বাংলাদেশে বিএইচএমএস ডিগ্রি বাস্তবায়নের কিছু দুর্লভ স্মৃতি। সময় কিভাবে চলে যায়! আজও মনে পড়ে ৪২ বছর আগে কিভাবে প্রতিটি দিন পার করেছি এই আন্দোলনে। হয়ত অনেক বিএইচএমএস ছাত্র-ছাত্রী আজ জানে না সেদিনের হোমিওপ্যাথিক ডিগ্রি কোর্স বাস্তবায়ন পরিষদের সভাপতি, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া এবং সেই সময়কার আন্দোলনরত সকল সহযোদ্ধার কথা । এই বৃদ্ধ বয়সে এসে যখন পিছনে ফিরে তাকাই, যখন দেখি আমার ছাত্র-ছাত্রীরা ফ্রন্ট লাইনে থেকে করোনা মহামারীতে হোমিওপ্যাথির পতাকা উন্নত রেখে নিরলস কাজ করে চলেছে, তখন নিজেকে অনেক সফল মনে হয়। যেই স্বপ্ন সেদিনের তরুণ হৃদয়ে দেখেছিলাম হয়ত তার সামান্যই পূরণ করতে পেরেছি। স্বপ্নের জয়যাত্রা অব্যাহত থাক। অপহোমিওপ্যাথিক চর্চা নিপাত যাক, আর ক্ল্যাসিকাল হোমিওপ্যাথ হয়ে গড়ে উঠুক আজকের শিক্ষার্থীরা।
ডা. নজরুল ইসলাম ভুইয়া
স্যারের ফেসবুক পাতা থেকে সঙ্কলিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন