গর্ভস্রাবের প্রবনতা আরোগ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা। |
গর্ভবতী মহিলাদের প্রসব কালের পূর্বে বার বার গর্ভপাত হলে তাকে গর্ভস্রাবের প্রবনতা বলে।
গর্ভস্রাবের প্রবনতা আরোগ্য করিতে হইলে রোগিনীর ধাতুগত চিকিৎসা প্রয়োজন।আর এই চিকিৎসা শুরু করতে হবে গর্ভবতী হওয়ার পূর্বে। গর্ভবতী অবস্থায় ধাতুগত চিকিৎসা চলবে না। রোগিনীর সুনিশ্চিত গর্ভস্রাবের সম্ভাবনা আসিলে তখনকার বিকশিত লক্ষণ সাদৃশ্যে সঠিক ঔষধটি নির্বাচন করতে সক্ষম হলে সেবারের মত অবশ্য রক্ষা পায় কিন্তু তাতে গর্ভপাতের প্রবনতা দুর হয় না। তাই এই কার্যটি সমাধানের দুইটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
১) গর্ভস্রাবের ঔষধ প্রয়োগ করে গর্ভটি রক্ষা করা।
২) প্রসবের পর ঔষধ প্রয়োগ করে ধাতু গত চিকিৎসার মাধ্যমে গর্ভস্রাবের প্রবনতা দুর করা।
এই দুটি চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য লাভ সম্ভব।
গর্ভস্রাবের পূর্ব রুপঃ
গর্ভবতী সর্বপ্রথম হৃদস্পন্দন ও বমনেচ্ছা দেখা যায়, ক্রমান্বয়ে কোমর ও তলপেটে ব্যথা,শীতবোধ, সামান্য জ্বর, পিপাসা, আলস্য ভাব,হাত পা ঠান্ডা অনুভব হয়। এই অবস্থা দেখা দেয়ার দুই এক দিনের মধ্যে দেহে বিবর্ণতা, চোখের দৃষ্টি কমে যায়, মুখমণ্ডল বিবর্ণতা দেখা যায়। বিষন্নতা এবং ও নিম্নোদরে শুন্যতা ও প্রসবের বেদনা দেখা দিয়ে রক্তস্রাব হয়ে।এই শেষোক্ত অবস্থা আসার যত পূর্বে চিকিৎসা করা যায় ততই ভালো।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যথা গর্ভবতী গর্ভের সন্তানের মৃত্যু,গর্ভবতী মায়েদের নিচের পেট হঠাৎ শুকিয়ে যাওয়া, ঢিলা হয়ে যাওয়া, গর্ভবতী মায়েদের ৫ম মাসের পরে বাচ্চার নড়াচড়া বন্ধ ও হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।
অকালে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের কারণ সমূহ ঃ
গর্ভস্রাবের দোষগত করণ বুঝে ধাতুগত চিকিৎসা করতে হবে।মাতা ও পিতার শরীরের অথবা তাদের পূর্বপুরুষের সাইকোসিসের দোষ ও সিফিলিস দোষ দায়ী। এছাড়াও উত্তেজক কারণেও গর্ভস্রাব হয়।
চিকিৎসা ঃ
রোগিনীর গর্ভস্রাবের সময়কার যাবতীয় লক্ষণ সমষ্টি বিশ্লেষণ ও মানসিক অবস্থা এবং স্বামীর ও স্ত্রীর বংশে ইতিহাস সংগ্রহ করে ঔষধ নির্বাচন করতে হয়।সম্পূর্ণ স্হায়ী আরোগ্য না হওয়া পর্যন্ত রোগিনীর চিকিৎসা চালিয়ে যেতে হবে কেননা সম্পূর্ণ আরোগ্য লাভ না করেই গর্ভসঞ্চয় হলে সেটিও গর্ভস্রাবের সম্ভাবনা রয়েছে। স্বামীর দেহের শুক্রাণুর ত্রুটি দুর না হওয়া পর্যন্ত সঙ্গম বন্ধ রাখতে হবে। সম্পূর্ণ আরোগ্যের পূর্বাভাস হলো
ক) সম্পূর্ণ স্বাভাবিক ঋতুস্রাব।
খ) তলপেটে অবস্থিত জরায়ুর কোন অসুবিধা না থাকা। ঋতুস্রাব কালে স্ত্রী লোকের মানসিক বিশৃঙ্খলা,অবসাদ, অস্বাভাবিক রক্ত স্রাব হইলে বুঝতে হবে স্ত্রী লোকটি সুম্পূর্ণ সুস্থ নয়।
গর্ভস্রাবের প্রবনতা যুক্ত হোমিওপ্যাথিক ঔষধ সমুহের নাম ঃ
একো ওনাইট,এপিস,আর্ণিকা,বেলেডোনা,ক্যালকেরিয়া কার্ব, কলোফাইলাম,ক্যামোমিলা,সিমিসিফুগা,ক্রোকাস,ইগ্নেশিয়া, কেলি কার্ব,ক্রিয়োজোট,লাইকোপোডিয়াম,এসিড নাইট্রিক,নাক্স ভূমিকা,ওপিয়াম,প্লাটিনা,পালসেটিলা স্যাবাইনা,সিকেলি কর, সালফার,থুজা,ভাইবার্নাম অপুলাস ইত্যাদি।
উপরোক্ত সদৃশ ঔষধের নির্বাচন লক্ষণ মেটেরিয়া মেডিকা হতে সংগ্রহ করতে হবে।
বোরিক রেপার্টরির সাহায্যে গর্ভস্রাবের প্রবনতা আরোগ্যে সদৃশ ঔষধটি নির্বাচন ঃ
ABORTION -- Acon., Alet., Arn., Bell., Calc. fl., Caul., Cham., Cim., Cinnam., Cinch., Coff., Croc., Gossyp., Helon., Hyos., Ipec., Kali c., Millef., Nit. ac., Nux v., Op., Pinnus lamb., Pyr., Rhus t., Sab., Sec., Sep., Tanac., Thlaspi, Trill., Vib. op.
Debility [from] -- Alet., Caul., Chin. s., Cinch., Helon., Sec.
Fatty degeneration of placenta [from] -- Phos.
Fright, emotions [From] -- Acon., Cham., Cim., Op.
Mental depression, shock, watching, low fever [From] -- Bapt.
Ovarian disease [from] -- Apis.
Syphilitic taint [from] -- Aur., Kali iod., Merc. c.Traumatism [from] -- Arn., Cinnam.
Blood [with]
Fatty degeneration of placenta [from] -- Phos.
Fright, emotions [From] -- Acon., Cham., Cim., Op.
Mental depression, shock, watching, low fever [From] -- Bapt.
Ovarian disease [from] -- Apis.
Syphilitic taint [from] -- Aur., Kali iod., Merc. c.Traumatism [from] -- Arn., Cinnam.
Blood [with]
Dark, fluid; formication -- Sec.
Intermittent, pains spasmodic, excites suffocation, fainting; craves fresh air -- Puls.
Light, fluid; painless -- Millef.
Intermittent, pains spasmodic, excites suffocation, fainting; craves fresh air -- Puls.
Light, fluid; painless -- Millef.
Hæmorrhage persisting [with] -- Nit. ac., Thlaspi.
Pains [with]
Pains [with]
Frequent, labor-like; no discharge -- Sec.
From small of back
From small of back
Around to abdomen, ending in crampy, squeezing, bearing down, tearing down thighs -- Vib. op.
To pubes, worse from motion; blood partly clotted -- Sab.
To thighs; weak back; pains worse from motion; also subsequent debility and sweat -- Kali c.
To pubes, worse from motion; blood partly clotted -- Sab.
To thighs; weak back; pains worse from motion; also subsequent debility and sweat -- Kali c.
Flying across abdomen, doubling her up; chills; pricking in breasts; pains in loins -- Cim.
Irregular, feeble, tormenting; scanty flow, or long continued, passive oozing; backache, weakness, internal trembling -- Caul.
Irregular, feeble, tormenting; scanty flow, or long continued, passive oozing; backache, weakness, internal trembling -- Caul.
Retained secundines [with] -- Cinch., Pyr.
Septicemia [with] -- Pyr.
Sequelæ [with] -- Kali c., Sab., Sul.
Tendency to abort -- Alet., Apis, Aur., Bac., Calc. c., Caul., Cim., Helon., Kali c., Kali iod., Merc. c., Merc., Plumb., Puls., Sab., Sec., Sep., Sil., Sul., Syph., Vib. op., Vib. pr., Zinc. m.
Septicemia [with] -- Pyr.
Sequelæ [with] -- Kali c., Sab., Sul.
Tendency to abort -- Alet., Apis, Aur., Bac., Calc. c., Caul., Cim., Helon., Kali c., Kali iod., Merc. c., Merc., Plumb., Puls., Sab., Sec., Sep., Sil., Sul., Syph., Vib. op., Vib. pr., Zinc. m.
At second or third month -- Cim., Kali c., Sab., Sec., Vib. op.
Threatened--Acon.,Arn.,Bapt., Bell., Caul., Cham., Cim., Cinch., Coff., Croc., Eup. purp., Ferr. m., Helon., Millef., Plumb. m., Puls., Sab., Sec., Trill., Vib. op., Vib. pr.
কেন্ট রেপার্টরির সাহায্যে গর্ভস্রাবের প্রবনতা আরোগ্যে হোমিওপ্যাথিক সদৃশ ঔষধ নির্বাচন ঃ
ABORTION,
++fright,from : Acon., gels., ign., op.
আমার লেখা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক এপস স্টোর হতে ডাউনলোড করুন। নিয়মিত আপডেট নিন।
ডাঃ ইয়াকুব আলী সরকার
কেন্ট রেপার্টরির সাহায্যে গর্ভস্রাবের প্রবনতা আরোগ্যে হোমিওপ্যাথিক সদৃশ ঔষধ নির্বাচন ঃ
ABORTION,
++fright,from : Acon., gels., ign., op.
++ inertia of uterus : Act-r., alet., carb-v., caul., chin., ferr., helon., puls., sabin., sec., senec., ust.
++ injuries, after : Arn., rhus-t.
++ month, second : Apis., kali-c.
++ third : Act-r., apis., croc., eup-pur., merc., sabin., sec., thu., ust.
++ fifth to seventh : Sep.
++ last months : Op.
++ early months : Apis.
++ suppressed grief : Ign., nat-m.
++ tendency to : Act-r., alet., apis., arg-n., asar., aur.,bapt.,bufor.,calc.,carbv., caul., ferr., helon., hyos., kali-c., kreos., lyc., nux-m., Plb., puls., sabin., sep., sil., sulph., vib., zinc.
++ thunderstorm : Nat-c., rhod.
আমার লেখা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক এপস স্টোর হতে ডাউনলোড করুন। নিয়মিত আপডেট নিন।
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন