শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

চক্ষু প্রদাহের হোমিওপ্যাথিক চিকিৎসা।

Homeopathic treatment of all types of eye inflammation


চক্ষু প্রদাহ(eye inflammation) 

চোখের প্রদাহের বিভিন্ন নাম ও বিভিণ্নি লক্ষনের সমাহার দেখা যায়।যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সুতরাং লক্ষণ সমষ্টিকে বিবেচনায় সদৃশ ঔষধ নির্বাচন করা জরুরী। নানা প্রকার চক্ষু প্রদাহে যে সকল হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয়, তাহার বিশিষ্ট লক্ষণসহ বিস্তারিত আলোচনা করা হলো।চক্ষু প্রদাহের প্রথম অবস্হায় সদৃশ নিয়মে সঠিক ঔষধ প্রয়োগ করিলে অনেক জটিল সমস্যার হাত হতে রক্ষা পাওয়া যায়। তাই চোখে সামান্য প্রদাহ হলেই হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়া জরুরী। এর মাধ্যমে চখের জটিল রোগের হাত হতে বেচে যাবেন। আপনার সামান্য অবহেরায় অন্ধত্বেরমত কঠিন সমস্যা হতে পারে।

চক্ষু প্রদহের চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধের পার্থক্য বিচার

একোনাইট 
সর্ব প্রকার চক্ষু প্রদাহের প্রথম অবস্হায় ফলপ্রদ।শীতকালের শুস্ক শীতল বায়ুর প্রকোপে পীড়ার উৎপত্তি।চক্ষুর মধ্যে করকর করে,উত্তাপ ও জ্বালা বোধ হয়;অত্যাদিক আলোকাতঙ্ক ও তিব্র যন্ত্রণাসহ অস্হিরতা ও উদ্বেগ।চক্ষুর মধ্যে ধুলি,বালু প্রবেশজনিত প্রদাহে বিশেষ উপযোগী।

আলুমিনা
চক্ষুপুট পর্দার প্রদাহ;পুরাতন ট্র্যাকোমা;চক্ষুমধ্যে শুস্কতা ও জ্বালা বোধ হয় এবং চুলকায়;প্রাতঃকালে চক্ষু জুড়িয়া যায়।এন্টিম ক্রড:-কর্নিয়া বা পর্দার উপর ফুস্কুড়ি জন্মে;চক্ষুপুট স্ফীত ও লাল হয়;খিটখিটে মেজাজি শিশু দিগের পক্ষে বিশেষ উপযোগী।

এপিস মেল
কিমোসিসবশতঃ চক্ষুর পর্দা রসপুর্ণ থলির ন্যায় দেখায়; চক্ষুপুটে শোথবৎ স্ফীত; চক্ষুমধ্যে তীব্র বেদনা;চক্ষু হইতে তপ্ত জল নির্গত হয়; সন্ধ্যাকালে উপসর্গাদি বৃদ্বি পায়; শীতল জলে উপশম, উপরোক্ত লক্ষণাদিসহ কর্নিয়াল আলসার,কিরাটাইটিস,স্ট্যাফিলোমা,প্যানাস।

আর্জেন্টাম নাইট
ইহা পুরুলেন্ট অপথ্যালমিয়ায় সর্বশ্রেষ্ঠ ঔষধ।প্রচুর পরিমাণে পুজ প্রজনন বশতঃ চক্ষুপুট স্ফীত হইয়া উঠে।চক্ষুর পর্দা অত্যাধিক স্ফীত হয় এবং রক্তবহা গুলি পুর্ণ হইয়া উঠে। প্রচুর পুজ মিশ্রিত ও অবিদাহি আস্রাব নির্গত হয়।যন্ত্রণাদি উত্তাপে গৃহমধ্যে বৃদ্ধি পায়,মুক্ত বায়ুতে হ্রাস পায়;রাত্রিকালে ও প্রাতকালে চক্ষু জুড়িয়া যায়; ট্র্যাকোমা, কর্নিয়াল আলসার, প্যানাস, পালসেটিলা বিফল হইলে ইহা বিশেষ উপযোগী।

আর্নিকা
আঘাত জনিত ট্র্যাকোমা বা আইরাইটিস।

আর্সেনিক এল্বাম
তীব্র চক্ষু প্রদাহসহ চক্ষুমধ্যে আগুনের ন্যায় জ্বালা ও তীব্র বেদনা;অস্হিরতা ও উদ্বেগ;চক্ষু হইতে জ্বালাময় ও উওপ্ত অশ্রুস্রাব,চক্ষুপল্লব স্ফীত;অত্যাদিক আলোকাতঙ্ক; কর্নিয়ায় ফুস্কুড়ি ও কর্নিয়াল আলসার; মধ্যরাত্রির পর যন্ত্রণাদির বৃদ্বি উত্তাপ প্রয়োগে উপশম।

অরাম মেট
প্যানাসসহ ট্র্যাকোমা;অত্যাধিক আলোকাতস্ক,চক্ষু খুলিতে গেলেই উত্তপ্ত জ্বালাময় অশ্রুস্রাব, চক্ষুমধ্রে তীব্র খচখচানী বেদনা, কার্নিয়াল আলসার।

বেলেডোনা 
তীব্র তরুণ চক্ষুপ্রদাহ;চক্ষুর পর্দা রক্তের ন্যায় লাল,হঠাৎ রোগের আক্রমন হইয়া প্রচন্ড ভাব ধারণ করিলে ইহা উপযোগী। বেদনাধির হটাৎ আবির্ভাব ও হঠাৎ তিরোধান হয়;অত্যাদিক আলোকাতঙ্ক; চক্ষুমধ্যে দপদপানি বেদনা, তপ্ত অশ্রুস্রাব অথবা আদৌ অশ্রুস্রাব হয় না। আক্রান্ত চক্ষু স্ফীত,সচরাচর ডান চক্ষু আক্রান্ত হয়।

কষ্টিকাম
ফুস্কুড়িযুক্ত অপথ্যালমিয়া;উত্তেজক অশ্রুস্রাব হয় এবং চক্ষুর মধ্যে হইতে মস্তক অবধি বিস্তৃত তীব্র বেদনা হয়;সন্ধাকালে ও রাত্রে বৃদ্বি;চাপদিলে উপশম;প্যানাসসহ ট্র্রাকোমা।

ক্যামোমিলা
শিশুদের দন্তোগমনকালে ফুস্কুড়িযুক্ত অপথ্যালমিয়া ও তৎসহ অত্যাদিক আলোকভীত;চক্ষু লাল ও অশ্রুপাত হয়,কর্নিয়ার উপর ফুস্কুরি বা ক্ষত,শিশুগণ কেবলই কাদে ও কোলে থাকিতে চায়।

ইউফ্রেসিয়া
চক্ষুর যাবতীয় পীড়ায় ইহা বিশেষ উপকারী।চক্ষুপল্লব স্ফীত হয়,তাহার পর্দায় ক্ষত হয় ও অত্যাদিক লাল হয়,প্রচুর বিদাহি অশ্রু স্রাববশতঃ গন্ডদেশ হাজিয়া যায় অত্যাদিক আলোকাতঙ্ক;কর্নিয়ার উপর বা নিকটে ফুস্কুড়ি জন্মে;চক্ষুর মধ্যে জ্বালা ও হুল বিধনবৎ যন্ত্রণা;প্রচুর বিদাহি ঘন পুজাদি আস্রাব ও তাহা কর্নিয়ার উপর আসিয়া দৃষ্টি ঝাপসা করে বলিয়া রোগী ক্রমাগত চক্ষু রগড়ায় বা চক্ষু মিটমিট করে,উপরি উক্ত লক্ষণাদিসহ কর্নিয়াল আলসার।

গ্রাফাইটিস
স্ক্রুফুলা-ধাতুগ্রস্হ ব্যাক্তিগনের চক্ষুর প্রদাহ,ফুস্কুরি যুক্ত অপথ্যালমিয়াসহ অত্যাদিক আলোকাতঙ্ক ও কর্নিয়ার উপর গভীর ও অগভীর ক্ষত হয়;প্রচুর জ্বালা জনক অশ্রুস্রাব; বহিঃকোনে ফাটিয়া যায় ও রক্ত ঝরে।

হিপার সাল্ফ
ন্জাংটিভা প্রদাহবশতঃ স্পর্শকাতর বেদণা ও টাটানি,চক্ষুপল্লব স্ফীত হয়,আক্ষেপ যুক্ত ভাবে অবরুদ্ধ হইয়া থাকে ও খুলিবার চেষ্টা করিলে রক্ত ঝরে।চক্ষুর মধ্যে দপদপানি বেদনা-উত্তাপ প্রোয়োগে উপশম ও শীতল বায়ু স্পর্শে বৃদ্ধি পায়;চক্ষুর চারি পাশে ফুস্কুড়ি জন্মে,কর্নিয়াল আলসার সহজে আরোগ্য হইতে চায় না।

লাইকোপোডিয়াম
ফ্লিকটেনিউলার ও পুরুলেট অপথ্যালিমিয়,ঘন হলুদ পুজ আস্রাব হয় ও তাহা চক্ষু পল্লবের নীচে প্রদাহ হওয়ায় তাহা ফুলিয়া উঠে;চক্ষুর পর্দা কোচা মাংসের ন্যায় প্রতীয়মান হয়।

মার্ক সল
ইহা সর্ব প্রকার কন্জাংটিভা প্রদাহেই প্রযুক্ত হইতে পারে। চক্ষু বেদনা,আলোকাতঙ্ক,প্রচুর পরিমাণে জ্বালাময় বিদাহী অশ্রু অথবা পুজশ্লেমাময় আস্রাব নির্গত হয় এবং চক্ষুর মধ্যে ও চতুস্পার্শে জ্বালাযুক্ত খচখচানি বেদনা হয়;চক্ষু পল্লবপ্রান্ত চুলকায় ও তাহা লাল,স্হুল ও স্ফীত হয় ও আক্ষেপ যুক্তভাবে অবরুদ্ধ থাকে,যন্ত্রণাদি রাত্রীকালে ও আগুনের উত্তাপে বৃদ্ধি পায়ইরে মার্ক সর উপযোগী।

নেট্রাম মিউর
চক্ষুরোগে সিলভার নাইট্রেট অপব্যবহার জনিত উপসর্গে ইহা ব্যবহার হয়।চক্ষুপুট স্ফীত হয় ও আক্ষেপিক ভাবে অবরুদ্ধ থাকে;ত্বকক্ষয়কারী তরল আস্রাব হয়;চক্ষু জ্বালা ও কুটকুট করে,নিচের দিকে তাকাইতে গেলে যন্ত্রণা বৃদ্ধি হয়।

নেট্রাম সালফ
জল বৃষ্টিতে ভিজিয়া  স্হানে বসবাসহেতু অথবা গনেরিয়াল অপথ্যালমিয়া।
অত্যাদিক আলোকাতঙ্কের জন্যে চক্ষু উন্নীলন করিতে পারে না চক্ষু হইতে বিদাহী অশ্রু ও পুজ নির্গত হয়।

নাইট্রিক এসিড
গনোরিয়াল অপথালমিয়া; ট্র্যাকোমা, চক্ষুপুট স্ফীতি, দৃঢ় ও নীলাভ, কিমোসিস ও তৎসহ চক্ষুর মধ্যে বেদনা-মনে হয় চক্ষু ঠেলিয়া বাহির হইবে,প্রচুর পরিমাণে হলুদাভ পুঝ বাহিয়া প্রবাহিত হয়।

নাক্স ভূমিকা
মদ্যপায়ী,অমিতাচারী ও ইন্দ্রিয়পরায়ণ ব্যাক্তিগনের কন্জাংটিভা প্রদাহসহ আলোকাতঙ্ক;চক্ষুর অন্তঃকোনে অধিকতর প্রদাহান্বিত হয় ও রক্তময় আস্রাব নির্গত হয়; চক্ষুমধ্যে জালা ও করকর করে,সর্ব- উপসর্গাদি প্রাতঃকালে বৃদ্ধি পায়।
পেট্রোলিয়াম
প্যানাস বা কর্নিয়ার অস্বচ্ছতা সহ ট্র্যাকোমা,চক্ষুপুট স্ফীত ও পুজ নির্গত হয়;আলোকাতঙ্ক, চক্ষুকোণদয় ফাটিয়া যায় ও চক্ষুপুট প্রাপ্ত জ্বালা করে ও চুলকায়,মস্তকের পশ্চাতে বেদনা।

পালসেটিলা
পুরুলেন্ট অপথ্যালিমিয়া,বিশেষতঃ গনেরিয়া হঠাৎ প্রতিরুদ্ধ হইবার ফলে কন্জাংটিভা প্রদাহ;প্রচুর পরিমানে হলুদ বা হলদাভ সবুজ ঘন অবিদাহী পুজময় আস্রাব ও তজ্জন্যপ্রাতঃকালে চক্ষু জুরিয়া যায়;উপসর্গাদি সন্ধাকালে গৃহ মধ্যে বৃদ্ধি পায়,মুক্ত বায়ুতে হ্রাস পায়।

রাস টক্স
জলে ভিজিবার দরুন চক্ষু প্রদাহে ইহা বিশেষ উপযোগী।চক্ষুপুট ও চক্ষুপর্দা শোথবৎ স্ফীত হয়;চক্ষুপুট আক্ষেপবশতঃ মুদ্রিত থাকে ও উন্মুক্ত করিবার চেষ্টা করিলে প্রচুর পরিমানে উত্তপ্ত জ্বল নিঃসৃত হয় ও তৎপ্রযুক্ত ফুস্কুরি জন্মে, চক্ষুর অতি প্রবল প্রদাহসহ কর্নিয়ার উপরে জ্বলপুর্ণ ফুস্কুরি হয় ও চক্ষুর মধ্যে অত্যাদিক বেদনা হয় ও অতি দ্রুত পুজ জমা হয়,কর্নিয়াল আলসার।

সিপীয়া
জরায়ু রোগ সহ যুক্ত চক্ষু রোগে উপযোগী।উপসর্গাদি প্রাতঃকালে ও সন্ধায় বৃদ্ধি পায়;প্রাতঃকালে পুজ শ্লেমাময় আস্রাবক ও সন্ধায় চক্ষুদয় অত্যাদিক শুস্ক বোধ হয়,চক্ষুর পর্দা লাল হয় এবং চক্ষুপুট সামান্য স্ফীত ও প্রাতঃকালে বৃদ্ধি,আলোকাতঙ্ক বর্তমান থাকে।

সাইলেসিয়া
ইহা পুরাতন কন্জাংটিভা প্রদাহে বিশেষতঃ ফ্লিকটেনিউলার অপথ্যালমিয়া রোগে উপযোগী। কর্নিয়ার কেন্দ্রস্হল ক্ষত উৎপন্ন হয় এবং তাহার দিকে চতুর্দিক হইতে রক্তবহাসমুহ ধাবমান হইতে দেখা যায়,কর্নিয়ার প্রান্ত বেষ্টন করিয়া ফুস্কুড়ি জন্মে ও তৎসহ সুপ্রা-অর্বিট্যাল স্নায়ু-শুল প্রকাশ পায়,এইরুপ আক্রমন পুনঃপুনঃ হইতে থাকে,বসন্তের টীকা দিবার কুফল স্বরুপ কন্জাংটিভা প্রদাহ।

থুজা
ইহা গনেরিয়াল অপথ্যালিমিয়ার বিশেষ উপযোগী। আচিল অথবা জলপুর্ণ ফুস্কুড়ির ন্যায় উদ্ভেগসহ ট্র্যাকোমা জাতীয় কন্জাংটিভা প্রদাহ পুনঃপুনঃ সংঘটিত হয়,চক্ষু জ্বলপুর্ণ ও জ্বালা করে এবং আলোকাতঙ্ক;রাত্রিকালে ও মধ্যরাতের পর যন্ত্রণাদির বৃদ্ধি হয়;চক্ষু আবরনে আবৃত রাখিলে উপশম বোধ হয়।

জিঙ্কাম মেট
চক্ষুর অন্তঃকোণস্হ কন্জাংটিভার প্রদাহ;জ্বালা ও হুলবিধবৎ যন্ত্রণাসহ প্রচুর অশ্রুস্রাব,সন্ধাকালে ও উন্মুক্ত বায়ুতে বৃদ্ধি।
বোরিক রেপার্টরির সাহায্যে চক্ষু প্রদাহের সদৃশ ঔষধ নির্বাচনঃ
Inflammation (blepharitis)
Acute -- Acon., Apis, Arg. n., Ars., Cham., Dig., Dulc., Euphras., Hep., Kreos., Merc. i. fl., Merc. pr. rub.Merc. s., Nat. ars., Petrol., Puls., Rhus t., Sul., Upas, Uran.
Chronic -- Alum., Ant. c., Arg. n., Aur., Bar. c., Bor., Calc. c., Clem., Euphras., Graph., Hep., Jugl., Merc. c., Merc. pr. r., Petrol., Psor., Sep., Sil.Staph.Sul.Tellur.Erysipelatous -- Apis, Bell., Rhus t., Vespa.

কেন্ট রেপার্টরির সাহায্যে চক্ষু প্রদাহের সদৃশ ঔষধ নির্বাচনঃ
INFLAMMATION, afternoon, 4 p.m.
++ afternoon, 4 p.m. : Ars.
++ acute : Acon.Apis.ars.aur-m., bell.bry.Calc.cham.euphr.ferr-p.hydr.merc.nux-v.Puls.sep.Sulph.
++ injuries, after : Acon.arn.
++ alternating with sore throat : Par.
++ with swelling of feet : Ars.
++ arthritic (gouty and rheumatic) : Ant-c.Ant-t.apis.ars.arum-m., bell., bor.bry.cact., Calc.cham.chin.cocc.colch.coloc.dig., euphr.Form.graph.hep.kalm.led.Lyc.merc.mez.nux-v.Phyt.psor.puls.Rhus-t.Sep., spig., staph.sulph.
++ burns, from : Canth.
++ catarrhal from cold : Acon., act-sp., All-c., alum., alumn., ant-c., ant-t., apis.arg-m.ars-i., ars.arund.aur.bapt., Bell.bry.calc-p.Calc.carb-s.cham.chel., chlol.com., con., dig.Dulc.Euphr., gamb., graph.hep.hydr.iod., ip., iris.kali-ar., kali-bi.kali-c., lyc.merc-c.Merc.mez.nux-v.petr.phyt.Psor.Puls.sang.sep.staph.sulph.thu.
++ morning : Hep., kali-bi., mez.
++ night : All-s., cinnb.dulc.Merc.rhus-t.
++ after 1 a.m. : Chin-a.
++ when trying to read : All-s.
++ cold agg. : Ars.sil.
++ amel. : Apis., Arg-n.asar.bry.caust., Puls.sep.
++ wet weather : Dulc.Rhus-t.sil.
++ croupous : Kali-bi.
++ erysipelatous (See Face) : Acon.anac.Apis.bell.com., graph.hep.led.merc-c.merc.Rhus-t., vesp.
++ from bites of insects : Led.
++ fire agg. : Ant-c.arg-n.Merc.
++ being over; cold air and cold applications amel. : Arg-n.
++ foreign bodies : Acon.Arn.calc.puls.Sil., sulph.
++ gaslight, from : Merc.
++ gonorrhśal : Ant-t.chin., cor-r., cub., med., merc.Nit-ac.Puls.spig.sulph.thu.
++ headache, with : Apis., led., verat.
++ heat agg. : Apis.Bad.Bell.bry.Glon.kali-i.med., merc.still.
++ infants : Acon.alumn., Apis.arg-m.Arg-n., arn., Ars., arund., bell.bor., bry.Calc.cham.dulc.euphr.,hep.ign.lyc.merc-c.merc.Nit-ac.nux-v.Puls.rhus-t.sulph.Thu., zinc.
++ injuries, after : Arn.ham.hep.puls.sulph.
++ measles, after : Arg-m., carb-v.crot-h., euphr., puls.
++ menses, during : Ars.Zinc.
++ suppressed : Puls.
++ mercurial : Asaf.hep.mez.
++ open air amel. : Asar.Puls.
++ recurrent : Ars., bry., Calc.sulph.
++ sand and dust, from : Sulph.
++ scrofulous : Alumn., ant-c.apis.arg-m.ars-i., Ars., arund., Aur-m-n.Aur.bad.bar-c.Bar-m.bell.,cadm.calc-p.Calc-s.Calc., cann-s., Carb-s.Caust.cham.chin-a., chin., cinnb.cist.con.dig., dulc.euphr.,ferr-ar., ferr., fl-ac.Graph.Hep.hyos.iod.ip., kali-bi.kali-i.lith.lyc.mag-c.merc-c.Merc.nat-m.nat-p.nat-s.Nit-ac.nux-v.ol-j., Petr.Phyt.Psor.Puls.rhus-t.sars.Sep.Sil.spig.sul-ac.Sulph.tell.viol-t.,zinc.
++ summer : Sep.
++ syphilitic : Arg-m., arg-n., ars.Asaf., aur-m-n., aur-m., aur.cinnb.clem.graph.hep.Kali-i.Lues.Merc-c.merc-cy.merc-i-f.Merc.Nit-ac.Phyt.staph.thu.
++ vaccination, after : Thu.
++ warm covering amel. : Hep.
++ warmth of bed agg. : Merc.
++ washing agg. : Sulph.
INFLAMMATION, wet, becoming, agg.
----------


++ wet, becoming, agg. : Calc.dulc., rhus-t.
++ getting feet : Chel.
++ wind, dry cold : Acon.
++ wounds : Arn., calad., Staph.
++ canthi : Am-c., apis., Arg-n.bor.bufo-r., calc-s., calc.clem., graph.kali-c., mag-c., merc., nat-c., sulph., zinc.
++ morning, agg. : Nux-v.
++ with ulceration : Apis.bufo-r., kali-c.zinc.
++ inner : Agar.bor.clem.nux-v.petr.
++ outer : Bor.Graph.kali-c.
++ with ulceration : Calc-ac.upa.
++ caruncles : Bell., berb., cann-i.
++ choroid : Ars.aur.bell.Bry.cedr.coloc.gels.ip.jab., kali-chl.kali-i.merc-c.merc-d.merc.nux-v.phos., phyt.prun-s.psor., puls., ruta., sil.spig.sulph.thu.
++ conjunctiva : Acon., act-sp., ail., Alum., ant-c., ant-t., Apis.Arg-n., ars-i., Ars., asc-t., Bell., brom., bry., calc-f.calc-p.Calc-s.Calc., cann-i., canth.Carb-s., cedr., cham.chin., chol.cinnb.clem.coc-c., crot-h., crot-t.dig.Euphr., ferr-i., ferr-p.ham.hep.hydr.iod.ip.kali-bi.kali-chl., kali-p., led., lyc.merc.nat-a.nat-p., nat-s.nux-v.petr.pic-ac., puls.Rhus-t.staph.Sulph., sumb., tep., thu.zinc.
++ croupous : Acet-ac., kali-bi., merc.
++ granular : Apis.Arg-n.ery-a.euphr.ham.merc.nat-s., petr.phyt.psor., rhus-t., sep., sil.sulph.thu.
++ cold applications amel. : Apis.asar., puls.
++ pustular (including cornea) : Æth.agar., ant-c., Apis., ars., aur., bar-c., calc-i., Calc.cham.chlol.Clem.con.crot-t.euphr.Graph., hep., ip.kali-bi.Kali-chl.kali-i.lach.Lues.merc-c.merc-d.merc-i-f.merc.nat-c.nat-m.nat-s.nit-ac.Petr.Psor.Puls., rhus-t., Sec.Sep.sil.Sulph., tell., thu.zinc.
++ cornea : Apis.ars.aur-m.bell.calc-p.Calc.cinnb.con.crot-h.crot-t., euphr.graph.hep.kali-chl.kalm.lyc.merc-i-f.Merc., plat., plb., psor.puls.rhus-t.sep.spig., Sulph.Thu.
++ iris : Apis.arg-n.Arn.ars-i.ars.asaf.aur.bell.calc., cedr.chin.cinnb.clem.colch.coloc.com.crot-h., crot-t.,dulc., euphr.hep.iod., kali-bi.kali-i.Lues.Merc-c., merc-i-f., merc.mez., nat-m.nit-ac.petr., plb., puls.Rhus-t.seneg.sil.spig., staph.sulph.ter.thu.zinc.
++ night, agg. : Ars.dulc.Kali-i.Merc-c.Merc.nit-ac.rhus-t.staph.sulph.zinc.
++ adhesions, with : Calc.clem.merc-c.nit-ac.sil., spig., staph., sulph.ter.
++ hypopion, with : Hep.merc-c.merc.Sil., sulph., thu.
++ iris, rheumatic : Arn., ars.bry.colch.coloc., dulc.euphr.kali-bi.kali-i., kalm.Lues., Rhus-t.spig.ter.
++ syphilitic : Arg-n.ars.asaf.aur-m.aur.cinnb.hep.Kali-i., Lues., Merc-c.merc-i-f.merc.Nit-ac., petr., staph.thu.zinc.
++ bursting pain in eyeball, temple and side of face : Staph.
++ tubercular : Bar-i., tub.
++ lachrymal canal : Acon., apis., calc.fl-ac.hep., kali-bi., nat-m.nit-ac., Petr.Puls.sil.stann.
++ glands : Ant-c.apis., cupr.fl-ac.hep., Puls.Sil.
++ sac : Apis., arum-t., graph.hep., merc.nat-c., Petr.Puls.Sil.
++ lids : Acon.act-sp., anac., Ant-c.Apis.Arg-m.Arg-n.ars.arund., bar-c., bell., berb., Calc-s.carb-an.Carb-s.,cinnb.cocc.com., con., crot-t., dig.euphr., Graph.hep.hydr.hyos., iris.kali-ar., kali-bi., kali-c.kali-s., kreos., lach., lil-t., Lyc.Med., meph., Merc.mez.nat-a., nat-c.nat-m.nit-ac.Petr., phos., psor.puls., Rhus-t.sang.sanic.sarr., sars., seneg.sep.sil.spig.stann., Staph., stram., Sulph.Tell.ter.thu.uran.verat., zinc.
++ margins : Æth.arg-m.arg-n.ars., aur-m.bell., bor.bov.cham.Clem.dig.euphr., Graph.hep.hydr.lach., merc-c.merc., nat-a., nat-m.nat-s., nux-v., puls.Sanic.seneg.staph.stram.
INFLAMMATION, meibomian glands
----------


++ meibomian glands : Cham., colch.dig.euphr.hep.indg., kreos., phos., puls., staph.stram., sulph.
++ suppurative : Con.phos.
++ optic nerve : Bell.phos.plb., puls.tab.
++ retina : Ars.asaf., aur., calc.crot-h., gels.kalm.lach.merc-c.merc.phos.prun-s.puls.sec., sulph.
++ sclerotics : Acon., cocc.hura., kalm.merc.psor.rhus-t., spig., thu.
++ with stitches and aversion to sunlight : Nux-v.

++ INJECTED : All-c., ant-t., astac., bell.bufo-r., camph., cedr., clem.con., ferr-ar., ferr-m., ferr-p., ferr., Glon.hep.kali-bi.,merc.
++ canthus, inner : Laur., nat-p.
++ conjunctiva full of dark vessels : Apis.arg-n., ars-h., ars., bar-m., bell.calc-p.calc.camph.cann-i., carb-s.chin-s.chlol.clem., con.cop.crot-c.crot-t., euphr.ferr.graph.ham.hep.ip.kali-ar., kali-bi.kali-c., kali-i.kali-p., kali-s., lach.lyss., merc-c.merc., mez.morph., nat-a.Nat-m.nux-v.op.phos., podo., sang., sec., sil.spig., stram., stry., sulph.,tarent., thu.
++ morning : Mez.
++ menses, before : Puls.
++ cornea : Aur.graph.hep., ign.ip., merc.plb.
++ INJURIES, from : Acon., arn.calc-s., calc., euphr.ham., led.sil., staph.sul-ac., sulph., Symph.
++ INSENSIBILITY : Carb-o., carb-s., crot-h., hyos., kali-br., op., stram.
--- INTOXICATED appearance (See Face, expression)
++ INVERSION of lids : Anan., bor.calc.graph.merc.nat-m.nit-ac.sulph.zinc.
++ IRRITATION : Apis., ars.caust.con., fago., ign., iod., lyc., merc-i-f., nat-a., puls., ran-s., rhus-t., ruta., sang.
++ daytime only : Iod.
++ morning : Apoc.
++ afternoon : Bad.
++ evening : Iod., lyc., ruta.
++ from candle-light : Lyc.
++ reading by lamp-light : Apis.
++ eyelids, amel. in cold air : Coff.
++ optic nerve : Phos.
++ ITCHING : Absin., acon., agar.all-c.alum.am-m., anan., ant-c.apis.arg-m.arg-n.arund., asc-t., aspar., aur-m., aur., bar-c.bar-m., bell., berb., bor., bry., bufo-r., calc-p., calc-s., calc.cann-s., canth., carb-an., carb-v.casc., caust.chim., chin., clem., coloc., cop., cupr., cycl., elaps., eug., euphr.fago., ferr-i., ferr., gels., hep., hura., ign., iod., kali-bi.kali-n., kali-s., kalm.kreos., lach., lachn., lob., lyc.lyss., mag-c., mag-m.meph., merc-c., merc.mez.mosch., mur-ac.nat-c.nat-m.nat-p., nat-s., nicc., nit-ac., nux-v.ol-an., osm., pæon., pall., petr.ph-ac., phel.phos.phyt., Puls., ran-b., rhod., rhus-t., ruta., sars., sep., sil., spig., stann., stram., stront., Sulph., tarent., vesp., viol-t., zinc.
++ morning : Agar., am-c., dios., fago., meph., nat-m.nat-s.sulph.
++ after rising : Nat-m.
++ forenoon : Sulph.
++ 11 a.m. : Nat-c.
++ evening : Acon.calc-p., calc., cupr.dios., erig., eug., eupho., ferr., gamb.mag-c., meph., merc-c.pall., phos., Puls., sil., Sulph., vesp.
++ not amel. by rubbing : Pall.
++ night : Ars., sulph.
++ air, open, amel. : Puls.
++ cold application amel. : Puls.
++ coryza, during : Caps.
++ dinner, after : Mag-c.
++ exertion of vision : Rhus-t.
++ gas-light agg. : Phyt.
++ house, in : Ran-b.
++ light produces : Anan.
++ rubbing agg. : Kalm.kreos., sulph.
++ amel. : Agar., caust.euphr.mag-c., nat-c., nux-v.ol-an., spong., stram., sulph., zinc.
++ warm bathing : Mez.
++ warm room : Puls.sulph.
++ canthi : Agar., Alum.ant-c.Arg-m.arg-n.arn., asc-t., aur.bell., benz-ac., berb., bor., Calc., carb-v., caust.cina., cinnb., clem., con.crot-c., eupho.euphr.ferr-ma., fl-ac.gamb.iod., led., lyc.mosch.mur-ac.nat-m.nux-v., petr., prun-s., puls.ruta., sep., staph., stront.sulph.trom., zinc.
ITCHING, canthi, evening
----------


++ evening : Mag-c., puls.
++ air, open, agg. : Staph.
++ amel. : Gamb.
++ inner : Alum.apis.aur.bor., calc., carb-v., caust.chel., cina., cinnb.clem., con.cycl., fl-ac., gamb.graph.grat., hyos., lach., laur., Lues., lyc.mag-c., Mag-m., mez., nat-m.nit-ac., osm., phos., psor.puls.ruta.sep., stann., staph., stront.sulph.tab., zinc.
++ morning : Sep.
++ evening : Dios., fl-ac., puls.
++ outer : Ant-c., aur-m., benz-ac., bry., carb-v., cinnb., com., euphr., fago., form., mez., nat-m.prun-s., rhus-t., sep., sulph.tarent., tax., upa.
++ eyebrows : Agar., agn., all-c., alum., ars., arund., berb., bry., caust., com., con., ferr., fl-ac., laur., manc., mez., nat-m., pall., par., rhod., sel., sil., spig., Sulph., verat., viol-t.
++ morning : Nat-m.
++ evening : All-c.
++ eyes, about : Agn., apis., berb., carb-v.con., lach., lyc., pall., sars., til.
++ lids : Alum., ambr., anag., apis., Arg-m., asaf., asc-t., aur-m., aur., bell., berb., bry., bufo-r., calc.carb-s., caust.con., croc., crot-t.cycl., dros., eupho., euphr.graph.hep.kali-ar., kali-bi.lob., mez.nat-p., nux-v., pæon., pall., petr.ph-ac.phos.Puls.Rhus-t.sep.sin-n., spong., Sulph., tarent., Tell., vesp., vinc., zinc.
++ margin : Am-c., asaf., bry., calc.carb-v.chin., con., euphr., fago., grat., jatr., kali-bi., kali-c., kreos., mez., nat-a., nat-p., nat-s.nux-v., phos., prun-s., Puls., sel., sep.Staph.sulph.zinc.
++ daytime only : Phos.Sulph.
++ morning : Carb-v., nux-v.
++ evening : Mez.Puls.
চোক্ষু প্রদাহের চিকিৎসায় অবহেলা যেমন ক্ষতিকর তেমনি ভুল চিকিৎসাও ক্ষতিকর।ভাল দক্ষ চিকিৎসকের সাহায্য ছাড়া একা একা ঔষধ কিনে চিকিৎসা করা ঠিক নয়।

আমার মোবাইর এপসটি ডাউনলোড করুণ।আমার সকল লেখা একসাথে পড়ুন।

ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন