মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

যৌন দুর্বলতা বা জীবনীশক্তির অভাবের বাইয়োকেমিক চিকিৎসার মেজিক

যৌন দুর্বলতার চিকিৎসায় বাইয়োপ্লাজম ২৭।

Luck of Vitality বা জীবনীশক্তির অভাব বা ভাইটালিটির অভাবের বা বিশৃংখলার নামই রোগ। আর এই রোগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে উপাদান সমুহ কাজ করে সেই উপাদান দ্বারা বা স্বভাবের অভাব পুরন করা বাইয়োকেমিক চিকিৎসার মূলমন্ত্র।

বাইয়োকেমিক কম্বিনেশন ২৭(সাতাইশ) ভাইটালিটির অভাব বা যৌন দুর্বলতা দুর করতে কার্যকর।মানবদেহের জীবনী শক্তি বিশেষ কতগুলো স্বাস্থবিধির উপর নির্ভর করে।শুধু প্রাণে বেঁচে থাকা নয়,সমাজ জীবণে প্রতিষ্ঠা লাভ করতেও সুস্বাস্হ্যের প্রয়োজন।সুস্বাস্থ্য নির্ভর করে দেহের চাহিদা যথাযথ ভাবে পূরণ করা।খাদ্য পানীয়,পরিবেশ শারীরিক এবং মানসিক সুস্থতা। সুস্থ্যতা মানেই শারীরিক যন্ত্রগুলোর এবং টিশুগুলোর যথাযথ ক্রিয়া ক্ষমতা। জীবনের প্রকৃত সুখ শান্তি নির্ভর করে শরীর তন্ত্রের যথার্ত ক্রিয়া কলাপের উপর। জীবনীশক্তি অর্জন করতে হলে মানষিক এবং শারীরিক পূর্ণ বিকাশ চাই। আনুপাতিক হারে দেহে এসিড, ক্যালসিয়াম , ফসফেট তথা সোডিয়াম ও পটাসিয়ামের ভারসাম্যতা। এই ভারসাম্যতা রক্ষায় কম্বিনেষন ২৭ বেশ গুরুত্বর্পূণ ভূমিকা রয়েছে।

মম্বিনেশন ২৭ (বাইয়োকেমিক বাইয়োপ্লাজম ২৭) এর উপাদান সমুহের বিস্তারিত আলোচনা। ঃ
উপাদান ঃ
1*ক্যালকেরিয়া ফস।
2*ক্যালি ফস।
3*নেট্রাম মিউর।

বাইয়োপ্লাজমে ব্যবহৃত উপদান সমুহ একক ভাবেও মানব দেহের ভাইটালিটি রক্ষায় সমান ভাবে কার্যকর। নিম্নে বাইয়োপ্লাজম সাতাইশে ব্যবহৃত উপাদান বা বাইয়োকেমিক ঔষধ সমুহের প্রয়োগ লক্ষণ বিস্তারিত আলোচনা করা হল।

1*ক্যালকেরিয়া ফস
অস্থি এবং তরুনাস্থির শক্তি বৃদ্ধির জন্য,জরায়ু সংক্রান্ত তথা পেশি এবং টিশু সবলের জন্য,স্বল্পমূত্রের পরিমাণ বৃদ্ধির জন্য এবং দুর্বলতার জন্য ইহা প্রয়োজন। অস্থি,তরুণাস্থি,জরায়ু, মূত্রকৃচ্ছতা এবং দুর্বলতা ইত্যাদির যে কোন ক্রিয়াগত বৈকল্যে ইহার প্রয়োজন। উপরোক্ত জীবনীশক্তির অভাব পুরনে ক্যালকেরিয়া ্ফস অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ।

2*ক্যালি ফস
স্নায়ু বৈকল্য হেতু উদ্ভুত নানা প্রকার রোগ লক্ষণ, সঙ্গম শক্তির দুর্বলতা, বিছানায় প্রস্রাব,সঙ্গম ক্রিয়ার পর অত্যাধিক দুর্বলতা। স্ত্রীরোগে আক্রান্ত নারীদের সঙ্গম প্রবৃতির লোপ। মাসিক ঋতু স্রাবের অনিয়মতা, কখনো বেশি আবার কখনও কম। কখনো সময়ের আগে আবার সময়ের পরে।দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, কম্পণ ইত্যাদি লক্ষণে প্রযোজ্য। স্নায়ুতন্ত্রের অভাব পুরন করে মানুষের যৌণ ক্ষমতা রক্ষায় জরুরী প্রয়োজন।

3*নেট্রাম মিউর
ধ্বজ ভঙ্গ,সঙ্গম ক্রিয়া কাল অতি সামান্য, অতি স্বল্প সময়ের মধ্যেই বীর্জপাত, স্ত্রীর বিরাগভাজন, নারীর ক্ষেত্রে সঙ্গম ক্ষেত্রে অনিহা, অস্বস্তি বোধ করে, প্রদর স্রাবের লক্ষণ থাকে, জনন অঙ্গের বেদনা, জরায়ু যেন ঠেলে নিচের দিকে আসতে চায়, বেদনা ও জরায়ু নিম্নমুখী। ঋতুস্রাবে অনিয়ম,সময়ের আগে বা পরে হয়, পরিমাণেও অনিয়ম। লবনপ্রীয় রোগীর ক্ষেত্রে দ্রুত বীর্য়পাত রোধে নেট্রাম মিউর কার্যকর।

উপসংহার
বাইয়োকেমিক কম্বিনেশন সোতাইশ অথবা  পৃথক ভাবে ব্যবহৃত উহার উপাদানসমুহ নির্বাচিত হলে কোন পার্শপ্রতিক্রিয়া ছাড়াই মানব দেহের ভাইটালিটি রক্ষা করতে অত্যন্ত  কার্যকর।
সেবন বিধি
 কম্বিনেশন বড়ি বড়দের চারটি ও ছোটদের দুইটি বড়ি দিনে তিনবার।আহারের পরে উসুম উসুম গরম পানিতে খেলে বেশী কার্যকর।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮ 

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ। সুন্দর পরামর্শের জন্য।

    উত্তরমুছুন