শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

স্তনক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

স্তন ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা।

স্তন ক্যান্সারের চিকিৎসায় হোমিওপ্যাথির আশ্চর্য় সফলতা রয়েছে।কেমোথেরাপি নয় হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে থাকুন।সুস্হ স্বাভাবিক জীবণ যাপন করুন।পার্শপ্রতিক্রিয়ার হাত থেকে বাচুন।
স্বাধারনত: মহিলাদের মাঝেই এ ক্যান্সার দেখা যায।কখনও কখনও ধাতুগত দোষের কারনে পুরুষেরও স্তনক্যান্সার হয়।যে সকল রমনী বেশী বেশী সন্তান প্রসব করেন ,যে রমনী সন্তানকে স্তন দুধ দেন না তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝোক বেশী।কখনও কখনও বংশগত কারনেও এ রোগ হয়। দেখা গিয়াসে কোন মায়ের স্তন ক্যান্সারের ইতিহাস ছিল তার মেয়ে ও নাতনীরও স্তন ক্যান্সার হয়েছে।যে কোন বয়সে স্তন ক্যান্সার হতে পারে।তবে ৪০ বছরের পরেই বেশীরভাগ রমনীর স্তন ক্যান্সার হয়।স্তনের দুধ বহা প্রনালীতে কোন বাধা না পরলে স্তনের স্বাভাবিক আকৃতি বজায় থাকলে স্তন ক্যান্সার হয়না।যাদের স্তন আনেক বড় হয়ে যায় অথবা ছোট হয়ে যায় তাদের এ রোগ হওয়ার ঝোক বেশী থাকে।স্তন ক্যান্সার নির্নয়ের জন্য দর্শন ,স্পর্শ,এক্সরে,বাইয়োপসী করিয়া নিতে হয়।
স্তন ক্যান্সরের লক্ষণসমুহঃ

প্রথমে স্তনের বোটা গোলাপী আকার ধারন করে।পরে তাহা বিস্তৃত আকার ধারন করে।প্রথমে স্তনের ভিতরে টিউমার আকারে বৃদ্ধি পায় পরে চর্ম ভেদ করে উপরে উঠে আশে এবং স্তন হতে স্রাব হয়।ক্যান্সার বাড়ার সাথে সাথে স্তন স্ফিত হয় বেদনা জ্বালা বাড়ে।কমবয়সী মেয়েদের স্তন ক্যান্সার হলে স্তনের ভিতরেই ছোট আকারে সীমাবদ্ধ থাকে।
স্তন ক্যান্সার প্রথম অবস্হায় ৫ সে.মি এর মত থাকে দ্বিতীয় অবস্হায় ৫ সে.মি এর কম হয় এবং তৃতীয় অবস্হায় পাঁচ সে.মি. এর চেয়ে বড় আকার ধারন করে।


স্তনক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক আলোচনা ঃ


আর্সেনিক এলবমঃ
আর্সেনিক এলব, রোগিনী অত্যন্ন নিস্তেজ অস্হিরতাসহ অত্যন্ত বেদনা ও জ্বালাপোড়া থাকে।রোগ যন্ত্রনা মধ্যরাতে বাড়ে।রক্তমিশ্রিত হলুদ বর্নের সাদা স্রাব থাকে এবং মাসে একাধিক বার মাসিক হয়।জরায়ুর জ্বালাপোড়া ও টিউমার সহ স্তনক্যান্সার রোগিনীর পক্ষে আর্সেনিক এলবম বেশী উপযোগী।আর্সেনিক এলবম এর লক্ষণ থাকতেও যদি রোগের উন্নতি না হয় তবে আর্সেনিক আইয়োড প্রয়োজন হয়।
থুজা অক্সিডেন্টালঃ
স্তন ক্যান্সারে রোগিনীর যদি টিকার কুফলের ইতিহাস থাকে এবং সে অনেক বার টিকা নিয়ে থাকে তবে একমাত্রা উচ্চ শক্তির থুজা প্রয়োগ করে অপেক্ষা করতে হবে।থুজা প্রয়োগে অনেক রোগিনীই আরোগ্য লাভ করেছে।
ফাইটোলক্কাঃ
বস্তুত স্তনের যে কোনরূপ প্রদাহ, ক্ষত, নালিঘা এমনকি ক্যান্সার পর্যন্ত ইহাতে আরোগ্য লাভ করে। স্তনের বিকৃতি, স্তনবৃন্তের বিকৃতি ও ভিতরে ঢুকে যাওয়া, স্তনদুগ্ধ অতিশয় গাঢ় হয়ে যাওয়া, বিস্বাদ হওয়া ও দুধের সাথে রক্ত নির্গমন। স্তন প্রদাহযুক্ত হয়ে ওঠে,স্তনের ছোট ছোট গ্রন্থি বেদনা যুক্ত ঢালার মতো হতে থাকে।নড়াচড়া করতে গেলে ব্যথা বৃদ্ধি পায়, আলগা করে বাঁধিয়া রাখিলে উপশম হয়।স্তনবৃন্ত ফাটিয়া যায় ও ক্ষত দেখা যায়।শিশুকে স্তন্যপান করাতে গেলে যন্ত্রনা পুরো শরীরে ছড়িয়ে পড়ে।প্রত্যেক মাসে মাসিকের সময় স্তনে ব্যথা অনুভব হয়।রোগিনী বেদনা কাতর হলে ফাইটোলক্কা নিম্ন শক্তি ঘনঘন প্রয়োগে বেদনার উপসম হয়।রোগিনীর রোগযন্ত্রনা নিরাময়ের জন্য শুধু ফাইটোলকা্ই ব্যবহার করে স্বাভাবিক খাদ্য ও স্বাভাবিক জীবন ধারন করলে কেমোথেরাপির মত যঘন্য পদ্ধতির কুফল হতে রোগিনীকে আরাম দেয়া যায়।
এস্টেরিয়ান রুবেঃ
স্তনে ক্যান্সার,যন্ত্রণা মধ্যরাতে বৃদ্ধিপায়, ঠান্ডা পানীয় গ্রহণের প্রবল ইচ্ছা,মাংসে অরুচি,প্রবল সঙ্গম ইচ্ছা।মনে হয় স্তনের ভিতরের দিকে কেউ টেনে নিয়ে নিচ্ছে।স্তন ফুলে ওঠে ও ঘা থেকে রক্ত নির্গত হয়।স্তনের চামড়া শুকিয়ে যায়।স্তন শক্ত হয়ে যায় এবং ফ্যাকাশে রঙের হয়ে যায়।অত্যন্ত বেদনা যুক্ত হয়।মাসিকের পুর্বে মাথা গরম হয়।রোগিনী অত্যন্ত ক্রুদ্ধ ও উত্তেজিত হয়ে ইঠে।প্রবল মৈথুনের ইচ্ছা।প্রতি মাসিকের সময় স্তনক্যান্সারের বৃদ্ধি হলে এই ঔষধটি প্রয়োজন।
ক্যাডমিয়াম সালফঃ
অনবরত বাহ্য বমি,নিতান্ত নিস্তেজ ও দুর্বলতা,রোগিনী চোখ বন্ধ করিয়া থাকে,যন্ত্রনা প্রবল হইলেও রোগীর অস্হিরতা থাকেনা।মন্ডের মত অথবা সবুজ মিশ্রিত কিংবা কাল রঙ্গের চাপ চাপ দর্গন্ধ মল। রোগীর ওয়াক উঠাসহ বমি। হিমাঙ্গ ও প্রস্রাব বন্ধ অবসন্নতা ও হিমাঙ্গতাসহ স্তনক্যান্সারের রোগিনীর জন্য এটি উপযোগী ঔষধ।রোগিনী রক্তহীনতা সর্বশরীর ঠান্ডা রোগিনী শীত শীত বোধ করে।

ক্যাডমিয়াম আয়োডঃ
সোরা সিফিলিস ও সাইকোসিস দোস রোগিনী সকলকেই অবিশ্বাস করে ঘৃনা করে ।সেই রোগিনীর জন্য এই ঔষধটি অতি প্রয়োজন।
হাইড্রাসটিসঃ
শরীর দর্বর ক্ষুধাহীনতা কোষ্ঠ বদ্ধতা শরীরে ঘর্ম।রোগিনীর অম্ল,অজীর্ণ কোষ্ঠবদ্ধতা,হৃৎকম্প এবং যে কোন সময় রক্ত স্রাব হয়।শরীরে জল জমে।রোগিনীর,চামড়া,প্রস্রাব হলুদ হয়।রোগিনীর সাদা স্রাব থাকে তাদের জন্য উপযোগী।ক্যান্সারের ক্ষতে বাহ্য প্রয়োগ হয়।

কেলি ফসঃ
ক্যান্সার রোগিনীর যখন বেনার জন্য নিদ্রাহীনতা ও স্নায়ুবিক অবসাদ দেখা দেয় তখন বিশেষ প্রয়োজন হয়।


মর্ফিয়া পিউরাঃ
রোগিনীর বেদনা ও জ্বালা নিবারনের জন্য এই ঔষধটি প্রয়োজন।
নাইট্রিক এসিডঃ
গনেরিয়ার রোগিনীর জন্য নাইট্রিক এসিড উপযোগী।ক্ষতে খোচামারা বেদনা ও দুর্গন্ধ যুক্ত স্রাব হলে উপযোগী।
কার্বো এনিঃ 
স্তনগ্রন্থি প্রদাহযুক্ত হয়ে উঠুক না কেন তা কখনো পাকিয়া পুঁজযুক্ত হয়ে উঠবে না কেবল শক্ত হয়ে থাকবে। ক্ষত প্রদাহ শক্ত হয়ে ব্যাথা করতে থাকে, জ্বালা করতে থাকে, পেকে পুঁজ হয়ে যায় কিন্তু স্থানটি শক্ত ইঁটের মত হয়ে থাকে। স্তনের ক্ষত বা গ্রন্থি সহ বগলের গ্রন্থি শক্ত হয়ে থাকলে এবং তার সঙ্গে ভয়ানক ব্যথা থাকলে কার্বো এনি প্রাই বেশ উপকারে আসে। দুরারোগ্য ক্যান্সার রোগে কার্ব এনি লক্ষণ পাওয়া যায় বিশেষত স্তন ক্যান্সারে ও জরায়ু ক্যান্সারে। ক্ষতস্থানটি জালা ও ফুল ফোটানো ব্যথা থাকে।রোগীর বৈশিষ্ট্য দুর্বলতা এত অধিক যে রোগী দাঁড়িয়ে থাকতে পারে না, ঋতুর বর্ণ কালো দুর্গন্ধযুক্ত। কার্বো এনিমেলিস এর রোগী প্রবাসে বা পরবাসে থাকতে পারে না অসুস্থ হয়ে পড়ে।অন্ধকারে থাকতে ভয় পায়, স্বপ্নে কথা বলে ও কাদিতে থাকে।
কোনিয়াম ম্যাকঃ 
কোন আঘাতজনিত কারনে স্তনে যদি আব বা শক্ত অর্বুদ দেখা দেয় এবং তার ফলে যদি ক্যান্সার হয় তাহলে এই ওষুধ উপকারে আসে। স্তন শুকিয়ে যাওয়া, স্তন প্রদাহ,এই ওষুধ বেশ ফলপ্রদ। স্তন বৃদ্ধি ও প্রত্যেক মাসের মাসিকের আগে ব্যথা অনুভব হয়।
আর্সেনিক আয়োডঃ 

স্তন ক্যান্সার ও তার সাথে স্তন প্রদাহ ও ঘা হয় দুর্গন্ধ নিঃসৃত হয়।স্তনের চামড়া ব্রোঞ্জের রং এর মত দেখায়।রোগী অল্প শীতে যেমন কাতর, অল্প গরমেও তেমনি কাতর,অল্পতেই ঠান্ডা লেগে যায়।কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে,প্রবল জল পিপাসা।স্নান করতে পছন্দ করেনা,স্নানে বৃদ্ধি হয়।খাদ্যদ্রব্যে অনিচ্ছা অরুচি, আহারের একঘন্টা পরে বমি হয়।
বেডিয়াগাঃ 

স্তনের ক্যান্সার তার সাথে ভয়ানক কাশি,যতবার কাশি হয় ততবার স্তনে ব্যথা বৃদ্ধি পায়।স্তনের ব্যথা বৃদ্ধি পেয়ে পিঠে ছড়িয়ে পড়ে।
কার্সিনোসিনঃ 

ক্যান্সারের ভালো ওষুধ। ক্যান্সার আক্রান্ত স্থান থেকে রক্তস্রাব ও প্রচুর যন্ত্রনা তার সঙ্গে পেটের মধ্যে অতিরিক্ত বায়ু জমা ও আত্মহত্যার প্রবণতা।
লেপিস এলবাঃ

 ক্যান্সার এবং গন্ডমালা বা গলগন্ড দোষের একটি চমৎকার ওষুধ।স্তনে ক্যান্সার এর সহিত মাসিক এতটা কষ্টদায়ক হয় যে রোগিনী বারবার অজ্ঞান হয়ে পড়ে।স্তনে টাটানি ব্যথা ও স্পর্শ করলে মনে হয় প্রাণ বেরিয়ে যাবে।শক্ত পাথরের মত হয়ে ওঠে স্তন।তার সাথে জরায়ু স্রাব প্রচন্ড হাজা কর ও অসহ্য জ্বালা।
ল্যাকেসিসঃ স্তনের ক্যান্সার এ স্তনের চামড়ার রং লাল হয়ে বেগুনি বা নীল বর্ণ ধারণ করে এবং এই ব্যথা নিদ্রা যাওয়ার পর বৃদ্ধি ঘটে। সাধারনত বাম দিকের স্তনে বেশি আক্রমণ হয়। স্তনে অন্তর্বাস পরা পছন্দ করে না, ঢিলেঢালা পোশাক পরতে পছন্দ করে। রোগীর ঈর্ষা ও স্পর্শকাতরতা ও বাচালতা দেখা দেয়। ধর্ম ভাবো আছে ঠাকুর দেবতা অগাধ বিশ্বাস। স্তনের টাটানি ব্যথা সেই ব্যথা বাম দিকের স্তন থেকে ডান দিকের স্তনে যায়।

সাইলেসিয়াঃ
স্তন ক্যান্সার হতে দুর্গন্ধযুক্ত পাতলা রস ঝড়লে,তেজহীন শীতল দেহ,পরিশ্রমেও শরীর গরম না হলে,মল কঠিন ও মলবেগ না থাকলে সেইরোগিনীর জন্য সাইলেসিয়া উপযোগী।

বোরিক রেপার্টরির সাহায্যে সদৃশ ঔষধ নির্বাচনঃ

Breast [of] (See Female Sexual System.) -- Ars. iod., Bar. iod., Brom., Bufo, Carbo an., Carcinos., Condur., Con., Form. ac., Graph., Hydr., Phyt., Plumb. iod., Nat. cacodyl., Scirrhin.
Cancer (See Tumors.) -- Arg. n., Ars. iod., Ars.Aster., Bad., Bapt., Bar. iod., Brom., Bry., Calc. iod., Carbo an., Carcinos., Cic., Clem., Condur.Con.Galium, Graph., Hep., Hoang nan., Hydr.Kali iod., Kreos., Lach., Phos., Plumb. iod., Psor., Sang., Scirrhin., Semperv. t., Sil., Sul., Tar. c., Thuya.



Bleeding -- Hoang nan., Kreos., Lach., Phos., Sang., Thuya.
Scirrhous -- Ars., Carbo an., Condur., Con., Hydr., Kreos., Lapis alb., Phyt., Scirrhin.Sil.

TUMORS



Nodosities (See Cancer, Swelling, Inflammation.) -- Ars. iod., Aster.Bell., Berb. aq., Brom., Bry., Calend., Calc. c., Calc. fl.Calc. iod., Carbo an., Cham., Chimaph., Clem., Condur., Con., Ferr. iod., Gnaph., Graph., Hekla, Hydr.Iod., Lach., Lapis alb., Lyc., Merc. i. fl., Murex, Nit. ac., Phos.Phyt.Plumb. iod., Psor., Puls., Sab., Sang., Scirrin.Scrophul.Sil., Thuya, Thyr., Tub.
Ulceration -- Aster., Calend., Clem., Hep.Merc., Pæonia, Phos., Phyt.Sil.
SWELLING (See Mastitis.) -- Allium s., Ananth., Asaf.Aster., Aur. sul., Bell., Bellis, Bry., Castor., Dulc., Graph., Helon., Lac c., Merc. per., Merc., Onosm., Phos., Phyt., Psor., Puls., Solan. ol., Urt.

Inflammation (mastitis) (See Pain, Swelling.) -- Acon., Ant. t., Apis, Arn., Ars., Bell.Bry., Calc. c., Cham., Cistus, Con.Crot. t., Ferr. p., Galega, Graph., Hep.Lac. c., Lach., Merc.Phell.Phos.Phyt., Plant., Puls., Sabad., Sil., Sul.


PAIN (mastodynia) -- Acon., Allium s., Apis, Arg. n., Aster., Aur. sul., Bell., Brom., Bry.Calc. c., Carbo an., Cham., Chimaph.Cim.Con., Cotyled., Croc., Crot. t.Hep., Hydr., Hyper., Lac c., Lach., Lact. ac.Lapis alb., Lepid., Med., Merc. per., Merc.Murex, Nat. m., Onosm., Pall., Phell.Phos.Phyt.Plumb. iod., Plumb. m., Polyg., Prun. sp., Psor., Puls., Sang., Sil., Sumb., Zinc.



Inframammary -- Cim., Puls., Ran. b., Raph., Sumb., Ustil., Zinc. m.
Relieved by supporting heavy mammæ -- Bry.Lac c., Phyt.
Worse from jar, toward evening -- Lac. c.


কেন্ট রেপার্টরির সাহায্যে ক্যান্সারের একক ঔষধ নির্বাচনঃ
++ CANCEROUS affections : Acet-ac., alum., alumn., ambr.apis.ars-i.Ars.aster.aur-m.aur.bism-ox., Brom.bufo-r.,cadm.calc-s.calc.carb-ac.Carb-an.carb-s.carb-v.caust., cist.clem., Con., cupr., dulc., graph.hep., hydr.kali-ar.kali-bi.kali-s.kreos.lach.lap-a.Lyc.merc-i-f.merc.nat-m., Nit-ac., ph-ac., Phos.Phyt., sep., Sil., sul-ac., sulph.thu.zinc.




++ encephaloma : Acet-ac., ars-i.ars.calc.carb-ac., carb-an.caust., kali-i., kreos.lach.nit-ac., Phos.sil.sulph., thu.
++ epithelioma : Acet-ac., arg-m., arg-n., Ars-i.ars.aur., bell.brom., calc-p., calc., clem., Con.hydr.kali-s.kreos.Lyc., merc., phos., phyt.ran-b.sep., sil.sulph., thu.
++ fungus hæmatodes : Ant-t., Ars., bell., calc.Carb-an.carb-v.clem., kreos.Lach.lyc.merc.nat-m.nit-ac.Phos.,puls.sep., Sil., staph., sulph.Thu.
++ glands : Aur-m.Carb-an.Con.
++ lupus : Agar., alum., alumn., ant-c., arg-n., ars-i.Ars., aur-m., bar-c.calc., carb-ac.carb-s.carb-v.caust., cist.graph., hep., hydrc.kali-ar., kali-bi.kali-c., kali-chl.kali-s., kreos.lach., Lyc.nit-ac.phyt.psor.sep., sil.spong., staph., sulph., Thu.
++ in rings : Sep.
++ melanotic : Arg-n.card-m., lach.ph-ac.
++ noma : Alum., alumn., ars.calc., carb-v., con.elat., kali-p.merc., sil., sulph.
++ scirrhus : Alumn., arg-m., ars.aster.calc-s.Carb-an.carb-s.carb-v.Con.graph.hydr.lap-a.phos.phyt.sep., Sil., staph., sulph.

স্তন ক্যান্সার অন্যান্ন ক্যান্সার চিকিৎসার মতই জটিল।নিরাময়ের আশা কম থাকে।আধিকাংশ রোগিনীই এলোপ্যাথিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্হ হয়ে হোমিও ডাক্তারের কাছে আশে।সে ভাবে মারা পরবই যখন তখন হোমিও চিকিৎসা করে দেখা যাক।যদি সঠিক সময়ে রোগিনী হোমিও কোন দক্ষ ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহন করে তবে শতকরা আশি ভাগ স্তন ক্যান্সার ভাল হয়।রোগিনী অস্হির হলে তাকে সান্তনা দেয়া,অভয় দেয়া জরুরী।রোগিনীর ঔষধ প্রয়োগের পর ধৈর্য ধারন করতে হবে।রোগিনীর আক্রান্ত স্হানে যাতে চাপ,আঘাত না লাগে সে দিকে খেয়াল রাখা জরুরী।
আমার ফ্রী মোবাইল এপসটি ডাইনলোড করুন।নিয়মিত আপডেট নিন।লিঙ্কঃ-
Download my free mobile application. Read together all of the text, update it.

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন