শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

গর্ভাবস্হায় বমি ও বমি বমি ভাবের হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment of vomiting and nausea during pregnancy


গর্ভাবস্হায় বমি ও বমিবমি ভাবের রোগ বিবরণঃ

গর্ভ সঞ্চারের দেড়,দুই বা তিন মাস হইতে সচারাচার এই পীড়া আরম্ভ হইয়া চার পাচ মাস পর্যন্ত থাকে।ইহাতে গা বমি,খাদ্য দ্রব্য বমন,মুখ দিয়া জল উঠা,প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

গর্ভাবস্হায় বমির হোমিওপ্যাথিক ঔষধসমুহের বর্ণনাঃ 

ইপিকাকঃ-বমির প্রধান ঔষধ ইপিকাক।বমির কথা শুনিলেই এই ঔষধটির কথা মনে পড়ে।যাহা আহার করে তাহাই বমি করিয়া ফেলে।সর্বদাই গা বমি বমি ভাব।জিহ্বা পরিস্কার গর্ভীনীদের উপরোল্লিখিত লক্ষণে ইপিকাক উপকারী।বমির চেয়ে বমি ভাবই বেশী লক্ষণে ইপিকাক প্রয়োজনীয় ঔষধ।

ম্যাগনেশিয়া কার্বঃ-গর্ভিনীদের বমি বমি ভাব ও টক বমি হইলে,ম্যাগনেশিয়া কার্ব অব্যর্থ।

সিম্ফোরিকার্পস রেসিমোসাঃ-মুখে লালা উঠে,থুথু ফেলে,ক্রমাগত বমির ভাব,মাঝে মাঝে বমি।সমস্হ খাদ্যে অরুচি।

পেট্রোলিয়মঃ-গর্ভবতী স্ত্রীলোকদের বমি বমি ভাব,মাঝে মাঝে বমি,মুখে লালা উঠে,সকাল হইতে সন্ধা পর্যন্ত এইভাবে চলিতে থাকে।

ক্রিয়োজোটঃ-গর্ভিনীদের বমির একটি উত্তম ঔষধ।আহারের বহুক্ষণ পরে খাদ্য দ্রব্য হজম না হইয়া বমি হইয়া যায়।মুখ থেকে প্রচুর লালা পড়ে।

কলচিকামঃ-সকল প্রকার খাদ্যের প্রতি অভক্তি।খাদ্য দ্রব্য দেখিলে বা তার গন্ধ নাকে আসিলে বমি করিয়া ফেলে।

কুপ্রাম সালফঃ-ধাতুগত লক্ষণ না মিলিলে কোন ঔষধই স্হায়ী উপকার হয় না।গর্ভবস্হায় অন্যান্য ঔষধ সেবন করিয়া ভাল ফল না হইলে কুপ্রাম সালফ উপকারী।

সোরিয়ম অক্সালেটঃগর্ভিনীদের বমি নিবারণের একটি উত্তম ঔষধ।সকল প্রকার বমি বা বমি বমি ভাবে ইহা প্রযোজ্য।

থাইরোডিনামঃ-গর্ভিনীদের বমিতে বিশেষ কোন লক্ষণ না পাইলে বা অন্য ঔষধে ভাল ফল না হইলে এই ঔষধ উপকার করে।

এসারামঃ-গর্ভাবস্হার প্রথম দিকে কিছুই খাইতে পারে না,যাহা খায় তাহাই বমি করিয়া ফেলে।এসারাম তাহার চমৎকার ঔষধ।

ল্যাক ডিফ্লোরঃ-কোষ্ঠবদ্ধ গর্ভিনীদের বমিতে ইহা অমোঘ।

সোরিনামঃ-গর্ভবতীর বমি যখন কোন ঔষধ ব্যবহার করিয়া কমিয়াও আবার বাড়ে।তখন সোরিনামই উপযুক্ত ঔষধ।

কেন্ট রেপার্টরির সাহায্যে গর্ভাবস্হায় বমির ঔষধ নির্বাচনঃ
NAUSEA(pregnancy, during} :
 Acon., Act-r., ail., alet., anac., ant-c.ant-t.ars.Asar.bry.carb-ac., carb-an.cast., cod., colch.con.cupr-ar.ferr-ar., ferr-p., ferr., hell.ip.iris.jatr.kali-ar., kali-bi., kali-c.kali-p., Kreos.lac-c.lac-d.lach.Lact-ac., laur., lil-t.lob., lyc.mag-c.mag-m.merc-i-f.nat-m.nux-m.Nux-v.ox-ac.petr.phos.plat., plb., podo.psor.puls.Sep.sil.staph., sul-ac.sulph., sym-r.Tab., tarent., verat.
++ pressure on painful spot from : Nat-m.



++ abdomen, on : Asar., lac-c., tub.
++ stomach, on : Ant-t., bar-c., eupho., gamb., grat., hell., hyos., kali-c., phys., ptel., sars., sulph.
++ throat, on : Lach.

++ prolonged : Bar-c.
++ putting hands in warm water : Phos.
++ raising head from pillow : Ars.bry.colch., nux-m.stram.
++ reading, while : Arg-m.arn., con., glon., jab., lyc., ph-ac., plan., sep.
--- rich food (See Food)
++ riding in a carriage or on the cars, while : Bor., calc-p.calc.Cocc.cycl.hep.iris.lyc.mag-c.naja., nux-m.nux-v.Petr., sel., Sep., sulph., tab., ther.zinc.



++ before breakfast : Hura.
++ amel. : Nit-ac.

++ rinsing the mouth, on : Bry., sep.sul-ac.
++ rising, on : Acon., arg-n., arn.asar., bry., carb-an., chel., cocc.coloc., cor-r., ferr., glon., ind., nat-s., nit-ac., olnd., phos., plat., senec., verat.zing.



++ up in bed : Ars.asar., Bry.Cocc.colch.cor-r., nux-m.phos., plat., sulph.
++ after : Graph., zinc.
++ amel. : Sabin.

++ salivation, with : Crot-t., ip., Lob.nux-v.petr.puls., sang.
++ salt, on thinking of : Nat-m.
++ seasickness : Carb-ac.Cocc., colch., Con.glon.hyos., kali-bi.kreos.lact-ac., nat-m., Nux-v.Petr.sep.staph.,Tab., ther.
++ sewing, from : Lac-d., sep.
++ shuddering, when : Hyper., mez., nat-m., stann., zinc.
++ sitting down, when : Calc-ars.



++ while : Acon., alum., ars., bry., calc-ars., carb-an., cor-r., hep., mag-c., phos., rhus-t., rob., tarax.
++ bent over amel. : Zinc.
++ up in bed : Bry.Cocc., cor-r., sulph., zinc.

++ sleep, before : Apoc., bry., nat-m., sol-n.



++ during : Arg-m., ferr-p., puls., seneg.
++ after : Alum., apoc., arund., asar., bor., caust., cupr-ar., cupr., dig., ham., lach.lob.mur-ac., op., Scil., spong., sulph., tarent., thu., Verat., zing.
++ amel. : Rhus-t.

++ smoking, while : Bry., caj., calad., carb-an.clem., cycl., eupho., kali-c., lac-c., lyc.nat-m., Nux-v., phos., ran-b., ruta., sil., spong., tab.




++ after : Agar., brom., calc-p.calc.clem.euphr., ing., Ip.kali-i.lach., lob.Nux-v., op., puls.sars., sep., tab.thu.
গর্ভাবস্হায় বমির সদৃশ ঔষধ নির্বাচন(বোরিক রেপার্টরির সাহায্যে)
Morning sickness (nausea, vomiting) (See Stomach.) -- Acet. ac., Acon., Alet., Amyg. pers., Anac., Ant. t., Apomorph., Arg. n., Ars., Bry., Carb. ac., Cereum ox.Cim.Cocc., Colch., ucurb., Cupr. ac., Cycl., Gnaph., Gossyp., Ingluv., Ipec., Iris, Kali m., Kreos., Lac d., Lact. ac., Lob. infl., Mag. c., Merc., Nat. p., Nux m., Nux v., Petrol., Phos., Piloc., Psor., Puls.Sep., Staph., Symphor., Tab., Ther., Thyr.
Pregnancy [from] (See Female Sexual System.) -- Cocc., Con., Lact. ac., Lac. v. c., Lob. infl., Mag. c., Mag. m., Phos. ac., Piloc., Sep., Staph., Strych., Sul.

Riding in cars, boat [from] -- Arn., Cocc.Lac d.Nux m., Nux v., Petrol., Sanic., Ther.

Smell or sight of food [from] -- Æth., Ars., Cocc., Colch., Nux v., Puls., Sep., Stann., Symphor.

Smoking [from] -- Euphras., Ign., Ipec., Nux v., Phos., Tab.

Sweets [from] -- Graph.

Water [from] -- Apoc., Ars., Ver. a.

Water, aerated, champagne [from] -- Digitox.

Cramps [with] -- Triost.

Desire for stool [with] -- Dulc.

Diarrhœa, anxiety [with] -- Ant. t.

Drowsiness [with] -- Apoc.

Faintness [with] -- Bry.Cocc., Colch., Hep., Nux v., Plat., Puls., Tab., Val.

Headache [with] -- Aloe, Formica, Puls.

Hunger [with] -- Berb. aq., Cocc., Ign., Val.

Menses [with] -- Cocc., Crot., Symphor.

Pain, coldness [with] -- Cadm. s., Hep.

Pale, twitching face, no relief from vomiting [with] -- Ipec.

Pressure downward, in intestines [with] -- Agn.

Relief from [with]
Eating -- Lact. ac., Mez., Santon., Sep., Vip. op.
Lemonade -- Cycl., Puls.
Lying down -- Echin., Kali c., Puls.
Smoking -- Eug. j.
Swallow of cold water -- Cupr. m.
Uncovering abdomen.; in open air -- Tab.

Salivation [with] -- Ipec., Petrol., Sang.

Vertigo [with] -- Cocc., Hyos., Lach., Puls., Tab., Ther.

Vision dim [with] -- Myg.

Weakness, anxiety, recurs periodically [with] -- Ars.

Aggravation
Eating [after] -- Asar., Berb. aq., Dig., Ipec.Nux v., Puls.
Least sound or noise [from] -- Ther.
Motion, rising [from] -- Ars., Bry., Cocc., Symphor., Tab., Triost., Ver. a.Morning, in -- Anac., Calc. c., Fagop., Carbo v., Graph., Lact. ac., Nat. c., Nux v., Phos., Puls., Sep., Sil., Sul.

গর্ভাবস্হায় বমির বাইওকেমিক চিকিৎসাঃ-

নেট্রাম ফসঃ-গর্ভবস্হায় টক বমিতে নেট্রাম ফস অব্যর্থ।লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে বাইওকেমিক ঔষধ ব্যবহারে খুব ভাল কাজ করে।
নেট্রাম সালফঃ-তিক্ত আস্বাদ যুৃক্ত বমিতে নেট্রাম সালফ উপকারী।

গর্ভবতির বমির জন্য করণীয় ঃ
গর্ভাবস্থায় বমি একটি স্বাভাবিক সমস্যা।তবে কখনো কখনো এটি অনেক বেশি হয়।তবে খুব কম নারীর ক্ষেত্রেই তীব্র বমি সমস্যা হতে দেখা যায়।প্রথম তিন মাস,আর পরে ৩২ সপ্তাহ বা আট মাসের সময় গিয়ে বমি হলে এটি স্বাভাবিক।প্রথম বাচ্চার ক্ষেত্রে বেশি হয়।আর যাদের মায়ের বা বোনদের ছিল,তাদের একটু বেশি হয়।এ ছাড়া খুব একটা সমস্যা হয় না।তিন/সাড়ে তিন মাস হলে ঠিক হয়ে যাবে।সকালবেলা ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলায় যেহেতু বমি হয়,তাহলে ঘুম থেকে উঠে পানি জাতীয় খাবার খাবেন না।শুকনো মুড়ি,চিড়া,বিস্কুট এগুলো খাবেন।পরিমাণে কম কম করে বারবার খাবেন।পানিটাও একবারে খাবেন না।একটু বিরতি দিয়ে অল্প অল্প করে খাবেন।তাহলে সমস্যা কমে আসবে।মুখে আদা লবনদিয়ে চিবালে বমি ভাব কমে যায়।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন