মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

পেটের বেদনার হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment of abdominal pain


পেটের বেদনার রোগ বিবরণঃ
কোষ্ঠবদ্ধ অজীর্ণ আহার,কৃমি,ভেজাল খাদ্য দ্রব্য আহার,দূষিত জলপান,অখাদ্য,কুখাদ্য,পচা মাছ,মাংস উওপ্ত শরীরের বা অত্যাদিক ঠান্ডা জলপান করা পেটে মল জমা বিষাক্ত পদার্থ উদরস্হ হওয়া,ঠান্ডা লাগা ইত্যাদি কারণে পেট বেদনা হইতে পারে।

পেটে ব্যথা হওয়ার কারণসমুহঃঅ্যাসিডিটি হজমে সমস্যা,ফুড পয়েজনিং বা খাদ্যে বিষক্রিয়া,পাকস্থলীর ইনফেকশন,মাসিকের ব্যথা,খাবারে অ্যালার্জি,এপেন্ডিসাইটিস,ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির ইনফেকশন গ্যাসের সমস্যা,কিডনিতে পাথর,হার্নিয়া ইত্যাদি।

পেটের বেদনায হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত সদৃশ ঔষধের বর্ণনা ঃ

একোনাইট ন্যাপঃপেটের বেদনার প্রারম্ভে অম্লশুল,পিত্তশুল বা যে কোন পেটের ব্যথায় অস্হিরতা ছটফটানি মৃত্যু ভয় ব্যাকুল ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।
কলোসিন্হঃপেটে অসহ্য ব্যথা,জেরে চাপিয়া ধরিলে কুজো হইয়া বসিলে পেটের নিচে বালিশ দিয়া উপর হইয়া চাপিয়া শুইলে বেদনা উপশম অর্থাৎ চাপে উপশম হইলে কলোসিন্হ অব্যর্থ।
কলোসিন্থের রোগী বেদনায় পা গুটাইয়া দ্বিভাজ হয়ে যায়,পেট চেপে ধরিলে আরাম পায়।
এসিড সালফঃঅম্লশুল বেদনা ধীরে ধীরে বাড়ে,কিছুক্ষণ বেদণা করার পর হঠাৎ বেদনা ছাড়িয়া যায়।বুক গলা জলে,টক ঢেকুর উঠে,দাত টক হইয়া যায়।বেদনা ধীরে ধীরে বাড়ে হঠাৎ কমিয়া যায়।
রোবিনিয়াঃঅম্লশুল বেদনায় এই ঔষধ সেবন করিলে বেদনা দ্রুত আরোগ্য হয়।মুখে টক জল উঠে,টক বমি,দাত টক হইয়া যায়।পেট জ্বলে,পেটে কামড়ানি খামছানি বেদনা প্রায়ই আহারের পর বৃদ্ধি পায়।
এনাকার্ডিয়ামঃক্ষুধা অসহ্য,ক্ষুধা পাইলে পেট বেদনা দেখা দেয়।কিছু আহার করিলে বেদনার উপশম।স্মৃতি শক্তিহীন উদ্বিগ্ন রোগীতে ইহা অধিক উপযোগী।এনাকার্ডিয়াম আহারে উপশম ইহার সার্বদৈহিক। সুতরাং সর্বপ্রকার রোগ লক্ষণেই বিকাশমান থাকে।পেট্রোলিয়ামের ন্যায় উদর সংক্রান্ত লক্ষণেই সীমাবদ্ধ নয়। তাহা ছাড়া পেট্রোলিয়ামের ন্যায় চর্মপীড়া ও বিবমিষা বা বমনের ভাব ইহাতে নাই এবং যতক্ষণ পর্যন্ত খাদ্যবস্তুসমূহ হজম হইয়া না যায়, ততক্ষণ পর্যন্ত সে ভালোই বোধ করে।পরিপাক কার্যটি শেষ হইলেই পুনরায় বেদনার আবির্ভাব হয়।
পেট্রোলিয়মঃপেট খালি হইলেই পেট ব্যাথা আরাম্ভ হয়।সেই ব্যথা বুক পর্যন্ত ছড়াইয়া পড়ে।কিছু আহার করিলে বেদনার উপশম,মুখে জল উঠে।পেট্রোলিয়ামের রোগী উদরে শূন্যতাবোধ জনিত ক্ষুধার তাড়নায় বারবার আহার করিতে বাধ্য হয় কিন্তু আহারের পর বিবমিষাটি ও বমনটি অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং শেষ খাদ্যবস্তুটুকু নিঃশেষে বহির্গত না হওয়া পর্যন্ত চলিতে থাকে। কিন্তু তাহার পর পুনরায় ঐ একই প্রকার ক্ষুধাজ্ঞাপক শূন্যতার আবির্ভাব হয়, সুতরাং বারবার না খাইয়াও ইহার রোগী স্বস্তি পায় না। পেটটি খালি হইলেই বিপদ, কেননা শূন্য উদরে বেদনাটি নিশ্চিতভাবেই বৃদ্ধি পায়।
চেলিডোনিয়ামঃ পেট্রোলিয়ামের ন্যায় সব সময়েই যে কোনও প্রকার খাদ্যবস্তু গ্রহণে উপশম বোধ করে, কিন্তু চেলিডোলিয়ামের উপশমটি শুধু গরম খাদ্য ও পানীয়ের উপরই নির্ভরশীল। অবশ্য আহারের পর উভয় ঔষধেই বিবমিষা বোধ লক্ষিত হয়, তবে পেট্রোলিয়ামের কোনও সময়েই খাদ্যবস্তুসমূহ পেটে থাকে না, বমি আকারে বাহির হউয়া যায়। আর চেলিডোলিয়াম কেবলমাত্র ফুটন্ত গরম খাদ্যবস্তুই পাকস্থলীতে ধারণ করিতে সক্ষম।  উপরন্তু পেট্রোলিয়ামের আক্রমনের লক্ষ্যস্থল পাকস্থলীর ঝিল্লিসমূহ আর চেলিডোলিয়াম যকৃত কেন্দ্র করিয়া।পেট্রোলিয়ামের শেষ পরিণতি পাকস্থলীর স্ফীতি, আর চেলিডোলিয়ামের শেষ লক্ষ্য ন্যাবা ( জন্ডিস ) উৎপাদন।
গ্রাফাইটিসঃউহার উদরশূলটি আহারে, বিশেষ করিয়া গরম দুগ্ধ পানে উপশম আসে, এই উপশমটি আবার অল্পক্ষণ স্থায়ী হয়।
ফসফরাসঃ  ইহার শুন্যতা ও মোচড়ানিযুক্ত উদরশূলটি আহারে উপশমিত হয় বটে, কিন্তু খাদ্যবস্তুসমূহ শক্ত হওয়া চাই। তরল খাদ্যবস্তু বিশেষ করিয়া ঠান্ডা পানীয় যাহা ইহার প্রিয় খাদ্য, তাহাও উদরে গিয়া গরম হওয়া মাত্রই বিবমিষার সূচনা হয় এবং কার্যত বমিও হইয়া যায়। ইহা একটি টিউবারকুলার ঔষধ। ইহার শেষ লক্ষ্য ক্ষত উৎপাদন।
সিপিয়াঃ শূন্যতাবোধ সিপিয়ার চরিত্রগত লক্ষণ কিন্তু ঐ বোধটি তাহার সাধারণ অনুভূতিমাত্র, সেজন্য উহা আহারে ক্কচিৎ উপশমিত হয়, অথচ খাদ্য গ্রহণ না করিয়া সে থাকিতে পারে না। সিপিয়ার কোষ্ঠবদ্ধতা এবং পেট্রোলিয়ামের উদরাময় লক্ষণ দ্বারাই উহাদের ভিন্নতা নিরূপণ সহজতর।
চেলিডোনিয়মঃজিহ্বা ময়লাযুক্ত,মুখে তিক্ত স্বাদ,ডান কাধের নীচে বেদনা ক্ষুধা পাইলে পেট বেদনা বৃদ্ধি আহার করিলে সেই বেদনা নিবৃতি।গরম পানিয় বা গরম খাদ্যে আকাঙ্খা ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।
এবিস নায়াগ্রাঃআহারের পরেই পেট বেদনা,খাদ্য দ্রব্য পরিপাক হইয়া ক্ষুধা পাইলে সেই বেদনায় উপশম।ভুক্ত দ্রব্য পেটে গোলার মত হইয়া উঠে।কোষ্ঠবদ্ধ আহারের পর পেট বেদনা ইহার বিশেষ লক্ষণ।
নাক্স ভূমিকাঃআহারের দুই এক ঘন্টা পর পেটে বেদনা ঘন ঘন পায়খানার বেগ,মাঝে মাঝে নিস্ফল পায়খানা।কামড়ানি খামচানি বেদনায় রোগিকে অস্হির করিয়া ফেলে।পেটের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় আঙ্গৃুল দিয়া বমি করে প্রভৃতি লক্ষনে ইহা উপকারী।
ডায়োস্কোরিয়াঃ উদরশূল বেদনা,প্রায়ই তলপেট হইতে আরম্ভ হয়।দেহের নানা স্থানে সঞ্চালিত হয়,বেদনা পিছন দিকে বাকিলে বা হেলান দিলে, সটান হইয়া  শুইলে,সোজা হইয়া দাঁড়াইলে বেদনার উপশম।
ভেরেট্রম এলবমঃভেরেট্রামের রোগী উদরাময়ের সাথে কপালে ঠান্ডা ঘাম ও পেটে বেদনা করে।রোগী প্রচুর পরিমানে ভেদবমি হয়,পেটে অসহ্য বেদনা থাকে,কখনও বেদনা থাকে না।রোগী অত্যন্ত দুর্বল,নিশ্বাস পর্যন্ত ঠান্ডা হয়ে থাকে।
ক্যামোমিলাঃ পেটে বায়ু জমে পেট ফুলে।ছটফট করে কাঁদে,পেটের যন্ত্রনায় অস্থির হইয়া পড়ে ইত্যাদি লক্ষনে শিশুদের পেট বেদনায় ইহা অব্যার্থ মহৌষধ।
প্লাম্বম মেটঃ নাভির পার্শ্বে ভয়ানক কামড়ানি,খামছানি বেদনা অত্যন্ত কোষ্টবদ্ধ ছোট গোল বলের মত মল নির্গত হয়।বেদনার সময় পেট ভিতরে ঢুকিয়া যায় বেদনা করে সেই রোগীর জন্য প্লাম্বম উপযোগীূ
পেটের ববেদনার সদৃশ ঔষধ নির্বাচন(বোরিকস রোপর্টরি)

PAIN (gastrodynia)


Type
Aching -- Æsc., Anac., Hydr., Ruta.
Burning, as from ulcer (See Sensations.) -- Acet. ac., Agar. emet., Arg. n., Arn., Ars., Asaf., Bism., Cadm. br., Canth., Carbo v.Chin. ars., Colch., Condur., Con., Daruta, Formica, Graph., Iod., Iris, Kali iod., Laburn., Lact. ac., Lapis alb., Mancin., Nat. m., Nux v.Ox. ac.Phos., Robin., Sep., Sul., Uran.
Crampy, contractive, colicky, drawing (See Sensations.) -- Abies n., Act. sp., Agar. ph.Arg. n., Bapt., Bell.Bism., But. ac., Cact., Calc. c., Calc. iod., Carbo v.Cham., Cocaine, Cocc.Col., Con., Cupr. m., Datura, Granat., Graph.Ign., Ipec., Jatropha, Kali c., Lob. infl., Mag. p.Nux v., Petrol., Phos., Plat., Ptel., Sep., Ver. v.
Cutting, lancinating, stitching, spasmodic, Paroxysmal, darting, tearing, shooting -- Acon., Act. sp., Arg. n.,Atrop.Bell., Bism., Bry., Carbo v., Card. m., Caust., Chin. ars.Col., Con., CupressusCupr. ac., Cupr. m., Diosc., Hydr., Ign., Iris, Kali c., Mag. p.Nux v., Ox. ac., Ratanh., Sep., Sul., Thall.
Epigastric (pit of stomach) -- Abies c.Abies n., Act. sp., Æsc., Aloe, Am. m., Anac., Arg. n., Arn., Ars., Bar. m., Bell., Bism., Bry., Calc. c., Calc. iod., Calc. ac., Carbo v., Cina, Col., Cupr., Diosc., Graph., Hydr., Jatropha, Kali bich., Kali c., Kal., Lob. infl., Lyc., Nat. m., Nux v., Ox. ac., Paraf., Phos.Sep., Sang., Ver. a.
Gnawing, hungry-like (See Sensations.) -- Abies c., Abrot., Æsc., Agar., Am. m., Anac.Arg. n., Asar., Cina, Ign., Iod., Lach., Phos., Puls., Ruta, Sep., Uran.
Neuralgic (gastralgia) -- Abies n., Acet. ac., Æsc., Alum., Anac., Arg. n.Ars.Atrop.Bell.Bism.Bry.Carbo v., Chel., Cham.Chin. ars., Cina, Cocc., Cod., Colch., Col., Condur., Cupr. ars., Dig., Diosc., Ferr. m., Gels., Glon., Graph.Hydroc. ac., Ign., Ipec., Kali c., Lob. infl., Mag. p., Menthol, Niccol., Nux m., Nux v.Ox. ac., Petrol., Plumb., Ptel., Puls., Quass., Rham. c., Ruta, Spig., Stann., Strych., Sul. ac., Tab., Ver. a., Zinc.
Concomitants
Anemia [with]
 -- Ferr., Glon., Graph.
Backache, anxiety, despondency, sallow face [with] -- Nit. ac.
Chronic gastritis [with] -- Alum., Atrop., Bism., Lyc.
Chronic ulcer [with] -- Arg. n.
Constipation [with] -- Bry., Graph., Nux v., Physost., Plumb.Extension
To sides, then to back [with] -- Cochlear.
To shoulders -- Niccol.
Gout -- Colch, Urt.
Hysteria -- Asaf., Ign., Plat.
Lactation -- Carbo v., Cinch.
Menses -- Arg. n., Cocc.
Nervous depression -- Arg. n., Gaulth., Nux v.Pain in throat and spine alternately -- Paraf.
Pregnancy -- Petrol.
Recurrence -- Graph.
Uterine disorder -- Bor.
Sickening pain -- Ostrya.
MODALITIES
Aggravation
Night, At -- Anac, Arg. n., Ars., Cham., Cocc., Ign., Kali bich.
Beer [from] -- Bapt., Kali bich.Bending forward [from] -- Kal.
Coffee [from] -- Canth., Cham., Nux v., Ox. ac.
Empty stomach [from] -- Anac., Cina, Hydroc. ac., Petrol.Food [from] -- Arg. n., Bell., Bry., Ign., Kali bich., Nux v.
Warm -- Bar. c.
Jar -- Aloe, Bell., Bry.
Nursing -- Æth.
Pressure -- Arg. n., Calc. c., Cochlear., Ign.
Touch -- Bell., Ign., Nux v., Ox. ac.Walking, descending stairs -- Bry.
Water, cold -- Calc. c.
Worms -- Cina, Granat.
AMELIORATION
Bending backward, standing erect [from] -- Bell., Diosc.Drinks [from]
Cold -- Bism.
Warm -- Graph., Ver. v.
Eating [from] -- Anac., Brom., Calc. p., Chel., Graph., Hep., Homar., Hydroc. ac., Ign., Iod., Kreos., Lach., Nat. m., Petrol., Puls., Sep.
Ice cream [from] -- Phos.
Pressure [from] -- Bry., Fluor ac., Plumb.Sitting erect [from] -- Kal.
Vomiting [from] -- Hyos., Plumb. m.

পেটের বেদনায় ব্যবহৃত বাইয়োকেমিক ঔষধসমুহের বর্ণনা ঃ

ম্যাগনেশিয়া ফসঃ সকল প্রকার পেট বেদনায় ম্যাগ্নেশিয়া ফস একটি উত্তম কার্য্করী ঔষধ।

নেট্রাম ফসঃ কৃমি জনিত পেট বেদনা ,টক ঢেকুর উঠে,মলে টক গন্ধ নেট্রাম ফস উপকারী।অতিরিক্ত পেট বেদনায় ম্যাগ্নেশিয়া ফস এর সঙ্গে পর্যায়ক্রমে সেবনে খুব শীঘ্রই পেট বেদনায় ্উপশম হয়।

নেট্রাম সালফঃ পেটে শুল বেদনা,মুখে তিক্ত স্বাদ,জিহ্বা হরিদ্রা বর্নের ময়লায় আবৃত, পিত্ত বমন বা পিত্ত দাস্ত হইলে সর্ব প্রকার শূল বেদনায় ইহা উপকারে আসে।

পেটে ব্যথা হলে তাৎক্ষনিক করণীয় ঃ
**লেবুর সরবত ঃলেবুর সরবত খুব সহজেই সাধারণ পেটে ব্যথার সমস্যা দূর করতে পারে।১ গ্লাস পানিতে পুরো লেবু চিপে নিয়ে ১ চা চামচ মধু মিশিয়ে পান করে নিন।অথবা লেবু চায়ের সাথে সামান্য মধু মিশিয়েও পান করতে পারেন।দেখবেন ব্যথা দূর হয়ে যাবে।
**আদা চা ঃআদা চা সাধারণ পেটে ব্যথার সমস্যা খুব দ্রুত নিরাময় করতে পারে।আদা খাবার হজমে সহায়তা করে এতে করে হজম সংক্রান্ত ব্যথা দূর করতে এর জুড়ি নেই।২ কাপ পানিতে আদা কুচি দিয়ে জ্বাল করে ১ কাপ হলে নামিয়ে মধু মিশিয়ে পান করে নিন।চাইলে শুধু আদা কাঁচা চিবিয়ে খেতে পারেন অথবা শুধু আদার রস বের করে পান করতে পারেন।
**পুদনা চা ঃপুদিনা চায়ের রয়েছে পেট ঠাণ্ডা রাখার অসাধারণ ক্ষমতা।২ কাপ পানিতে ১ মুঠো পুদিনা পাতা ছেঁচে জ্বাল দিয়ে ১ কাপ হলে নামিয়ে মধু মিশিয়ে পান করে নিন।চাইলে শুধু পুদিন ছেঁচে রস বের করে মধু মিশিয়ে পান করতে পারেন।দ্রুত ফলাফল পাবেন।
**বেকিং সোডাঃপেটে ব্যথা নিরাময়ের আরেকটি সহজ উপায় হচ্ছে বেকিং সোডা।
এটি পাকস্থলীর অ্যাসিডের তারতম্য সঠিক করে এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় খুব দ্রুত।১ কাপ কুসুম গরম পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন পেট বেদনা উপশম হবে।

 আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন