Homeopathic medicine for carbuncle |
কার্বাঙ্কল বা বিষ ফোড়া কি ?
এনথ্র্যাসিনাম(Anthracinum)কার্বাঙ্কল অর্থাৎ বিষ ফোড়ায় ছোট ছোট ছিদ্র হইতে রস ঝরে।ভয়ানক স্পর্শ কাতরতা বেদনা ও জ্বালা।সেই বেদনা ও জ্বালায় রোগী ছট ফট করে।জ্বালা যন্ত্রণা ঠান্ডা জলে উপশম।আক্রান্ত স্হান স্পন্জের মত ছোট ছোট ছিদ্রপুর্ণ; রং কালচে তার সাথে জলের মত পাতলা পুজ বা রস নির্গত হয়,পূজে ভয়ানক দুর্গন্ধ, স্পর্শকাতর বেদনা,জ্বর থাকে।
আর্সেনিক এলবাম(Arsenic album)রোগী অত্যন্ত অবসাদ, অর্ন্তদাহ, অস্হিরতা,মৃত্যৃ ভয়,পুনঃ পুনঃ অল্প পরিমাণে জল পান করে।কার্বাঙ্কলের জ্বালা যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি।রাত ১২টা থেকে ২টায় বৃদ্ধি।উত্তাপে উপশম হলে উপযোগী।
কার্বভেজ(Carbo veg)দুষ্ট ব্রন,কালো রংয়ের ক্ষত হইতে দুর্গন্ধ পুজ বা রস ঝরে।অত্যন্ত জ্বালা,সেই জ্বালা যন্ত্রণা রাতে বৃদ্ধি,ঠান্ডায় উপশম,রোগী নিয়মিত পাখার বাতাস চায়।ইহাই কার্বোভেজের প্রধান পরিচয়।
ল্যাকেসিস(Lachesis) কার্বাঙ্কলের স্হানটি বেগুনী রংয়ের,তাহাতে সহজে পুজ হতে চায় না যদিও অল্প হয় তাহা রক্ত যুক্ত।অত্যন্ত জ্বালা,সে জ্বালা যন্ত্রণা নিদ্রার উপক্রম কিংবা নিদ্রা ভঙ্গ হইলেই বৃদ্ধি পায়।
নাইট্রিক এসিড(Nitric Acid)রোগীর তিব্র বেদনা,বেদনার সাথে রাত্রিতে প্রচুর ঘর্ম, ও বেদনায় বৃদ্ধি পেয়ে থাকে।কার্বাঙ্কলের বেদনা রাত্রিতে বৃদ্ধিসহ ক্ষতের প্রকৃতি এসিড নাইট্রিকের নির্বাচন লক্ষণের সাথে সদৃশ হলে উপযোগী।
মাইরিস্টিকা(Myristica) মাইরিস্টিকা কার্বাঙ্কালের অপারেশনের কাজ করে।রোগের প্রথম অবস্হায ঘনঘন কয়েকমাত্রা প্রয়োগেই বেদনা উপশম হয়।পুজ থাকলে ফেটে যায় আর পুজ না থাকলে সমূলেই আরোগ্য হয়।
পাইরোজিনাম(Pyrogenium) কার্বাঙ্কলে যখন সেপটিক আকার ধারন করে তখন পাইরোজিনাম শ্রেষ্ঠ ঔষধ।রোগী সেপটিক জ্বর,বমি ডাইরিয়াসহ অত্যন্ত বেদনা জ্বালা ও হিংস্রতা প্রকাশ পায়।প্রচন্ড মাথা বেদনার সাথে রোগীর শরীরে বিষক্রিয়ায় ছটফট করিতে থাকলে উপযোগী।
রাসটক্স(Rhus Tox)কার্বাঙ্কলের প্রথম অবস্হায় যখন চারপাশে তিব্র বেদনাও চুলকানি, মুখমন্ডল ফ্যাকাশে,বেদনায় অস্হিরতা,ছটফটানি দেখা দেয়,এর রং কালচে ও লালচে ভাব থাকে বেদনা নড়াচড়ায় আরাম পায় তখন রাসটক্স প্রয়োজন হয়।
সিকেরি কর(Secale cor) কার্বাঙ্কলে যখন গরম তাপ সহ্য হয় না অন্তরে জ্বালায় ছটফট করে,ভেতরে গরম দেহের বাইরে ঠান্ডা থাকে তখন সিকেলি কর উপযোগী।
সাইলেসিয়া(Silicea)কার্বঙ্কল যখন আলসারেটিভ রুপ নেয়,আস্তে আস্তে ক্ষত জটির আকার ধারন করে,ক্ষতে গরম স্যাকের অভিলাস করে।ঘাড়ে,বাহুতে কার্বঙ্কলে সাইলেসিয়ার নির্বাচক লক্ষণ নিয়ে উপস্হিত হয় তখন সাইলেসিয়া প্রয়োজন।
মার্ক আইয়োড(Merc iod)মার্ক আইওড ফোড়া এবং carbuncles inflammatory পর্যায়ে জন্য একটি চমৎকার ঔষধ; কোন পুজ হয় না যখন ব্যাথার তীব্রতা এবং ব্যথার সঙ্গে তীব্র লাল জ্বলজ্বলে রং হয়; গঠিত পুজ যখন সবুজ,পাতলা এবং পানির মত হয় তখন উপযোগী।
স্ট্যাফাইলোকক্সিনাম(Staphylococcinum)এই ঔষধটি carbuncle এবং furuncles জন্য একটি চমৎকার ঔষধ।
ট্যারেন্টুলা(Tarantula) প্রচন্ড জ্বর,আক্রান্ত স্হানের রং নীলাভ, হুল ফুটানো বেদনা, জ্বালা যন্ত্রণা,গাত্রদাহ,ছটফটানি,জল পিপাসা কার্বাঙ্কলে অনেকগুলি মুখ হইয়া তাহা হইতে রসের মত নির্গত হইতে থাকে।ভয়ানক বেদনা ও জ্বালা, কাপ দিয়ে জ্বর আসে,পরে উচ্চ রঙের মত দেখায়।পুয হইলেও অতি অর্প তৎসহ রক্ত,ক্ষতে স্পর্শকাতরতা,জ্বালা।
এব্রোমা আগষ্টাAmbra Griseaবহুমুত্র রোগীদের কার্বঙ্কলে সহজে পুজ না হইলেও অত্যন্ত বেদনা থাকিলে ইহাতে উপকার হয়।বহুমুত্র,শর্করাযুক্ত প্রস্রাব, প্রস্রাবের পরিমান খুব বেশী।মুত্র বেগ ধারণে অক্ষমতা,দুর্বলতা, মাথাঘোরা, অনিদ্রা, শীর্ণতা, কোষ্ঠবদ্ধ, বহুমুত্রজনিত ফোড়া ইত্যাদিতে ইহা ব্যবহার করিবেন।
উপরোক্ত সদৃশ ঔষধ ছাড়াও কার্বাঙ্কলের সদৃশ চিকিৎসায় বেলেডোনা (Belladonna),বিউফো রানা(Bufo)চায়না(China),কার্বলিকএসিড (Carbolic acid),হিপার সাল্ফ(Hepar Sulph),হায়োসিয়ামাস (Hyoscyamus), ক্রিয়োজোট(Kreosote),এসিড মিউর (Muriatic acid) ইত্যাদির প্রয়োজন হতে পারে।
কার্বাঙ্কলের সদৃশ ঔষধ নির্বাচন-কেন্ট রেপার্টরির সাহায্যেঃ
কার্বাঙ্কলের বাইওকেমিক চিকিৎসা:-
ফেরম ফস:-আক্রান্ত স্হান লাল,চিরিক মারা,দপ দপানি ব্যথায় ইহা উপকারী।
ক্যালি মিউর:-কোষ্ঠ বদ্ধ জিহ্বায় শ্বেত বর্ণের প্রলেপযুক্ত রোগীদের পীড়ার দ্বিতীয়াবস্হায় ফেরাম ফসের সহিত পর্যায়ক্রমে সেবন করিতে
হয়।
ম্যাগনেশিয়া ফস:-আক্রান্ত স্হানে বেদনা,গরম তাপে বা সেকে উপশম হইলে ইহা অব্যর্থ।
সাইলেসিয়া:-কার্বাঙ্কলে পুজ সঞ্চয় হইতে থাকিলে ইহা উপকারী।
উপসংহারঃ
বৃদ্ধ বয়সে অথবা ডায়াবেটিস রোগীর কার্বাঙ্কল হলে জীবন সংকটাপন্ন হওয়ার আগেই সতর্ক হওয়া উচিত।জ্বালা যন্ত্রনা নিবারনের জন্য পুইশাকের পাতা,টমেটো,আতা গাছের পাতার প্রলেপ উপকারি।তাই বলে চিকিৎসকের কাছে না গিয়ে এই সকল ব্যবহার করে বসে থাকলে ভুল করবেন।কারাবঙ্কল দেখা দেয়া মাত্র একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসা নিবেন। সামান্য অবহেলা আপনার জন্য অনেক অনেক ক্ষতির কারণ হতে পারে।সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় বিনা কষ্টে দ্রুত আরোগ্য লাভ করবেন।অনেকেই ফোড়া হওয়া মাত্র এ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে দাবিয়ে দেয়ার চেষ্টা করেণ এর দ্বারা ঔ রোগীর অপুরনিয় ক্ষতি হয়।হোমিওপ্যাথিক চিকিৎসায় অস্ত্রপচার ছাড়া দ্রুত আরোগ্য লাভের একটি সহজ সরল উপায়।তাই বিষফোড়া হলে হোমিওপ্যাথিক চিকিৎসা ছাড়া বিকল্প কোন চিন্তা করা ঠিক হবে না।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
Download Our App from Play Store
ডাঃ ইয়াকুব আলী সরকার।
গভঃ: রেজিঃ নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮
কার্বভেজ(Carbo veg)দুষ্ট ব্রন,কালো রংয়ের ক্ষত হইতে দুর্গন্ধ পুজ বা রস ঝরে।অত্যন্ত জ্বালা,সেই জ্বালা যন্ত্রণা রাতে বৃদ্ধি,ঠান্ডায় উপশম,রোগী নিয়মিত পাখার বাতাস চায়।ইহাই কার্বোভেজের প্রধান পরিচয়।
ল্যাকেসিস(Lachesis) কার্বাঙ্কলের স্হানটি বেগুনী রংয়ের,তাহাতে সহজে পুজ হতে চায় না যদিও অল্প হয় তাহা রক্ত যুক্ত।অত্যন্ত জ্বালা,সে জ্বালা যন্ত্রণা নিদ্রার উপক্রম কিংবা নিদ্রা ভঙ্গ হইলেই বৃদ্ধি পায়।
নাইট্রিক এসিড(Nitric Acid)রোগীর তিব্র বেদনা,বেদনার সাথে রাত্রিতে প্রচুর ঘর্ম, ও বেদনায় বৃদ্ধি পেয়ে থাকে।কার্বাঙ্কলের বেদনা রাত্রিতে বৃদ্ধিসহ ক্ষতের প্রকৃতি এসিড নাইট্রিকের নির্বাচন লক্ষণের সাথে সদৃশ হলে উপযোগী।
মাইরিস্টিকা(Myristica) মাইরিস্টিকা কার্বাঙ্কালের অপারেশনের কাজ করে।রোগের প্রথম অবস্হায ঘনঘন কয়েকমাত্রা প্রয়োগেই বেদনা উপশম হয়।পুজ থাকলে ফেটে যায় আর পুজ না থাকলে সমূলেই আরোগ্য হয়।
পাইরোজিনাম(Pyrogenium) কার্বাঙ্কলে যখন সেপটিক আকার ধারন করে তখন পাইরোজিনাম শ্রেষ্ঠ ঔষধ।রোগী সেপটিক জ্বর,বমি ডাইরিয়াসহ অত্যন্ত বেদনা জ্বালা ও হিংস্রতা প্রকাশ পায়।প্রচন্ড মাথা বেদনার সাথে রোগীর শরীরে বিষক্রিয়ায় ছটফট করিতে থাকলে উপযোগী।
রাসটক্স(Rhus Tox)কার্বাঙ্কলের প্রথম অবস্হায় যখন চারপাশে তিব্র বেদনাও চুলকানি, মুখমন্ডল ফ্যাকাশে,বেদনায় অস্হিরতা,ছটফটানি দেখা দেয়,এর রং কালচে ও লালচে ভাব থাকে বেদনা নড়াচড়ায় আরাম পায় তখন রাসটক্স প্রয়োজন হয়।
সিকেরি কর(Secale cor) কার্বাঙ্কলে যখন গরম তাপ সহ্য হয় না অন্তরে জ্বালায় ছটফট করে,ভেতরে গরম দেহের বাইরে ঠান্ডা থাকে তখন সিকেলি কর উপযোগী।
সাইলেসিয়া(Silicea)কার্বঙ্কল যখন আলসারেটিভ রুপ নেয়,আস্তে আস্তে ক্ষত জটির আকার ধারন করে,ক্ষতে গরম স্যাকের অভিলাস করে।ঘাড়ে,বাহুতে কার্বঙ্কলে সাইলেসিয়ার নির্বাচক লক্ষণ নিয়ে উপস্হিত হয় তখন সাইলেসিয়া প্রয়োজন।
মার্ক আইয়োড(Merc iod)মার্ক আইওড ফোড়া এবং carbuncles inflammatory পর্যায়ে জন্য একটি চমৎকার ঔষধ; কোন পুজ হয় না যখন ব্যাথার তীব্রতা এবং ব্যথার সঙ্গে তীব্র লাল জ্বলজ্বলে রং হয়; গঠিত পুজ যখন সবুজ,পাতলা এবং পানির মত হয় তখন উপযোগী।
স্ট্যাফাইলোকক্সিনাম(Staphylococcinum)এই ঔষধটি carbuncle এবং furuncles জন্য একটি চমৎকার ঔষধ।
ট্যারেন্টুলা(Tarantula) প্রচন্ড জ্বর,আক্রান্ত স্হানের রং নীলাভ, হুল ফুটানো বেদনা, জ্বালা যন্ত্রণা,গাত্রদাহ,ছটফটানি,জল পিপাসা কার্বাঙ্কলে অনেকগুলি মুখ হইয়া তাহা হইতে রসের মত নির্গত হইতে থাকে।ভয়ানক বেদনা ও জ্বালা, কাপ দিয়ে জ্বর আসে,পরে উচ্চ রঙের মত দেখায়।পুয হইলেও অতি অর্প তৎসহ রক্ত,ক্ষতে স্পর্শকাতরতা,জ্বালা।
এব্রোমা আগষ্টাAmbra Griseaবহুমুত্র রোগীদের কার্বঙ্কলে সহজে পুজ না হইলেও অত্যন্ত বেদনা থাকিলে ইহাতে উপকার হয়।বহুমুত্র,শর্করাযুক্ত প্রস্রাব, প্রস্রাবের পরিমান খুব বেশী।মুত্র বেগ ধারণে অক্ষমতা,দুর্বলতা, মাথাঘোরা, অনিদ্রা, শীর্ণতা, কোষ্ঠবদ্ধ, বহুমুত্রজনিত ফোড়া ইত্যাদিতে ইহা ব্যবহার করিবেন।
কার্বাঙ্কলের সদৃশ ঔষধ নির্বাচন-কেন্ট রেপার্টরির সাহায্যেঃ
carbuncle : Agar., ant-t., anthr., apis., arn., Ars., Bell., bufo-r.,caps., carb-an., coloc., crot-c., crot-h., echi., hep., hyos., lach., mur-ac., nit-ac., phyt., pic-ac., rhus-t., sec., Sil., sulph., tarent-c.
++ burning : Anthr., apis., ars., coloc., crot-c., crot-h., hep., Tarent-c.
++ purple, with small vesicles around : Crot-c., Lach.
++ stinging : Apis., carb-an., nit-ac.
ফেরম ফস:-আক্রান্ত স্হান লাল,চিরিক মারা,দপ দপানি ব্যথায় ইহা উপকারী।
ক্যালি মিউর:-কোষ্ঠ বদ্ধ জিহ্বায় শ্বেত বর্ণের প্রলেপযুক্ত রোগীদের পীড়ার দ্বিতীয়াবস্হায় ফেরাম ফসের সহিত পর্যায়ক্রমে সেবন করিতে
হয়।
ম্যাগনেশিয়া ফস:-আক্রান্ত স্হানে বেদনা,গরম তাপে বা সেকে উপশম হইলে ইহা অব্যর্থ।
সাইলেসিয়া:-কার্বাঙ্কলে পুজ সঞ্চয় হইতে থাকিলে ইহা উপকারী।
উপসংহারঃ
বৃদ্ধ বয়সে অথবা ডায়াবেটিস রোগীর কার্বাঙ্কল হলে জীবন সংকটাপন্ন হওয়ার আগেই সতর্ক হওয়া উচিত।জ্বালা যন্ত্রনা নিবারনের জন্য পুইশাকের পাতা,টমেটো,আতা গাছের পাতার প্রলেপ উপকারি।তাই বলে চিকিৎসকের কাছে না গিয়ে এই সকল ব্যবহার করে বসে থাকলে ভুল করবেন।কারাবঙ্কল দেখা দেয়া মাত্র একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসা নিবেন। সামান্য অবহেলা আপনার জন্য অনেক অনেক ক্ষতির কারণ হতে পারে।সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় বিনা কষ্টে দ্রুত আরোগ্য লাভ করবেন।অনেকেই ফোড়া হওয়া মাত্র এ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে দাবিয়ে দেয়ার চেষ্টা করেণ এর দ্বারা ঔ রোগীর অপুরনিয় ক্ষতি হয়।হোমিওপ্যাথিক চিকিৎসায় অস্ত্রপচার ছাড়া দ্রুত আরোগ্য লাভের একটি সহজ সরল উপায়।তাই বিষফোড়া হলে হোমিওপ্যাথিক চিকিৎসা ছাড়া বিকল্প কোন চিন্তা করা ঠিক হবে না।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
Download Our App from Play Store
ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।গভঃ: রেজিঃ নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন