Bio-Combination 18,pyorrhea Homeopathic Treatment |
পাইরিয়ার রোগ বিবরন
পাইরিয়া কথাটির মানে প্রচুর পুজ ক্ষরণ।দাত সংক্রান্ত রোগে কথাটি ব্যবহৃত হয়।এই রোগে মাড়ীর গহর ফোলে বা প্রচুর পুজ জমে দাতের গোড়া থেকে অনবরত দুর্গন্ধ যুক্ত পুজ বের হতে থাকে।এটি দাতের এবং মাড়ীর একটি ক্রণিক রোগ।পায়োরিয়ার একাধিক কারণ থাকতে পারে তবে প্রধান কারণ হিসেবে জিজ্নিভাইটিস(মাড়ির প্রদাহ) উল্লেখযোগ্য।জিজ্নিভাইটিসে বেশি দিন বা বার বার ভুগলে পরিনামে রোগটি দাতের আরো গভিরে প্রবেশ করে এবং বিভিন্য গঠন প্রনালীকে আক্রমন করে এবং পেরিও ডেন্টাল বোনের ক্ষয়ক্ষতি জন্মায়।সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এ্যাবসেস হয়,পুজ জমে।লিওকোপেনিক গোলযোগে ভোগা,অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী এবং এইডস রোগিরা সহজেই Peridonitis এর শিকার হয়ে থাকে।
এইরোগের প্রধান প্রধান লক্ষণ হচ্ছে-মাড়ি লাল হয়ে ফুলে উঠে।সেখান থেকে রক্ত পড়ে এবং মুখ থেকে ভয়ানক দুর্গন্ধ বের হয়।এইসব রোগিদের প্রায়ই দাতের গোরায় প্লাক বা টার্টার জমতে থাকে।দাত ও মাড়ির খাজে দীর্ঘ দিন ধরে প্লাক ও পাথর জমার ফলে সেখানে থলি বা পকেট তৈরী হয়।এই থলি ক্রমে বড় হয়।সেখানে বেশী করে পাথর জমতে থাকে।ক্রমে এই থলি আরো বিসৃত হয়ে বিস্তৃত হয়ে নীচের দিকে দাঁতের রুট ও তার নিচে অবস্থিত এ্যালভিওলার বোনে পৌছে যায় এবং সেখান থেকে হাড়ের ক্ষয়ক্ষতি শুরু হয়।এই পেরিওডেন্টাল পকেটের মধ্যে ময়লা আবর্জনা জমে পচে সেখানে কক্কাই শ্রেণীর জীবানুদের সংক্রমণ হয়।তারা সেখানে আটকা পড়া খাদ্যকণা খেয়ে বেচে থাকে এবং বংশ বৃদ্ধি করে।এইভাবে রোগটি জটিল হতে থাকে।ক্রমেই দাতের মাড়ি আলগা হয়ে দাত নড়তে থাকে এবং শেষে দাঁত নষ্ট হয়ে যায়।বেশিদিন ভূগলে অন্যান্য দাঁত ও মাড়ি আক্রান্ত হয়ে পায়োরিয়ার সৃষ্টি হয়।এই রোগে সাধারণত দাত বা মাড়িতে কোন ব্যথার অনুভুতি হয় না তবে দাঁত নড়তে থাকে কিন্তু খাওয়ার সময় চাপ পড়লে ব্যথা করে।আবার সেখানে একিউট ফোড়া হয়ে পচন ধরে পূজ বের হয় এবং তখন ব্যথা হয় এবং মুখথেকে ভয়ানক পচা দুর্গন্ধ বের হয় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পরে।মুখ বিস্বাদ লাগে। অনেক সময় এই পুজ খাবারের সাথে পেটে গিয়ে নানা প্রকার ক্রনিক রোগ হয় যেমন ক্রনিক ডায়ারিয়া,কোলাইটিস ইত্যাদি।
বা্পাইয়োকেমিক কম্দাবিনেশন ১৮ ্এর উপাদান-নিম্ন লিখিত উপাদান গুলো থেকে সম পরিমাণে গ্রহণ করে একত্রে মিশ্রিত করে এই কম্বিনেষণ ১৮ প্রস্তুত করা হয়। 1.Calcarea Florica, 2.Calcarea Sulph, 3.Silicea.
বাইয়ো-কম্বিনেশন ১৮ সংশ্লিষ্ট ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণঃ-
1.Calcarea Florica:-মাড়িতে ফোড়া,অকালে দাঁত নড়ে,কখনো ব্যাথা থাকে আবার কখনো থাকে না। বিশেষ খাবার সময় ঐ নড়া দাতের সামান্য চাপ বা আঘাত লাগলে খুব যন্ত্রণা হয়,ব্যথা করে।দাতের গোড়া মাড়ির সকেট থেকে আলগা হয়ে যায়,দাতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং অতি সহজেই দাত সংবেদনশীল হয় অর্থাৎ সামান্য চাপে বা আঘাতেই শির শির করে ওঠে বেদনাার উদ্রেক হয়।ঠান্ডা আদৌ সহ্য করতে পারে না।শুধু ঠান্ডা নয়,গরম,টক এবং স্পর্শও সহ্য করতে পারে না।এই ঔষধে মাড়ি ফোলা কমে।
2.Calcarea Sulph:-মাড়িতে পুজ সৃষ্টি বন্ধ করে।এছাড়া্ নানা প্রকার সংক্রমনের পথ বন্ধ করে।ইতি মধ্যে সংক্রমন হেতু যে পুজ সৃষ্টি হয়েছে তাও দুর করে।মাড়ি থেকে নির্গত পুজ দেখতে হলদে আভাযুক্ত এবং ভয়ানক দুর্গন্ধ।মুখে অসহ্য দুর্গন্ধ বের হয়।মারিতে ফোড়া,ক্ষত এবং পুজ সৃষ্টির সুযোগ থাকে না।সকেট ক্যাভিটিতে খাদ্যকণা আটকে পচতে থাকে এবং জীবাণু সংক্রমণ ঘটে অবস্থা আরো জটিল করে।
3.Silicea:-বিপাক ক্রিয়ার বৈকাল্য হেতু খাদ্য দ্রব্য যথাযথ ভাবে জীর্ণ হয় না ফলে দেহ তার প্রয়োজন মত পুষ্টি সংগ্রহ করতে পারে না,পুষ্টির অভাব,মাড়িতে ফোড়া,ক্ষত,এবং তাতে পুজ সঞ্জয়।ঔষধটি পুজ সৃষ্টি বন্ধ করে।পুজ নিবারণে ইহা অতি গুরুত্যপূর্ণ।মাড়ি সংবেদনশীল,সামান্য কারণেই বেদনার উদ্রেগ।দাঁতের গোড়ায় ফোড়া এবং পুজ তথা পায়োরিয়া নিবারণ করে।
উপসংহারঃ বাইয়োকেমিক কম্বিনেশন ১৮ পাইরিয়ার চিকিৎসায় বড়দের চারটি ছোটদের দুইটি দিনে তিনবার কাদ্য গ্রহনের পূর্বে সামান্য গরম পানিতে েমিশিয়ে খেতে হবে।নির্বাচিত সদৃশ হোমিপ্যাথিক চিকিৎসার পাশাপাশি গ্রহন করতে পারেন।এই রোগের চিকিৎসার পাশাপাশি স্বাস্হ্যবিধি মেনে চলা জরুরি।মুখ পরিস্কার পরিচ্ছন্ন রাখা,ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহন প্রয়োজন।জর্দা,পানপাতা কিম্বা তামাক ও সিগারেটের নেশা ত্যাগ করা উচিত।
আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall
ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন