Waist pains Homeopathic treatment |
কোমর বেদনায় ব্যবহৃত ঔষধ সমুহের লক্ষণভিত্তি আলোচনা ঃ
ফেরাম মেটালিকমঃ রক্তহীন ফেকাশে চেহারা,শীত কাতর এই প্রকৃতির রোগীদের কোমর বেদনা সন্ধার পর হইতে বাড়িতে থাকে,বিছানায় শুইয়া থাকিলে আরো বৃদ্ধি পায়।আস্তে আস্তে চলাফেরা করিলে বেদনা কিছুটা উপশমে ইহা উপযোগী।
কোব্যালটমঃস্ত্রী সহবাসের পর অতবা স্বপ্নদোষের পর কোমরে ব্যথা হয়।সেই বেদনা বসিয়া থাকিলে বৃদ্ধি পায়।চলাফেরা করিলে বা শুইয়া থাকিলে উপশম।
ক্যালি কার্বঃঅত্যন্ত শীত কাতর,মোটা-সোটা,কোমর ব্যাথায় রোগী হাটিয়া চলিতে মাঝে মাঝে বসিয়া পরে।না বসিয়া অনেক দুর চলিতে পারে না।কোমর ব্যথা সারাক্ষণ থাকে।বেদনা ঠান্ডায় বৃদ্ধি,রাতে ৩টার পর বৃদ্ধি।জোরে চাপিয়া বা টিপিয়া ধরিলে আরাম পায়।
ইউপিয়নঃ কোমর ব্যথা,উঠিতে-বসিতে ভীষণ কষ্ট,কোন কিছু না ধরিয়া দাড়াইতে বা বসিতে পারে না।এই ঔষধ ব্যবহারে বহু রোগী আরোগ্য হইয়াছে।
ব্রাইওনিয়া এলবঃ গরম কাতর,খিট খিটে স্বভাব, রোগী কোমর ব্যথায় চুপ করিয়া বসিয়া বা শুইয়া থাকিলে আরাম,নড়াচরা চলা ফেরায় কোমর ব্যথার বৃদ্ধিতে ইহা উপযোগী।
রাস টক্সঃ শীত কাতর রোগী কোমর বেদনা,শয়ন থেকে উঠিতে,বসা থেকে দাড়াইতে অর্থাৎ প্রথম চলিতে কোমর ব্যথা বাড়ে।কিন্তু পরে চলিতে, হাটিতে নাড়াচরা করিতে বেদনার লেশ মাত্র থাকে না।চুপ করিয়া থাকিলে বৃদ্ধি নড়াচরায় উপশমে ইহা অব্যর্থ।
আর্নিকা মন্টঃভারী বোঝা উত্তলন করিয়া পা ফসকাইয়া পড়িয়া,উচু থেকে নীচু নামিয়া অথবা কোমরে কোন প্রকার আঘাত লাগিয়া কোমর টনকিয়া গেলে,উঠিিয়ে,বসিতে, দাড়াইতে, চলিতে ব্যথা হইলে আর্নিকা অব্যর্থ।
কোমর বেদনায় ব্যবহৃত বাইওকেমিক ঔষধসমুহ ঃ
ক্যালকেরিয়া ফ্লোরঃ বিছানা থেকে উঠিতে,বসা থেকে দাড়াইতে অল্প কিছু দুর হাটিতে কোমরে ব্যথা।কিছুক্ষণ চলিবার পর ঐ ব্যথা আর থাকে না সেই রোগীর সদৃশ ঔষধ ক্যালরিয়া ফ্লোর।
ফেরাম ফসঃ ঠান্ডা লাগিয়া বা অতিশয় পরিশ্রম করিবার ফলে-কোমরে বেদনা হইলে ফেরাম ফস উপকারী।
হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই সঠিক লক্ষণ সমষ্টিতে সদৃশ ঔষধ নির্বাচনই এই চিকিৎসার সাফল্য নির্ভর করে।সঠিক রোগ লক্ষণে সঠিক ঔষধ নির্বাচন একটি কঠিন কাজ।যে কেউ আমার এই লেখা পরে হোমিওপ্যাথিক চিকিৎসা নিজে নিজে করবেন না।এতে হিতে বিপরীত হতে পারে।হোমিওপ্যাথিক চিকিৎসা মানে সহজ সরল পদ্ধতি,পার্শপ্রতিক্রিয়াহীন এ কথা যেমন সত্য তেমনই মনে রাখতে হবে যে সঠিক স্হানে সঠিক ঔষধ প্রয়োগ করা জরুরী।আর এই জরুরী কাজটি অনেক কঠিন।রোগীর মণ, দৈহিক গঠন,রোগের লক্ষণসমষ্টি এই সবই অত্যন্ত দক্ষতার সাথে দার্শনিক জ্ঞান দিয়ে সংগ্রহ করিতে হয়।আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিটি হোমিওপ্যাথিক এক একটি রোগ সৃষ্টিকারী শক্তি সম্পন্ন উপাদান রয়েছে।সুস্হ দেহে ভুল প্রয়োগে লাভের চেয়ে ক্ষতিই বেশী হতে পারে। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮
স্যার আমার কমরের বা সাইডে ব্যাথা এটার কারন কি আর উপসমের উপায় কি?
উত্তরমুছুন