Homeopathic drug selection guidelines based on thirst |
হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন একটি জটির বিষয়।রোগীর বৈশিষ্ট লক্ষন,চরিত্রগত লক্ষন,মানসিক লক্ষণ,রোগের কারণ,পরিপোশক কারণ,উত্তেজক কার,রোগের লক্ষনসমষ্টি ,পিপাসা,রোগের পার্শ্ব্ এমনকি রোগীর রোগ হ্রাস বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে ঔষধ নির্বাচন করতে হয়।
রোগীর পিপাসার ধরন বুঝে ঔষধ নির্বাচন গাইড
শীত দিয়া জ্বর আসিবার পুর্বে অর্থাৎ শীতের পুর্বে পিপাসাঃ-আর্সেনিক এলবাম,ক্যাপসিকাম,চায়না,হিপার,নাক্স-ভূমি,পালসেটিলা ইত্যাদি।
শীতের সহিত পিপাসাঃ-একোনাইট,এপিস,আর্নিকা,ব্রাইওনিয়া,ক্যালকেরিয়া কার্ব,ক্যাপসিকাম,কার্ব ভেজ,সিনা,কেলিকার্ব,ল্যাকেসিস,লিডাম,নেট্রামমিউর,ওপিয়াম,পাইরোজেন,রাসটক্স,সিকেল,সিপিয়া,সাইলিসিয়া,সালফার,টিউবারকুলিনাম,ভিরেট্রাম ইত্যাদি।
উত্তাপ অবস্হায় পিপাসাঃ-একোনাইট,এলোমিনা,এনাকার্ডিয়াম,আর্সেনিক,ব্রাইওনিয়া,বেলেডোনা,ক্যালকেরিয়া কার্ব,ক্যান্থারিস,ক্যাপসিকাম,সিড্রন,ক্যামোমিলা,চায়না,সিনা,ককুলাস,কফিয়া,কলোসিন্হ,কোনিয়াম,জেলসিমিয়াম,হিপারসালফ,ইপিকাক,ল্যাকেসিস,নেট্রামমিউর,নাক্সভুমি,ফসফরাস,পডোফাইলাম,সোরিনাম,পালসেটিলা,পাইরোজেন,রাস টক্স,সিকেল,সালফার,থুজা,টিউবারকুলিয়াম,ইত্যাদি।
গরোম অবস্হায় পিপাসাঃ-একোনাইট,আর্সেনিকএলবাম,ব্রাইওনিয়া,চায়না,চিনিসালফ,কফিয়া,আইওডিনাম,ইপিকাক,নেট্রামমিউর,রাসটক্স,সিপিয়া,থুজা,ভিরেট্রাম,ইত্যাদি।
সাধারণত তৃষ্ণাহীনঃইস্কুলাস,এনাকার্ডিয়াম,এমোনমিউর,এন্টিমক্রুড,এন্টিমটার্ট,এপিস,আর্জেন্টনাইট,
আর্সেনিকএলবম,অ্যাসাফিটিডা,বেলেডোনা,ফেরামফস,জেলসিমিয়াম,হেলেবোরাস,ইপিকাক,কেলিকার্ব,ওপিয়াম,পালসেটিলা,রাসটক্স,স্যাবাডিলা,সিপিয়া,স্ট্যাফিসেগ্রিয়া,ইত্যাদি।
কেহ আমার লেখা পড়ে একা একা ডাক্তারি করবেন না।এতে হিতে বিপরিত হতে পারে।একজন দক্ষ হোমিওপ্যাথিক রেজিষ্টার ডাক্তারের সাহায্য নিন।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া থানার পাশে,ঢাকা
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন