বুধবার, ৬ মার্চ, ২০১৯

ডেঙ্গু বা হাড়ভাঙ্গা জ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা


ডেঙ্গু জ্বরের চিকিৎসায় হোমিওপ্যাথি সফল ঃ

ডেঙ্গু জ্বর কি ? লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা ঃ

শরীরে হাড়ভাঙ্গা বেদনা নিয়ে এ জ্বর হয় এই কারনে এই জ্বরের নাম হয়েছে ডেঙ্গু জ্বর। এই রোগটি সর্বপ্রথম স্কটল্যান্ডের ডান্ডিতে মহামারী আকারে দেখা দেয় তাই এ জ্বরকে ডান্ডি জ্বর বলেও ডাকা হয়।

ক্ষণ সমুহ:সহসা সামান্যশীত ও চোখমুখে লালিমাসহ প্রবল জ্বর হয়।জ্বর ১০২ হতে ১০৫ ডিগ্রী পর্যন্ত হতে পারে।সর্বশরীরে বিশেষত: চক্ষুগোলকের উপরিভাগে,চক্ষুগোলক, কোমড় বেদনা করে।রোগী নিদারুন যন্ত্রনায় কাতর হয়ে পরে।জিহ্বা শুষ্ক,ময়লাবৃত ,বিবমিষা বমি ভাব কোষ্ঠবদ্ধতা উপস্হিত হয়।চোখ রক্তবর্ন ধারন করে।মুখে ফোলা ভাব দেখা দেয়। এইরুপ দুই তিন দিন চলে পরে চতুর্থ দিনে পুনরায় জ্বর রেড়ে যায়। এর সাথে হামের মত উদ্ভেদ দেখা যায়।২/৩ দিন পরে মিলিয়ে যায়।কিন্তু জ্বর শেষে অত্যন্ত দর্বলতা,অক্ষুধা,মানসিক অবসাদ দেখা দেয় ।ডেঙ্গু জ্বরে উত্তাপের তুলনায় নাড়ীর গতি কম থাকে।রক্তে স্বেত কনিকার অভাব দেখা দেয় ও এসিনোফিলের পরিমান বেড়ে যায়।অনেক সময় এই অসুখের সাথে ইন্ফুয়েঞ্জা ও বাত জ্বরের মধ্যে পার্থক্য বুঝতে সমস্যা হয়।

ডেঙ্গু জ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নির্বাচন গাইড ঃ

একেনাইট নেপিলাস:প্রবল জ্বর,অস্হিরতা,শিরপীড়া,প্রবল জল পিপাসা এক কথায় একোনাইটের চরিত্রগত লক্ষণ যখন দেখা দেয় তখনই এই ঔষধের প্রয়োজন হয়।

বেলেডোনা:প্রবল জ্বর,মাথা বেদনা,শির:পীড়া,ধমনী লাফানো,চোখমুখ লাল,অঘোর অচেতন ভাব ।আবৃত অংগে ঘর্ম দেখা দিলে বেলেডোনার প্রযোজন হয়।

ব্রাইয়োনিয়া এলবম:রোগীর মাথা বেদনা,সর্বশরীরে বেদনা,প্রবল পিপাসা,কোষ্ঠব্ধতা, নড়াচড়ায় রোগের বৃদ্ধি,চুপ করিয়া থাকার ইচ্ছা,কথা বলিতেও অনিচ্ছা ।এই লক্ষণসমুহ ব্রাইয়োনিয়া প্রয়োগের নির্দেশক লক্ষণ ।

ইউপটেরিয়াম পার্ফোরেটাম:এই ঔষধটি ডেঙ্গু জ্বরের অদ্বিতীয় ঔষধ।এই রোগের যে কোন অবস্হায় প্রয়োগ করিলে আশানুরুপ ফল পাওয়া যায়।ডেঙ্গুজ্বরের লক্ষণ সমুহ নিরাময়ে অত্যন্ত কার্য্করী।এক কথায় ডেঙ্গু জ্বরের পেটেন্ট ঔষধ বলিলেও ভুল হবে না।

রোগ আরোগ্য অবস্হায় কখনও কখনও লক্ষণ ভেদে ব্যাপটিসিয়া ও রাস টক্স ও প্রয়োজন হয়।এছাড়াও ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় ব্যবহৃত ঔষধগুলিও প্রয়োজন হতে পারে।ডেঙ্গু জ্বর আরোগ্য হওয়ার পরে রোগীর যখন দুর্বলতা,অক্ষুধা,মানসিক অবসাদ,নিদ্রাহীনতা প্রভৃতি লক্ষণ দেখা দিবে তখন এসিড ফস,কার্বভেজ,নাক্স ভুমিকা ইত্যাদি ঔষধ ব্যবহৃত হয়।

ডা: ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গঃরেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন