Homeopathic treatment of periodontal disease |
হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি।এই চিকিৎসা পদ্ধতিতে বিশেষ বিশেষ লক্ষণের গুরুত্ব বিশ্লেষন করে সঠিক ও উপযুক্ত ঔষধ নির্বাচন জরুরী।কোন কোন রোগী একটি রোগ সারতে না সারতেই আরেকটি রোগে আক্রান্ত হন।রোগীর এইরুপ কোন রোগের পরে কোন রোগে আক্রান্ত সেই বিষয় বিশ্লেষন করে ঔষধ নির্বাচনের গুরুত্বপুর্ণ নির্দেশনা উপস্হাপন করা হল।নবিন ডাক্তারগনের জন্য এই লক্ষণসমষ্টি সংরক্ষণ করিলে চিকিৎসা কাজে উপকারে আসবে।
পর্যায়শীল রোগ সমুহের নির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধের নাম লক্ষণসহ উপস্হাপন করা হল ঃ
**পর্যায়ক্রমে বাত এবং অর্শ,আমাশয় বা উদরাময়ঃ এন্টিমক্রুড,সিমিসিফুগা,কেলিবাইক্রম,ডালকামারা, মেডোরিনাম ইত্যাদি।
**পর্যায়ক্রমে ন্যাবা ও ঋতুরোধঃ সিয়ানোথাস।
**পর্যায়ক্রমে কাশি ও অর্শঃ ইউফ্রেশিয়া।
**পর্যায়ক্রমে ঋতুস্রাব ও মাথাব্যাথাঃ
ল্যাকেসিস, জিঙ্কাম,গ্লোনইন।
**পর্যায়ক্রমে বহুমুত্র ও ঋতুস্রাবঃ
ইউরেনিয়াম নাইট্রেট।
**পর্যায়ক্রমে শোথ ও উদরাময়ঃ
এসিড ফস।
**পর্যায়ক্রমে গেটেবাত ও হাপানিঃ
সালফার।
**পর্যায়ক্রমে চর্মরোগ ও হাপানিঃ
ক্যালমি,সালফার,ল্যাকেসিস,মেজিরিনাম,ক্রোটন টিগ,রাস টক্স,হিপার সাল্ফ ইত্যাদি।
**পর্যায়ক্রমে চর্মরোগ ও আমাশয়ঃ
পডোফাইলাম,এলুমিনা।
**পর্যায়ক্রমে বাত ও আমবাতঃ
আর্টিকাল ইউরেন্স।
**পর্যায়ক্রমে পেটব্যাথা ও প্রলাপঃ
প্লাম্বাম মেট।
**পর্যায়ক্রমে পেটব্যাথা ও চক্ষুপ্রদাহঃ
ইউফ্রেসিয়া।
**পর্যায়ক্রমে মাথাব্যাথা ও বাতঃ
লাইকোপোডিয়াম, আর্সেনিক।
**পর্যায়ক্রমে স্বরভঙ্গ হৃদস্পন্দনঃ
অক্সালিক এসিড।
**পর্যায়ক্রমে শীতকালে ক্রুপ ও গ্রীশ্মকালে সায়েটিকাঃ
ট্যাফিসেগ্রিয়া।
**পর্যায়ক্রমে বমি ও আক্ষেপঃ
সাইকুটা।
**পর্যায়ক্রমে বাত ও বমিঃ
এন্টিমক্রুড, কেলি বাই এনজোয়িক এসিড,স্যাঙ্গুইনেরিয়া নাইট ইত্যাদি।
**পর্যায়ক্রমে বাত ও রক্তকাশি বা রক্তবমিঃ
লিডাম পাল।
**পর্যায়ক্রমে চর্মরোগ ও উদরাময়ঃ
ক্রোটন টিগ।
**পর্যায়ক্রমে চর্মরোগ ও কাশিঃ
ক্রোটন টিগ।
**পর্যায়ক্রমে চর্মরোগ ও বাতঃ
ক্রোটন টিগ,স্ট্যাফিসেগ্রিয়া।
**পর্যায়ক্রমে পেটব্যাথা ও মাথাব্যাথাঃ
ইস্কুলাস হিপ,রানানকুলাস।
**পর্যায়ক্রমে কাশি ও মাথাব্যাথাঃ
ল্যাকেসিস,সোরিনাম।
**পর্যায়ক্রমে মাথাব্যাথা ও দাতব্যাথাঃ
সোরিনাম।
**পর্যায়ক্রমে হাপানি ও মাথাব্যাথাঃ
এঙ্গাস্টুরা,গ্লোনইন।
**পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও শোথঃ
আর্সেনিক এলবম।
**পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও বাতঃ
গ্রিণ্ডেলিয়া।
**পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও গলক্ষতঃ
প্যারিস কোয়াড।
**পর্যায়ক্রমে উন্মাদ ও অতিরজঃ
ক্রোটেলাস,ক্যাসকা।
**পর্যায়ক্রমে হাপানি ও আমবাতঃ
ক্যালাডিয়াম।
**পর্যায়ক্রমে দৃষ্টিশক্তির দুর্বলতা ও বধিরতাঃ
সাইকুটা।
**পর্যায়ক্রমে মাথাব্যাথা ও দৃষ্টিশক্তিহীনতাঃ
কেলি বাইক্রম।
**অর্শ ভাল হইয়া কাশিঃ
ইউফ্রেসিয়া,সালফার বার্বারিস।
**চর্মরোগ চাপা পড়িয়া উদরাময়ঃ
মেডোরিনাম,মেজেরিয়াম,সালফার, গ্র্যাফাইটিস, সোরিনাম, হিপার, লাইকোপোডিয়াম,আর্টিকা ইউরেন্স ইত্যাদি।
**চর্মরোগ চাপা পড়িয়া অঙ্গ প্রতঙ্গের আক্ষেপঃ
কুপ্রাম,কষ্টিকাম,জিঙ্কাম।
**হাম বসিয়া গিয়া মস্কিস্ত প্রদাহঃ
এপিস,ব্রাইওনিয়া,জিঙ্কাম।
**চর্মরোগ চাপা পড়িয়া হাইড্রোসিলঃ
এব্রোটেনাম।
**হাম বসিয়া গিয়া শোথঃ
জিঙ্কাম,হেলেবোরাস,এপিস মেল।
**পায়ের তলায় ঘাম বন্ধ হইয়া যক্ষা,শ্বেতপ্রদর বা কানে পুজঃসাইলিসিয়া।
**শ্বেতপ্রদর বন্ধ হইয়া যক্ষাঃষ্ট্যানাম।
**শ্বেতপ্রদর বা কানের পুজ বন্ধ হইয়া উন্মাদঃকষ্টিকাম,কুপ্রাম।
**চর্মরোগ চাপা পড়িয়া উন্মাদঃ
কষ্টিকাম,সোরিনাম,সালফার,কুপ্রাম।
****ঘর্ম বাধাপ্রাপ্ত হইয়া পক্ষাঘাতঃ
কলচিকাম,কুপ্রাম,জিঙ্কাম মেট।
**চর্মরোগ চাপা পড়িয়া হাপানিঃ
আর্সেনিক,কার্বভেজ,ডালকামারা,ইপিকাক, সোরিনাম,পালসেটিলা,সালফার,এপিস মেল ইত্যাদি।
**অর্শ বা উদরাময় চাপা পড়িয়া বাতঃ
নেট্রাম সালফ,এব্রোটেনাম।
*ঋতুস্রাব চাপা পড়িয়া মুখ বা মলদ্বার হইতে রক্তস্রাবঃআষ্টিলেগো।
**ঋতুস্রাব চাপা পড়িয়া উন্মাদঃ কুপ্রাম,ইগ্নেসিয়া,পালসেটিলা।
**ঋতুস্রাব চাপা পড়িয়া নর্তনরোগঃকুপ্রাম।
**বাত চাপা পড়িয়া হৃৎপিন্ডে বেদনাঃ অ্যাব্রোটেনাম,ক্যালমিয়া,অরাম মেট,লিডাম, কলচিকাম, বেনজয়িক এসিড।
**চর্মরোগ চাপা পড়িয়া ব্রস্কাইটিসঃ সালফার,মেডোরিনাম।
**ঋতুস্রাব চাপা পড়িয়া গেটেবাতঃ
স্যাবাইনা,সিমিসিফুগা,অ্যাব্রোটেনাম,জিঙ্কাম মেট।
**ঋতুস্রাব চাপা পড়িয়া ন্যাবাঃসিয়ানোথাস।
**ঋতুস্রাব চাপা পড়িয়া নিউমোনিয়াঃ
পালসেটিলা।
**চর্মরোগ চাপা পড়িয়া পক্ষাঘাতঃ
জিঙ্কাম,কুপ্রাম,কষ্টিকাম,সোরিনাম।
**কানের পুজ বাধাপ্রাপ্ত হইয়া মস্তিস্ক-প্রদাহঃস্ট্যামোনিয়াম।
**ডিপথিরিয়া বা গনোরিয়ার পর বাত বা স্নায়ুশূলঃফাইটোলাক্কা।
**স্তনের দুধ বাধাপ্রাপ্ত হইয়া মস্তিস্ক-প্রদাহ বা মেরুদন্ড প্রদাহঃ এগারিকাস।
**ঋতু চাপা পড়িয়া স্তনে দুধঃ
সাইক্লামেন,পালসেটিলা,টিউবারকুলিন,মার্কসল, চায়না।
**ঘর্ম বাধাপ্রপ্ত হইয়া শোথঃডালকামারা।
**অর্শ বাধাপ্রাপ্ত হইয়া রক্তের চাপ বৃদ্ধিঃ
লাইকোপোডিয়াম।
**ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া শোথঃ
কেলি কার্ব,সেনেসিও।
**ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া হাপানঃ
ইউফ্রেসিয়া,পালসেটিলা।
**চর্মরোগ চাপা পড়িয়া মৃগীঃ
অ্যাগারিকাস,কুপ্রাম,জিঙ্কাম।
**চর্মরোগ চাপা পড়িয়া শোথঃ
ডালকামারা,এসিড ফস,সালফার।
**ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া নাক মুখ দিয়া রক্তস্রাবঃ
ক্যালকেরিয়া কার্ব,নাক্স ভূমিকা, কার্বভেজ, সালফার,ডিজিটেলিস,ব্রাইওনিয়া,ফসফরাস,সেনেসিও।
**ঋতুস্রাব চাপা পড়িয়া কাশি বা রক্তকাশিঃ ফেরামফস,সেনেসিও,মিলিফোলিয়াম,পালসেটিলা,ব্যাসিলিনাম, আষ্টিলেগো।
**প্রসবান্তিক স্রাব চাপা পড়িয়া পা ফুলিয়া উঠেঃ
পালসেটিলা,সালফার।
**কর্ণমুলপ্রদাহ ভাল হইয়া অন্ডকোষপ্রদাহঃ
অ্যাব্রোটেনাম,কার্বভেজ,পালসেটিলা।
**ঋতুস্রাব চাপা পড়িয়া স্তনপ্রদাহঃজিঙ্কাম।
**ঋতুস্রাব চাপা পড়িয়া দৃষ্টিহীনতাঃসিপিয়া।
**ঋতুস্রাব চাপা পড়িয়া মাথাধরাঃ
সিয়ানোথাস,গ্লোনইন।
**ঋতুস্রাব চাপা পড়িয়া অর্শঃ
হ্যামামেলিস,গ্রফাইটিস।
**মৃগী চাপা পড়িয়া যক্ষা বা ক্যান্সারঃ
বিউফো।
**পর্যয়ক্রমে মানসিক ও শারিরিক লক্ষণঃ
লিলিয়াম প্ল্যাটিনা,সিমিসিফুগা।
**পর্যায়ক্রমে কাশি ও উদরাময়ঃ
ডিজিটেলিস।
**পর্যায়ক্রমে বাত ও টনসিলপ্রদাহঃ
এসিড বেঞ্জয়িক।
**পর্যয়ক্রমে উন্মাদ ও জরায়ুর শিথিলতাঃ
লিলিয়াম টিগ।
**পর্যায়ক্রমে হৃদরোগ ও ঋতুরোগঃ
কোলিনসোনিয়া।
**পর্যায়ক্রমে ঋতুরোগ ও অর্শঃ
লিইকোপাস,কোলিনসোনিয়া।
**স্নায়ুশূল চাপা পড়িয়া উন্মাদঃ
নেট্রাম মিউর,সিমিসিফুগা।
**পর্যায়ক্রমে মাথাব্যথা ও অর্শঃ
অ্যাব্রোটেনাম,কলিনসোনিয়া,এলুমিনা ইত্যাদি।
কেন্ট রেপার্টরিতে পর্যায়শীল রোগের সদৃশ ঔষধের তালিকাঃ
PERIODICITY : Acon., agar., Alum., am-br., anac., ant-c., ant-t., aran., Arg-m., arn., Ars., asar., bar-c., bell., bov., bry., bufo-r., cact., calc., cann-s., canth., caps., carb-v., Cedr., Chin-a., Chin-s., Chin., cina., clem., cocc., colch., croc., crot-h., cupr., dros., ferr-ar., ferr., gels., graph., ign., Ip., kali-ar., kali-bi., kali-n., lach., lyc., mag-c., meny., merc., nat-a., Nat-m., nat-s., Nit-ac., nux-v., petr., phos., plb., puls., rhod., rhus-t., sabad., samb., sang., sec., Sep., Sil., spig., stann., staph., sulph., tub., valer., verat., zinc.
মোবাইল এপস এর লিঙ্ক আপনাদের সেবায় পেশ করলাম।ফ্রী ডাউনলোড করুন।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg
ডাঃ ইয়াকুব আলী সরকার
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
একেবারে বাজে লেখা ।
উত্তরমুছুন