Cystitis এর সদৃশ ঔষধসমুহের নির্বাচন কৌষল। |
Cystitis কি ?
মূত্রথলিতে প্রদাহকে Cystitis বলে।মত্র পথের প্রদাহ হলে বার বার মূত্রবেগ,জ্বর,অস্বস্তি,ও পুজ নির্গত হতে পারে।
কারণ সমুহ ঃএটি মূত্রাশয়ের একটি প্রদাহ জনিত রোগ।মূত্রাশয়ের শ্লেষ্মা ঝিল্লি cystitis প্রদাহ সঙ্গে, তার কাজ বিঘ্নিত এবংপ্রস্রাব প্রদর্শিত হয়।মহিলাদের শারীরিক বৈশিষ্ট্যগুলির কারণে,এই রোগ পুরুষদের তুলনায় আরো সাধারণ,বেশির ভাগ ক্ষেত্রে,পুরুষদের মধ্যে মূত্রথলিরা মূত্রসংক্রান্ত রোগগুলির একটি পটভূমির বিরুদ্ধে সংঘটিত হয়।শৈশব ও কৈশোরে, ফুসফুস সংকীর্ণ হওয়ার ফলে সিস্টাইটিস বিকশিত হতে পারে,যা মূত্রাশয়ের নিউরালজিক রোগে পরিণত হয়।প্রস্টাটাইটিস,ইউরিথ্রাইটিস, ভেসিকুলাইটিস সংক্রামক সোসিসিটাইটিস এর কারণে হতে পারে। মেরুদন্ডের প্রদাহ,ডায়াবেটিস,সার্জারি,ওভার-কুলিং,অ্যালকোহল এবং চাপের ক্ষেত্রেও আঘাতের কারণগুলি মূত্রাশয়ের প্রদাহের কারণ।
লক্ষণ সমুহ ঃইহা নিম্নোদরে প্রজনন যন্ত্র এবং সরলান্ত্রের মধ্যবর্তী স্হানে তীব্র বেদনাসহ প্রকাশ পায় এবং পুনঃপুনঃমুত্রবেগ উপস্হিত হইয়া কখনও রক্তযুক্ত মূত্র ত্যাগ হয়।
সিস্টাইটিসের চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের পার্থক্য বিচার ঃ
অ্যাকোনাইট নেপিলাসঃ-ঠান্ডালাগা হেতু প্রবল জ্বর,অস্হিরতা ইত্যাদি ;অত্যধিক উওপ্ত,ঘোর লাল বা ঘোলা মুত্র,মূত্রযন্ত্রে অত্যান্ত যন্ত্রনা,কখনও বা বিন্দু বিন্দু মূত্রপাত;শিশুগণ লিঙ্গ ধরিয়া চীৎকার করে।
এপিসঃ-মূত্রাশয়-গ্রীবায় উত্তেজনাসহ পুনঃ পুনঃ স্বল্প ঘোলা বা রক্তময় প্রস্রাব;মুএপথে জ্বালা যন্ত্রণা।
আর্নিকা মন্টেনাঃ-আঘাত প্রাপ্তি হেতু কষ্টসাধ্য,ঘোলা ঘোর লাল প্রস্রাব রক্তমুত্র।
বেলেডোনাঃ-আগুনের ন্যায় গরম ও লাল মূত্রসহ মূত্রস্হলী প্রদেশে সামান্য স্পর্শে বা ঝাকানি অসহ্য; পরিস্কার মূত্রত্যাগ হয়,কিন্তু কিছুক্ষণ পরেই তাহাতে উজ্বল লাল,পুনঃপুনঃ মূত্রবেগ সত্বেও বিন্দু বিন্দু প্রস্রাব।
বার্বারিস ভলগারিসঃ-মিএথলীমধ্যে ক্ষণে ক্ষণে সুচীবিধন বা সঙ্কোচনবৎ যন্ত্রণা-মূত্রনালী পর্য্যন্ত ধাবিত হয়-কাটিদেশে বেদনা ;নারাচড়ায় বৃদ্বি।
ক্যান্থারিসঃ-মূত্রস্হলী মধ্যে অসহ্য জ্বালাময় বেদনা ও তাহা মূত্রপথ বাহিয়া অন্ডকোষে জঙ্ঘায় বিস্তৃত হয় লিঙ্গমুন্ডে জ্বালা;প্রচন্ড কুন্থন সহ বিন্দু বিন্দু অগ্নিগোলকবৎ মূত্রত্যাগ,কুন্থন কালে যন্ত্রনা বৃদ্বি;মূত্র ঘোলা ও রক্তময়;অত্যধিক জ্বর সহ অস্হিরতা ও পিপাসা,কিন্তু জল পানে বা দর্শন মাত্রেই যাতোনার বৃদ্বি।
চিমাফিলাঃ-স্বল্প মুত্রমধ্যে অত্যান্ত অধিক পজেশ্লেমাময় আবিলতা;ঘন,দড়িদড়াবৎ ও রক্তময় তলানি,মুত্র ত্যাগান্তেও মুত্রবেগ;জ্বর;নিশাঘর্ম।
কোপেভাঃ-মুত্রস্হলীর গ্রীবায় ও মুত্রপথে জ্বালা এবং মুত্রনালিতে চাপ বোধসহ পুনঃপুনঃ বিন্দুবিন্দু সফেন,গাঢ় হলুদাভ ও ভায়োলেট পুস্পের গন্ধযুক্ত মুত্র; রক্তময় মূত্র।
ডাল্কামারাঃ-ঠান্ডা লাগা হেতু মুত্রস্হলীর দীর্ঘস্হায়ী প্রদাহ;স্বচ্ছ মুত্র-ত্যাগ হয় কিন্তু ক্ষণপরেই তাহা জেলির ন্যায় সাদা বা রক্তাভ শ্লেমামিশ্রিত রক্তের চাপযুক্ত হইয়া পড়ে ও দুর্গন্ধযুক্ত হয়,শীতল আবহাওয়ায় বৃদ্বি।
জেলসিমিয়ামঃ-মুত্র্রথলী-গ্রীবা পেশীর পক্ষাঘত,মুত্রথলীর স্ফীতি;ক্রমাগত অসাড়ে বিন্দু বিন্দু মুত্রপাত কিন্তু মুত্রত্যাগের চেষ্টা করিলে মুত্র-রোধ;যন্ত্রণাবিহীন।
হায়োসিয়ামাসঃ-মুত্ররোধসহ মুত্রথিলীর অত্যাদিক স্ফীতি;ঘোলা শ্লেমা ও পুজময় আবিলতাযুক্ত মুত্র,অত্যাদিক পিপাসা,বিকার ইত্যাদি লক্ষনে উপযোগী
ক্যালি বাইক্রমঃ-মুত্রপথে জ্বলা;মুত্রত্যাগান্তে মনেহয় যেন থাকিয়া গেল।মুত্রপথ বন্ধ;কিডনীম্যে রক্তাধিক্য।
ল্যাকেসিসঃ-মুত্রথলীর শ্লেমাবিকার বশতঃমুত্রমধ্য পচা দুর্গন্ধযুক্ত শ্লেমা;মুত্রথলীতে বেদনা;প্রায় কালোবর্ণ ও সফেন মুত্র।
লাইকোপোডিয়ামঃ-মুত্রথলী ও নিম্নোদরে অতিব্র ও চাপবৎ যন্ত্রণা;মুত্র ঘোলা,দুর্গন্ধযুক্ত বা ঘন পুজময় আবিলতা যুক্ত,দীর্ঘস্হায়ি মুত্রতলী প্রদাহ,মুত্রশর্করা বা মুত্রপাথুরী প্রবনতা।
মার্কসলঃ-শীত ও কম্পসহ জ্বর; মুত্রতলী প্রদেশে স্পর্শে অত্যান্ত যন্ত্রণা;প্রবল মুত্রবেগ সত্বেও ক্ষীণ ধারায় বিন্দু বিন্দু মুত্রপাত;মুত্র মধ্য শেলমা,পুজ ও রক্ত;প্রমেহ জনিত মুত্রতলী প্রদাহ।
নাইট্রিক অ্যাসিডঃ-মুত্রত্যাগ কালে মুত্রনালি ও নিম্নোদরে জ্বালা,মুত্রত্যাগকালে শীতল বোধ হয়।
ফসফরিক অ্যাসিডঃ-মুত্র দেখিতে অবিকল দুগ্ধের ন্যায় এবং শীঘ্রই বিক্লত হইয়া যায়।
পালসেটিলাঃ-ঠান্ডা লাঘা হেতু মুত্রথলী প্রদাহ ;মুত্রথলী প্রদেশে যন্ত্রনা,মুত্রত্যাগে অন্তে মুত্রথলী গ্রীবায় আক্ষেপিক যন্ত্রনা অন্তঃসত্বাবস্হায় মুত্রথলী প্রদাহ।
সেনেগাঃ-বৃদ্ধদিগের মুত্রথলীর শ্লেমাবিকার;সুগাঢ় বর্নের স্বল্প-মুত্র ও তাহা ঝাকিলেই ফেনাযুক্ত হইয়া পড়ে;ক্ষণ পরেই মুত্র ঘন ও ঘোলা হইয়া যায়।
সিপীয়াঃ-মুত্রথলরি পুরাতোন প্রদাহ সহ নিম্নোদরে স্ফীতি,মুত্রমধ্যে শ্লেমাস্রাব (প্রতিবারোই হয় না)মুত্রথলীর মধ্য জ্বালা;ঘন,হড়,হাড়,অতীব দুর্গন্ধযুক্ত মুত্র ও ঘোলা মুত্রের উপর চর্বির ন্যায় পদার্থ ভাসিতে থাকে।
সালফারঃ-দিবারাত্র অবিরাম মুত্রবেগ সহ অতিকস্টে রক্তময় প্রস্রাব;ত্যাগের পুর্বে নিম্নোদরের উপর ও মুত্রপথে কর্ওনবৎ যন্ত্রনা;মুত্র দুর্গন্ধযুক্ত ও তাহার উপর চর্বিযুক্ত পর্দ্দা ভাসিতে থাকে।
টেরিবিম্থিনাঃ-নিম্নোদরে স্পর্শ সহ্য হয় না ;মুত্রথলরি মধ্য আক্ষেপ,কিডনি প্রদেশে জ্বালা;মুত্রমধ্য ঘন,হড় হড়ে,কর্ন্দমবৎ তলানি।
থুজাঃ-পুনঃ পুনঃ মুত্রবেগ সহ প্রচুর পরিমাণে স্বচ্ছ মুত্রত্যগ –কিন্তু তাহা ক্ষণ পরেই ঘোলা হইয়া যায ;মুত্রত্রাগকালে ও পরে মুত্রপথে জ্বালা ও সরলান্ত্র হইতে মুত্রতলীর মধ্য খোঁচা লাগার ন্যায় যন্ত্রনা;প্রমেহ বিষদুষ্টি।
ইউভা আর্সি ঃ-মুত্রকৃচ্ছতা সত্বেও ঘন ঘন মুত্রবেগ সহ অত্যান্ত মুত্র-ত্যাগের পর মুত্রথলীতে জ্বালা ও কাটিয়া ফেলার ন্যায় যন্ত্রনা;প্রচন্ড কুন্থন সহ অত্যাদিক আঠালো শ্লেমা এবং কখনো বা রক্তময়,জ্বর,অস্হিরতা,হাত পা ও মুখের শীতলতা সহ ঘোলা ও পুজ রক্তময় প্রস্রাব;মুত্রত্যাগের প্রথম ভাগে জ্বালাময় বেদনা।
আর্সেনিক এল্বামঃ-জ্বর অস্হিরতা,হাত পা ও মুখের শীতলতা সহ ঘোলা ও পূজরক্তময় প্রস্রাব;মুত্রত্যাগের প্রথম ভাগে জ্বালাময় বেদনা।
কিউবেরা ঃ-মুত্রস্হলীর দীর্ঘস্হায়ী প্রদাহ ;শেষ বিন্দু মুত্র ত্যাগকালে অশেষ যন্ত্রনা;সফেন,রক্তময় ও ভায়োলেট পুষ্পের গন্ধযুক্ত মুত্র;রক্তমুত্র।
প্যারিরা ব্রাভা ঃ-লিঙ্গমুন্ডে দুরন্ত বেদনা ও প্রবল কুন্থন সহ অবিরত মুত্রবেগ;মুত্রমধ্য প্রভুত পরিমানে ঘন দড়িদড়াবৎ শ্লেমা ও মূত্র অ্যামোনিয়ার গন্ধ; হামাগুড়ি দিয়া বসিয়া মূত্রত্যাগ করিতে হয়।
বোরিক রেপার্টরির সাহায্যে একক ঔষধ নির্বাচনঃ
INFLAMMATION (cystitis)
Acute -- Acon., Ant. t., Apis, Ars., Aspar., Bell., Benz. ac., Berb. v., Camph., Camphror. ac., Can. s., Canth., Caps., Chimaph., Con., Cop., Cub., Dig., Dulc., Elat., Equis., Erig., Eucal., Eup. purp., Ferr. ac., Ferr. p., Gels., Helleb., Hydrang., Hyos., Lach., Merc. c., Methyl. bl., Nit. ac., Nux v., Ol. sant., Pareira, Petros., Pichi, Pip. m., Pop. tr., Prun. sp., Puls., Sabal, Sab., Sars., Saurur., Sep., Stigm., Sul., Tereb., Tritic., Uva, Vesic.
Cause
Cantharis [Abuse of] -- Apis, Camph.
Gonorrhœa -- Bell., Benz. ac., Canth., Cop., Cub., Merc. c., Puls., Sabal.
Operations, and in pregnancy -- Pop. tr.
Gonorrhœa -- Bell., Benz. ac., Canth., Cop., Cub., Merc. c., Puls., Sabal.
Operations, and in pregnancy -- Pop. tr.
Fever, strangury [with] -- Acon., Bell., Canth., Gels., Hydrang., Stigm.
Chronic -- Ars., Bals. per., Baros., Benz. ac., Berb. v., Buchu, Can. s., Canth., Carbo v., Caust., Chimaph., Coccus, Col., Cop., Cub., Dulc., Epig., Eryng. aq., Eucal., Eup. purp., Fabiana, Grind., Hydr., Iod., Junip., Kava, Lith. c., Lyc., Merc. c., Nit. ac., Pareira, Pichi, Pip. m., Pop. tr., Prun. sp., Puls., Rhus ar., Sabal, Santon., Senega, Sep., Silph., Stigm., Tereb., Thlaspi, Thuya, Tritic., Tub., Uva, Vesic., Zea.
উপরোক্ত ঔষধ ছাড়াও অনেক ঔষধ প্রয়োজন হতে পারে।ডাক্তারের অভিজ্ঞতা এ ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়।বিশেষ শকর্কতাঃডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে চিকিৎসা করিবেন না।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন। লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
আমি গত ২ বছর যাবত সিসটাটিস এ ভুগতেছি অনেক এ্যালোপ্যাথিক ঔষুধ খেয়ে। কিন্তু অবস্হার কোন পরিবতন হয় নি। এখোন কি করতে পা?
উত্তরমুছুন