সোমবার, ১২ মার্চ, ২০১৮

স্নায়বিক দুর্বলতা আরোগ্যে বাইয়োকেমিক কম্বিনেষন ১৬ কার্যকর।


স্নায়বিক অবসন্নতাঃ-
স্নায়ুর যথারীতি ক্রিয়ার সামান্য বৈকল্য দেখা দিলেই নানা প্রকার স্নায়বিক রোগ প্রকাশ পায়।অবসাদ,দুর্বলতা,অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াহীনতা,পক্ষাঘাত,মাথা ধরা,অনিদ্রা ক্ষুধাহীনতা,বুক ধরপড়ানি ইত্যাদি সবই স্নায়বিক রোগ।
বাইয়োকম্বিনেশন ১৬ প্রস্তুতে ব্যবহৃত বাইয়োকেমিক ঔষধের নামসমুহঃ

1.Calcarea Phosphorica,
2.Ferrum Phosphorica,
3.Kalium Phosphorica,
4.Natrum Muriaticum,
5.Magnesia Phosphoricum

এই মিশ্রণটি প্রস্তুত করতে উপরোক্ত বাইয়োকেমিক  সমপরিমাণ ব্যবহার করা হয়েছে।

প্রয়োগ ক্ষেত্রঃ-স্নায়বিক অবসন্নতা,ক্লান্তি যে কোন কারণেই হোক,হৃদযন্ত্রের দুর্বলতা,পাকস্থলীর এবং স্নায়ুর গোলযোগ,নিদ্রাহীনতা,উদ্বেগ।

সংশ্লিষ্ট ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণঃ-

1.Ferrum Phosphorica:-রক্ত সল্পতা,রোদ বা ঠান্ডা সহ্য করতে পারে না।খামচানো ভাবের যন্ত্রনা,শিরঘূর্ণন।ঠান্ডা প্রয়োগে উপশম।গোলমাল আদৌ সহ্য করতে পারে না,প্রায়ই অস্থির বোধ করে এবং স্নায়ু শূলে বেশ কষ্ট বোধ করে তাদের পক্ষে উপযোগী।

2. Kalium Phosphorica:-উদ্বেগ,স্নায়বিক দুর্বলতা,লোকসভা বা মিটিং এ কথা বলতে পারে না,হাত পা হাঁটু কাপে।কাজ করতে অনীহা,মনমরা,খিটখিটে মেজাজ,মাথার যন্ত্রনা,মাথা ধরা,স্মৃতি শক্তির অভাব,কিছুই মনে রাখতে পারে না,লাজুক প্রকৃতির।কোন কাজে মন লাগাতে পারে না।

3.Calcarea Phosphorica:-বেশ মোটাসোটা তৎসহ হজম শক্তি দুর্বলতা এবং ভুলমনা ব্যক্তি।অতি সামান্য কারনেই বিরক্ত,বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চায়।অন্যন্য লক্ষণের মধ্যে মাথা ধরার এবং পেটে বায়ু সঞ্চয়ের লক্ষণ প্রকট।

4.Magnesia Phosphoricum:-পেশীর আক্ষেপ,পেশীগুলো যেন খিচে ধরে,পেশীর বেদনা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পঢ়ে।মৃদু ধরনের স্নায়ুশুল।ক্লান্তি,অবসন্ন বা অবসাদগ্রস্হ,এক সময় অনেকগুলো বিষয় চিন্তা করে গোলমাল পাকিয়ে ফেলে ইত্যাদি লক্ণণে ইহা প্রযোজ্য।হজমশক্তির অভাবের জন্য রাত্রে ভাল ঘুম হয় না।

5.Natrum Muriaticum:-দুর্বলতা,ক্লান্তি,মানসিক অস্হিরতা,যে কোন সাধারণ ব্যাপারে বা বিষয়ে অতি সংবেদনশীল,মানষিক বৈকাল্য।শোক দুঃখ ভয় উদ্বেগউত্যাদির কুফল হেতু স্নায়বিক রোগ।খিটমিটে একাকি থাকতে চায়।মাথায় হাতুড়ি পেটার মত যন্ত্রনা,অবশতা,ঝিনঝিন করা ইত্যাদি লক্ষণ।

উপসংহাঃউপরোক্ত পাঁচটি বাইয়োকেমিক ঔষধ পৃথকভাবে স্বস্ব লক্ষণ ভেদে স্নায়বিক দুর্বলতা আরোগ্যে কার্যকর।কোন প্রকার পার্শপ্রতিক্রিয়া ছাড়াই স্নায়ুরোগ আরোগ্যে কার্যকর।বড়দের ৪টি ছোটদের জন্য ২টি খাবার পরে সামান্য গরম পানিতে সেবন করতে হয়।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ডি.এইচ.এম.এস(ঢাকা)
রেজি নং ২৩৮৭৬
ইভা হোমিও হল।
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।

1 টি মন্তব্য: