Anaemia বা রক্তশুণ্যতা ?
যদি WBC এবং Hbএর স্বাভাবিক মান বা Normal Volume কমিয়া যায় বা বিকৃত ধরনের RBC তৈরী হয় তাকে এনিমিয়া বলে।এটি একটি অপুষ্টি জনিত রোগ।বাইয়োপ্লাজম এক বা বাইয়োকেমিক কম্বিনেশন এক রক্তশুন্যতা নিরাময়ে কার্য্কর।
*বায়োওকেমিক কম্বিনেশন নং এক(এনিমিয়া) উপাদানসমুহের নাম ঃ
1*ক্যালকেরিয়া ফস।
2*নেট্রাম মিউর।
3*ক্যালি ফস।
4*ফেরাম ফস।
কম্বিনেশন এক( রক্ত শুন্যতার) এর প্রয়োগক্ষেত্রঃ
১)অস্বাস্হ্যকর পরিবেশে বসবাস করার জন্য এবং পরিপাকের গোলযোগ হেতু ভুক্ত দ্রব্য যথাযথ ভাবে হজম না হয়ে এনিমিয়া হলে।
২}দেহ হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে এনিমিয়া হলে।
৩)সেরিব্রোস্পাইনাল এনিমিয়া হলে।
৪)টিসুর ক্ষয় হেতু এনিমিয়ায় গায়ের চর্ম সাদা,হলুদ বর্ণ,মোমেরমত হলে,বুক ধড়ফড়,কম্পন,শরীরের দুর্বলতা দেখা দিলে।
৫)দীর্ঘদিন মানসিক অশান্তিতে বা চাপের জন্য এনিমিয়া বা ব্রেইন এনিমিয়া হলে প্রয়োগ করা হয়।
কম্বিনেশনে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান সমুহের রক্তশুন্যতা নিরাময়ের শক্তি রয়েছে।প্রত্যেকটি উপাদানের নির্বাচক লক্ষণ বিস্তারিত আলোচনা করা হলো।
এনিমিয়া বা রক্তশুন্যতার বাইয়োকেমিক ঔষধ সমুহের নির্বাচক লক্ষণঃ
ক্যালকেরিয়া ফসঃ-রক্তহীনতা,মুখমন্ডল ফেকাসে,পাকাশয়ের গোলযোগে রক্ত শুন্যতা এবংয় যে কোন প্রকার ক্ষয় রোগের পরশরীরের ভাইটাল ফ্লুইড কমে গেলে ইহা প্রধান ঔষধ (আর বি সি) গঠনে ও নিয়ন্ত্রণে ইহা অদ্বিতীয়।
ফেরাম ফসঃ-রক্ত শুন্যতার প্রধান ঔষধ,হিমোগ্লোবিন বর্দ্ধক।রক্তাপ্নতাসহ পান্ডুবর্ণ লক্ষণে প্রযোজ্য এবং৮৫% নিচে হিমোগ্লোবিন গেলে ইহা প্রযজ্য।
নেট্রাম মিউরঃ-রোগীর (আর বি সি) কম,সামান্য পরিশ্রমেই বুক ধড়ফড় করে,কোষ্ঠ কাঠিন্য,মানসিক অবসন্নতা,চর্ম ফোকাসে ও শুস্ক,নুনে খুব আসক্ত জল পীপাসা খুব প্রভৃতি লক্ষণে প্রযোজ্য।
কেলি ফসঃ-রোগীর মানসিক ও শারীরিক অবসন্নতা,দিন রাত্র অপ্রয়োজনীয় চিন্তা স্পাইনাল কর্ড এর কোন গোলযোগ লক্ষণে উত্তম ঔষধ।
কেলি মিউরঃ-নেট্রাম সালফ এবং নেট্রাম ফস,শক্তি পর্যায়ক্রমে প্রয়োগ যখন রোগীর রক্তশুন্যতার কারণ খাদ্য দ্রব্য হজম করতে না পারার দরুন,অল্ম রোগ অর্থাৎগ্যাসট্রিটিস,হিপাটিটিস ইনফেকটিভ ফেভার প্রভৃতি ইতিহাস লক্ষণে তিন মাস পর্যন্ত ঔষধ সেবনে উপকার হয়।
সাইলেসিয়াঃ-কোন শিশুর রক্ত শুন্যতার কারণ পূর্ণমাসে শিশুর জন্ম হয়নি,জীর্ণ শীর্ণ ও অপুষ্ট লক্ষণে নেট্রাম মিউর সহ পর্যায়ক্রমে প্রয়োগে উপকার হয়।
হোমিওপ্যাথিকঃ-ক্যালকেরিয়া ফস,চায়না,ফেরাম মেট,নেট্রাম মিউর,ক্যালকেরিয়া কার্ব,হেলোনিয়াস,সিকেলি কর ইত্যাদি ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগে এনিমিয় চিকিৎসা আরো কার্যকর হয়।
উপসংহারঃবাইয়োকেমিক চিকিৎসার সাথে কোন ঔষধের নিষিদ্ধতা নেই।ইহা অতি নিরাপদ ও বিষক্রিয়া মুক্ত।কম্বিনেশন বড়ি বড়দের চারটি ও ছোটদের দুইটি বড়ি দিনে তিনবার।জরুরী ক্ষেত্রে তিন ঘন্টা পর পর দেয়া যেতে পারে।
ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন