তরুণ ও পুরাতন সর্দির হোমিওপ্যাথিক চিকিৎসা: |
সর্দি
ঠান্ডা লাগিয়া সাধারনত সর্দি হয়। আবার অতিরিক্ত গরম ও ঠান্ডায়ও সর্দি লাগে।
ধুলাবালি , অতিরিক্ত ঘর্মও সর্দির কারন হতে পারে। সর্দি নিরাময়ে হোমিওপ্যাথিক
চিকিৎসা অত্যন্ত কার্য়কর। এলোপ্যাথিক চিকিৎসায় সাময়িক আরাম দিলেও এ রোগের দ্রুত শান্ত
ভাবে আরোগ্য লাভের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাই সবচেয়ে কার্যকর।
সর্দির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নিরাবাচন গাইড
- একোনাইট নেপিলাস
- হঠাৎ ঠান্ডা লাগিয়া সর্দি মাথা বেদনা, অস্হিরতা,নাক দিয়ে জল পড়া, নাকের গোরায় বেদনা করা, মাঝে মাঝে হাছি হয় এই লক্ষণসহ একোনাইট নেপিলাসের লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য তরিৎ প্রয়োগ জরুরী।
- মার্ক সল
- সর্দির প্রথম অবস্হায় নাক ছনছন করে নাক টাটায়,মাঝে মাঝে হাছি দেয় এই রোগীর জন্য মার্ক কর দ্রুত প্রয়োগ জরুরী।এতে রোগ সহজেই আরোগ্য হয়।
- ক্যাম্ফর
- ঠান্ডা লাগিয়া সর্দি,ঘন ঘন হাছি, নাক দিয়ে জল পড়া, জ্বর জ্বর ভাব, খুকখুকে কাশি ইত্যাদি লক্ষনে ক্যাম্ফর উপযোগী।
- আর্সেনিক এলবম
- ঘনঘন হাছি, অবিরাম হাছির জন্য দম নিতে পারে না। হাছির সাথে শ্বাসটান নম নিতে কষ্ট। এই লক্ষণগুলি যে রোগীর মাঝে পাওয়া যাবে এবং আর্সেনিক এলবমের মানসিক ও সার্বদৈহিক লক্ষণ বিদ্যমান থাকবে তার জন্য এই ঔষধ মন্ত্রের মত কাজ করবে।
- পালসেটিলা
- পাকা সর্দি, নাক দিয়ে হলুদ সর্দি ঝরলে এবং রোগী নাকে কোন ঘ্রান না পাইলে পালসেটিলার প্রয়োজন হয়। খোলা বাতাস পছন্দ, অভিমানী, ছিচ কাদুনে রোগীর জন্য আরো উপযোগী।
- ব্রাইয়োনিয়া এলবম
- হলুদ বর্ণের সর্দির সাথে নাক দিয়ে রক্ত ঝরলে, মাথা ধরা, কোষ্ট বদধতাসহ ব্রাইয়োনিয়া এলবমের লক্ষণ সমষ্টি পাওয়া গেলে সেই রোগীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ।
- জেরিয়াম
- পুরাতন সর্দির সবচেয়ে উপযোগী ঔষধ। নাক দিয়ে সাদা বা হলুদ সর্দি ঝরলে , নাকে কোন ঘ্রান না পাইলে,নাকে ঘন শ্লেষ্মা থাকলে মেজেরিয়াম উপযোগী।
- ব্রোমিয়াম
- ব্রোমিয়াম অত্যন্ত বিরক্তিকর
কাচাঁ সর্দিতে ব্রোমিয়াম একটি মনে রাখার মতো ঔষধ। বিশেষত যাদের সর্দি, গলা ব্যথা, টনসিলের
সমস্যা ইত্যাদি সারা বছর লেগেই থাকে।
- এলিয়াম সেপা
- এলিয়াম সেপা পেয়াজের রস থেকে তৈরী করা এলিয়াম সেপা নামক ঔষধটি (ক্লার্কের
মতে) হোমিওপ্যাথিতে সর্দির সবচেয়ে ভালো ঔষধ। সর্দির
সাথে যদি জ্বরও এসে যায়, তথাপি অন্য কোন ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। এলিয়াম সেপা, সর্দির
সবচেয়ে ভালো ঔষধ।
- স্টিক্টা
- স্টিক্টা প্রধান
প্রধান লক্ষণ হলো শুকনা কাশি, বিকালে এবং রাতে
বৃদ্ধি পায়, ঘুমাতেও পারে না এবং শুইতেও পারে না, বসে থাকতে হয়, বুকের ওপর মনে হয় ভারী
একটি পাথর চেপে আছে, নাকের গোড়া মনে হয় কেউ চেপে ধরেছে, বিরতিহীন হাচিঁ, প্রচণ্ড মাথা
ব্যথা ইত্যাদি।
- নেট্রাম মিউর
- তরুন সর্দি কাশি,না্ক দিয়ে পানি ঝরে, মাঝে মধ্যে হাছি , একটু ঠান্ডা লাগিলেই সর্দি লাগে,জলের মত কাচাঁ সর্দিতে নেট্রাম মিউর উপযোগী। রোগীর লবন থাওঅর ইচ্ছা। লবনের প্রতি বেশী আকর্শন থাকলে অন্য যে কোন ঔষধের চেয়ে নেট্রাম মিউর বেশী উপযোগী। সর্দি রোগে আক্রানত রোগীর ঘ্রান শক্তি লোপ পাইলে নেট্রাম মিউর উপযোগী। তরুন রোগে ৩০ শক্তি ঘনঘন কয়েক মাত্রা প্রয়োগেই রোগী আরাম পাবে। পুরাতন রোগে ২০০ হতে উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। সাথে অবশ্যই লবন খাওয়া ত্যাগ করা জরুরী।
সর্দির বাইয়োকেমিক চিকিৎসা
Ø ফেরম ফস
সর্দির প্রথম অবস্হায় নাক দিয়ে জল পড়লে,ঘনঘন হাচি,চোখে জল,মুখ লাল ইত্যাদি
লক্ষণ কোন রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য ফেরম ফস জরুরী প্রয়োজন।
Ø ক্যালি মিউর
সর্দির ২য় অবস্হায় প্রয়োজন। রোগী কোষ্ঠবদ্ধ, জ্বিবাহ সাদা,সাদা বর্ণের সর্দি
ইত্যাদি লক্ষণ বিবেচনায় ক্যালি মিউর প্রয়োজন।
Ø কেলি সাল্ফ
সর্দির তৃতীয় অবস্হায় ক্যালি সাল্ফ প্রয়োজন।সর্দির তৃতীয় অবস্হায় যখন নাক
দিয়ে ঘন হলুদ বর্নের গাঢ় সর্দি ঝড়লে কেলি সাল্ফ প্রয়োজন।
Ø ক্যালকেরিয়া ফস
ঠান্ডা প্রবনতা দুর করতে এই ঔষধটি প্রয়োজন।যাদের বার বার সর্দি লাগে তাদের
জন্য জরুরী প্রয়োজন।
উপসংহার
সর্দি চিকিৎসার পাশাপাশি এলার্জিক খাবা ত্যাগ ও ঠান্ডা ও অতিরিক্ত গরম পরিহার
করা জরুরী।যারা অনিয়মিত ঠান্ডা ও গরমে কাজ করেন সর্দি হওয়াটা তাদের জন্য সাধারন।
আমার লেখা মোবাইল এপসটি ডাউনলোড করুন। নিয়মিত আপডেট নিন।
ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন