বুধবার, ২১ মার্চ, ২০১৮

লিভার পীড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা

Htreatment of liver disease


রোগ বিবরণ
পেটের ডান দিকে পাজরার নীচে এই পীড়া জন্মিয়া থাকে।ঐ স্হানে টিপিলে হাতে লাগলে ব্যাথা করে।স্বল্প বিরাম,ম্যালেরিয়া প্রভৃতি জ্বর কুইনাইন সেবন,বাত গ্রস্হ রোগী,স্ত্রী লোকদের ঋতু বন্ধ হইয়া এই পিড়া হয়।অধিক পরিমানে মাছ,মাংস,ঘৃত,তৈলাক্ত দ্রব্য আহার অজীর্ন প্রভৃতী নানাবিধ কারণে এই পীড়া হইতে পারে।

লিভারের পীড়ায় ব্যবহৃত ঔষধ নির্বাচন গাইড ঃ

ব্রাইওনিয়া এল্বমঃ-লিভারের স্হানে সুচ ফুটানোর ব্যথা,জ্বালা,চাপ দিলে নাড়াচড়া করিলে কিংবা কাশিলে বেদনা বৃদ্বি,শুস্ক কঠিন মল,ডান কাধের ব্যথা,মুখে তিক্ত সাধ প্রভৃতি লক্ষণে ইহা উপকারী।

মার্কুরিয়াস সলঃ-যকৃত প্রদাহে উৎকৃষ্ট ঔষধ।নরম থল থলে জিহ্বা,সাদা ময়লাযুক্ত জিহ্বায় দাতের দাগ,নিঃশ্বাসে দুর্গন্ধ।হাসিলে বা কাশিলে লিভারের বেদনা।ডান পার্শে শয়নে অক্ষমতা কখনো কোষ্ঠবদ্ধ কখনো  সবুজ বা হলদে রঙ্গের তরল মল।ইহা ব্রাইওনিয়ার ভাবে পর্যায়ক্রমে ব্যবহারে যথেষ্ট উপকার হয়।এক দিন ব্রাইওনিয়া পর দিন মার্কুরিয়াস এই ভাবে পর্যায়ক্রমে ব্যবস্হেয়।

চেলিডোনিয়মঃ-ডান কাধের নীচে বেদনা,মুখে তিক্ত স্বাদ।জিহ্বায় হরিদ্রা বর্ণের ময়লা।চোখ ,মুখ হলদে বর্ণ,হলুদ পায়খানা ,ক্ষুধা হীনতা গা বমি বমি মাঝে মাঝে পিত্ত বমি।গরম খাবারের আকাঙ্খা ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।

ম্যাগনেশিয়া মিউরঃ-লিভার বেদনা ও ফোলা ডান দিকে চাপিয়া শুইতে অপারোগতা।জিহ্বায় হলুদ ময়লা,নিশ্বাসে দুর্গন্ধ,স্বল্প মুত্র,কোষ্ঠ বদ্ধ,গুটলে মল,মাঝে মাঝে টক বমি,শ্বাস কষ্ট বুক ধড়ফরানি,লিভার প্রদেশে হাত ছোয়ালেই বেদনা বাড়,ইত্যদি লক্ষণে ইহা উপকারী।

কার্ডুয়াস মেরিঃ-ইহা লিভার পীড়ায় একটি উৎকৃষ্ট ঔষধ।মুখ বিস্বাদ কিংবা তিক্ত সাধ লিভারের স্হানে সুচ ফোটানো বেদনা,নাড়াচড়ায় বেদনা বৃদ্ধি।গা বমি বমি মাঝে মাঝে টক ও তিক্ত বমি।কোষ্ঠবদ্ধ মাঝে মাঝে উদরাময়,ডান দিকে চাপিয়া শুইতে পারে না।প্রস্রাব ঘোলা বা হলুদ,পরিমানে অল্প এই লক্ষণ সমষ্টিতে উপযোগী।।

লাইকোপোডিয়ামঃ-লিভারের স্থানে চিন চিন ব্যথা,পেট ফাপে,ভুট-ভাট করে।পেট ভার বোধ,মুখের স্বাদ টক।পেটে ক্ষুধা,অল্প আহারে ক্ষুধা নিবৃতি,বিকাল ৪টা থেকে রাত ৮টায় সকল যন্ত্রনার বৃদ্ধি।গরম খাবারের ইচ্ছা কখনো উদরাময় ইত্যাদি লক্ষনে ইহা অমোঘ।

কোলেষ্টেরিনামঃ-লিভারে রক্ত সঞ্চয়।লিভার অত্যন্ত বড় প্রথমাবস্থায় বিশেষ কোন বেদনা থাকে না।দ্বিতীয় অবস্থায় জ্বালা যুক্ত বেদনা,হাটিবার সময় বেদনার জন্য হাত দিয়া চাপিয়া ধরে।ইহা লিভার ক্যানসারের উৎকৃষ্ট ঔষধ।

লিভার চিকিৎসায় একক সদৃশ ঔষধ নির্বাচনঃ

REPERTORYby Oscar E. BOERICKE, M.D.
Presented by Médi-T
LIVER



Abscess -- Ars., Bell., Boldo, Bry., Chin. ars., Hep., Lach., Merc., Phos., Raph., Rhus t., Sil., Vipera.
Affections in general -- Abies c., Ćsc., AloeAm. m., Ars. iod., Astacus, Aur. m., Aur. m. n.Berb. v., Brassica, Bry., Calc. c., Card. m.Ceanoth.Cham.Chel., Chelone, Chenop., Chionanth., Cholest., Cinch., Cob., Con., Corn. c., Croc., Crot., Diosc., Dolichos, Eup. perf., Euonym., Ferr. picr.Hep., Hydr., Iod., Iodof., IrisKali c., Kali iod., Lach., Lept.Lyc.Mag. m., Mang. s., Marrub., Merc. s.Myr.Nat. s.Nux v.Phos., Pichi, Plumb., Pod.Ptel., Puls., Querc., Raph., Selen., Sep., Stellar., Sul.Tarax., Thlaspi, Uran., Vanad., Veron.
Atrophy, acute, yellow -- Dig., Phos., Pod.
Atrophy (cirrhosis) -- Abies c., Apoc., Ars., Ars. iod., Aur. m., Aur. mur., Calc. ars., Card. m., Cascara sag., Cinch., Fel tauri, Fluor. ac., Graph., Hydr., Iod., Kali bich., Kali iod., Lyc., Merc. d., Merc.Nasturt. ag., Nat. chlor., Nit. ac., Nit. mur. ac., Nux v., Phos., Plumb., Pod., Quass., Senec.
Cancer -- Ars., Chel., Cholest., Con., Hydr., Lach., Nit. ac., Phos.
CONGESTION (hyperemia, fullness, torpidity) -- Abies c., Ćsc. gl., Ćsc., Agar., Aloe, Ars., Berb. aq., Berb. aq.Berb. v., Brassica, Bry.Card. m., Cham., Chel., Chelone, Chin. s., Cinch., Croc., Dig., Eup. perf., Euonym., Hep.Hydr.Iris, Kali bich., Kali m.Lach.Lept.Lyc.Mag. m.Merc. d.Merc., Mucuna, Nat. s., Nit. ac., Nit. mur. ac., Nux v.Phos., Picr. ac., Pod., Quass., Senna, Sep., Stellar., Still., Sul., Tromb., Vipera.
Chronic -- Am. m., Chel.Cholest., Cinch., Con., Hep., Hydr., Iod., Kali c., Lept., Lyc., Mag. m., Merc. d., Merc. s., Nat. s., Pod., Selen., Sep.Sul., Vipera.
Enlargement (hypertrophy) (See Congestion.) -- Ćsc., Agar., Ars., Calc. ars., Card. m., Chel., Chin. ars., Chionanth.Cinch., Col., Con., Dig., Ferr. ars., Ferr. iod., Glycerin, Graph., Iod., Kali c., Mag. m., Mang. ac., Merc. d.Merc., Nat. s., Nux v., Pod., Sec., Selen., Stellar., Tarax., Vipera, Zinc.
Drunkards [In] -- Absinth., Am. m., Ars., Fluor. ac., Lach., Nux v., Sul.
Fatty degeneration -- Aur. m., Chel., Kali bich., Phlorid., Phos.Picr. ac., Vanad.
Induration (See Cirrhosis.) -- Abies c., Ars., Aur., Cinch., Con.Fluor. ac.Graph., Lyc., Mag. m., Merc., Nux v., Sil., Tarax., Zinc.
Inflammation (perihepatitis, hepatitis) -- Acon., Act. sp., Ars., Aur., Bry., Cham., Chel., Corn. c., Hep., Iod., Kali iod., Lach., Merc. d., Merc., Nat. s., Phos., Psor., Sil., Stellar., Sul.
Pain (hepatalgia) -- Acon., Ćsc., Aloe, Am. c., Am. m., Ars., Bell., Berb. v., Boldo, Bry., Calc. s., Carbo v., Card. m.Ceanoth.Chel., Chelone, Cholest., Cinch., Cob., Con., Crot., Dig.Diosc., Jatropha, Kali c., Lach., Lept.Lyc.Mag. m.Merc.Merc. d.Myr.Nux v., Ol. j. as., Parth., Pod.Ptel., Ran. b., Ran. s., Sang., Selen., Sep., Stann., Sul., Tarax., Yucca.
Dragging
Turning on left side -- Bry., Ptel.
Pressive -- Anac., Carbo an., Cinch., Kali c., Lyc., Mag. m., Merc.
Stitching -- Acon.Agar., Am. m., Bell., Benz. ac., Berb. v.Bry., Carbo v., Chel., Cinch., Diosc., Hep., Jugl. c., Kali bich., Kali c., Merc. c., Merc., Nat. m., Nat. s., Nux v., Ox. ac., Quass., Ran. b., Sep., Stellar., Sul.
Relieved
Lying on Painful side -- Bry., Ptel., Sep.
Rubbing and shaking liver region -- Pod.
Worse
Lying on left side -- Bry., Nat. s., Ptel.Lying on right side -- Chel., Diosc., Kali c., Mag. m.Merc.
Pigmentary degeneration -- Arg. n.
Sensitiveness to touch, pressure -- Ćsc.Aloe, Bapt., Bell.Berb. v.Bry., Calc. c., Card. m., Chaparro, Chel., Chelone, Chionanth.Cinch.Dig.Eup. perf., Fluor. ac., Graph., Hydr., Iod., IrisKali c.Lach., Lept., Lyc.Mag. m.Merc. d., Merc., Nat. s., Nux v., Nyctanth., Phos., Pod.Ptel.Ran. b., Sanic., Senna., Sep., Stellar., Sul., Tarax., Zinc.
Syphilis (See Male Sexual System.) -- Aur. mur., Kali iod., Merc. i. r.
Waxy -- Calc. c., Kali iod., Phos., Sil.

লিভার পীড়ায় বাইয়োকেমিক চিকিৎসাঃ

ফেরাম ফসঃ-লিভার পীড়ার প্রথমাবস্থায় জ্বর লিভারে রক্ত সঞ্চয় টাটানি ব্যথায় ইহা উপকারী।জিহ্বায় সাদা ময়লা চক্ষু হরিদ্রা বর্ণ কোষ্ঠবদ্ধ দক্ষিণ স্কন্ধে বেদনা ইত্যাদি লক্ষণ দেখা দিলে উক্ত ঔষধের সঙ্গে ক্যালিমিউর পর্যায়ক্রমে সেবনে উপকার হয়।

নেট্রাম সালফঃ-মুখে তিক্ত আস্বাদ পিত্ত বমণ।লিভারে তীব্র বেদনা চক্ষু হরিদ্রা বর্ণ,পিত্তযুক্ত মল ত্যাগে ইহা উপকারি।

নেট্রাম মিউরঃ-সল্প বিরাম ম্যালেরিয়া প্রবৃতি কোন প্রকার জ্বর ভোগে কুইনাইন সেবন জনিত লিভার পীড়ায় নেট্রাম মিউর উপকারি।

উপসংহার ঃহোমিওপ্যাথিক চিকিৎসায় ঔষধ সংখ্যা অনেক,রেপার্টরি খুলে দেখাযাবে লিভার পীড়ায় ব্যবহৃত ঔষধের সংখ্যা অনেক।আমার লেখঅয় সামান্য কয়েকটি উপস্হাপিত হয়েছে।কোন রোগী আমার লেখা পড়ে একা একা ঔষধ কিনে ডাক্তারি করবেন না।রোগীকে সহজপাচ্য নিরামিশ খাদ্য দিবেস।তৈলাক্ত,মশলাযুক্ত খাদ্য ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্হা করিতে হবে।লিভারকে শরীরের ল্যাবরেটরি বলা হয়।লিভার অসুস্হ হলে সর্বশরীর বিষাক্ত হয়।লিভার সুরক্ষায় স্বাস্হবিধি ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করেতে হবে।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন