হজমের গোলযোগের কারনেই মুখে জল উঠে।পেটে জ্বালা,গরম বোধ,এসিডিটি,পেট বেদনা,মুখে কটু তিক্তস্বাদ সহ মুখে জল উঠতে দেখা যায় ।হৃৎযন্ত্রের জ্বালাপোড়া,লিভার দোষ,অজীর্ণরোগের কারনেই মুখে জল উঠে । লক্ষণ বিবেচনায় নিচের ঔষধ সঠিকটি নির্বাচন করতে সক্ষম হলে সহজেই জল উঠা নিবাময় সম্ভব।
নেট্রাম সালফ:রেগীর তিক্ত বমন,সবুজ উদরাময়,বায়ু নি:স্বরণ কালে অসারে মল ত্যাগ করে ।মল তরল হলেও কুন্থন ছাড়া বের হয় না ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন ।
নেট্রাম ফস :কোষ্ঠবদ্ধ ও উদরাময় পর্যায়ক্রমে রোগীর চলতে থাকে সাথে মুখে অম্ল-স্বাদ যুক্ত,জল উঠলে ,উদরাময়ে মলের রং সবুজ ও হরিদ্রা সাথে টক গন্ধযুক্ত হলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন ।
নেট্রাম মিউর :অজীর্ণ্ রোগের সাথে পাতলা জলেরমত শ্লেষাময় বমি, সথে বারবার মুখে জল উঠে ,জিহ্বা ভিজা,থুতু ভরা লবনাক্ত জল উঠলে , লবণপ্রীয় রোগীর জন্য উপযোগী।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।
কেলিফস :স্নায়ুবিক দুর্বলরোগীর,পরিপাক ক্রিয়ার দুর্বলতা,পেটফাপা,সর্বদা ক্ষুধা ভাব থাকে,সাথে মুখে জল উঠলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।
নেট্রাম ফস :কোষ্ঠবদ্ধ ও উদরাময় পর্যায়ক্রমে রোগীর চলতে থাকে সাথে মুখে অম্ল-স্বাদ যুক্ত,জল উঠলে ,উদরাময়ে মলের রং সবুজ ও হরিদ্রা সাথে টক গন্ধযুক্ত হলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন ।
নেট্রাম মিউর :অজীর্ণ্ রোগের সাথে পাতলা জলেরমত শ্লেষাময় বমি, সথে বারবার মুখে জল উঠে ,জিহ্বা ভিজা,থুতু ভরা লবনাক্ত জল উঠলে , লবণপ্রীয় রোগীর জন্য উপযোগী।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।
কেলিফস :স্নায়ুবিক দুর্বলরোগীর,পরিপাক ক্রিয়ার দুর্বলতা,পেটফাপা,সর্বদা ক্ষুধা ভাব থাকে,সাথে মুখে জল উঠলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন