বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

নারীর মুখে দাড়ি গোঁফ হওয়ার কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

নারীদের মুখে দাড়ি ও গোঁফ!

HIRSUTISM (হারসিউটিজম)নারীদের মুখমন্ডল,বুকও পিঠে পৌরুষজনিত যে লোম গজায় তাকে Hirsutism বলে।এই সময় কালে এর ব্যপকতা বৃদ্ধি পেয়ে চলেছে।এই রোগের কারণসমূহ উদঘাটন এবং তা অপসারন প্রক্রিয়ায় এই রোগ নিরামময়ে পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় হিউম্যান ফিজিও-প্যাথলজির আলোকে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় ঔষধ প্রায়োগিক যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন তাহল প্রধানতঃ এই রোগের প্রধান কারন হল নারীদেহে পুরুষ হরমোন Testosterone Hormone মান বৃদ্ধি প্রাপ্ত হওয়া।
 # Testosterone Hormone বৃদ্ধির কারণসমূহঃ ★ ডিম্বাশয়ে বহুসংখ্যক সিস্ট (Polycystic Ovarian Syndrome) * Hyperinsulinemia (ইনসুলিনের আধিক্যতা) * Hypoinsulinemia (ইনসুলিনের মান কমে যাওয়া) * Cushing's Syndrome (অ্যাড্রিনাল গ্রন্থির করটেক্সের কাজ বৃদ্ধি পেলে) * Hypothyroidism (থাইরয়েড গ্রন্থির হরমোন থাইরোক্সিনের মান কমে গেলে) * Congenital Adrenal Hyperplasia (জন্মগত অ্যাড্রিনালিন গ্রন্থির বি-বৃদ্ধি)
* Ovarian Tumar (ডিম্বাশয়ে টিউমার) # diagnosis: * USG of Whole Abdomen - এই পরীক্ষায় ডিম্বাশয়ে সিস্ট, টিউমার ও অ্যাড্রিনালিন গ্রন্থিতে টিউমার আছে কিনা জানা যাবে।
* Testosterone Hormone Analysis- এই পরীক্ষায় নারীদেহে এই হরমোন বৃদ্ধি পেয়েছে কিনা জানা যাবে। # এই রোগ নিরাময়ে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে: * Estrogen Hormone বৃদ্ধিতে Follicle Stimulating Hormone (FSH) এর কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করা। 
* Estrogen Hormoneএর ভারসাম্য নিয়ন্ত্রন করা। 
* Testosterone Hormone বৃদ্ধি বাধা প্রদান করা। 
# গুরুত্ব আরোপের ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থাপনা: 
* FSH হল পিটুইটারী থেকে নিঃসৃত হরমোন।এই হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত Estrogen Hormone নিয়ন্ত্রন করে।সুতরাং FSH এর উপর গুরুত্ব আরোপ জরুরী।এই হরমোন নিয়ন্ত্রনে রাসায়নিক উপাদানসমূহ হল- Acubin, Agnuside,Casticin, Isovitexin & V texin,Terpenoid উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহ ধারনকৃত ভেষজ হল-AGNUS CASTUS * Estrogen Hormone এর ভারসাম্য নিয়ন্ত্রনকারী রাসায়নিক উপাদানসমূহ ও ধারনকৃত ভেষজসমূহ:- Isoflavones(Cimicifugin,Racemosin), Chromium,Fomonontin-উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহ ধারকৃত ভেষজ হল CIMICIFUGA RACEMOSA. Steroidal Saponins (Dioscin.Diosgenin), Chromium উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহ ধারনকৃত ভেষজ হল DIOSCOREA VILLOSA. 
* Testosterone Hormone বৃদ্ধি বাধা প্রদান এবং Estrogen Hormone এ রুপান্তরিত করা:-
SABAL SERRULATA- ধারনকৃত রাসায়নিক উপাদানসমূহ- Steroidal Saponins, Bitasitosterol, Resin, Tannins. উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহ নারীদের ক্ষেত্রে SHBG (Sex Hormone Binding Globulin) প্রস্তুত প্রক্রিয়ায় Testosterone বৃদ্ধিতে বাধা প্রদান করে এবংএই হরমোনকে Estrogen Hormone এ রূপান্তরিত করে। 
# এই রোগ নিরাময়ে ঔষধ প্রায়োগিক দৃষ্টিভঙ্গি: 
* FSHএর ভারসাম্য + Estrogen Hormone এর ভারসাম্য নিয়ন্ত্রন +Testosterone Hormone বৃদ্ধি প্রতিবন্ধকতা এবং রূপান্তর করন।
Agnus Castus + Cimicifuga Racemosa + Sabal Sarrulata./১ মাস >Agnus Castus +Dioscorea Villosa + Sabal Serrulata./ পরবর্তী ১মাস।


Pandit Dr.Samarash Chandra Roy Researcher & Thinkers-Chemical Analysis of Homeopathy Plant Herbs. Bangladesh. *Cell.8801715260487, *Whatsapp + imo+8891715260487 *e-mail: hhmsbd14@gmail.com # Page:HHMSBD #natural health newsbd


 # প্রচার ও প্রকাশনায়; 
* Dr.Md.Ibrahim Khalil,CO-Ordinator- Chemical Analysis of Homeopathy Groups.Dhaka, Bangladesh.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন