মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

শিশুর মুখে জাড়ী ঘায়ের হোমিওপ্যাথিক চিকিৎসা


জাড়ী ঘা ঃ
শিশুর সাধারণত: ২/৩ মাস বয়সে মুখ ও গালের ভেতরে জিহ্বায় ও ওষ্ঠে স্হানে স্হানে লাল হইয়া তথায় ক্ষুদ্র ক্ষুদ্র সাদা ক্ষত হয়,স্তন পানে রোগ আরো জটিল হয়।সাধারনতঃ দরিদ্র শ্রেনীর শিশুদের ক্ষেত্রে বেশী হয়।পাকাশয়ের খাদ্য বস্তু অম্ল ও মায়ের দুধ খাওয়ার পরে মুখ অপরিস্কার থাকলে এই জাড়ী ঘায়ের সৃষ্টি হয়।মায়ের স্তন বৃন্ত ও ফিডার নিপল পরিস্কার রাখলে এই জাড়ী ঘা হতে মুক্ত থাকা সম্ভব।অনেক সময় পেটের পীড়ায় ভোগার কারণে জাড়ী ঘা হয়ে থাকে।
শিশুদের প্রত্যেকবার দুধ দেয়া পর মুখ পরিস্কার করিয়া দিলে এইরুপ ক্ষত হওয়ার সম্ভাবনা কমে যায়।

শিশুদের মুখে জাড়ী ঘায়ের হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণসহ আলোচনা ঃ

ইথুজা ঃমুখে জাড়ী ঘায়ের জন্য অত্যন্ত কষ্ট পায়।মুখের মধ্যে শুষ্ক অথবা প্রচুর লালাস্রাব।শিশু স্তণ পান করা মাত্র চাপচাপ বমি।মাঝে মাঝে শিশুর কোষ্ঠবদ্ধ বা উদরাময়,পেটের বেদনায় ক্রন্দন করে।

আর্সেনিক এলবম ঃশিশুর মুখ বেগুনি ও নীলঅভ,মুখ হইতে প্রচুর লালাস্রাব হয়,শিশু অত্যন্ত অবসন্নতা,অস্হিরতা ও ইদ্যেগ দেখা যায়।

বোরাক্স ঃমুখের জাড়ী ঘায়ের শ্রেষ্ঠ ঔষধ।অত্যন্ত বেদনার জন্য শিশু কিছুই পান করতে পারে না।শিশু স্তন্য পান করতে বারবার ছাড়িয়া দেয়।কাদিতে থাকে।মুখের মধ্যে উত্তপ্ত, মুখে শুষ্ক,কুঞ্চিত দেখায়।শিশু নিম্ন গতিতে ভয়,দোল খাইতে ভয় পায়।ভয়ে মাকে জড়াইয়া ধরে এই শিশুদের জন্য উপযোগী।

ব্রাইয়োনিয়া এলবম ঃশিশুর মুখ শুষ্ক পানি পিপাসা,ঠোট শুষ্ক ফাটা ফাটা।শিশু স্তনে মুখে দিতে চায়না কিন্তু মুখ এবার ভিজে গেলে ভালভাবে দুধপান করে।

ক্যালকেরিয়া কার্ব ঃ মোটা থলথলে শিশু স্কুফুলা ধাতুগ্রস্হ শিশুর মুখের ঘায়ে উপযোগী।শিশুর মাথা ঘামে ও ঘামে টকগন্ধ থাকে,উদরাময় অম্লগন্ধ শিশুর মুখে গা হলে উপযোগী।

কার্বোভেজ ঃমুখের মধ্যে উত্তপ্ত,শিশুর জিহ্বা নড়াচড়া করতে কষ্ট।মুখ হতে রক্ত মিশ্রিত লালাস্রাব থাকলে উপযোগী।

ক্যামোমিলা ঃঅত্যন্ত খিটখিটে শিশু,কেবল কান্না করেকোলে চড়িয়া বেড়াতে চায়।সবসময় বিভিন্ন কিছু বায়না ধরে পাওয়ামাত্র ছুড়িয়া ফেলে এই শিশুর মুখের ঘায়ে উপযোগী।

মার্কসল ঃশিশুর মুখ ও জিহ্বা স্ফীত ও প্রদাহিত,রক্ত মিশ্রিত লালাস্রাব,মাঢ়ীতে ঘাচোয়ালের নিচে ফোলা,কুন্থন সহ মলত্যাগের শিশুর জন্য উপযোগী।

এসিড নাইট্রিক ঃমুখে দুর্গন্ধ যুক্ত হলুদাভ ক্ষত,ঠোটের উপর ফুস্কুড়ি,চিবুক গলা হাজিয়া গেলে উপযোগী।

ফাইটোলক্কা ঃমুখের মধ্যে ডান পাশে ক্ষত,প্রচুর লালাস্রাবসহ জ্বালা ভাব থাকলে উপযোগী।

সিকেলি কর ঃক্ষত কাল বর্ণ,পচিতে শুরু করিলে মুখের মধ্যে জ্বালাপ্রবল পিপাসা,মাঢ়ী হতে রক্ত ঝড়ে,তাপ সহ্য না হলে সিকেলি কর উপযোগী।

ষ্ট্যাফিসেগ্রিয়া ঃমাঢ়ী স্পন্জের মত ক্ষত রক্ত ঝড়ে,মুখে ও জিহ্বায় ফুস্কুড়ি,গ্রীবাগ্রন্হি ফোলা,মুখে দর্গ্ধযুক্ত হলে উপযোগী।

এসিড সালফিউরিক ঃশিশু কলেরা,ম্যারাসমাস অত্যন্ত দুর্বল,গালের মধ্যে মাঢ়ীতে হলুদাভ ক্ষত,অত্যন্ত বেদনা যুক্তঅম্লগন্ধ যুক্ত বমি,ধোয়ার পরেও শিশওর গা অম্লগন্ধ যুক্ত থাকে।

সালফার ঃশিশুর গাগে অম্লগন্ধ,পরিস্কার করার পরেও দুর্গন্ধ থাকে।শিশুর গাঢ় নিদ্রা হয় না,বার বার জেগে উঠে।মাঢ়ী হতে রক্ত পড়ে।রক্ত মিশ্রিত মল,মলদ্বার হাজিয়া যায়।চর্মরোগ গ্রস্হ শিশুর মুখে ঘা সুনির্বাচিত ঔষধ ব্যার্থ হলে সালঢার উপযোগী।

 শিশুর মুখে জাড়ী ঘা চিকিৎসায় ব্যবহৃত উল্লেখিত ঔষধ সমমুহ বাছাই করা একটি সহজ কাজ নয়।আমার লেখা নবিন ডাক্তারদের উদ্দেশ্যে লেখা।কেহ একাকি ডাক্তারি না করে দক্ষ ডাক্তারের সাহায্য নিন।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন। লিঙ্ক ঃ

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃইয়াকুব সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন