Homeopathic treatment for Stammering |
তোৎলা কথা ?
ইহা এক প্রকার বিরক্তিকর ব্যাধি।মনের ভাব প্রকাশ করিতে রোগী অত্যন্ত কষ্ট বোধ করে।এমন কি এক কথা বারবার উচ্চারন করিয়া পরে মনের ভাব প্রকাশ করে।এই বিরক্তিকর ব্যাধি কিছু অধিক দিন হোমিওপ্যাথিক ঔষধ সেবন ও আনুষাঙ্গিক নিয়ম পালন করিলে আরগ্য হইতে পারে।
তোৎলামীর হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের বর্ণনা ঃ
স্পাইজিলিয়াঃ-প্রথম কথা বলিবার সময় প্রথম শব্দটি বারবার উচ্চারিত করে।পরে ক্রমে ক্রমে কথা স্পষ্ট হইয়া উঠে।এই লক্ষণে স্পাইজেলিয়া সেবন করিতে দিলে তোৎলামী আরোগ্য হয়।
বোভিষ্টাঃ-তোৎলা কথায় এই ঔষধটি বেশ উপকারী।চর্মপীড়াগ্রস্হ ব্যাক্তি যাহারা প্রায়ই তোৎলা কথা বলে,বুক ধড়ফড় করে,হাত হইতে দ্রব্যাদি পড়িয়া যায় তাদের জন্য উপযোগী।বগরের ঘামে রসুনের গন্ধ,হাত ও পায়ে অত্যন্ত দুর্বলতা দেখা গেলে তোৎলামীর চিকিৎসায় বোভিষ্টা প্রয়োজনীয় ঔষধ।
ষ্ট্র্যামোনিয়মঃ-তো-তো করিয়া কথা বলিবার চেষ্টা করে কিন্তু কথা বলিতে অত্যন্ত কষ্ট হয়।নানা প্রকার মুখ ভঙ্গি না করিয়া কথা বলিতে পারে না।ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।
প্লাম্বম মেটঃ-অস্পষ্ট কথা,কি বলিতেছে মোটেই বুঝা যায় না।মাত্র দুই একটি শব্দ বোধগম্য হয়।সেই রোগীর জন্য প্লাম্বম উপযোগী।প্রাম্বমের বিশিষ্ট লক্ষণ সমষ্টিতে প্রয়োগে অত্যন্ত কার্যকরী ঔষধ।
ভাইপেরাঃ-কথা বলিতে পারে কিন্তু অস্পষ্ট, সব কথা বুঝা যায় না।ভীষণ শ্বাসকষ্ট,নিম্নাঙ্গের দর্বলতা,মহিলাদের ঋতুবন্ধের বয়সে অতিরিক্ত রক্তস্রাবের ফলে অত্যন্ত দর্বলতার সাথে অস্পষ্ট কথা বলিলে ভাইপেরা উপযোগী।
সাইকিউটাঃ-কথা বলিবার সময় প্রথম দুই একটি শব্দ বেশ পরিষ্কার ভাবে উচ্চারণ করিতে পারে কিন্তু তাহার পর তোৎলামী আরম্ভ হয়।তো-তো করিতে করিতে মাথা পিছন দিকে বাকিয়া যায় প্রভৃতি লক্ষনে এই ঔষধটি উপকারী।
তোৎলা রোগীর সদৃশ ঔষধ নির্বাচন(বোরিকস রেপার্টরির সাহায্যে)ঃ
Slow, difficult enunciation, inarticulate, stammering -- Æsc. gl., Agar., Anac., Anhal., Atrop., Bar. c., Bell., Bothrops, Bov., Bufo, Can. ind., Can. s., Caust., Cereus serp., Cic., Cupr. m., Gels., Hyos., Ign., Kali br., Kali cy., Lach., Laur., Merc., Myg., Naja, Nat. m., Nux m., Oleand., Op., Phos., Stram., Sulphon., Thuya, Vip.
Homeopathic Medicines for Stammering
The Homeopathy system provides a very effective and safe treatment for stammering. In fact, Homeopathy is known to have a range of natural medicines that are highly effective in bringing about good recovery in stammering cases. There is, however, no one medicine universally applicable to all stammering cases. The appropriate medicine is selected based on individual case study. The earlier treatment for stammering is started, the higher the chances of good recovery. Stramonium and Lachesis, Lycopodium, Spigelia, Causticum, Lac Caninum and Staphysagria are the top homeopathic medicines for stammering.
1. Stramonium and Lachesis – Top Grade Medicine for Stammering
Stramonium and Lachesis are top grade medicines for stammering. Stramonium works best in stammering cases when a person has to exert strain for a long time before a word is uttered. Lachesis is another on the list of wonderful medicines for stammering. Lachesis is well indicated when a person stammers over certain specific letters while speaking.
2. Lycopodium
Lycopodium is one of the most effective medicines for stammering and shows remarkable results where a person stammers while speaking out the last words of a sentence. Apart from stammering, Lycopodium is also greatly helpful for persons with a weak memory, indistinct sleep, lack of self-confidence and poor self-esteem. Fear of public speaking may also prevail among persons in need of Lycopodium.
3. Spigelia
Spigelia is yet another reliable prescription among Homeopathy medicines for stammering. The characteristic indication for use of Spigelia is stammering on the first few words of a sentence followed by normal, clear, uninterrupted speech. A person who needs prescribing Spigelia repeats the first syllable around three to four times before he can go on to the next part of the sentence.
4. Causticum, Lac Caninum, Staphysagria
Causticum, Lac Caninum and Staphysagria rate among the best Homeopathy medicines for stammering. Causticum is well indicated in cases where stammering is noticed when a person is mentally or emotionally excited. Lac Caninum is the most appropriate among Homeopathy medicines for stammering to prescribe where a person starts to stammer when he talks fast. Staphysagria has shown remarkable results in cases where stammering appears while talking to strangers
তোৎলামীর বাইয়োকেমিক চিকিৎসা ঃ
ক্যালি ফসঃ-স্নায়ুবিক দুর্বলতা,স্মরণ শক্তি ক্ষীণ,রোগীদের তোৎলা কথায় ক্যালি ফস উপকারী।
পথ্য ও আনুষঙ্গিক ব্যাবস্থা ঃছোট বাচ্চাদের তোৎলা কথা হলে,বড় একটা মার্বেল সব সময় মুখের ভিতর রাখিলে তোৎলামীতে উপকার হয়।পুষ্টিহীনদের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহন ও যে কারণে দুর্বলতা দেখা দিয়েছে তাহার সঠিক চিকিৎসা জরুরী।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন