বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

স্বাস্হ্যহীনতা আরোগ্যে বাইয়োকেমিক চিকিৎসা

বাইয়োকেমিক কম্বিনেশন-এক স্বাস্হ্যহীনতা আরোগ্যে কার্যকর

স্বাস্হ্যের উন্নতির বাইয়োকেমিক চিকিৎসা বা বাইয়োকেমিক কম্বিনেষন ২৮ প্রয়োগক্ষেত্র
শারীরিক পুষ্টি সাধনের জন্য খাদ্য এবং ভিটামিন যেমন প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় খনিজ পদার্থের যা কোষ,বিপাক,অক্সিজেন,পানি,রক্ত কণিকার ইত্যাদির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কম্বিনেষন ২৮ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বায়োওকেমিক কম্বিনেশন আটাইশের উপাদানসমুহ ঃ
1*ক্যালকেরিয়া ফ্লোর।
2*ক্যালকেরিয়া ফস।
3*ক্যালকেরিয়া সালফ।
4*ফেরম ফস।
5*ক্যালি মিউর।
6*ক্যালি ফস।
7*ক্যালি সালফ।
8*ম্যাগ ফস।
9*নেট্রাম মিউর।
10*নেট্রাম ফস।
11*নেট্রাম সালফ।
12*সাইলিসিয়া।
প্রস্তুত করণঃ-নিম্ন লিখিত ঔষধগুলো থেকে সমান পরিমাণে গ্রহণ করে মিশ্রিত করে এই কম্বিনেষন ২৮ তৈরী।

প্রয়োগ ক্ষেত্রঃ-শ্বাস কষ্ট,ক্ষয়জাতীয় রোগ এবং জ্বর,নিউমোনিয়া,ডায়ারিয়া থেকে আরোগ্য লাভের পর শারীরিক দুর্বলতা মোচনের জন্য এটি প্রয়োজন।
বাইয়োকেমিক কম্বিনেশন ২৮ একক ভাবে প্রয়োগ হলে যেমন স্বাস্হ্যের উন্নতি বা স্বস্হ্যক্ষয় রোধ হয় তেমনি এই বারটি বাইয়োকেমিক পৃথকভাবে স্বস্ব নির্বাচক লক্ষণ অনুযায়ী উপযুক্ত মাত্রা ও প্রয়োগ ক্ষেত্রে মেজিকের মত কাজ করে।নিচে প্রতিটি বাইয়োকেমিক ঔষধ নির্বাচক লক্ষণ সংক্ষেপে বর্ণনা করা হলেঅ।
1.Calcarea Fluorica:অস্থির,সন্ধির এবং গ্রন্থির পরিপুষ্টি।
2.Calcarea phosphorica:অস্থির রোগ,অস্থির ভঙ্গের মেরামতি কাজে,রক্তহীনতা,পুরাতন ক্ষয়কারী রোগ, ক্যালসিয়ামের অভাব পুরন করে।
3.Calcarea Sulphuricum:প্রদাহ,পূজ সৃষ্টি,চোখের কর্ণিয়ার দুর্বলতাজনক রোগ,কান,নাক,গলার রোগ,পূজময় হলদে স্রাব আরোগ্যে প্রয়োজন।
4.Ferrum Phosphoricum:রক্তবৃদ্ধি,টিসূর পরিপুষ্টি এবং প্রদাহ তৎসহ জ্বরে প্রয়োগ হয়।
5.Kalium Muriaticum:কান,বুক এবং লিভারের রোগে প্রয়োজন হয়।
6.Kalium Phosphoricum:স্নায়ু,মস্তিষ্কের টিসু,খনিজ জাত খাদ্যের অভাব হেতু শরীরের অবক্ষয় দূর করে।
7.Kalium Sulphuricum:ত্বক,সন্ধির এবং বুকের কোন দূর্লক্ষণ এবং উহা দূর করে পরিপুষ্টি সাধনে সহায়তা করে।
8.Magnesium phos:পেশির পরিপুষ্টি,জরায়ুর দুর্বলতা এবং বেদনা তৎসহ স্নায়ুব্যাথা এবং হৃদযন্ত্রে ব্যাথা আরোগ্য করে।
9.Natrum Muriaticum:কিডনী,সন্ধি এবং শ্লেষ্মা ঝিল্লী আবরনের বৈকল্য দূর করে পরিপুষ্টি সাধণে সাহায্য করে।
10.Natrum Phosphoricum:চর্বি বা তৈলাক্ত জাতীয় খাদ্যের বিপাকীয় কাজে সাহায্য এবং হজমশক্তি বৃদ্ধি করে।অম্লাধিক্য ভাব নিয়ন্ত্রণে সাহায্য করে।
11.Natrum Sulphuricum:দেহে পানির ভারসাম্য রক্ষা করে।
12.Silicea:আমরা দৈনন্দিন যে খাদ্য ও পানিয় গ্রহণ করি তার পু্ষ্টির সুসম বন্টন করতে সাহায্য করে।পুষ্টি জনিত অভাব দূর করে,শরীরে অবান্চিত নেশা বা বিষক্রিয়া নিবারণ করতে ঔষধটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ কোন পার্শপ্রতিক্রিয়া নেই।এই কম্বিনেষণ সেবণ নিরাপদ। এর কোন বিষক্রিয়া নেই বা কোন নেশার সৃষ্টি করে না।

মাত্রাঃ বাইয়োকেমিক কম্বিনেশন ও বাইয়োকেমিক ঔষধসমুহ বড়দের চার বড়ি দিনে তিন বার আর ছোটদের দুই বড়ি দিনে তিনবার।

ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন