প্রসব ক্রিয়াকে সহজ করতে হলে কতগুলো সাধারণ স্বাস্থ বিধি আগে থেকে পালন করতে হয়।গর্ভ ধারনের বিভিন্ন পর্যায়ে সাবধানতা,খাদ্য পানীয় গ্রহণ এবং পুষ্টি সাধন,উপযুক্ত মাত্রায় খনিজ এবং ভেষজ গ্রহণ।জরায়ু এবং জরায়ু পেশির প্রসারণ ও সংকোচণ শক্তি প্রসব ক্রিয়া পদ্ধতিকে সহজতর করে এবং এবং এই ক্ষেত্রে কম্বিনেষন ২৬ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কম্বিনেশন ২৬ প্রস্তুত করণঃ-
প্রয়োগ ক্ষেত্র
কম্বিনেশন ২৬ প্রস্তুত করণঃ-
- 1.Calcarea Fluorica.
- 2.Calcarea Phosphorica.
- 3.Kalium phosphoricum.
- 4.Magnesium Phosphoricum.
প্রয়োগ ক্ষেত্র
গর্ভসঞ্চারের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঔষধ গ্রহণ করলে যথা সময় সহজেই প্রসব হয়।এছাড়া মায়ের স্বাস্থও ঠিক থাকে এবং গর্ভস্থ শিশু সুস্থ থাকে।অকাল প্রসব বা গর্ভস্রাব হয় না।
সংশ্লিষ্ঠ ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণ
বাইয়োকম্বিনেশন ২৬ শে ব্যবহৃত প্রতিটি উপাদানের গর্ভবতী মায়ের ও গর্ভস্থ শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে উভয়ের সুস্থ ও সবল করে।গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত নির্বাচিত ঔষধ অত্যন্ত কার্যকর।নিম্নোক্ত প্রতিটি উপাদানের মধ্যে রয়েছে মা ও শিশু উভয়ের পুষ্টির উপাদান।।
1.Calcarea Fluorica
সংশ্লিষ্ঠ ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণ
বাইয়োকম্বিনেশন ২৬ শে ব্যবহৃত প্রতিটি উপাদানের গর্ভবতী মায়ের ও গর্ভস্থ শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে উভয়ের সুস্থ ও সবল করে।গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত নির্বাচিত ঔষধ অত্যন্ত কার্যকর।নিম্নোক্ত প্রতিটি উপাদানের মধ্যে রয়েছে মা ও শিশু উভয়ের পুষ্টির উপাদান।।
1.Calcarea Fluorica
পেশীর কাঠিন্য ভাব বা শক্ত ভাব এবং টিউমার সৃষ্টি দুর করে।পেশী এবং পেশী তন্তুকে প্রয়োজন মত সম্প্রসারণ এবং সংকোচণ,প্রয়োজন মত কঠিন বা নরম করতে সাহায্য করে।উদরের বা তলপেটের সংযুক্ত লিস্ফেটিক এবং সংযোগ টিসুর পরিপুষ্টিতে সাহায্য করে।জরায়ু থেকে রক্তস্রাব নিবারণ করে।স্তন অতিশয় শক্ত।প্রসবের পরে আর ভ্যাদল ব্যথা হবে না।জরায়ু সতেজ করে।
2.Calcarea Phosphorica
2.Calcarea Phosphorica
অস্থির পুষ্টি সাধনে সাহায্য করে।হাড়ের ভঙ্গুর প্রবণতা দুর করে।অস্থিমজ্জা,টিসুর সংগঠন এবং এলবুমেন এর মাত্রা ঠিক রাখে ।স্তনের দুধ সরবরাহ,চুলকাণি,জরায়ুর দুর্বলতা, লিষ্ফোমেনিয়া দূর করে। প্রদর স্রাবের দোষও নিবারণ করে।স্তনে জ্বালাপোড়া ভাব এবং ক্ষতবৎ বেদনাবোধ।স্তন স্ফীতি এবং দুধ লবনাক্ত।
3.Kalium phosphoricum
3.Kalium phosphoricum
মস্তিষ্ক, স্নায়ু, পেশী এবং রক্ত কণার পরিপুষ্টি যোগায়।টিসু সংগঠনে এর যথেষ্ট গুরুত্ব।দুর্বল নারীদের প্রসব ক্রিয়া সহজ করে এবং প্রসব বেদনা নিবারণ করে।নিষ্ফল বার বার প্রসব বেদনা দুর করে। স্নায়বিক দুর্বলতার জন্য গর্ভস্রাবের ভয়। সুতিকাগারে শারীরিক ও মানষিক অস্থিরতা,জ্বর,স্তন প্রদাহ,প্রসবান্তিক ক্লেদ স্রাব ও উহাতে ভয়ানক দুর্গন্ধ ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য।
4.Magnesium Phosphoricum
4.Magnesium Phosphoricum
পেশী, স্নায়ু, অস্থি, মস্তিষ্ক, মেরুদন্ড এবং রক্ত কণিকার পরিপুষ্টি দান করে।পেশির আক্ষেপ,খিচুনিভাব দুর করে এবং সম্প্রসারণ-সংকোচণ ক্রিয়ার সহায়তা করে।ডিম্বাশয়ের,জরায়ুর ও তার আশেপাশে স্নায়ু শূল তৎসহ প্রসব বেদনা নিবারণ করে।
পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়া
কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যে কোন ঔষধের সাথে খাওয়া যায়।
মাত্রা
মাত্রা
গর্ভাবস্থায় প্রথম থেকেই চার বড়ি দিনে তিনবার খাবারের পর কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
উপসংহার
উপসংহার
সন্তান জন্ম একটি প্রাকৃতিক প্রক্রিয়া।নরমাল ডেলিভারি হবে স্বাভাবিক ভাবেই।কোন অস্ত্রপ্রচার ছাড়াই ডেলিভারি হবে এটাই স্বাভাবিক।এদানিং কালে কোন কোন শিক্ষিত মেয়েরা সিজারিয়ান ডেলিভারিকে পছন্দ করেন এবং মানসিক ভাবে প্রস্তুত থাকেন।তাদের জন্য সুখবর হলো,তারা যদি বাইয়োকেমিক কম্বিনেশন ২৬ নিয়মিত সেবন করেন এবং সাধারন স্বাস্হ্যবিধি মেনে চলেন সিজার করার প্রয়োজন হবে না।
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল, আশুলিয়া, সাভার ঢাকা
রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল, আশুলিয়া, সাভার ঢাকা
রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন