বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

রোগাক্রান্ত পার্শ বিবেচনায় হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন।

রোগাক্রান্ত পার্শ্ব বিবেচনায় হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন।

হোমিওপ্যাথিক চিকিৎসায় ঔষধ নির্বাচন একটি কঠিন কাজ।রোগ আক্রমনের কারণ,রোগে আক্রমনের স্হান ও পার্শ্ব ঔষধ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করার প্রয়োজন হয়।রোগ আক্রমন ডান পার্শে হওে যে ঔষধ নির্বাচিত হবে সেই রোগ বাম পার্শ্বে হলে ঔষধ ভিন্ন হবে।রোগ প্রথমে ডানে পরে বামে অথবা প্রথমে বামে পরে ডানে আক্রান্ত হলেও ভিন্ন ভিন্ন ঔষধ নির্বাচিত হবে। রোগাক্রান্ত পার্শ্ব বিবেচনায় ঔষধ নির্বাচনের একটি হ্যান্ড নোট আপনাদের উপহার দিলাম।এই নোট,রোগের সঠিক ঔষধ নির্বাচনে কাজে আসবে বলে আমার বিশ্বাস।

*শরীরের ডানদিকে রোগাক্রমন এর সদৃশ ঔষধ :-
একোনাইট,ইস্কুলাস,অ্যাগ্নাস,অ্যালুমিনা,অ্যামোন কার্ব,এপিস,আর্জেন্টাম মেট,আর্সেনিক,অরাম মেট,ব্যাপটিসিয়া, বেলেডোনা,বিসমাথ,বোরাক্স, ব্রাইওনিয়া,ক্যালকেরিয়া,ক্যালকেরিয়া ফস,ক্যান্থারিস,কষ্টিকাম, চেলিডোনিয়াম, ককুলাস,কলচিকাম,কলোসিন্হ,কোনিয়াম,ক্রোটেলাস, ড্রসেরা,হিপারসালফ,ইগ্নেসিয়া,ইপিকাক,আইরিস,ম্যাগ্নেসিয়া মিউর, ম্যাঙ্গানাম,মার্কুরিয়াস, নেট্রাম কার্ব,নাক্স মশ্চেটা,নাক্সভুমিকা, পেট্রোলিয়াম, প্লাম্বাম,পডোফাইলাম, পালসেটিলা, র‌্যানানকুলাস, স্যাবাইনা,স্যাঙ্গুনেরিয়া,সার্সাপ্যারিলা,সিকেল,সাইলিসিয়া,স্ট্যাফিসেগ্রিয়া,সালফ-এসিড,টিউক্রিয়াম,জিঙ্কাম ইত্যাদি।

*শরীরের বামদিকে রোগাক্রমণ এর সদৃশ ঔষধ :-
অ্যালিয়াম সেপা,অ্যানাকার্ডিয়াম,অ্যান্টিম-ক্রড,অ্যান্টিম টার্ট, আর্জেন্টাম নাইট,আর্নিকা, অ্যাসাফোটিডা, অ্যাসারাম,বার্বারিস, ব্রোমিয়াম, ব্রায়োনিয়া,ক্যাপসিকাম,ক্যামোমিলা,চেলিডোনিয়াম,চায়না,সিমিসিফুগা,সিনা,ক্লিমেটিস,কলচিকাম,কলোসিন্হ,ক্রোটনটিগ,কুপ্রম,ডালকামারা,ইউফ্রেসিয়া,ফেরামফস,গ্রাফাইটিস,গুয়েকাম,ক্রিয়োজোট,ল্যাকেসিস,মার্কুরিয়াস,মিউরিয়েটিকএসিড,গুলিয়েন্ডার,ফসফরাস,রডোডেনড্রন,স্যাবাইনা,সেলিনিয়াম,সিপিয়া,সাইলিসিয়া,স্পাইজিলিয়া,স্ক্রুইলা,স্টানাম,সালফার,থুজা ইত্যাদি।

*প্রথমে বামদিকে পরে ডানদিকেঃ 
একোনাইট,এলোমিনা,ক্যালকেরিয়াফস,কলচিকাম,ডালকামারা,
কেরিকার্ব,ক্রিয়োজোট,ল্যাকেসিস,নাইট্রিক এসিড,ফাইটোলক্কা,রাস টক্স ইত্যাদি।

*প্রথমে ডানদিকে পরে বামদিকে :-অ্যাসেটিক,বেলেডোনা,মেরেজিয়াম,স্যাঙ্গুনেরিয়া,সালফার ইত্যাদি।
কেন্ট রেপার্টরির সাহয্যে রোগাক্রান্ত পার্শ ভিত্তিক ঔষধের তালিকাঃ
SIDE, right, then left
----------





++ then left : Acet-ac., acon., ars-n., aspar., bell., Lyc., mez., sang., spong., sulph.
++ left : Acon., Act-r.all-c.aloe., am-br.anac.ant-c.ant-t.apis.,arg-m.Arg-n.arn.arum-t., Asaf.Asar.asc-t.aster.aur-m-n., bar-m., berb.bism-ox., brom.bry.calc.cann-s., canth., Caps., caust., cham.chel.chin.Cina.Clem., cocc., colch.coloc.Croc.crot-t.,cupr.dulc.Eupho.euphr.ferr-p., ferr.gels., Graph.guai.hep., ign., ip., iris., kali-chl.Kreos.Lach.lith.mag-m., mang., meny., merc-c.merc-i-r.merc.Mez., mosch., mur-ac.naja., nat-s., nit-ac.nux-m., Olnd.onos.osm.ox-ac., par.Phos., phys., plb., ran-b., ran-s.rhod.sabin.sal-ac., Scil.Sel.Sep.sil.spig.Stann., staph., stront., sul-ac., Sulph., tab., tarax.teucr., ther., thu., ust., vesp., viol-o.viol-t.xan.
++ then right : Acon., aloe., calc-p., colch.dulc., elaps., kali-c., kreos., Lach., naja., nit-m-ac., phyt., rhus-t.

চিররোগের আদর্শ আরোগ্য লাভের জন্য উপরোক্ত পয়েন্ট অবশ্যই অনুরণ করতে হবে।হোমিওপ্যাথিক চিকিৎসায় মনগড়া কোন কাজ চলে না।অর্গাননের নির্দেশিকা অনুযায়ী ঔষধ নির্বাচন করতে হবে।একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর রোগাক্রান্ত পার্শ বিবেচনার আলোকে সদৃশ ঔষধ নির্বাচন রোগ আরোগ্যের আদর্শ পথ।এর সামান্য ব্যত্যয় ঘটলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আদর্শ আরোগ্য লাভ অসম্ভব।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ

ডা: ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।

গো রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন