Homeopathic treatment for cancer. |
ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা ঃ
হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের নামে কোন চিকিৎসা হয় না।রোগ লক্ষণ সমষ্টি ও ঔষধের সদৃশ লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করা হয়।রোগীর কোন বিশেষ অংশকে বা একটি রোগ লক্ষনকে বিবেচনা না করে রোগীর লক্ষণ সমষ্টিকে বিবেচনায় সদৃশ ঔষধ নির্বাচন করতে হয়।রোগীর সদৃশ লক্ষণের সাথে ঔষধের সদৃশ লক্ষণ বাছাই করে সঠিক ঔষধটি নির্বাচন করতে সক্ষমতা একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাফল্য নির্ভর করে।ক্যান্সার একটি জটিল লক্ষণ সমষ্টি বা রোগ প্রতিরোধ ক্ষমতাহীন অবস্হায় বারবার রোগলক্ষণের দিক পরিবর্তন করে ,রোগ অনারোগ্য পর্যায়ে চলে যায়।ক্যান্সার চিকিৎসা তাই কঠিন।এই রোগী চিকিৎসায় বাড়তি দক্ষতা প্রয়োজন।
ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণসহ আলোচনাঃ
হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের নামে কোন চিকিৎসা হয় না।রোগ লক্ষণ সমষ্টি ও ঔষধের সদৃশ লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করা হয়।রোগীর কোন বিশেষ অংশকে বা একটি রোগ লক্ষনকে বিবেচনা না করে রোগীর লক্ষণ সমষ্টিকে বিবেচনায় সদৃশ ঔষধ নির্বাচন করতে হয়।রোগীর সদৃশ লক্ষণের সাথে ঔষধের সদৃশ লক্ষণ বাছাই করে সঠিক ঔষধটি নির্বাচন করতে সক্ষমতা একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাফল্য নির্ভর করে।ক্যান্সার একটি জটিল লক্ষণ সমষ্টি বা রোগ প্রতিরোধ ক্ষমতাহীন অবস্হায় বারবার রোগলক্ষণের দিক পরিবর্তন করে ,রোগ অনারোগ্য পর্যায়ে চলে যায়।ক্যান্সার চিকিৎসা তাই কঠিন।এই রোগী চিকিৎসায় বাড়তি দক্ষতা প্রয়োজন।
ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণসহ আলোচনাঃ
রেডিয়াম ব্রোমঃ
বাত,গাউট,একজিমা,অ্যাপেন্ডিসাইটিস,অ্যালবুমেনুরিয়া।বাত বা গাউটের ব্যাথা প্রথমে নড়া-চড়ায় বৃদ্ধি কিন্তু ক্রমাগত নড়া-চড়ায় উপশম,রাত্রে বৃদ্ধি।লালা নিঃসরণ।শরীরে হঠাৎ তড়িৎ প্রদাহের ন্যায় অনুভূতি, অন্ধকারে থাকিতে চাহে না,মিষ্টি ও মাংসে অনিচ্ছা,বাতের ব্যাথা ক্রমাগত পার্শ পরিবর্তন করিতে থাকে।ঋতুস্রাব রাত্রে অধিক নিঃসৃত হয়,পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা।ইহা একটি সুগভীর ঔষধ।ক্যান্সারে যেখানে এক্স-রে ব্যবস্হা করা হয়েছে।বাতের সহিত নেফ্রাইটিস হলে উপযোগী।
আর্সেনিক এলবামঃ
যে সকল রোগী সর্বদাই খুব পরিস্কার-পরিচ্ছন্ন থাকিতে ভালবাসে,কোথাও একটু ময়লা বা বিশৃঙ্খলা দেখিতে পছন্দ করে না,এমন কি শয্যাশায়ী হইয়াও অপরিস্কার-অপরিচ্ছন্নতা লইয়া বিরক্তি প্রকাশ করিতে থাকে,তাহাদের পক্ষে আর্সেনিক খুবই ফলপ্রদ।রোগী সর্বদাই মৃত্যু কামনা করিতে থাকে।জ্বালা উওাপ প্রয়োগে উপশম হয়।তৃষ্ণাহীন ও মধ্যরাত্রে বৃদ্ধি।পক্ষান্তরে তরুন ক্ষেত্রে রোগী মৃত্যভয়ে কাতর হইয়া পারে, একদম স্হির থাকিতে পারে না,ক্রমাগত একটু করিয়া জল খাইতে থাকে এবং তখন জল পান মাত্রেই বমি হইতে থাকে।সকল স্রাব অত্যন্ত ক্ষয়কর ওদুর্গন্ধযুক্ত।খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য হয় না।প্রবল খুধা থাকিলে আর্সেনিক এলবাম উপযোগী ।
কোনিয়ামঃ
বিধবা বা বিপত্নীক-যাহাদের মধ্যে সঙ্গমেচ্ছা অবরুদ্ধ রহিয়াছে;নিদ্রাকালে ঘর্ম,জাগ্রত অবস্হায় ঘর্মের অভাব,সর্বদাই মাথা ঘুরিতে থাকে-বিশেষত শুইয়া থাকিলে বা দৃষ্টি ফিরাইয়া কিছু দেখিতে গেলে,প্রস্রাব থামিয়া থামিয়া হইতে থাকে,চক্ষের কোনেরুপ প্রদাহ ব্যতিরেকেও আলোকাতঙ্ক ইত্যাদি লক্ষণে উপযোগী।
কোলেস্টেরিনামঃ
যকৃৎ-ক্যান্সার,ন্যাবা,পিও-পাথরি ইত্যাদি লক্ষণে উপযোগী।
ক্রিয়োজোটঃ
যে সকল ছেলেমেয়ে শৈশবে বহুদিন পর্যন্ত শয্যায় প্রস্রাব করিয়া ফেলিত এবং যাহাদের দাঁত উঠিতে না উঠিতে পোকা লাগিয়া যাইত,যে সব স্ত্রীলোকের ঋতুস্রাব কেবলমাত্র শুইয়া থাকিলে বৃদ্ধি পায় বা পাইত,স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর স্রাব। ক্ষত হইতে প্রচুর রক্তস্রাব যাহাদের দুর্বলতার বিশিষ্ট পরিচয়।বমি-আহারের দুই-তিন ঘন্টা পরে ভুক্তদ্রব্য অজীর্ণভাবে নির্গত হওয়া;শরীর যেন সর্বদাই কাপিতে থাকে ইত্যাদি লক্ষণে উপযোগী।
ক্যালেন্ডুলাঃ
জরায়ু হইতে প্রবল রক্তস্রাব নিবারণ করিতে ইহা আশু ফলপ্রদ।
কার্ব এনিমেলিসঃ
গ্ল্যান্ডের ক্ষত অত্যন্ত জ্বালা করিতে থাকে,ক্ষতযুক্ত স্হান শক্ত হইয়া থাকে ,পাকিতে চাহে না।ঠোট এবং গন্ডদেশ নীলাভ,মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা,দুর্গন্ধ নিশাঘর্ম,প্রচন্ড দুর্বলতা,ইপদংশের ইতিহাস।
আস্টিরিয়াস রুবঃ
স্তনে ক্যান্সার,যন্ত্রণা,মধ্যরাত্রে বৃদ্ধি পায়,ঠান্ডা পানীয় গ্রহণে প্রবল ইচ্ছা।মাংসে অরুচি ,প্রবল সঙ্গমেচ্ছা ইত্যাদি লক্ষণে উপযোগী।
কন্ডুরাঙ্গোঃ
মুখের কোণ ফাটিয়া যাওয়া,গলক্ষত এবং অসারে প্রস্রাব কিম্বা মুত্রস্বল্পতা,অক্ষুধা, বুক জ্বালা,বমি মলদ্বারও ফাটিয়া যায়।মুখের কোন বা মলদ্বার ফাটিয়া যাওয়া এবং আচিল বা অর্বুদ ইত্যাদি লক্ষণে উপযোগী।
বিউফোঃ
মৃগী চাপা পড়িয়া যক্ষা বা ক্যান্সার,বুদ্ধিবৃত্তির খর্বতা,হস্তমৈথুনের দুর্দমনীয় ইচ্ছা।জরায়ু বা স্তনে ক্যান্সার ইত্যাদি লক্ষণে উপযোগী।
ল্যাকেসিসঃ
অত্যন্ত বাচাল,কথা বলিয়া যেন আশা মিটে না,ক্রমাগত একটি প্রসঙ্গ হইতে অন্য প্রসঙ্গ উখাপন করিয়া বকিতে থাকে।বাম অঙ্গ আক্রান্ত হয়।কোমরে কাপড় আটিয়া পরিতে পারে না,আবৃত থাকিতে অস্বস্তিবোধ।নিদ্রায় বৃদ্ধি ইত্যাদি লক্ষণে উপযোগী।
ফসফরাসঃ
যে সকল রোগী বয়স অপেক্ষা অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়।একহারা চেহারা,বিদ্যৎ চমকাইতে থাকিলে বা বজ্রপাতের শব্দে অসুস্হ হইয়া পড়ে।সামান্য ক্ষত হইতে প্রচুর রক্তস্রাব।শীতল জলপানে উপশম বোধ কিন্তু পেটের মধ্যে তাহা গরম হইয়া উঠিলেই বমি।বাম পার্শ চাপিয়া শুইতে পারে না।প্রবল ক্ষুধা ও জ্বালাবোধ।অন্ধকার ভীতি ইত্যাদি লক্ষণে উপযোগী।
মেডোরিনামঃ
সর্বদা অত্যন্ত গরমবোধ,বরফ খাইবার ইচ্ছা।মন এত বিষন্ন যে,রোগের কথা বলিতে রোগী কাদিয়া ফেলে স্মৃতি শক্তির দুর্বলতা,অঙ্গ-প্রতঙ্গ ব্যাথা করিতে থাকে,পদতল জ্বালাযুক্ত ও স্পর্শকাতর ,বংশগত সাইকোসিসের পরিচয়।অন্ধকার ভীতি (কষ্টিকাম)।
কার্সিনোসিনঃক্যান্সার,দুর্গন্ধস্রাব,যন্ত্রণা,পেটের মধ্যে অতিরিক্ত বায়ু;আত্বহত্যার ইচ্ছা অত্যন্ত অবসন্নতা ইত্যাদি লক্ষণে উপযোগী।
অনিথোগেলাসঃ না
পাকস্থলীর ঘা বা ক্যান্সার,আত্নহত্যার ইচ্ছা।ক্যান্সারে ব্যবহার অনেকেরই মতে খুব সুফলপ্রদ।পাকাশয় হইতে মলদ্বার পর্যন্ত ইহার প্রভাব দেখা যায়।ব্যাথা,নরম খাদ্যে উপশম,রাত্রে বৃদ্ধি ইত্যাদি লক্ষণ সমষ্টিতে উপযোগী।
ব্যাডিয়াগাঃ
উপদংশজনিত বাগী।শিশুদের উপদংশ ,স্তনে ক্যান্সার,প্রদাহযুক্ত স্হান পাকিতে চাহে না,শক্ত হইয়া থাকে,দক্ষিণ পার্শ চাপিয়া শুইলে বুক ধড়ফড়ানি,অঙ্গ-প্রতঙ্গ ব্যাথা ,শীতকাতর ইত্যাদি লক্ষণে উপযোগী।
ল্যাপিস অ্যাল্বাঃ
ক্যান্সার এবং গলগন্ড দোষের একটি চমৎকার ঔষধ।ইহাতে ঋতু এত কষ্টদায়ক যে রোগিনীর মুর্ছা হইতে থাকে।যোনিদ্বারে নিদারুন চুলকানি।প্রবল ক্ষুধা-মিষ্টি খাইবার প্রবল ইচ্ছা।টিউমার জ্বালাকর ইত্যাদি লক্ষণে উপযোগী।
স্কিরিনামঃ
স্তনে ক্যান্সার বা টিউমার।কৃমির উৎপাদন হইবার প্রধান পরিচয়।নাভিমুলে শুন্যবোধ।গ্রন্হি বিবৃদ্ধি;হাতে পায়ে শীতুলী বা ভেরিকোজ ইত্যাদি লক্ষণে উপযোগী।
অ্যাসাফটিডাঃ
জরায়ুর ক্যান্সারে ইহাও খুব চমৎকার ঔষধ।রোগিনী মোটেই শীর্ণকায় নহে অথচ খুব দৃর্বল,একটু হিস্টিরিয়াগ্রস্ত এবং সিফিলিটিক। স্রাব,অত্যন্ত ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত।পেটের মধ্যে অতিরিক্ত বায়ু।রাত্রে বৃদ্ধি ইত্যাদি লক্ষণে উপযোগী।
থুজাঃ
নিদ্রাকালে ঘর্ম,পড়িয়া যাইবার স্বপ্ন বা মৃত ব্যক্তির স্বপ্ন,লবণ খাইবার ইচ্ছা,বর্ষায় বৃদ্ধি,অঙ্গ-প্রতঙ্গে আচিল।পেটের মধ্যে অতিরিক্ত বায়ু।অনিদ্রা,বন্ধমুল ভ্রান্ত ধারণা অমূলক চিন্তার রোগীর জন্য উপযোগী।
গ্রাফাইটিসঃ
স্হুুলকায়,কোষ্ঠবদ্ধ,ঋতুকষ্টের ইতিহাস।ভীরু কোন কার্য করিতে গেলে ভালমন্দ ঠিক করিয়া উঠিতে পারে না।ইতস্তবোধ করে,চোখের পাতা,মলদ্বার,ঠোট,আঙ্গুলের গলি ফাটিয়া যায়।চর্মরোগ হইতে গাঢ় হইতে চটচটে রস,সহবাসে অনিচ্ছা।পেটব্যাথা গরম দুধ খাইলে উপশম ইত্যাদি লক্ষণে উপযোগী।
এলুমিনাঃ
গ্ল্যান্ড বা গ্রন্হির বিবৃদ্ধি;মল ও মুত্র ত্যাগকালে যথেষ্ট বেগ দেওয়া সত্তেও তাহা কোনদিনই পরিস্কার ভাবে নির্গত হয় না।দক্ষিণ পার্শ চাপিয়া শুইলে হৃদস্পন্দন বৃদ্ধি পায়।ব্রক্ষ্ণতালুত জ্বালা।প্রাতঃকালে কাশি ;স্বরভঙ্গ।মলদ্বারে বা জরায়ুতে ক্যান্সার (নাইট্রিক এসিড )।
চিমাফিলা আম্বেঃ
স্ত্রী স্তনের উপর উহার ক্ষমতা অসাধারণ-স্তন অত্যন্ত বড় হইয়া যাওয়া,স্তনে টিউমার ,ক্যান্সার।পুরুষদের প্রস্টেট বৃদ্ধিজনিত মুত্রকষ্ট,কিডনি-প্রদাহ এবং যকৃতের দোষে শোথ।দুগ্ধের মত বা রক্ত প্রস্রাব;দ্বিধারে প্রস্রাব ইত্যাদি লক্ষণে উপযোগী।
কেন্ট রেপার্টরির সাহায্যে ক্যান্সারের একক ঔষধ নির্বাচনঃ
++ CANCEROUS affections : Acet-ac., alum., alumn., ambr., apis., ars-i., Ars., aster., aur-m., aur., bism-ox., Brom., bufo-r.,cadm., calc-s., calc., carb-ac., Carb-an., carb-s., carb-v., caust., cist., clem., Con., cupr., dulc., graph., hep., hydr., kali-ar., kali-bi., kali-s., kreos., lach., lap-a., Lyc., merc-i-f., merc., nat-m., Nit-ac., ph-ac., Phos., Phyt., sep., Sil., sul-ac., sulph., thu., zinc.
++ encephaloma : Acet-ac., ars-i., ars., calc., carb-ac., carb-an., caust., kali-i., kreos., lach., nit-ac., Phos., sil., sulph., thu.
++ epithelioma : Acet-ac., arg-m., arg-n., Ars-i., ars., aur., bell., brom., calc-p., calc., clem., Con., hydr., kali-s., kreos., Lyc., merc., phos., phyt., ran-b., sep., sil., sulph., thu.
++ fungus hæmatodes : Ant-t., Ars., bell., calc., Carb-an., carb-v., clem., kreos., Lach., lyc., merc., nat-m., nit-ac., Phos.,puls., sep., Sil., staph., sulph., Thu.
++ glands : Aur-m., Carb-an., Con.
++ lupus : Agar., alum., alumn., ant-c., arg-n., ars-i., Ars., aur-m., bar-c., calc., carb-ac., carb-s., carb-v., caust., cist., graph., hep., hydrc., kali-ar., kali-bi., kali-c., kali-chl., kali-s., kreos., lach., Lyc., nit-ac., phyt., psor., sep., sil., spong., staph., sulph., Thu.
++ in rings : Sep.
++ melanotic : Arg-n., card-m., lach., ph-ac.
++ noma : Alum., alumn., ars., calc., carb-v., con., elat., kali-p., merc., sil., sulph.
++ scirrhus : Alumn., arg-m., ars., aster., calc-s., Carb-an., carb-s., carb-v., Con., graph., hydr., lap-a., phos., phyt., sep., Sil., staph., sulph.
উপরে উল্লেখিত ঔষধ ছাড়াও অনেক ঔষধ রয়েছে।উপরে লিখিত ঔষধসমুহের উপর নির্ভর করে নিজে নিজে এই রোগের চিকিৎসা না করে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নিন।
আমার সমস্ত হোমিওপ্যাথিক লেখা একসাথে পড়ুন,আমার মোবাইল এপসে।।ফ্রী ডাউনলোড করুন।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
Nic article sir
উত্তরমুছুনGood site....
Upcoming SmartPhones Details