ইনসুলিন (Insulinum) নির্বচনের লক্ষণ সমষ্টি |
ইনসুলিন প্যাংক্রিয়াসের আইলেট অব ল্যাঙ্গার হ্যান্স নামক সেল হতে যে হরমোন ক্ষরিত হয় সেই ক্ষরিত হরমোন শক্তিকৃত করে প্রস্তুত করা হয়।ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস ইনসুলিনের অভাব জনিত রোগ।
Insulinum প্রয়োগ লক্ষণ সমষ্টি:
১) ক্রনিক অন্ত্রের বা হজমের গোলযোগ যথা উদারাময় ও লিভার বেড়ে যাওয়ার লক্ষণ থাকে বা হেপাটোমেগালি হওয়ার ইতিহাস আছে; যাদের বেশী উদারাময় হয় তাদের ইনসলিনের বেশী প্রয়োজন হয়।
২) যাদের এলার্জিক একজিমা সাথে লিভারের সমস্যা আছে তাদের জন্য ইনসুলিন প্রয়োজন।
৩) যে রোগীর গলা ও গ্র্যান্ড ফোলা থাকে।
৪) রোগীর খালিপেটে মাথা ঘুরে।
৫) মাথার চুল ইঠে যায়।
৬) কোষ্ঠকাঠিন্য হলে মাথায় যন্ত্রনা করে।
৭) সন্ধ্যাবেলায় চোখে কম দেথে।
৮) গলার বেদনা তরল খাদ্য খেলে বাড়ে।
৯) সকালে স্ক্যাপুলা অস্হির মাঝে যন্ত্রনা বাড়ে।
১০) বসলে কোমরে বেদনা করে।
১১) হাটুর পিছন দিকে খিচে ধরে;বসা থেকে উঠতে বেদনা বাড়ে।
১২) পায়ের পাতায় জ্বালা করে।
১৩) সকাল ১১টায় শীতশীত করে।
১৪) মল ত্যাগের পরে দর্বল লাগে।
এই লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে উপস্হিত রয়েছে তার জন্য ইনসুলিন উপযোগী।এছাড়াও Blood sugar এর পরিমান স্বাভাবিক রাখতে ইনসুলিন প্রয়োজনীয় ঔষধ।প্রস্রাবের সুগার নিয়ন্ত্রনেও ইনসুলিন প্রয়োজন।
ডাঃ এলেন এর মতে ইনসুলিন ৩০ শক্তির ঔষধ দিনে তিন বার প্রয়োগে ডায়াবেটিস নিরাময়ে সহায়ক।
ক্লিনিক্যালি ইনসুলিন পরীক্ষায় ভারতের তিন সুনামধন্য হোমিওপ্যাথিক ডাঃ কে পি মজুমদার, ডাঃ মাটানি, ডাঃ সুকেন কর মহাশয়ের মিলিত কালেকটেড সিমপটোমোটোলজী নীচে দেয়া হল।
* মাথা ঘোরা, ক্ষুধার সময় বাড়ে।
* শরীরের এখানে ওখানে বাতের ব্যথা, বিশেষ করে জয়েন্ট গুলিতে এবং মাংসপেশীতে।
* পায়ের তলায় জ্বালা,
* অনেকদিন ধরে ক্রনিক ডা্ইরিয়ায় ভুগতে থাকে,
* আলসার, ঘা, বেডসোরস, যা মোটেই শুকাতে চায় না।বিশেষ করে কোন ইনফেকশনের পর থেকে বা ইনফেকসাস রোগের পর থেকে।
* লিভার বড়, বা ডিসঅর্ডারড লিভার।( ক্রনিক হেপাটাইটিস বা এনলার্জমেন্ট অব দ্য লিভার)
* এ্যালার্জিক এ্যাজমা,
* প্রচুর চুল উঠতে থাকে।
* সকাল ১১ টায় শীত করে,
* ঘুমঘুম ভাব,
* পায়খানার পরে দূর্বলতা বোধ,
* সন্ধ্যার দিকে দৃষ্টিশক্তির ক্ষীনতা,
* মাথার যন্ত্রনা, বিশেষ করে যখন কন্সটিপেশনে ভোগে,
* কোন ইনফেকসাস ডিজিজের পর থেকে রোগীর একটা না একটা প্রবলেম লেগেই থাকে।
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল, সাভার, ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন