হোমিওপ্যাথিক চিকিৎসা আদর্শ আরোগ্য বিধান। |
তরুন রোগ বা (Acute disease treatment): আঙ্গিক লক্ষণের চিকিৎসা করা হোমিওপ্যাথিক চিকিৎসার নীতি বিরুদ্ধ।কিন্তু ৫টি পয়েন্ট দ্বারা আঙ্গিক লক্ষণকে বৈশিষ্ট্যমণ্ডিত করলে তা আর আঙ্গিক লক্ষণ থাকে না। এই নিম্ন লিখিত বৈশিষ্ট্যগুলো আঙ্গিক লক্ষণকে বৈশিষ্ট্যমণ্ডিত করে।
১) কারণ (Causation.)
২) স্হান (Location.)
৩) অনুভূতি (Sensation.)
৪)হ্রাস বৃদ্ধি (Modalities.)
৫) আনুষাঙ্গিক (Concomitance.)
উপরোক্ত পাঁচটি পয়েন্টের ভিত্তিতে তরুণ রোগীর সদৃশ ঔষধটি নির্বাচন করতে সক্ষম হলে তরুণ রোগ আদর্শ আরোগ্য লাভ করবে।
চিররোগ (chronic disease) চিকিৎসার ক্ষেত্রে যে দশটি পয়েন্ট অবশ্যই পালনীয়:-
১)কত দিন যাবত ভুগছেন (Time & Suffering.)
২) রোগের কারণ ও অতীতে কোনো রোগ চাপা পড়ে ছিল কিনা? (Causation & Suppression.)
৩) আক্রান্ত স্থান (Location.)
৪) অনুভূতি (Sensation.)
৫) চারিত্রিক লক্ষণ (Characters.)
৬) হ্রাস বৃদ্ধি (Modalities.)
৭) আনুষাঙ্গিক (Concomitance.)
৮) সর্বশেষ গৃহীত চিকিৎসার বিবরণ (Last treatment.)
৯)সার্বদৈহিক ও খাদ্যের ইচ্ছা অনিচ্ছা/বৃদ্ধি (Generalities & Vegetables Mind.)
১০) মানসিক লক্ষণ (Mind)
চিররোগের আদর্শ আরোগ্য লাভের জন্য উপরোক্ত বিশিষ্ট পয়েন্ট অবশ্যই অনুরণ করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় মনগড়া কোন কাজ চলে না। অর্গাননের নির্দেশিকা অনুযায়ী ঔষধ নির্বাচন করতে হবে। একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য উল্লেখ্য পয়েন্টের আলোকে সদৃশ ঔষধ নির্বাচন রোগ আরোগ্যের আদর্শ পথ।এর সামান্য ব্যত্যয় ঘটলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আদর্শ আরোগ্য লাভ অসম্ভব।
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
রেজিঃ নং ২৩৮৭৬
বাইপাইল(আশুলিয়া থানার পাশে।)
সাভার,ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন