রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ইগ্নেসিয়া এমারার প্রয়োগক্ষেত্র ও বিশিষ্ট রক্ষণ

Homeopathic medicine Ignatia amara


ইগ্নেসিয়া এমারা 
সেন্ট ইগনেসিয়াস বিন হতে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে প্রস্তুত।
উপযোগীতা  
এই ঔষধটি মানসিক ও স্নায়বিক রোগীদের পক্ষে বিশেষ উপযোগী।সহজেই উত্তেজিত, অত্যনুভুতিযুক্ত উপযোগী।অত্যন্ত পরিবর্তনশীল মন। এইমাত্র আহলাদিতপরক্ষণেই মন খারাপ,কখনও কখনও ছেলেমানুষিক কাজ করে।মনের কষ্ট মনে চাপা রাখে, দীর্ঘনিশ্বাস ফেলে।একা নির্জনে থাকতা চায়, তামাকের গন্ধ সহ্য করেতে পারে না।ঠিক এক সময় জ্বরের আত্রমন, মাথা বেদনায় মনে হয় যেন মাথায় পেরেক ডুনানো হচ্ছে। প্রেমের নিরাশের কারণে রোগ,শিশুদের শাসন করিবার পর তড়কা। মানসিক অবস্হা পালসেটিলার বিপরিত আর ন্ট্রোম মিউর ক্রনিক অবস্হায় প্রয়োজন হয়।
ইগ্নেসিয়ার অদ্ভুত লক্ষণ 
ü  ১)ভরপুর আহারের পরেও পেট যেন খালি।
ü  ২)সঙ্গীতের শব্দে কাণের সোঁ সোঁ শব্দের অবসান হয়।
ü  ৩)কোন কিছু চিবালে দাতের ব্যাথা কমে।
ü  ৪)ভ্রমনে অর্শের বেদনার অবসান।
ü  ৫)ধ্বজ ভঙ্গ রোগীর সঙ্গমের ইচ্ছা প্রবল।
ü  ৬)জ্বরে শীতকর অবস্হায় জলপান করে কিন্তু উত্তাপে পীপাসাহীণ।
ü  ৭)কাশিলে কাশির আরও বৃদ্ধি।
ü  ৮)গঠনে পুরুম কিন্তু স্বভাবে স্ত্রী।

হিস্টিরিয়া
  বা মুর্ছা
যদি কোন ব্যার্থপ্রেম, অপমান ইত্যাদির কারণে হয় তবে ইগ্নেসিয়া উপযোগী।ফিটের সময় একবার হাসে একবার কাদে।পেশী স্পন্দন তাকে।বুক ধরফর করে।হঠাৎ চিৎকার করে পরেই শান্ত।শোক নিরবে সহ্য করে রোগ হয়।গ্লোবাল হিস্টিরিয়ায় যুবতি বাধক বেদনায় হিস্টিরিয়া ও অনিদ্রায় রোগী ফিট হওয়ার পুর্বে পেট হতে গোলার মত কি যেন গলা পর্যন্ত ঠেলে উঠে।পানিপানে নিচে নেমে আসে।

গলনালীর পীড়া
 
গলার মাঝে কি যেন আটকানো আছে,রোগী মনে করে গলায় মাছের কাটা আছে।ঢোক গেলায় কষ্ট হয়।তরল পানি পানে কষ্ট হয় কিন্তু শক্ত কিছু গিলিতে কষ্ট হয় না।

শোক জনিত রোগে
  
ইগ্নেসিয়া উপযোগী। একটু পরিশ্রমে ক্লান্ত, মাথা ভারি বোধ, দিন দিন ক্ষুধা কমিয়া যায়।

মলদ্বারের পীড়া ও প্রলাপস
 
বারবার মলত্যাগের ইচ্ছা, মলদ্বারা দিয়ে রেক্টাম বেরিয়ে আসে।কোথ দিয়ে মলত্যাগে ভয়। রেক্টাম বের হলে হাত দিয়ে উঠাইয়া দিতে হয়। মলত্যাগের পরেও অনেক সময় যন্ত্রনা বিদ্যমান থাকে।

মাথা ঘোরান
রোগী মনে করে তার মাথা ঝোলানো আছে।রাতে মাথা ঘোরানোর বৃদ্ধি এবং প্রস্রাবের বেগ।

মাথা যন্ত্রনা
 
মাথার পেছনে আঘাত পেয়ে মাথার যন্ত্রনা।রোগী মনে করে তাকে শুন্যে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।ভীষণ উদ্বিগ্ন,ভীত উচ্চ স্হান হতে পরে যাচ্ছে বলে চিৎকার করলে ইগ্নেশিয়া উপযোগী।

বৃদ্ধি
 
তামাক, কফি, তীব্র গন্ধ, মানসিক উদ্ধেগে, শোক,শীতে,নিদ্রা ভঙ্গে বৃদ্ধি।

উপসম
 
উত্তাপে, প্রবল চাপে, কঠিন দ্রব্য আহারে, চলিয়া বেড়ালে।

ডা. ইয়াকুব আলী সরকার
(ডি.এইচ.এম.এস-বি.এইচ.বি-ঢাকা)/এম.এস.এস(এন.ইউ)।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
ইভা হোমিও হল।
বাইপাইল, আশুলিয়া থানার পাশে, সাভার, ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮/ ০১৬৮৬৯৮১৪৪৫
ইমেইলঃ- yeakubtangail@gmail.com
আমার ফ্রি মোবাইল এপসটি ডাউনলোড করুন লিঙ্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন