বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

পাইলসের সহজসরল চিকিৎসা বাইয়োকেমিক কম্বিনেষন ১৭


অর্শ বা পাইলস কি ?

অর্শ হচ্ছে একটি Anorectal বা Inferior বা Superior হেমোরয়েডাল ভেনাস প্লেক্সাসের ভেরিকোস ডাইলেটেশান বা প্রশারণের ফলে অর্শ হয়।দীর্ঘকাল ধরে কোষ্ঠকাঠিন্য,জোলাপ সেবন,মলত্যাগে কুন্থন,মদ্যপান,উগ্র মশলাযুক্ত খাবার খাওয়া,ক্রনিক আমাশয়,লিভার রোগ,বংশগত দোষ,প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি কারণ থাকতে পারে।এছাড়া গর্ভাবস্থায় এঁটে কাপড় পড়া,এই সময় জরায়ুতে বেশি চাপ পড়া,জরায়ুর স্থানচ্যুতি,পেলভিসের কোন রোগ,অতিরিক্ত ঠান্ডা বা খুব নরম জিনিষের ওপর বসার ফলেও ইহা হওয়ার সম্ভাবনা।রেকটামের বর্দ্ধিত এবং স্ফিত শিরা গুলোকে বলি বলে যা দেখতে মটর দানার মত বা ছোট ছোট গোল গোল  দড়া পাকানো মাংসপিন্ড।এই বলি দু একটি হতে পারে,কখনো বা আঙ্গুরের থোকার মত বলিও দেখা যায়।বলি যদি মল নালীর বাইরে হয় তাকে  External বা Blind Piles বলে।আর বলি যদি মলদ্বারের ভিতরের দিকে থাকে তবে তাকে Internal Piles বলে।মলদ্বারের ভিতর ও বাইরে উভয় স্থানে বলি হলে তাকে Mixed Piles বলে।অনেক সময় বহিঃ বলি এবং অন্তঃ বলি উভয় স্থানে বলি হলে তাকে Mixd Pile বলে।অনেক সময় বহিঃ বলি উভয় অর্শবলিরই প্রসারণ মলদ্বারের বাইরে বেরিয়ে পড়তে পারে।প্রথম দিকে অন্তঃবলি ভিতরেই থাকে।বেশীদিন ভুগলে রোগ ক্রনিকে দাড়িয়ে গেলে বাহ্যের সময় অর্শবলি বাইরে বেরিয়ে ঝুলে পড়ে।শেষের দিকে প্রতিবার মলত্যাগের সময় বলি বেরিয়ে পড়ে এবং আঙ্গুল দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিতে হয়।যদি গুহ্যদ্বার আলগা হয়ে যায় তখন বলি সবসময় বাইরে বেরিয়ে থাকে এবং যা খুব কষ্টদায়ক অবস্থা।অনেক সময় এতে Infection ঘটে ফোঁড়া পুজ ক্ষত হতে পারে।মলদ্বারের মুখে মাঝে মাঝে জ্বালা পোড়া,কুট কুট করা এবং চুলকায় বলি মটর দানার মত মাংসপিন্ড যার ভিতরে রক্তের ডেলা জমে থাকে।হাটা,চলা,মলত্যাগের সময় কষ্ট।যদি প্রদাহ ও ঘা হয়ে একিউট আক্রমন ঘটে তবে খুব জ্বালা যন্ত্রনা ওকষ্ট হয়।মল ত্যাএগর পর পাছা পরিস্কার কোরতে লাগে।রোগ মাঝে মাঝে বাড়ে কমে।এই ক্ষেত্রে মল ত্যাগের সময় পরিস্কার টাটকা রক্ত ফোটা ফোটা বা ফিনকি দিয়ে পড়ে।এই ক্ষেত্রে তেমন জ্বালা যন্ত্রণা হয় না।মল ত্যাগের সময় কাটা ধোর মত জ্বালা পোড়া করে।

বাইয়ো-কম্বিনেশন ১৭ ঔষধ প্রস্তুত প্রনালিঃ-
নিম্ন লিখিত ঔষধগুলো হতে সম পরিমান মত ঔষধ নিয়ে composition no.17 তৈর করা হয় -
(১)ক্যালকেরিয়া ফ্লোর।
(২)ফিরোম ফস।
(৩)কেলি মিউর।
(৪)ক্যালি ফস।
বাইয়ো-কম্বিনেশন ১৭ পাইলস চিকিৎসায় কার্যকর তেমনই এর উপাদান সমুহ স্বস্ব লক্ষণ ভিত্তিতে ব্যবহার করা হয়। নিচে প্রতিটি ঔষধের নির্বাচন লক্ষণসহ আলোচনা করা হলো-

(১)ক্যালকেরিয়া ফ্লোরঃ-শিরা স্ফীতিযুক্ত অর্শ,প্রচন্ড বেদনা,অন্তর্মুখী বা উভয় শ্রেনীর পক্ষে উপযোগী।মলদার কুটকুট করে,চুলকায়,মলদারের নালী ক্ষত,মলদার ফেটেযাওয়া এবং রক্ত পড়া,পায়খানার সময় অসহ্য বেদনা।কুন্থন দিতে গেলে যেন মরে যায়।ভয়ে ভয়ে পায়খানা কোরতে হয়।এই জাতীয় রোগীদের কোষ্ঠকাঠিন্য দোষ থাকে তবে ইহা ভাল কাজ করে।

(২)ফিরোম ফসঃ-যে ব্যাক্তি ঠান্ডা আদৌ সহ্য করতে পারে না তাদের এই অর্শরোগ খাকলে অর্শ রোগের সঙ্গে প্রদাহ,হজম শক্তির অভাব।সবসময় কোন উত্তেজক দ্রব্য খাওয়ার জন্য মন টানে।মল কঠিন,সরলান্ত্র ও গুহ্যদ্বারের পেশিগুলোর শিথিলতার জন্য অর্শের বৃদ্ধি এবং পায়খানার সময় বেরিয়ে পড়তে চায়।কুস্থণে ভয় পায়।

(৩)ক্যালি মিউরঃ-রক্তস্রাবী অর্শ তৎসহ কোষ্ঠকাঠিণ্যের দোষ।প্রদান্বিত অর্শ।মশলাযুক্ত খাবার খেয়ে সারতে পারে না,হজম করতে পারে না,পেটে বায়ু জমে।অতিরিক্ত গরম পানি গ্রহণের পর পাকস্থলিতে বেদনা বোধ।অর্শদোষ তৎসহ লিভারের পীড়া,ডানদিকের পেটে বেদনা,ফিকে হলদে বাহ্য।কোষ্ঠকাঠিন্য সহ জিহ্বা সাদা বর্ণের ময়লার প্রলেপ যুক্ত,খাদ্যদ্রব্য বিস্বাদ।

(৪)ক্যালি ফসঃ-স্নায়ুর যেকোন রোগেই এটি উপকারী,গুহ্যদ্বার স্ফীত,পায়খানার সঙ্গে রক্ত পড়ে।কুস্থন দিলেই রক্ত ক্ষরণ হয়।অন্ত্র ও গুহ্যদ্বারের অবশ ভাব।সংশ্লিষ্ট পেশী গুলো যেন হীন বল হয়ে পড়ে এর ফলে অর্শের বলি অনায়াসেই বাইরে বেরিয়ে আসে।এই ক্ষেত্রে সংশ্লিষ্ঠ পেশীগুলোর যেন কোন নিয়ন্ত্রণ শক্তি নেই।অর্শসহ গুহ্য দ্বারে জ্বালাপোড়া,পায়খানার সময় কষ্ট যেন কাটা বাধার মত ব্যথা অনুভব।রক্ত পড়ে,কুস্থণে বৃদ্ধি।

উপসংহার ঃবাইয়ো কম্বিনেশন ১৭ পাইলস চিকিৎসায় অত্যন্ত কার্যকর।জরুরি প্রয়োজনে ৪টি বড়ি ঘনঘন প্রয়োগে দ্রুত কার্যকর।বড়দের ৪টি ছোটদের ২টি বড়ি দিনে তিন বার সেব্য।পাইলস চিকিৎসার প্রথম কথা হলো কোন অবৈজ্ঞানিক চিকিৎসা না নেয়া,খাদ্য অভ্যাসে পরিবর্তন,ব্যায়াম,আশযুক্ত খাদ্য গ্রহন জরুরি।কোন অবহেলা না করে চিকিৎসা নেয়া জরুরি।হোমিওপ্যাথিক সুনির্বাচিত সদৃশ হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি বাইয়োকেমিক কম্বিনেশন ১৭ ব্যবহার করা যায়।প্রাথমিক অবস্হায় কম্বিনেশণ ১৭ ব্যবহার করলে দ্রুত ফলদায়ক হলেও হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা আদর্শ আরোগ্যের চেষ্টা করা  উত্তম।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন