্বাচনঃ

Single remedy rubrics in Kent’s repertory

HEARING
  1. Hearing, acute, water, running = Lyss
  2. Hearing, illusions, as if tone came from another world = Carb-an
  3. Hearing, impaired, noise, amel = Graph
  4. Hearing, lost, scarlet fever, after = Lyc 
LOST : Acon., agar.alum., am-c., ambr.anac.ant-c., ant-t., arg-n.arn., ars-i.ars., asar.aur-m.aur., bar-c., bar-m.Bell., bor., bry., calc.cann-s., caps., carb-s.carb-v.carl., Caust., cham., chin-s., chlor., cic.coca., cocc., con., croc., crot-t., cupr., dros., dulc., elaps.gels., glon.graph.Hep., hydr-ac., hyos.jatr., kali-ar., kali-c., kali-n.kali-p., lach., lachn., laur., led., Lues., Lyc.lyss.mag-c., mag-m., mang., med., meny., merc-c., merc., mosch., nat-c., nat-m., nat-p., nat-s., nicc., nit-ac., ol-an., olnd., petr., ph-ac., phos., plat.plb., psor., puls.raph., rheum., rhod., rhus-t., sabad., sec.sep., sil., Spig., spong., stann., stram.Sulph., verat., vip., zinc.



++ left : All-s.
++ morning, after rising : Stann.
++ afternoon : Sil.
++ evening, 9 p.m., on lying down agg. : Merc-c.
++ blowing nose : Spig.
++ boring finger amel. : Spig.
++ convulsions, after : Sec.
++ dinner, during : Sulph.
++ leaflet before, sensation of : Ant-c.
++ loud sounds, followed by : Sep.
++ menses, during : Lyc.
++ riding in a wagon amel. : Graph.
++ scarlet fever, after : Lyc.
++ stopped sensation, with : Calad., mang.sep.spig.
++ waking, on : Œna.

বোধিরতা চিকিৎসায় উল্লেখিত ঔষধসমুহের সার্বদৈহিক বিশ্লেষন করে ঔষধ নির্বাচন করা প্রয়োজন।একটি লক্ষণের জন্য যে কয়েকটি ঔষধ দেয়া আছে সেই ঔষধসমুহের পার্থক্য বিচার করার যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তার প্রয়োজন।আমার লেখা নবীন ডাক্তারদের উপযোগী করে লেখা।কেহ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে চিকিৎসা করবেন না।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা।
গঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন