মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

গর্ভাবস্হায় অসাড়ে প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা।

গর্ভাবস্হায় অসাড়ে মুত্রপাতের হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

কোন কোন সময় গর্ভিনীর ভ্রুনের বৃদ্ধির সাথে মুত্রশয়ের উপর ভ্রুনের ও গর্ভাশয়ের চাপ পড়ে,যার ফরে মুত্রবেগ ধারন ক্ষমতা কমিয়া যায় এবং নিজের অজান্তেই প্রস্রাব হয়ে যায়।ইহাকে অসাড়ে প্রস্রাব বলে।
গর্ভাবস্হায় অসাড়ে প্রস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণসহ আলোচনা ঃ
***একোনাইট নেপিলাস ঃগর্ভাবস্হায় অসাড়ে প্রস্রাব হওয়া তৎসহ মানসিক উদ্বেগ,ভয়,অস্হিরতা,জ্বালা,পিপাসা,কোমরে বেদনা ইত্যাদি উপসর্গ থাকলে এবং বার বার মূত্রত্যাগের ইচ্ছা হইলে,অতিকষ্টে অল্প মূত্রত্যাগ হলে একোনাইট নেপিলাস উপযোগী।
***বেলেডোনা ঃসঙ্কোচক পেশির দুর্বলতার জন্য ক্ষীণ ধারায় ফোটা ফোটা প্রস্রাব হলে এবং বেলেডোনার নির্দেশক লক্ষণ  বিদ্যমান থাকলে বেলেডোনা উপযোগী।
***কষ্টিকাম ঃনিদ্রার প্রথম অবস্হায় অসাড়ে প্রস্রাব হয়।বার বার প্রস্রাব করিবার ইচ্ছা কিন্তু অল্প পরিমান প্রস্রাব হয়।কাশির সাতে প্রস্রাব হলে কষ্টিকাম উপযোগী।
***জেলসিমিয়াম ঃমুত্রাশয়ের মুখরোধক পেশিতে পক্ষাঘাতের কারণে অসাড়ে প্রস্রাব হয়,ফোটাফোটা প্রস্রাব হলে জেরসিমিয়াম উপযোগী।
***পাপলসেটিলা ঃরোগিনী ধীর,নম্র ও ক্রন্দনশীল প্রকৃতির।বার বার প্রস্রাবের ইচ্ছা ও অসাড়ে প্রস্রাব হয়।বিশেষ করে বসিয়া থাকিলে অথবা চলাফেরা করার সময় অসাড়ে প্রস্রাব হলে পালসেটিলা উপযোগী।
***সিপিয়া ঃরোগিনীর প্রথম ঘুমেই অসাড়ে প্রস্রাব হলে এবং প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ থাকরে সিপিয়া উপযোগী।
হোমিওপ্যাথিক নীতিতে রোগীর সার্বদৈহিক লক্ষন বিশ্লেষন করে উপযোগী ঔষধ নির্বাচন সহজ কাজ নয়।উপরোক্ত এই কয়টি ঔষধ ছাড়াও অনেক ঔষধ রয়েছে।এই লেখা পড়ে একা একা ঔষধ কিনে নিজে নিজে ডাক্তারী করবেন না।
আমার লেখা মোবাইল এপসটি ডাউনলোড করুন।নিয়মিত আপডেট নিন।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গঃরেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।



1 টি মন্তব্য: