হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক একমত। |
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যে অবদান রাখছে তা এলোপ্যাথির তুলনায় কম নয়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে- উচ্চশিক্ষা ও গবেষণার কোন সুযোগ নাই। কোন দেশকে উন্নতি করতে হলে সে জাতিকে উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নত ও সমৃদ্ধ হতে হয়। আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও হোমিওপ্যাথি কোন ইউনিভার্সিটি স্থাপিত হয় নাই।দেশের মানুষের উন্নত চিকিৎসা প্রদানের জন্য হোমিওপ্যাথি ইউনিভার্সিটি এখন সময়ের দাবী।
উচ্চশিক্ষা ও গবেষণা ছাড়া কোন বিষয়ের উন্নয়ন সম্ভব নয়।আধুনিক বিশ্ব প্রতিটি ক্ষেত্রে উচ্চমানের গবেষণার মাধ্যমে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছে।অথচ চিকিৎসা ক্ষেত্রের অন্যতম একটি শাখা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান উচ্চশিক্ষা ও গবেষণার অভাবে বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ জনগনের চাহিদা মতো সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে। বিশ্ব হোমিওপ্যাথিক প্রয়োগ কৌশলের সাথে তাল মিলিয়ে আমরা হোমিওপ্যাথির সঠিক চিত্র তুলে ধরতে পারছিনা। বিষয়ভিত্তিক গবেষণা ও টেকনিক্যাল দক্ষতা না থাকায় জাতীয় স্বাস্থ্যসেবায় অবদান রাখতে ব্যর্থ হচ্ছি। সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে ঘটে যাওয়া দূর্যোগ মোকাবেলা করতে হয়েছে ডেঙ্গুজ্বরকে কেন্দ্র করে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ডেঙ্গুজ্বরে সু-নির্দিষ্ট কোন চিকিৎসা না থাকায় পার্শ্ববর্তী দেশ ভারত ২০১৫ সালে সরকারিভাবে ডেঙ্গুজ্বরে হোমিওপ্যাথিক চিকিৎসা গাইডলাইন তৈরি করেছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখছে। আমাদের দেশে উচ্চশিক্ষা ও গবেষণার অভাবে এরকম কোন নির্দিষ্ট ব্যবস্থাপনায় দূর্যোগ মোকাবেলা করার মতো হোমিওপ্যাথিক গাইডলাইন তৈরি করে সেবা প্রদান করা সম্ভব হচ্ছেনা।
ভারতে ১৬৫টি কলেজ থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা দেয়া হয় যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। এমনকি “জয়পুর হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়” নামে একটি পূর্ণাঙ্গ হোমিওপ্যাথিক ব্শ্বিবিদ্যালয় চালু আছে। ৩০৭টি হোমিওপ্যাথিক হাসপাতালে সিট সংখ্যা ১৩,৬৯৪টি। অনেক হোমিওপ্যাথিক হাসপাতালে সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি CCU ও ICU সেবা প্রদানেরও ব্যবস্থা আছে। কেরালায় সকরারিভাবে গড়ে তোলা হয়েছে হোমিওপ্যাথিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। গুজরাট, রাজস্থান, কেরেলা, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে গড়ে উঠেছে বেসরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল। আফ্রিকার ঘানা ও কেনিয়ায় গড়ে উঠেছে হোমিওপ্যাথিক ক্লিনিক। অথচ, অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় উচ্চশিক্ষার অভাবে শুধুমাত্র চেম্বারকেন্দ্রিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা চলছে অত্যন্ত লাজুক অবস্থায়। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকায়ও প্রতিষ্ঠা হচ্ছে একটি পূর্ণাঙ্গ হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়।
দক্ষিণ আফ্রিকার ডারবান বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েশন(Dtech) ও মাস্টারস’(Mtech) ডিগ্রী প্রদান করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এতটাই উচ্চমানের যে হোমিওপ্যাথিক চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক রেপার্টরির রুব্রিক সংযোজন হয়ে থাকে Mtech কোর্সের থিসিস থেকে।
ভারতের কল্যাণী ইউনিভার্সিটির Zoology Department এর Cytogenetics and Molecular Biology Laboratory ও আমেরিকার California University-র Department of Entomology and Institute for Integrative Genome Biology যৌথভাবে এক গবেষণায় দেখিয়েছেন যে কিভাবে Ultra-highly diluted plant extracts জেনেটিক লেভেলে P53(প্রোটিন৫৩) ক্যান্সার জিনের উপর প্রভাব বিস্তার করে। যা ELSEVIER জার্নালে ২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত হয়েছে।
ন্যানো-ফার্মাকোলজির এই যুগে Dr. Nancy Malik ২০১৫ সালের ১৮ই জুন, এক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করেছেন যে হোমিওপ্যাথিক ঔষধের মাদারটিংচার থেকে ২০০পটেন্সিতে 1¬4000 picograms/mililitre এ 5¬100 nanometer size এর ন্যানো-পার্টিকেলস বিদ্যমান থাকে। যা তিনি উপস্থাপন করেছেন Supper Avogrado’s Limit হিসাবে।
জার্মানীর Philipps University-র Department of Chemistry and Scientific Centre for Materials Sciences এবং ব্রিটেনের DiagnOx Laboratory থেকে গবেষণা চলছে Solvent Polarity Indicators হিসাবে Solvatochromic Dyes ব্যবহার করে কিভাবে হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিনের Linear Free Energy প্যারামিটার নির্ণয় করা যাবে।
বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানীরা Gene নিয়ে ব্যাপক গবেষণা করছেন এবং Chronic disease-এ বংশানুক্রমিক ধারাবাহিকতার জন্য দায়ী Gene sequence গুলোকে চিহ্নিত করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে সফলকাম হয়েছে বলে দাবী করা হয়েছে। Chronic disease সম্বন্ধে বহু ব্যর্থতা সাফল্যের ১২বছরের গবেষণালব্ধ ডাঃ হ্যানিম্যানের Miasm তত্ত্ব: stigma transmitted generation to generation এবং রোগ তৈরিতে ভূমিকা রাখতে dynamic agent দায়ী miasm-এর স্বরুপ উম্মোচন করেছেন। Luc Montagnier-র গবেষণা প্রতিবেদন DNA waves and water থেকে জানা যায় short sequences of DNA(e.g. a single gene) ইলেক্ট্রো-ম্যাগনেটিক সিগনাল(electro-magnetic signals) প্রেরণ করতে পারে যা কিছু exogenous retroviruses(HIV), hepatitis virus (HBV, HVC)-কে চিহ্নিত করতে পারে। এই DNA sequence রোগের ধরন মোতাবেক electro-magnetic signals(EMS) রোগির Uncommon, peculiar, stricking এবং Characteristic symptoms প্রকাশ করতে ভূমিকা রাখে।
বর্তমান বিশ্বে আরও অনেক উচ্চমান গবেষণা হচ্ছে যা ভবিষ্যৎ হোমিওপ্যাথির জন্য আশাব্যঞ্জক ফলাফল আশা করা যাচ্ছে। বিশ্ব হোমিওপ্যাথির উন্নয়ন ও গবেষণার ধারা আমাদের দেশে অব্যাহত রাখতে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উপর উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরি করা এখন সময়ের দাবী। তাই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি তৈরি করে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র সৃষ্টি করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। উচ্চতর গবেষণা ও দেশের মানুষের সুস্থতা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের বিকল্প নেই। স্বল্প খরচে ও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে এই সরকার যত দ্রুত উপলব্ধি করবে ততই দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বার উন্মোচন হবে। দেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের এলক্ষ্যে এগিয়ে আসতে হবে, সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। আসুন আমরা সবাই একসাথে মিলে এই মহতী উদ্যোগে শামিল হই।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?
ডাঃ ইয়াকুব আলী সরকার
ডি.এইচ.এম.এস
ইভা হোমিও হল।
বাইপাইল সাভার ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন