শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

ব্রঙ্কাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for bronchitis.

ব্রঙ্কাইটিস ?

ঠান্ডা লাগা এই রোগের প্রধান কারণ।ধূলা,ধোয়া,কুয়াশা,শ্বাস নালীতে প্রবেশ করে ও এই রোগ উৎপত্তি হয়ে থাকে।শিশু ও বুড়া বয়সে এই রোগ বেশি হতে দেখা যায়।বক্ষস্থলে চাপ বোধ,কাঁশতে কষ্ট,অক্ষুধা,কোষ্টবদ্ধ,শ্বাস কষ্ট,বুকের ভিতর নানা প্রকার শব্দ,অনিদ্রা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় ব্রঙ্কাইটিস শীত কালে বৃদ্ধি পায়।

ব্রঙ্কাইটিসের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন গাইডঃ

একোনাইট ন্যাপঃ- এই রোগ প্রথম অবস্থায় সর্দি,জ্বর,গলা সুড় সুড় করে শুষ্ক কাশির জন্য রোগি ঘুমাতে পারে না।পানি পিপাসা,অস্থিরতায় এটি উপকারী।

এন্টিম টার্টঃ-শ্বাস নালীর মধ্যে অধিক কফ জমে বুকের ভিতর গর গর শব্দ।গলায় শুর শুর করে কাশি,কাশলে মনে হয় কফ বের হবে কিন্তু বের হয় না।শ্বাস-প্রশ্বাসের সংগে বুকের পাজর চেপে যায়।অনেক সময় কেশেও কফ বের করতে না পেরে রোগি ঝিমাইয়া পড়ে।

এন্টিম সালফঃ-প্রতি বছর শীত কালে ব্রঙ্কাইটিস বৃদ্ধি।গলায় খুক খুক করে কাশি,কাশির সাথে প্রচুর পরিমানে কফ উঠে।শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি লক্ষনে এটি প্রয়োজনীয়।

বেলসাম পেরুঃ-পুরাতন ব্রঙ্কাইটিসের একটি উৎকৃষ্ট ঔষধ।সবুজ বর্নের মাখনের মত গাঢ় অত্যন্ত দুর্গন্ধ কফ উঠে।শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি লক্ষণে এটি উপকারি।

ক্যালি হাইপোঃ-পুরাতন ব্রঙ্কাইটিসে এটি একটি উৎকৃষ্ঠ ঔষধ।কাশিতে অল্প পরিমানে কফ উঠে।কফ অত্যন্ত গাঢ় অত্যন্ত দুর্গন্ধ কফ উঠে।কফ অত্যন্ত গাঢ় ও ভিষণ দুর্গন্ধ।

ইউক্যালিপটাসঃ-বৃদ্ধ বয়সে কষ্টকর ব্রঙ্কাইটিস।কাশিতে কাশিতে বুক ধড়ফর করে।অনেকক্ষণ কাশিবার পর পুজ মিশ্রিত শ্লেষ্মা দুর্গন্ধ,শ্বাস কষ্ট।প্রভৃতি লক্ষণে  ইহা উপকারী।

এমন কার্বঃ-পুরাতন ব্রঙ্কাইটিস বুক ধরফর করে।শেষ রাতে কাশি বৃদ্ধি।অবসন্নতা,রাতে নাক বন্ধ হয়ে যায়।মুখ দিয়ে নিশ্বাস ফেলে মুখ দিয়ে,ঘুমের ঘোরে দম বন্ধ হয়ে ঘুম ভেঙ্গে যায়,শ্বাস কষ্ট ইত্যাদি লক্ষনে এমন কার্ব উপকারী।

ব্রাইয়োনিয়াঃ-শুষ্ক কাশি,বুকে সুঁচ ফোটানো ব্যাথা।বুক চেপে ধরে কাশে।অনেক সময় কাশির পর অল্প পরিমানে কফ আসে।কফের রং হলদে বর্ণের বা রক্তের ছিট মিশ্রিত।কোষ্টবদ্ধ নড়াচড়ায় সকল যন্ত্রনার বৃদ্ধিতে ইহা অব্যর্থ।

সলিডেগোঃ-ব্রঙ্কাইটিস রোগের প্রধান ঔষধ।কাশির সাথে প্রচুর কফ বের হয়।মাঝে মাঝে কফের সাথে রক্তের ছিট দেখা যায়।কাশির সাথে শ্বাস কষ্ট।

বোরিকের রেপার্টরির সাহায্যে ব্রঙ্কাইটিসের সঠিক ঔষধ নির্বাচন ঃ
REPERTORYby Oscar E. BOERICKE, M.D
BRONCHITIS, Inflammation



Acute -- Acon., Am. c., Am. iod., Am. phos., Ant. ars., Ant. iod., Ant. t., Ars. iod., Ars., Asclep. t., Aviare, Bell., Blatta or., Brom.Bry.Caust., Cham., Cinch., Colch., Cop., Dulc., Eup. perf., Euphras., Ferr. p., Gels., Grind., Hep., Hyos., Ipec.Kali bich., Lob. infl., Mang. ac., Merc. s., Naph., Nat. ars., Nit. ac., Phos., Piloc., Puls., Rhus t., RumexSang.Sang. n.Scilla, Solid., Spong., StictaSul., Sul. ac., Thuya, Tub., Ver. a., Ver. v., Zinc. m.
Capillary -- Am. c., Am. iod., Ant. ars., Ant. t., Ars., Bac., Bell., Bry., Calc. c., Camph., Carbo v., Chel., Cupr. ac., Ferr. p.Ipec., Kali c., Kali iod., Kaolin, Nit. ac., Phos. ac., Phos., SenegaSolanine, Sul., Tereb., Ver. a.
Chronic (winter catarrhs) -- Alumen, Alum., Ammon.Am. c., Am. caust., Am. iod., Am. m., Ant. ars., Ant. iod., Ant. s. a.,Ant. t.Ars. iod.Ars., Bac., Bals. per., Bar. c., Bar. m.Calc. c., Calc. iod., Calc. sil., Canth., Carbo an., Carbo v., Ceanoth., Chel., Cinch., Coccus, Con., Cop., Cub., Dig., Dros., Dulc., Eriod., Eucal., Grind., Hep., Hydr., Hyos., Ichth., Iod., Ipec.Kali bich., Kali c., Kali hypophos., Kali iod., Kali s., Kreos., Lach., Lyc.Merc. s., Myos., Myrt. ch., Nat. m., Nat. s., Nit. ac., Nux v., Phos., Pix l., Puls., Rumex, Sabal, Sang., Scilla, Sec., Senega, Sep., Sil., Silph., Spong., Stann., Strych., Sul., Taxus, Tereb., Tub., Ver. a.
Fibrinous -- Calc. acet., Bry., Brom., Kali bich., Phos.
Toxemic -- Am. c., Ant. t., Bry., Colch., Diphtherotox., Merc. c.

Irritation of tubes (See Bronchitis.) -- Acet. ac., Acon., Alumen, Ambros., Brom., Bry., Chlorum, Ferr. p., Hep.Phos., Piloc., Rumex, Sang. n., Spong.

Sensitiveness, to cold air -- Allium s., Aral., Bac., Calc. sil., Cham., Cinch., Coral.Dulc.Hep., Iod., Kali c., Mang. ac., Merc. s., Naja, Psor.Sil.Tub.

ব্রঙ্কাইটিসের বাইওকেমিক চিকিৎসা ঃ

ফেরাম ফসঃ- রোগের প্রথমাবস্থায় জ্বর,শ্বাস কষ্ট,বুকে ব্যাথা।যন্ত্রনাদায়ক খুক খুক কাশি ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

ক্যালি মিউরঃ-পীড়ার দিতীয়াবস্থায় কাশির সাথে চটচটে শ্লেষ্মা উঠে,জিহ্বায় সাদা ময়লা আবৃত থাকে তখন ফেরাম ফসের সাথে ক্যালি পর্যায়ক্রমে সেবনে উপকার হয়।

ক্যালি সালফঃ-রোগের তৃতীয় অবস্থায় কাশির সাথে হলুদ বর্ণের প্রচুর শ্লেষ্মা উঠলে ক্যালি সালফ দিতে হবে।


ব্রঙ্কাইটিসের রোগীর পথ্য ও আনুসঙ্গিক ব্যাবস্থা ঃ

সরিষার তেল গরম করে বুকে মালিশ করলে উপকার হয়।গরম কাপড়ে শরীর জরিয়ে রাখলে ভাল।ঠান্ড না লাগার দিকে লক্ষ রাখতে হবে।জ্বর থাকলে দুধ,সাগু,দুধ,বার্লি,হরলিক্স সুপথ্য।জ্বর না থাকলে পুরাতন চিকন চালের ভাত,তাজা মাছের ঝোল,বলকারক পথ্য দিতে হবে।গরম পানি পান করতে হবে।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গো: রেজিস্ট্রেশন নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন