Tuberculosis(Disease or Medical condition) |
Ø টিউবারকুলোসিস
মায়াজমের লক্ষণ সমষ্টি
Ø ১.ক্রমশঃ
স্বাস্থ্যহানি।হ্রাস, অবচয় ও ধ্বংস।
Ø ২.বিশ্বজনীন
স্বভাব।মানসিক ও শারীরিক উভয় দিক দিয়ে সঙ্কীর্ণতা মুক্ত ব্যক্তি।মন তীক্ষ্ন কিন্তু
শরীর দুর্বল (লাইকোপোডিয়াম)
Ø ৩. কুকুরের ভীতি।
Ø ৪. উন্মাদ, তরুন বা
চির প্রকৃতির, তার সাথে বংশগত ক্ষয়রোগের ইতিহাস। যথার্থ সোরার উন্মাদনা
Ø ৫.সর্বদা পরিবর্তনশীল
লক্ষনাবলী। যে কোন উদ্দীপনায় কিংবা আবহাওয়া বা বায়ুমন্ডলের সামান্য পরিবর্তন হলে
দ্রুত প্রতিক্রিয়াশীল। এজন্য এ মায়াজমকে প্রতিক্রিয়াশীল বা প্রতিবেদনশীল মায়াজমও
বলা যেতে পারে।
Ø ৬.যথাযথ খাদ্য-পানীয়
গ্রহন সত্ত্বেও ক্রমশ রোগ হতে থাকে। প্রচুর আহার সত্ত্বেও দ্রুত মাংসক্ষয়। যখন
শরীরের অন্যান্য অংশগুলো রোগা হয়ে পড়ে তখনও মূখমন্ডল এরকম সুন্দর দেখায়, এমনকি রোগের
অন্তিমাবস্থায়ও।
Ø ৭. সর্দি-কাশির
প্রবনতা। খুব অল্পেই স্বর্দি লাগে।
Ø ৮. যক্ষা বা যে কোন
ক্ষয় রোগ বা ফুসফুসের পীরা, দাদ বা হাঁপানি বা হাঁপানির মত শ্বাসনালীর প্রদাহ,
তৃণজ্বর বা নাসিকা গহ্বরের প্রদাহ এসবের ইতিহাস।
Ø ৯. দাদের ইতিহাস। দাদ
চাপা পড়ার ইতিহাস।
Ø ১০. গ্রন্থি ও টনসিল
সমূহের চিরপ্রকৃতির প্রদাহ।
Ø ১১. চির প্রকৃতির
উদরাময়। প্রচন্ড শক্তিহীনতা ও দূর্বলতা সহ প্রাতঃকালীন উদরাময়।
Ø ১২. চির প্রকৃতির
শয্যামুত্র।রাত্রিকালে প্রচুর মুত্রত্যাগ।জ্বর সহ বা জ্বর ছারা নৈশঘর্ম। রাত্রে
স্বপ্নদোষ।
Ø ১৩. যখন সূনির্দিষ্ট
ঔষধ উপশম দিতে বা স্থায়ি আরোগ্য করতে অক্ষম।
Ø ১৪. ‘সমস্যা
সৃষ্টিকারী শিশু ধীর উপলব্ধি সম্পন্ন, কম বুদ্ধি, একটি কথাও চিন্তা করতে অক্ষমতা। পুঁইয়ে-ধরা
(শুষ্ক) রোগ। মাংসক্ষয়।
Ø ১৫.রোগা পাতলা
গরন।খুব অসুস্থতা সহ, মেদ বহুল স্বাস্থ। বেমানান মোটা শরীর (ক্যালকেরিয়া কার্ব)।
Ø ১৬.পাতলা
চুল।স্কন্ধাস্থির ওপর লোম।শুষ্ক, মরা, শনের মত চুল।ঔজ্জ্বল্যহীন চুল। মাথায় মাঝ
বরাবর স্থানে ধূসর বর্নের চুল।
Ø ১৭. সাদা দাগ সহ
পাতলা নখ। কাগজের মত পাতলা নখ, সহজে বেঁকে যায় এবং কখনও কখনও চামচাকৃতির নখ।
Ø ১৮. নাক দিয়ে
রক্তস্রাব।বংশগত যক্ষা রোগের ইতিহাস সহ নাক দিয়ে রক্তস্রাব বা ফুসফুস থেকে রক্ত স্রাব
বা সরলান্ত্রের রক্তস্রাব।
বোরিক
রেপার্টরিতে এন্টিটিউবারকুলার ঔষধ সমুহঃ
TUBERCULOSIS (See Tuberculosis - Respiratory System.) -- Ars.
iod., Bac., Calc. c., Calc. hypoph., Calc.
iod., Chin.
ars., Chin. s., Hekla, Kali iod., Kreos.
TUBERCULOSIS
(phthisis pulmonalis) --
Acal., Acon., Agaricin, Allium
s., Ant. ars., Ant.
iod., Ars., Ars.
iod., Aur. ars., Atrop., Aviare, Bac.,
Bals. per., Bapt.,
Bell., Blatta or., Bry.,
Calc. ars., Calc.
c., Calc. chlor., Calc. hypophos., Calc.
iod., Calc.
p., Calop., Can. s., Cetrar., Chin.
ars., Cim., Coccus, Cod., Crot.,
Cupr. ars., Dros.,
Dulc., Eriod., Ferr. ac., Ferr.
ars., Ferr. iod., Ferr. m., Ferr.
p., Form. ac., Formica, Gall.
ac., Guaiacol,
Guaiac., Ham., Hep., Helix, Hippoz., Hydr., Hyosc. hydrobr., Hysterion, Ichth., Iod.,
Iodof., Ipec., Kalag., Kali bich., Kali
c., Kali n., Kreos.,
Lach., Lachnanth.,
Lact. ac., Laur., Lecith., Lyc.,
Mang. ac., Med., Millef., Myos.,
Myrtis, Naph., Nat.
cacodyl., Nat.
selen., Nat. s., Nit.
ac., Nux v., Ox. ac., Phell.,
Phos. ac., Phos.,
Piloc., Pineal gland ext., Polygon.
av., Puls., Rumex, Ruta, Salvia, Sang.,
Sep., Sil.,
Silph. cyr., Spong.,. Stann.,
Stann. iod., Sticta, Succin., Sul.,
Teucr. scor., Thea, Ther., Tub.,
Urea, Vanad., Yerha.
আমার
হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন। এপসটি ডাউনলোড করুন, আপডেট নিন।
আমার মোবাইল এপস লিঙ্ক
ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল, সাভার, ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন