শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

অজ্ঞানের কারণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন।





অজ্ঞান হওয়ার যেমন বিভিন্ন কারণ রয়েছে। তেমনই কারণ অনুসারে হোমিওপ্যাথিক ভিন্ন ভিন্ন ঔষধও রয়েছে। এবার জেনে নিন, অজ্ঞানের কোন কোন করেণে কি কি ঔষধ রয়েছে।

অজ্ঞান হওয়ার কারণ বিশ্লেষণ হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন নির্দেশিকা

*আঘাতাদির পর- আর্নিকা।

*বজ্রাঘাতজনিত- মর্ফিনাম।

*অস্ত্রোপাচার দেখিয়া- একোনাইট,হাইপেরিকাম।

*রক্তস্রাবের পর- চায়না,ইপিকাক।

*অতিরিক্ত রক্তস্রাব বা ভেদবা বমির পর- চায়না।

*আঘাতের পর ভয়ে ঠান্ডা হয়ে যাওয়া- ক্যাম্ফর।

*পোস্রাব বন্ধো হইয়া- ডিজিটেলিস ,প্লাম্বাম,।

*সন্যাস রোগে- আর্নিকা, গ্লোনইন, ওপিয়াম।

*থ্রম্বোসিস- আর্নিকা, ল্যাকেসিস।

*মৃগীজনিত- এমিল নাইট, নিকোটিনাম, কুপ্রাম, সাইকুটা, সালফার,সাইলেসিয়া বিউফো রানা।

*ভয়জনিত- আর্জেন্টাম নাইট, ল্যাক-ক্যান।

*সামান্য নড়াচড়াও সহ্য হয় না অজ্ঞন হইয়া যায়  ডিজিটেলিস

*সর্দিগর্মি: এমিল নাইট মাদার টিংচার আঘ্রান, গ্লোনইন, কার্ব ভেজ।

*রক্ত দেখিয়া- নাক্স মস্কেটা।

*সঙ্গমে বা সহোবাসের পর- অ্যাগারিস।

*মানসিক উত্তেজনাবশত- কফিয়া, ইগ্নেশিয়া।

*ঋতুকালে- নাক্স ভুমি, পালসেটিলা।

*গর্ভ অবস্হায়- নাক্স মস্কেটা, নাক্স ভুমি।

*প্রসবকালে- নাক্স ভুমি, পালসেটিলা।

*মলত্যাগ কালে- সালফার।

*ধোয়া বা দূষিত গ্যাস লাগিয়া- আর্নিকা, ওপিয়াম।

*ক্রদ্ব হইবার পর- জেলসিমিয়াম।

*ভয় পাইয়া- অ্যাকোনাইট ন্যাপ, ও আর্জেন্ট নাইট।

*পেটব্যাথার সহিত- নাক্স ভুমি।

*মুত্রাবরোধ জনিত অজ্ঞান- ডিজিটেলিস, প্লাম্বাম, ইউরিয়া।

অজ্ঞানের একক সদৃশ ঔষধ নির্বাচন(কেন্ট রেপার্টরি)
COLLAPSE : Acet-ac., Am-c., amyg., apis., ars-h.Ars., bar-c., Camph., cann-i., canth., carb-ac.Carb-s.,Carb-v., cina., crot-h.crot-t., cupr-ar.cupr-s., cupr.dor., Evon., hell., iod., jab., kali-n., laur.med.merc-c., merc., morph., naja., olnd., op., ox-ac., phos.phys., plb., sec.stram., sul-ac., tab., tax., verat.vip.
++ diarrhœa, after : Ars.Camph.Carb-v.Verat.
++ general paralysis, as beginning of : Con.
++ sudden : Ars., phos.
++ vomiting, during : Ars.
++ after : Ars., lob., phys., verat.


অজ্ঞান রোগীকে ঔষধ খাওয়ানো সম্ভব না হলে ,ঘ্রাণ বা মর্দনে প্রয়োগ করতে হবে।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন। এপসটি ডাউনলোড করুন, আপডেট নিন। আমার মোবাইল এপস লিঙ্ক 


ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন