শুক্রবার, ২ মার্চ, ২০১৮

হিক্কার হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for Hiccough

হিক্কা কি ?
খাদ্য দ্রব্য পরিপাকের গোলযোগ,দুর্বলকর রোগ ভোগের পর পেট গরম হইয়া কিংবা কৃমি জনিত কারণে হিক্কা হইয়া থাকে।কলেরা পীড়ায় হোক, স্নায়ুবিক হোক,অজির্ন দোষহেতু হোক,আর ডায়াফ্রাম পেশির প্রবল আক্ষেপিক আকুঞ্চন বশতঃ হোক,হিক্কা দেখিলেই আমরা প্রায় অনেকস্হলে প্রথমই-নাক্স ভুমিকাটি ব্যবস্হা করিয়া বসি,নাক্সে উপকার না হলে পরে অন্যন্য ঔষধের খোজ পড়ে।কলেরার হিক্কা একটি সাংঘাতিক উপসর্গ, ইহাতে নাড়ী শীগ্রই বিলুপ্ত হয় এবং অনেকস্হলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটিয়া থাকে।কলেরায়-পাকস্হলির উত্তেজনা হেতুই প্রায় হিক্কা হইয়া থাকে।অনেক গুলি হিক্কা একত্রে হলে ও তাহার সহিত সর্ব্বশরীর কাপিয়া উঠেলে উহাকে সাংঘাতিক প্রকারের বলিয়া জানিবেন।কলেরার হিমাঙ্গ অবস্হার পর প্রতিক্রিয়া আরাম্ব হইবার পূর্বে অল্প হিক্কা হইলে তাহা শুভ লক্ষন বলিয়া জানিবেন।উহাতে শিরায় রক্ত-চলাচলের ক্রিয়া আরাম্ভ হইতেছে বুঝিতে হইবে।কুপ্রাম-আর্সই-কলেরার হিক্কা নিবারনণের শ্রেষ্ঠ ঔষধ।এখানে আমাদের ডায়াফ্রাম সম্পর্কে একু ধারণা দেয়া যেতে পারে-
ডায়াফ্রfম একটি মোটা পর্দা বিশেষ,বুকের এবং পেটের মধ্যস্হলে থাকিয়া ইহা বুক ও পেটকে দুইভাগে বিভক্ত করিয়াছে,ডায়াফ্রাম এইভাবে ঠিক মধ্যে থাকায় বুকের ভিতরের যন্ত্রসহ পেটের ভিতর যন্ত্রাদিকে এবং পেটের ভিতরের যন্ত্রগুলি বুকের ভিতরের কোন যন্ত্রাদিকে স্পর্শ করিতে পারে না,ডায়াফ্রামের উপর ফুসফুস,হৃৎপিন্ড এবং নিম্নে লিভার, পাকস্হলী,প্লিহা পৃভুতি অবস্হিত।

হিক্কার  হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের বর্ণনা ঃ

নাক্স ভুমিকাঃ-গুরুপাক দ্রব্য ভোজন,রাত্রি জাগরণ,পেটফাপা,টক ঢেকুর ইত্যাদি লক্ষণের সহিত হিক্কায় নাক্স ভুমিকা উপকারী।

ইগ্নেসিয়াঃজলপান কিম্বা আহার করিলেই হিক্কা বৃদ্বি পায়।তিক্ত বমিসহ হিক্কা এবং নাভীর চারপাশে বেদনা থাকলে উগ্নেসিয়া উপযোগী।

বেলেডোনাঃহিক্কার পর হিক্কা সময় পায়না আরেকটি হিক্কা হয়,কানে তালা লাগে,স্বশরীরে কম্প ও মাথা বেদনা থাকিলে বেলেডোনা উপযোগী।

লাইকোপোডিয়ামঃপেটফাপার সাথে হিক্কা,পেটে প্রচুর বায়ু জমিলে লাইকোপোডিয়াম উপযোগী।

এসিড হাইড্রোঃসজ্ঞালোপসহ ঘনঘন ক্ষুদ্র শ্বাসপ্রশ্বাসসহ হিক্কা হলে এসিড হাইড্রো উপযোগী।

ক্যালি ব্রোমঃ-অত্যাদিক ইন্দ্রিয়া চালনা ও শুক্রক্ষয় জনিত স্মৃতি শক্তিহীন রোগীদের হিক্কায় এই ঔষধ উপকারী।

সাইকিউটাঃ-হেউ হেউ শব্দ যুক্ত হিক্কা মাঝে মাঝে কিছু কমে বাড়ে।পরক্ষনেই আবার সমানে চলিতে থাকে।উক্ত প্রকারের হিক্কায় ইহা উপকারী।

ভাইবর্ণাম প্রুনিঃ-বিরামহিন হিক্কা,কোন ঔষধে উপকার না হইলে ইহা অব্যর্থ।

এমিল নাইটঃ-ঔষধ সেবন করিয়া কোন উপকার না পাইলে ইহার Q ৫-৬ ফোটা রুমালেট ঢালিয়া রোগীকে ঘন ঘন ঘ্রান লইতে দিলে সঙ্গে সঙ্গে উপকার হয়।

ষ্ট্যাফিসেগ্রিয়াঃঅনবরত হিক্কা,পিপাসাহীন রোগীর বমির ভাবসহ হিক্কা হলে ষ্টেফিসেগ্রিয়া উপযোগী।

এমন মিউরঃ-সর্ব প্রকার হিক্কায় ইহা মহৌষধ।কলেরায় হিক্কা কিংবা যে কোন কঠিন রোগে হিক্কা হইলে ইহা উপকারী।

সাইক্লামেনঃ-গর্ভবতীর হিক্কা রোগে সাইক্লামেন উৎকৃষ্ট ঔষধ।
হিক্কার রোগীর সদৃশ চিকিৎসায় গুরুত্বপূর্ণ টিপস:
#উদরের অস্ত্রপাচারের পারে হিক্কা হলে সদৃশ ঔষধ হায়োসিয়ামস।
#ঠান্ডা পানি পানের পর হিক্কা হলে সদৃশ ঔষধ আর্সেনিক এলবাম ও পালসেটিলা।
#গরম পানি পানের পর হিক্কা হলে সদৃশ ঔষধ ষ্ট্রামোনিয়াম ভিরেট্রাম এলবাম।
#শিশুর স্তন্যপানের পারে হিক্কা হলে সদৃশ ঔষধ টিক্রিয়াম।
#ভরপেটে আহার করলেও পেটে শুন্যতা অনুভব করে, বুকের মধ্যে সূচফোটানো বেদনা হলে সদৃশ ঔষধ এমন মিউর।
#বালকদের চিত্তবিকারের সাথে হিক্কা হলে সদৃশ ঔষধ ইগ্নেসিয়া উপযোগী।

বোরিকস রেপার্টরির সাহয্যে সদৃশ ঔষধ নির্বাচনঃ
HICCOUGH (singultus) -- Æth., Agar., Amyl, Ars., Bell., Cajup., Caps., Carbo an., Carbo v., Cic., Cocaine, Cocc., Cupr. m.Cycl., Diosc., Eup. perf., Gins., Hep., Hydroc ac., Hyos., Ign.Kali br., Mag. p., Morph.Mosch., Nat. m., Niccol., Nicot., Nux m., Nux v., Ol. succin., Ran. b., Stram., Sul. ac., Tab., Ver. a., Ver. v., Zinc. oxy., Zinc. v.






Smoking, after -- Ign., Selen.
Spasm, followed by -- Cupr. m.
Belching [with] -- Ant. c., Cajup., Cic., Cinch., Diosc.Nux v., Wyeth.
Hysterical, nervous symptoms [with] -- Gels., Ign.Mosch., Nux m., Zinc. v.
Pains in back, after eating, nursing [with] -- Teucr.
Retching, vomiting [with] -- Jatropha, Mag. p., Merc., Nux v.
Spasm of œsophagus [with] -- Ver. v.
Yawning [with] -- Amyl, Carls., Cocc.

উপরোক্ত ঔষধ ছাড়াও এমন মিউর, ও পালসেটিলা,কার্ব-ভেজ,লাইকোপডিয়াম,ভিরেট্রাম এলবাম, বেলেডোনা,এসিটিক এসিড,এগনাস্টাস ক্যাকটাস, জিঙ্কাম মেট আর্সেনিক এলবমসহ আরো আনেক ঔষধ রয়েছে।সঠিক লক্ষণ মিলিয়ে ্উপযুক্ত ঔষধ নির্বাচনই হোমিওপ্যাথিক চিকিৎসার মূলমন্ত্র।

হিক্কার বাইওকেমিক চিকিৎসাঃ

কেলি মিউরঃ-কোষ্ঠবদ্ধ,জিহ্বায় সাদা বর্ণের প্রলেপ রোগীদের হিক্কায় ক্যালি মিউর উপযোগী।

ম্যাগ্নেশিয়া ফসঃ-হিক্কা রোগের প্রধান ঔষধ ম্যাগ্নেশিয়া ফস।

প্রয়োজনিয় টিপস ঃ রোগীকে ঠান্ডা পানি পান করতে দিলে,রোগীকে চমকে দিলে,পেটফাপা সমস্যার সমাধান করলে কিম্বা নিদ্রার ব্যবস্হা করলেই সাধারনতঃ আরোগ্য হয়ে যায়।

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন