শনিবার, ২০ জুলাই, ২০১৯

ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসা।

Tinea Flavus বা ছুলির সদৃশ  চিকিৎসাঃ

ছুলি কি?
ইহা এক প্রকার চর্মরোগ।শরীরের বিভিন্ন স্হানে য়থাঃঘাড়,গলা বুক,কাধ,গিট,বাহু বা মুখে ছিটছিট সাদা দাগ পড়ে।রোদ্রে বা গরমে চুলকানি বাড়ে।মাঝে মাঝে ছুলি থেকে মরামাস উঠিতে দেখা যায়।উহাকে ছুলিছউদ,বা ছলম বলে।
কারণঃ
মাইক্রোস্পোরস ফারফার নামক এক প্রকার ছত্রাক বা ফঙ্গাস সংক্রমনে চূলি জন্মায়।ছুলি নানা বর্ণের য়থাঃ-লাল বা টিনিয়া রোজিয়া, পাটকিলে বা টিনিয়া ভার্সিকুলার,কাল বা টিনিয়া নাইগ্রা ও সাদা বা টিনিয়া ফ্লাভা।সাদা বর্ণের ছুলিই বেশী দেখা যায়
ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের নামঃ
গ্রফাইটিস,কেলি কার্ব, এসিড নাই, নেট্রাম মিউর  সালফার, সোরিনাম,আর্সেনিক এলবম,সোরালিয়া কুরি ইত্যাদি।

ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের বর্ণনা ঃ

এসিড নাইট :-
রোগী অতিশয় শীতে কাতর, ঠোটের কোনে ঘা,মুখে বিশ্রী দুর্গন্ধ,ঘুমের ঘরে বালিশে দুর্গন্ধ লালা পড়ে।প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ এই ধাতু রোগীদের শরীরের বিভিন্ন স্হানে ছুলিতে অমোঘ।

আর্সেনিক এলব :-
পরিস্কার-পরিচ্ছন্নতা সৌখিন শীত কাতর ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্হানের ছুলিতে এই ঔষধ উপকারী।রোগীর মৃত্যুভয়,ছটফটানি অস্হিরতাসহ আর্সেনিক এলবমের বিশিষ্ট লক্ষণের রোগীর ক্ষেত্রে উপযোগী।

গ্রাফাইটিসঃ
মোটা,থলথলে দেহের অধিকারী কোষ্ঠবদ্ধ ধাতুর রোগীর ছুলি চিকিৎসায় উপযোগী।

কেলি কার্বঃ কে
কার্ব এর বিশিষ্ট লক্ষণ বিশিষ্ট রোগীর ছুলির চিকিৎসায় উপযোগী।
সালফার :-
অপরিস্কার অপরিচ্ছন্ন নোংড়া স্বভাবের রোগীদের ছুলিতে উহা উপযোগী।সালফারের বিশিষ্ট রোগীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।

সোরেলিয়া কুড়ি :-
ছুলি রোগের একটি উত্তম কার্যকারী ঔষধ।ইহা ব্যবহারে অনেক রোগী আরগ্য হইয়াছে।

ছুলির বাইওকেমিক চিকিৎসা ঃ

ক্যালি মিউর :-
ছুলি রোগের উৎকৃষ্ট ঔষধ।লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহারে আরও দ্রুত আরগ্য হয়।

নেট্রাম মিউর :-
বাইওকেমিক মতে ইহা ছুলি রোগের প্রধান ঔষধ। লবণ প্রীয় রোগীর সদৃশ চিকিৎসায় নেট্রাম মিউর উপযোগী।

হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা।প্রতিটি ঔষধের বিশষ্টি লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করতে হয়।এই লেখায় ঔষধের পরিচিতি সামান্যই উল্লেখ হয়েছে।এই লেখা পড়ে একা একা ঔষধ নির্বাচন ঠিক নয়।একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নেয়া জরুরী।
অয়েল ইউকালিপ্টাস দিনে তিন /চার বার অল্প পরিমানে বাহ্য ব্যবহার করিলে আরোগ্য হয়।এছাড়া হাইপোসোডা পানিতে মিশিয়ে বাহ্য ব্যবহার করলেও ছুলি আরোগ্য হয়।শরীর সর্বদ পরিস্কার রাখা ও অলিভ ওয়েল বাহ্য ব্যবহার করা উচিত।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার।
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গো: রেজি নং ২৩৮৭৬।
মেবাইল:০১৭১৬৬৫১৪৮৮

২টি মন্তব্য: