Homeopathic treatment for Hoarseness |
চিকিৎসা: এই পিড়ায় সচরাচর কার্ব ভেজ,জেলসিমিয়ম,কষ্টিকাম,সালফার,ইউপটেরিয়়াম অ্যালুমিনা,আর্জেন্ট নাইট, আর্নিকা,অ্যারাম,বেল,ক্যালকেরিয়া কার্ব,ক্যামো,ড্রসেরা,ডালকা,ইরিসিনাম অফি,গ্রাফাই,হিপার,ক্যালি বাই ও কার্ব,লাইকো,ম্যাঙ্গা,মার্ক,নেট্রাম মিউর,নাক্স ভমিকা,অ্যসিড নাইট, ফসফরাস ,পালস,ফাইটো,র্যানান বাল্ব,রাস টক্স ,সেলিনিয়াম,সেনেগা,সােইলি,স্পন্জিয়া,ষ্ট্যানাম,সালফার,থুজা,ট্রাইফোলিয়াম,ভার্বাসকাম ইত্যাদি সদৃশ ঔষধ ব্যবহার করা হয়।
হোমিওপ্যাথিক চিকিৎসায় স্বরভঙ্গের ঔষধসমুহের নির্বাচন লক্ষণ:
কষ্টিকামঃ-স্বর ভঙ্গের প্রধাণ ঔষধ।গায়ক বা বক্তা দিগের স্বর ভঙ্গে কিংবা শীতকালে ঠান্ডায় গলার স্বর বসিয়া গেলে ইহা উপকারি।কষ্টিকামের স্বরভঙ্গ সকালে বৃদ্ধি।
কার্বোভেজঃ-শুষ্ক কাশির সহিত সন্ধায় স্বরভঙ্গের বৃদ্ধি হইলে কার্বোভেজ বিফলে যায় না।
এরাম ট্রাইঃ-গায়ক গান গাইয়া বা বক্তা বক্তৃতা দিয়া গলার স্বর বসিয়া গেলে ইহা ফল প্রদ।
সেলিনিয়মঃ-গান গাহিতে বা বক্তৃতা দেওয়ার সময় গলা খেকড়ায় মনে করে গলায় শ্লেষ্মা জমিয়া আছে।এই লক্ষনে ইহা উপকারি।
ফসফরাসঃ-স্বর ভঙ্গের সহিত কাশি,জোরে কথা বলিলে বা কাশিলে গলা ভাঙ্গা বাড়ে ও সন্ধায় স্বর ভঙ্গের বৃদ্ধিতে ইহা উপকারী।
রাসটক্সঃ-জলে বা বৃষ্টিতে ভিজিয়া ঠান্ডা লাগিয়া গলার স্বর বসিয়া গেলে এটি উপযোগি।
সালফারঃ-পুরাতন স্বর ভঙ্গের উৎকৃষ্ট ঔষধ।স্বর ভঙ্গ সকালে বৃদ্ধি।অন্যান্য ঔষধ বিফল হইলে ইহা প্রযোজ্য।
কোকাঃ-গায়কদের স্বর ভঙ্গে একটি উৎকৃষ্ট ঔষধ।যাদের প্রায় প্রায়ই গলার স্বর বসিয়া যায়।তাহারা এই ঔষধ নিয়মিত কিছুদিন সেবন করলে উহা দূর হয়।
বোরাক্সঃ-গায়ক বা বক্তাগণের সাময়িক স্বর ভঙ্গের উপশমের জন্য ইহার সমতুল্য ঔষধ আর হয় না।গান বা বক্তৃতা করিবার সময় ৩/৪ গ্রেন ক্রুড জিহ্বার উপর রাখিলে স্বর ভঙ্গের উপশম হয়।
কেন্ট রেপার্টরির সাহায্যে স্বরভঙ্গের একক ঔষধ নির্বাচন গাইডঃ
VOICE, hoarseness, daytime
++ morning : Acon., alum., ant-t., apis., arn., arund., asim., benz-ac., bov., Calc-p., Calc., carb-an.,carb-s., carb-v., cast., Caust., cinnb., coc-c., coca., coff., colch., cop., cupr., dig., dios., euphr., iod., kali-bi., kreos., lach., lyc., mag-m., mang., naja., nat-m., nicc., nit-ac., nux-v., Phos., plan., sil.,Sulph., thu., upa. ++ menses, during : Cop.++ forenoon : Mag-c., sumb.++ noon : Carb-s.++ afternoon : Alum., am-m., brom., coc-c., petr., sulph. ++ 4 p.m. : Chin.++ 5 p.m. : Chel.++ evening : Act-r., alum., arg-m., brom., calc-p., calc-s., carb-an., carb-s., Carb-v., Caust., cinnb., coc-c., coloc., crot-t., graph., kali-bi., lach., lact., mag-c., mang., nicc., Phos., raph., rumx., sep., sulph., thu. ++ bed, in : Nux-v.++ reading, after : Calc-f., cupr.++ sunset, after : Stram.++ night : Act-r., alum., arg-n., calc-f., calc-s., calc., carb-an., lyc., naja., spig., sumb. ++ dry : Cupr.++ draft of : Merc. ++ amel. : Calc-s.++ annually at same time : Nicc.++ calling aloud, when : Am-c.++ children, in : Cham.++ chill, during : Hep.++ cold bath, after : Ant-c.++ coryza, during : Acon., alum., am-m., ars-m., ars., bar-c., benz-ac., bry., calc., carb-s., Carb-v., Caust., cham., dig., dulc., eup-per., ferr-p., graph., hep., kali-bi., kali-c., kalm., mag-m., mag-s., Mang., merc-i-r., Merc., nat-a., nat-c., nat-m., nit-ac., petr., phel., Phos., puls., ran-b., rumx., sep., spig., spong., sul-ac., sulph., tell., thu., zinc.--- cough, during (See Cough) ++ amel. : Stann.++ crying, when : Bell.++ dinner, after amel. : Mag-c.++ eating, after : Anac.++ laughing, when : Calc-f.++ menses, before : Graph., Lues., mang. ++ during : Calc., graph., spong.++ mucus in larynx : Aphis., bar-c., calc-p., camph., caust., cham., chin., kali-bi., kali-s., mang., phos., psor., rumx., Samb., Sel., stann., staph., stram., zinc.
VOICE, hoarseness, overheated, from bein
LARYNX AND TRACHEA p. 760
VOICE, hoarseness, overheated, from being
++ overuse of the voice : Acon., alum., arg-m., arn., Arum-t., Caps., Caust., coll., ferr-p., kali-p., mang., nat-m., phos., Rhus-t., sel., seneg., still.++ paroxysmal : Gels., par.++ periodical : Nux-v., par.++ riding in open air : Osm.++ rising, after : Act-r., ham., iod., plan., sol-t-ć., sumb. ++ from bed amel. : Nux-v.++ singing, from : Agar., alum., arg-m., arg-n., arn., Arum-t., bry., caust., mang., nat-m., nit-ac., osm., Sel., sep., stann. ++ amel. : Rhus-t.++ spring, in : All-c.--- straining, from (See Overuse)++ talking, from : Alum., alumn., am-c., ant-t., Arg-m., Arg-n., arn., Arum-t., calc., Caps., carb-v.,Caust., coc-c., ferr., kali-bi., lach., mang., morph., naja., nat-m., nit-ac., ph-ac., phos., psor., Rhus-t., sel., stann., staph., stram. ++ awhile, improves after : Coc-c., rhus-t.++ waking, on : Aloe., coff., dig., iod., par., plan., sars., sol-t-ć., tarent.++ walking in open air : Bry., calc-p., calc., nux-m., osm. ++ amel. : Alum. ++ going into open air from warm room : Coc-c.++ wet weather agg. : Carb-v.++ wet, after getting : Merc-i-r., rhus-t.++ hollow : Acon., alum., ant-c., ant-t., ars., arum-t., bar-c., bell., cahin., camph., canth., carb-v., caust., cham., chin., colch., crot-t., dig., Dros., hep., ign., ip., kali-bi., kreos., lach., led., lyc., mag-s., op., phos., plb., puls., samb., sec., Spong., stann., staph., thu., Verat., verb.++ husky : Acon., aloe., alum., am-m., aur., bar-c., bar-m., bell., brom., calc-sil., calc., camph., caust., chin.,coc-c., croc., Dros., echi., graph., hyos., kali-n., lac-c., lyc., mang., merc-i-r., merc., nat-m., nat-s., onos., Phos., rumx., sabad., sel., sil., spong., stann., sulph. ++ morning : Sil.++ waking, on : Alum.++ open air, in : Coc-c.++ indistinct : Am-caust., Brom.++ inflexible : Stram.++ lost : Acon., ail., alum., Alumn., am-c., Am-caust., am-m., anan., Ant-c., ant-t., Arg-m., Arg-n., ars-i., ars., arum-t., arund., bapt., bar-c., bell., Brom., bry., cahin., calad., calc-ars., camph., cann-i., canth., carb-ac., carb-an., carb-s., Carb-v., Caust., cedr., chin-s., chlor., cina., con., crot-c., crot-t., cupr., dig., dros.,elaps., ferr-ar., ferr-i., ferr-p., ferr., gels., graph., hep., hyos., ign., iod., kali-ar., kali-bi., kali-c., kali-i., kali-n., kali-p., kali-s., lach., lact-ac., merc-c., merc-i-f., merc., naja., nat-a., nat-c., nat-m., nat-p., nicc., nit-ac., nux-m., nux-v., ol-an., ox-ac., pćon., par., Phos., phyt., plat., plb., puls., pyrus., rhus-t., rumx., sang., sel., seneg., sep., spong., stann., Stram., stry., sul-ac., sulph., tarent., ter., verat., vesp., vip., zinc-m. ++ walking, on : Ail.
স্বারভঙ্গের ভাইয়োকেমিক চিকিৎসা:
ফেরাম ফসঃ-গায়ক বা বক্তাগণের স্বর ভঙ্গে কিংবা ঠান্ডা লাগিয়া গলার স্বর বসিয়া গেলে ফেরাম ফস উপকারী।কোষ্ঠবদ্ধ জিহ্বায় শ্বেত বর্ণের প্রলেপ যুক্ত রোগিতে ঔষধের সাথে ক্যলি মিউর পর্যায়ক্রমে সেবনে স্বর ভঙ্গের আরগ্য হয়।
ক্যালি সালফঃ-উপরোল্লেখিত ঔষধে স্বর ভঙ্গের উপকার না হইলে ক্যালি সালফে আরোগ্য হয়।
উপসংহার: স্বরভঙ্গের কারণ জেনে সদৃশ ঔষধটি নির্বাচন করতে হবে। স্বাস্থ্য হীন দুর্বলতার কারণে স্বরভঙ্গ হতে পারে।স্বাস্থ্যহীণতা দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করতে হবে। ঠান্ডা খাবার ঠান্ডা পরিবেশ পরিহার করতে হবে।
আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল কেন্দ্রীয় মসজিদ রোড,
আশুলিয়া থানার পাশে সাভার ঢাকা।
গভঃ:রেজ রে নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন